গুগল ম্যাপ এডিট করতে শিখুনঃ দেশের জন্য অবদান রাখুন

টিউন বিভাগ নির্বাচিত
প্রকাশিত
জোসস করেছেন

গুগল ম্যাপ। ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার এক অনন্য নাম ! জিপিএস ছাড়া উন্নত বিশ্বের দৈনন্দিন জীবন অচল। কিন্তু আমাদের দেশে অবহেলিত! দেশের ডিজিটাল ম্যাপিং এর অবস্থা খুব করুন। অনেক দেশে শুধু ব্যবহারকারীদের অবদানের জন্য নগরীগুলো ডিজিটাল ম্যাপিং এর সবোর্চ্চ শিখরে পৌছেছে। কিন্তু আমাদের দেশে কনট্রিবিউটর খুব কম। চলুন আমরা সবাই দেশকে ডিজিটাল বানাতে অবদান রাখি, আর শিখে ফেলি কিভাবে ম্যাপ এডিট করতে হয়।

টিউটোরিয়ালঃ

গুগল ম্যাপ এডিট খুব সহজ কাজ! নেট ব্যবহার করতে জানেন এমন কেউ আলাদা কোন প্রশিক্ষণ ছাড়াই গুগল ম্যাপে অবদান রাখতে পারবেন।

1. প্রথমে আপনার একটি জিমেইল একাউন্ট বা গুগল একাউন্ট লাগবে। একাউন্ট না থাকলে এখান থেকে তৈরী করে নিন

2. এবার গুগল ম্যাপ এডিটের এই লিংকে প্রবেশ করুন। http://www.google.com/mapmaker


ম্যাপ এডিটের বাটনগুলোর সাথে একনজরে পরিচিত হোন।

যেভাবে নতুন রাস্তা বানাবেনঃ

ধরুন আপনার বাসার পাশের রাস্তাটি গুগল ম্যাপে নেই, কিন্তু আপনি অ্যাড করে দিতে চাচ্ছেন। নিচে স্যাটেলাইট ভিউ থেকে একটি রাস্তা দেখা যাচ্ছে যেটি ম্যাপে নেই (আমরা অ্যাড করে দেব)

এই রাস্তাটি বানাতে প্রথমে Add new থেকে Draw a Line এ ক্লিক রুন।

প্রয়োজনে জুম করে নিন। এরপর Select Category থেকে Road সিলেক্ট করুন।

মাউস দিয়ে ক্লিক করে করে রোড বানান।

সিলেক্ট করা হলে কিবোর্ডের Enter বাটন চাপুন। (1) নং ঘরে রোড এর নাম দিয়ে (2.) Save করুন! 😀

বিঃদ্রঃ রাস্তাটি আকার সময় তা অন্য কোন রাস্তার সাখে মিলে গেছে (intersection) সেখানে মিলিয়ে দেবেন। একটা রাস্তরি উপর দিয়ে আরেকটা একে লম্বা বানাতে যাবেন না দয়া করে। আর রাস্তাগুলো ঠিক ঠাক মত অন্য রাস্তাতে গিযে মিলছে কি না সে ব্যাপারে নজর দেবেন! নিজের নামে কোন রাস্তা বানাবেন না, এটি নিষিদ্ধ)

(ব্যাস রোড তৈরী হয়ে গেল! রোডটি কিন্তু সরারি ম্যাপে প্রকাশ পাবেনা। আপনি নতুন ইউজার হলে একজন গুগল রিভিউয়ার আপনার ম্যাপটি রিভিউ করে তারপর পাবলিশ করে দেবে। সাধারণত 2-1 দিন সময় লাগে রিভিউ পেতে। ম্যাপটি পাবলিশ হবার সাথে সাথেই যে মোবাইলের গুগল ম্যাপে রোডটি দেকতে পারবেন না নয়, 10-15 দিন পর পর লেটেস্ট সব আপডেট কে ম্যাপে সিনক্রোনাইজ করা হয়, তখন মোবাইলে আপনার রোডটি বিশ্বের সবাই দেখতে পারবে। আপনি এই গ্রুপে যোগ দিয়ে আপনার Pending এডিট পাবলিশ করার রিকোয়েস্ট করলে কয়েক ঘস্টার মধ্যেই হয়ে যাবে।)

যেভাবে কোন জায়গা (পার্ক/অফিস/রেস্টোরা) বানাবেনঃ

প্রথমে Add new থেকে Draw a Shape এ ক্লিক করুন। এখানে আমি একটি পার্ক (Park) বানাবো।

Category হিসাবে Park সিলেক্ট করলাম। রেস্টুরেন্ট বানাতে চাইলে Restaurent সিলেক্ট করবেন।

Building নাকি Boundary তা সিলেক্ট করুন। আমি যেহেতু পার্ক বানানো তাই Boundary সিলেক্ট করলাম। বাড়ি-ঘর হলে Building সিলেক্ট করতে হত।

আগের মত মাউস দিয়ে ক্লিক করে করে বানিয়ে ফেলুন!

