গুগল ম্যাপ। ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার এক অনন্য নাম ! জিপিএস ছাড়া উন্নত বিশ্বের দৈনন্দিন জীবন অচল। কিন্তু আমাদের দেশে অবহেলিত! দেশের ডিজিটাল ম্যাপিং এর অবস্থা খুব করুন। অনেক দেশে শুধু ব্যবহারকারীদের অবদানের জন্য নগরীগুলো ডিজিটাল ম্যাপিং এর সবোর্চ্চ শিখরে পৌছেছে। কিন্তু আমাদের দেশে কনট্রিবিউটর খুব কম। চলুন আমরা সবাই দেশকে ডিজিটাল বানাতে অবদান রাখি, আর শিখে ফেলি কিভাবে ম্যাপ এডিট করতে হয়।
গুগল ম্যাপ এডিট খুব সহজ কাজ! নেট ব্যবহার করতে জানেন এমন কেউ আলাদা কোন প্রশিক্ষণ ছাড়াই গুগল ম্যাপে অবদান রাখতে পারবেন।
1. প্রথমে আপনার একটি জিমেইল একাউন্ট বা গুগল একাউন্ট লাগবে। একাউন্ট না থাকলে এখান থেকে তৈরী করে নিন।
2. এবার গুগল ম্যাপ এডিটের এই লিংকে প্রবেশ করুন। http://www.google.com/mapmaker
ম্যাপ এডিটের বাটনগুলোর সাথে একনজরে পরিচিত হোন।
ধরুন আপনার বাসার পাশের রাস্তাটি গুগল ম্যাপে নেই, কিন্তু আপনি অ্যাড করে দিতে চাচ্ছেন। নিচে স্যাটেলাইট ভিউ থেকে একটি রাস্তা দেখা যাচ্ছে যেটি ম্যাপে নেই (আমরা অ্যাড করে দেব)
এই রাস্তাটি বানাতে প্রথমে Add new থেকে Draw a Line এ ক্লিক রুন।
প্রয়োজনে জুম করে নিন। এরপর Select Category থেকে Road সিলেক্ট করুন।
মাউস দিয়ে ক্লিক করে করে রোড বানান।
সিলেক্ট করা হলে কিবোর্ডের Enter বাটন চাপুন। (1) নং ঘরে রোড এর নাম দিয়ে (2.) Save করুন! 😀
বিঃদ্রঃ রাস্তাটি আকার সময় তা অন্য কোন রাস্তার সাখে মিলে গেছে (intersection) সেখানে মিলিয়ে দেবেন। একটা রাস্তরি উপর দিয়ে আরেকটা একে লম্বা বানাতে যাবেন না দয়া করে। আর রাস্তাগুলো ঠিক ঠাক মত অন্য রাস্তাতে গিযে মিলছে কি না সে ব্যাপারে নজর দেবেন! নিজের নামে কোন রাস্তা বানাবেন না, এটি নিষিদ্ধ)
(ব্যাস রোড তৈরী হয়ে গেল! রোডটি কিন্তু সরারি ম্যাপে প্রকাশ পাবেনা। আপনি নতুন ইউজার হলে একজন গুগল রিভিউয়ার আপনার ম্যাপটি রিভিউ করে তারপর পাবলিশ করে দেবে। সাধারণত 2-1 দিন সময় লাগে রিভিউ পেতে। ম্যাপটি পাবলিশ হবার সাথে সাথেই যে মোবাইলের গুগল ম্যাপে রোডটি দেকতে পারবেন না নয়, 10-15 দিন পর পর লেটেস্ট সব আপডেট কে ম্যাপে সিনক্রোনাইজ করা হয়, তখন মোবাইলে আপনার রোডটি বিশ্বের সবাই দেখতে পারবে। আপনি এই গ্রুপে যোগ দিয়ে আপনার Pending এডিট পাবলিশ করার রিকোয়েস্ট করলে কয়েক ঘস্টার মধ্যেই হয়ে যাবে।)
প্রথমে Add new থেকে Draw a Shape এ ক্লিক করুন। এখানে আমি একটি পার্ক (Park) বানাবো।
Category হিসাবে Park সিলেক্ট করলাম। রেস্টুরেন্ট বানাতে চাইলে Restaurent সিলেক্ট করবেন।
Building নাকি Boundary তা সিলেক্ট করুন। আমি যেহেতু পার্ক বানানো তাই Boundary সিলেক্ট করলাম। বাড়ি-ঘর হলে Building সিলেক্ট করতে হত।
আগের মত মাউস দিয়ে ক্লিক করে করে বানিয়ে ফেলুন!
এবার (1) নং ঘরে পার্কের নাম, তথ্য দিয়ে (2). Save করুন। পার্ক তৈরী!! 😀
বিঃদ্রঃ আপনার বাসা ম্যাপে যোগ করবেন না। এটি গুগল সমর্থন করেনা। মডারেটর ডিনাই করে দেবে, আপনার ম্যাপিং অ্যাকুরেসি রেটিং কমে যাবে। বিজনেস এরিয়া ও জনপ্রিয় স্থানগুলো যুক্ত করুন।
ধরুন আপনার এলাকার কোন রাস্তার নাম ভুলভাবে ম্যাপে রয়েছে, বা রাস্তাটি স্যাটেলাইট চিত্র থেকে সরে গেছে। এটি সংশোধন করার জন্য Edit থেকে Select a Line এ ক্লিক করুন।
রাস্তার উপর মাউস নিয়ে গিয়ে ক্লিক করুন।
এবার Edit এ ক্লিক করুন। এখান থেকে Edit entire (রোডের নাম) এ ক্লিক করুন।
(1) এ রোডের নামটি প্রবেশ করান (2) সেভ করুন। আর রোড ভুল অবস্থানে থাকলে বলগুলো মাউস দিয়ে টেনে টেনে ঠিক জায়গায় বসিয়ে সেভ করুন। 😀
ধরুন আপনার এলাকার কোন রোড ভুলভাবে ম্যাপে এসেছে. বা রোডটি নেই কিন্তু ম্যাপে আছে এবং আপনি ডিরেট করতে চাচ্ছেন (সতর্কতার সাথে ডিলেট করুন, কারণ আসল রোড ডিলেট করলে ব্যবহারকারীরা অসুবিধায় পড়বে)।
Edit থেকে Select a Line এ ক্লিক করুন।
এবার মাউস দিয়ে রোডটি সিলেক্ট করুন।
Edit মেনু থেকে Delete This এ ক্লিক করুন।
এবার 1. রোডটি কেন ডিলেট করবেন 2. রিভিউয়ার এর প্রতি ডিলেটের বিস্তারিত কারণ লিখে 3. Delete এ ক্লিক করুন। ব্যাস রোড ডিলেট হয়ে গেল! 😀
দেশের জন্য অবদান রাখুন, দেশকে ডিজিটাল করুন। এই পোস্টটি নিজস্ব ব্লগ ও অন্যন্য কমিউনিটি ব্লগে ছড়িয়ে দিতে পারেন যাতে সকলে গুগল ম্যাপ এডিট করতে শিখে দেশের জন্য অবদান রাখতে পারে।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
----- নেট মাস্টার।
Author: dr tanzil
আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Good job