অনেক দিন পরে লিখছি। আসলে সময় করে উঠতে পারছি না। তবে টেকটিউনসে প্রতিদিনই আসা হয়। আপনাদের লেখা পড়া হয়।
কালকে গিয়ে ছিলাম আমার এক আত্মীয়র বাসায়। উনি উনার কম্পিউটারে Your computer might be at risk কথাটা দেখেই আমাকে বললেন যে বার বার অপরেটিং সিস্টেম ইন্সটল করেও তিনি উইন্ডোজ এক্সপির এই মেসেজ থেকে মুক্ত হতে পারছেন না। এ সমস্যা অবশ্য আমাদের অনেকেরই হয়েছে। আজকে উইন্ডোজের এই বিরক্তিকরমেসেজ থেকে পরিত্রানের সবচেয়ে সহজ উপায় আপনাদের বলে দিচ্ছি।
এই কাজটা অবশ্য রেজিস্ট্রি এডিট করে করা যায়। কিন্তু সেটা একটু সময়ের ব্যপার তাছাড়া সবাই এটা পারেও না। তাই একদম ঝামেলা বিহীনভাবে কাজটা করার জন্য আমি একটা রেজিস্ট্রি ফাইল তৈরি করেছি।
ব্যস, এখন থেকে বিরক্তিকর Your computer might be at risk মেসেজ আর আসবে না। একদম খাল্লাস!
আমি প্রযুক্তিবিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 188 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I just wanted to say good work on your site, I like the look and the information was useful.
Thank you so much giving this information that makes me so PLEASED!!!!. Good Luck for http://www.techtunes.io
এই কাজটি কি ম্যানূয়ালী করা যায় না। অবশ্যই যায়। টাস্কবারে উক্ত আইকনে ডাবল ক্লিক করুন। windows Security center এর window অপনে হবে, এবার resources লিস্ট হতে সবচেয়ে নিচের Change the way Security Center Alerts ne তে ক্লিক করুন। Alert setining এর Firewall, Automatic Updates এবং Virus Protection হতে চেক মার্কস তুলে দিন। কাজ শেষে OK বাটনে ক্লিক করে window টি close করুন।
ধন্যবাদ।