এবার (1) নং ঘরে পার্কের নাম, তথ্য দিয়ে (2). Save করুন। পার্ক তৈরী!! 😀

বিঃদ্রঃ আপনার বাসা ম্যাপে যোগ করবেন না। এটি গুগল সমর্থন করেনা। মডারেটর ডিনাই করে দেবে, আপনার ম্যাপিং অ্যাকুরেসি রেটিং কমে যাবে। বিজনেস এরিয়া ও জনপ্রিয় স্থানগুলো যুক্ত করুন।

যেভাবে কোন রাস্তার নাম/অবস্থান সংশোধন করবেনঃ

ধরুন আপনার এলাকার কোন রাস্তার নাম ভুলভাবে ম্যাপে রয়েছে, বা রাস্তাটি স্যাটেলাইট চিত্র থেকে সরে গেছে। এটি সংশোধন করার জন্য Edit থেকে Select a Line এ ক্লিক করুন।

রাস্তার উপর মাউস নিয়ে গিয়ে ক্লিক করুন।

এবার Edit এ ক্লিক করুন। এখান থেকে Edit entire (রোডের নাম) এ ক্লিক করুন।

(1) এ রোডের নামটি প্রবেশ করান (2) সেভ করুন। আর রোড ভুল অবস্থানে থাকলে বলগুলো মাউস দিয়ে টেনে টেনে ঠিক জায়গায় বসিয়ে সেভ করুন। 😀

যেভাবে ভুল রোড ডিলেট করবেনঃ

ধরুন আপনার এলাকার কোন রোড ভুলভাবে ম্যাপে এসেছে. বা রোডটি নেই কিন্তু ম্যাপে আছে এবং আপনি ডিরেট করতে চাচ্ছেন (সতর্কতার সাথে ডিলেট করুন, কারণ আসল রোড ডিলেট করলে ব্যবহারকারীরা অসুবিধায় পড়বে)।

Edit থেকে Select a Line এ ক্লিক করুন।

এবার মাউস দিয়ে রোডটি সিলেক্ট করুন।

Edit মেনু থেকে Delete This এ ক্লিক করুন।

এবার 1. রোডটি কেন ডিলেট করবেন 2. রিভিউয়ার এর প্রতি ডিলেটের বিস্তারিত কারণ লিখে 3. Delete এ ক্লিক করুন। ব্যাস রোড ডিলেট হয়ে গেল! 😀

সতর্কতাঃ

  • গুগল ম্যাপ এডিটে প্রচুর ডাটা খরচ হয়। প্রিপেইড ব্যবহারকারীগণ এক্ষেত্রে সতর্ক থাকবেন।
  • নিখুঁত ও নির্ভুল তথ্য দিন, মনে রাখবেন আপনার দেয়া তথ্য হাজার হাজার মানুষের কাজে আসবে।
  • নতুন ব্যবহারকারী হিসেবে আপনার এডিট সরাসরি প্রকাশিত হবেনা, কিছু সময় লাগবে।
  • গুগল ম্যাপে আপনার এডিট প্রকাশ পেতে 10-15 দিন সময় লাগবে। (স্টাবল ভার্সনের জন্য)

দেশের জন্য অবদান রাখুন, দেশকে ডিজিটাল করুন। এই পোস্টটি নিজস্ব ব্লগ ও অন্যন্য কমিউনিটি ব্লগে ছড়িয়ে দিতে পারেন যাতে সকলে গুগল ম্যাপ এডিট করতে শিখে দেশের জন্য অবদান রাখতে পারে।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

----- নেট মাস্টার।
Author: dr tanzil

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Good job

so nice. thanx

ভাল একটা তথ্য শেয়ার করলেন,আপনার অনুরোধের প্রতি আমার পুর্ন সমর্থন রইল,
আর আপনাকে অসংখ্য ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য।

thnx.no Privacy

ধন্যবাদ শেয়ার করার জন্য। ছবি কি করে দেয়া যাই সেটা যদি জানাতেন ভাল হত। আশা করি জানাবেন

    @Hossain Ahmed:
    Edit অপশন থেকে Photo URL অপশন দেয়া থাকে। এখানে ছবির URL দিতে হয়। ছবিটি আগে পিকাসা বা ফ্লিকারে আপলোড করে নিন তারপর URL টি এখানে দিন। 😀
    কমেন্টের জন্য ধন্যবাদ 🙂

নতুন ক্যাটাগরি কীভাবে তৈরী করব?

