টেকটিউনস এর ব্যাপারে আর কিছু বলছি না। 😛 প্রকৃতি যেমন তার আপন গতিতে চলে তেমনি টেকটিউনসও তার নিজ গতিতেই চলবে। আমাদের আক্ষেপে টেকটিউনসের কিছু আসে যায় না। এবার আসি আমার টিউনের বিষয়ে।
মুভি পছন্দ করে না বা মুভি দেখে না এমন মানুষ খুজে পাওয়া কঠিন। অনেকে কম্পিউটার কিনে শুধু মাত্র গান বা মুভি দেখার জন্য।
টেরাবাইট হার্ড ডিস্কের এই যুগে কম্পিউটারে মুভি রাখা যায় অসংখ্য। তাই হঠাৎ করে নির্দিষ্ট মুভি খুজে পেতে মাঝে মাঝে বেগ পেতে হয়। আচ্ছা এমন হলে কেমন হয় ধরুন আপনার পিসিতে ৫০০ মুভি আছে। আর মুভিগুলো ক্যাটাগরি অনুযায়ি থরে থরে ভাবে সাজানো আছে। শুধু তাই না মুভির পোস্টার সহ এমনকি IMDb রেটিংও আছে।
আপনি যদি একজন মুভিখোর অর্থাৎ আপনার কম্পিউটারে অনেক মুভির কালেকশন থাকলে অবশ্যই আপনি এমন কিছু খুজছেন। আর এই সকল সুবিধা দিবে Movie Monkey নামের অসাধারন এই সফটওয়্যার।
একনজরে Movie Monkey ফিচারগুলোঃ
বিস্তারিত দেখুন এখানে।
অটোমেটিক মুভি এড।
ক্যাটাগরি অনুযায়ি মুভি লিস্ট।
IMDb রেটিং সুবিধা।
Watchlist তৈরি করার সুবিধা।
কিভাবে ব্যবহার করতে হবে এইতো? জাস্ট সফটটি ওপেন করে File>Import movies থেকে আপনার মুভি ড্রাইব বা ফোল্ডার শুধু একবার দেখিয়ে দিন। ব্যাস বাকি কাজ সে নিজে নিজেই করবে। তবে মাঝে মাঝে মুভির নামের শেষে dvd rip, 720 ইত্যাদি টাইপ লিখা থাকলে একটা লিস্ট আসবে। সেখানে ডাবল ক্লিক করে ঐ টাইপ লিখাগুলো মুছে দিন।
আর হ্যা প্রথমবার মুভিগুলো এড করতে নেট লাগবে।
আমার কম্পিউটারের ৫৫০ মুভির কিছু অংশ দেখুন।
ডাউনলোডঃ
MOVIE MONKEY সাইজ মাত্র ১০ মেগাবাইট।
আর হ্যা এটা পুরাই ফ্রী।
আশা করি আপনাদের ভাল লেগেছে।
ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
যোবায়ের সামুতেই তোমার পোস্ট পড়ে ডাউনলোড করেছিলাম, কিন্তু আমার পিসিতে কাজ করলনা কেনও বুঝলাম না, ফোল্ডার দেখিয়ে দিলে আর কিছুই হয়না, স্ক্যানিং ফোল্ডারস চলতেই থাকে, আর হেং করে 🙁
এই সমস্যা শুধু আমার পিসিতেই, কাজে অন্যরা নিশচিন্তে ইউজ করতে পারেন, ভালো সফট 🙂