    @শোভন আলম:
    গুগলের দেয়া ক্যাটাগরীতেই কাজ করতে হবে, নতুন তৈরী করা সম্ভবনয়। কাছাকাছি কোন ক্যাটাগরী দিয়ে চালিয়ে যান।

Level 2

Thanks a lot. I will try it today.

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য।

faatafati tune,bro superv

এটা একটা Unique Tune, অসাধারণ, প্রিয় Tune…

Level 0

সরাসরি প্রিয়তে। ভাল থাকবেন।

আপনার টিউন দেখলেই বুঝা যায় ইউনিক টিউন 😀 😀
অনেক ধন্যবাদ।

many many thanks to you,
but vaia amake aapnar taskbarer net meter soft ta dea sahajjo korun plz

Level 0

সত্যিই দারুন ।google earth ও google maps কোন পার্থক্য আছে ?

    @Tarif:
    পার্থক্য সামান্য। গুগল আর্থ এ স্যাটেলাইট ভিউ এর প্রাধান্য বেশি। এটা মূলত পিসির জন্য ইউজার ফ্রেন্ডলী। গুগল ম্যাপস মোবাইল ও পিসি দুটোর জন্যই জুতসই। 😀 । তবে গুগল ম্যাপে আপনার এডিটটি গুগল আর্থেও দেখাবে! 😀 😀

আমি প্রায় ৫-৬ মাস আগে গুগল ম্যাপে কয়েকটা রাস্তা, মসজিদ, বিল্ডিং এ্যাড করছিলাম, ৩-৪ দিন পর ম্যাপে শো করছে কিন্তু যতবারই এক জায়গা থেকে আরেক জায়গার ডিরেকশন এর জন্য ওই রাস্তা ব্যবহার করতে চাই ততবারই অন্য রাস্তা শো করে…. 🙁

    @রাসকিন: @রাসকিন:
    আপনার প্রব্লেমটা ঠিক ধরতে পারলাম না 🙁 … “এক জায়গা থেকে আরেক জায়গার ডিরেকশন” .. ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন, সমাধা দেবার চ্ঠো করবো 😀

      @নেট মাস্টার: সহজ ভাষায় আমার সমস্যাটা হচ্ছে, ধরুন আমি মতিঝিল এর একটি রাস্তা গুগল ম্যাপে এডিট করলাম…এর পর আমি যখন মতিঝিল থেকে সায়েদাবাদ যাবার জন্য ম্যাপে স্টার্ট পয়েন্ট মতিঝিল আর এন্ড পয়েন্ট সায়েদাবাদ দিলাম তখন আমার এডিট করা রাস্তা ব্যবহার না করে আরো বেশি জটিল রাস্তা ব্যবহার করে 🙁 এবার আমার সমস্যাটা কি বুঝতে পেরেছেন? যদি পারেন সমাধান দিন, ধন্যবাদ.. 🙂

      @নেট মাস্টার:
      মনে হচ্ছে আপনার এডিট সরাসরি প্রকাশ না পেয়ে Pending হচ্ছে। Pending হওয়া কোন এডিটের উপর বেস করে নতুন কিছু এডিট করা যায় না। আপনার এডিটের লিংক দিন/স্ক্রিণশট দেখালে আপনাকে সাহায্য করতে পারি।

জানা ছিল, তবে কারও সাথে শেয়ার করা হয়নি। আপনি করলেন বলে ধন্যবাদ।

jobordost tune holo vai , onek valo

ভাই এই জিনিসটা যে কত দিন ধরে খুজতেছি,আল্লাহ আপনার মঙল করুক আমিন

Level 0

মাস্টার কে অনেক ধন্যবাদ ।

আপনাকে আসলে কি বলে যে ধন্য বাদ দিব।
টিটিতে যে কয়টি আমার দরকারি টিউন হয় তার মধ্যে এইটা একটা।
ম্যাপটা এডিট করার ইচ্ছা আমার অনেক দিনের,কিন্তু রাস্তা পাইতামনা।
যাই হোক অনেক ধন্যবাদ আপনাকে।

Are bhai apnare cinte parchi. Apni Beacon er Shorif bhai na? Se jonno google mape Beacon er nam joljol korche.
Amio cesta korechelam, sofol hote parini. Sese niger poricito place star kore rekhechi.

অনেক দিন পর মনের মত একখান টিউন পাইলাম। অনেক ধন্যবাদ।

fatafati………….

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য।

http://bdstockmarket24.blogspot.com/

Level 0

অনেক অনেক ধইন্য বাদ শেয়ার করার জন্য…।

Level 0

নকিয়া ম্যাপ এডিটও শীঘ্রই চালু হচ্ছে। ওটাও এডিট করব:-)

    @Shawon584:
    আশা করছি নকিয়া দ্রুত ম্যাপ এডিটের জন্য উন্মুক্ত করে দেবে 😀

অসাধারন টপিক!!!!!!! অসংখ্য ধন্যবাদ

++++++++++++++++++++++++++++++++++++++++++

…..nice job..bro…..

ম্যাপটা এডিট করার ইচ্ছা আমার অনেক দিনের কিন্তু সময় করে হয়ে উঠে না। আপনি আবার মনে করিয়ে দিলেন। অসাধারণ হইছে টিউনটা। আর একটা কথা আপনি আসলেই নেট মাষ্টার হওয়ার যোগ্য যা আপনার টিউনেই প্রমান। ধন্যবাদ। চালিয়ে যান ব্রদার 🙂

অসাধারণ একটা উদ্যোগ!

আমার এখানে যখন হাই স্পীড ইন্টারনেট কানেকশন আসবে তখন ইনশাআল্লাহ আমাদের দিনাজপুরের ম্যাপ আপগ্রেড করবো। দোয়া কইরেন 🙂 ।

@ Net master: Great job what you have done. Highly appreciated !!!

ASSALAMUALIKUM,

Thanks bro….for ur info….ami aage mone kortam google map kora shudhu professional der dea shombhob…….but from u we can learn that its so easy………..amar area ta korte pari naki try korbo INSHA-ALLAH…….

Level 0

vai apnar sathe ami contact korte chai-plg vai amar khub proyojon-my [email protected]-apnar tune khub valo hoyese r jogajog korle opokreto hobo-

thanks for this helpful post

visit to online money
http://careera1.com

টিউনটি অনেকদিন ষ্টিকি রাখার জন্য কর্তৃপক্ষকে সবিনয়ে অনুরোধ করছি।

ম্যাপটা এডিট করার ইচ্ছা আমার অনেক দিনের কিন্তু সময় করে হয়ে উঠে না। আপনি আবার মনে করিয়ে দিলেন। অসাধারণ হইছে টিউনটা।

Level 0

ভাই, অন্যের করা এডিট কিভাবে রিভিউ করবো?

    @Shawon584:
    কমিউনিটি এডিট এ ক্লিক করুন। এখান থেকে নেয়ার বাই প্লেসের পেন্ডিং এডিট রিভিউ করতে পারবেন। 😀

Level 0

onner kora vol kivabe correct korbo?

    @arju:
    উপরের লেখায় “যেভাবে কোন রাস্তার নাম সংশোধন করবেন” এর পদ্ধতি অনুসরণ করুন 😀

দেশের প্রতি আপনার আন্তরিকতা দেখে মুগ্ধ হলাম। ধন্যবাদ ভাই , এই মূল্যবান পোস্ট টি দেওার জন্য।

Thank you For your Nice Post .

Level 0

আমার বেশিরভাগ এডিটগুলো পাবলিশ হতে এখন আর রিভিউ লাগে না। যারা রাস্তা তৈরি করছেন তাদের উদ্দেশ্যে বলছি এই ম্যাপ এডিট করার মুল উদ্দেশ্য কিন্তু আমাদের দেশের প্রতি এলাকার জিপিএস সাপোর্ট তো সবথেকে গুরুত্বপূর্নই হচ্ছে রাস্তা। রাস্তা করার সময় খেয়াল রাখবেন
১.কোন বাঁক ছাড়া অহেতুক বেশি পয়েন্ট তৈরি করবেন না। কারন পপুলার শহর ছাড়া প্রথমে তা ভয়েস গাইডেন্সে সমস্যার সৃষ্টি করে। বাঁকে অবশ্যই পয়েন্ট দিন।
২. রাস্তাটা যেন নিঁখুত হয়। পুরোপুরি নিশ্চিত না হয়ে কোন রাস্তা বানাবেন না।
৩. রাস্তার নাম হিসেবে ইংরেজী নাম “preffer” করলেও পারলে “লোকাল” হিসেবে বাংলা নাম দিন।
৪.রাস্তা করার সময় এটি একমুখী বা দ্বিমুখী কিনা বলে দিন।
আপনার তৈরি এই রাস্তা দিয়ে একদিন যখন আপনি চলবেন আর আপনার গাড়িটি অথবা ফোনটি আপনাকে ঠিকানা বলে দেবে তখন কেমন লাগবে আপনার? ওই আপনার পরিচিত এলাকার এডিটরদের এডিট রিভিউ করলে আপনিও দ্রুত রিভিই পাবেন। রিভিই করতে আপডেট ট্যাবে গিয়ে “Make review and get review faster” এই জাতীয় লেখার নিচে গিয়ে learn how এ ক্লিক করুন। ওখানে সব লেখা আছে। আর আগে নিয়মগুলো পড়ে নিবেন কিন্তু।
জনাব নেট মাষ্টারকে এই টিউনের জন্য ধন্যবাদ আর কিভাবে ভাল এডিট করা যায় এই বিষয়ের উপর টিউন আশা করছি।

    @Shawon584:
    অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্টের জন্য 😀
    নতুনদের উদ্দেশ্য করে লিখেছি তাই সহজ করে দিয়েছি, অ্যাডভান্স লেভেলের এডিট নিয়ে টিউন করবো আশা করি 🙂
    আপনার টিপসগুলো চমৎকার ও উপকারী! 🙂

Nice

অসাধারণ পোষ্ট।

ইয়াহু এতদিনে মনের মত টিওন পাইলাম । ভাই এই নেট এর জগতে আমার সবচেয়ে পছন্দের এবং আগ্রহের বিষয় হল ভূগোল সম্পর্কে আর তাই আমার সবচেয়ে পছন্দের হল Google Earth/Map, আমি আমার এলাকা নরসিংদীর বেশ কিছু জায়গা গুগলে যোগ করেছি এখন তা MAP এ শো করছে . আমি নিজের আগ্রহ থেকেই এডিট করা শিখেছি এটা করতে খুবই মজা লাগে বলতে গেলে এটা আমার হবি ।Thank you.

শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই যদি যার যার এলাকা এডিট করে দেয় তাহলে খুব সহজ হয়।

    @রাশেদ:
    ধন্যবাদ ভাই। সবার কাছে এটাই প্রত্যাশা করছি। অবশ্য টিউনটি প্রকাশের পর ম্যাপ এডিটরের সংখ্যা অনেক বেড়ে গেছে। 😀 … আমার এলাকাতে প্রতিদিন নতুন নতুন এডিটরের মুখ দেখতে পাচ্ছি যা সত্যিই উৎসাহ ব্যান্জক! 🙂

Level New

ভেরী নাইস্‌,্‌ ,

ভাই , গুগোল এ কিভাবে new location name add করা যায় তা কি Details জানাবেন,

Very good,eta asolai khub joruri.

আমারটা কে করে দিবেন? আমার নেট স্পীড খুব খারাপ। দয়া করে কেউ একজন করে দিন।

Level 0

vai apne ekkhan jenious….comment na kore parlam na>>>>>>>>>>

Level 0

ভাই এর বাসা মনে হয় রংপুরে সেন পারা দেখে বুজতে পারলাম টিউন আনেক ভালো লাগলো আনেক কিছু জানতে পারলাম ধন্যবাদ

vai ekhon o ki mapmaker kaj kore?

চমৎকার একটি জিনিস শেয়ার করেছেন। আমি কিছু গুরুত্বপূর্ন স্থান সাবমিট করেছি, কিন্তু সেগুলো গুগুলে সাবমিট হয় না। কি করা যেতে পারে?

Good Post, Vaiya

দারুণ উপকারী তথ্য মূলক আর্টিকেল উপহার দিয়ে আলোকিত বাংলাদেশ গড়ার প্রত্যয় পেয়ে আনন্দিত হলাম। ধন্যবাদ ভাই দারুণ লেগেছে আমার।