গতকাল ২৪ নভেম্বর বিকাল ৫ টায় টিউনার "ইসমাইল টিপু" মাত্র ২২ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) উনি ২০০৯ থেকেই ব্লাড ক্যান্সার (Liucoplastic Liucomia) রোগে ভুগছিলেন। আমরা উনার আত্মার মাগফেরাত কামনা করি। উনার স্মরণে উনার এই টিউনটি নির্বাচিত করা হল।
এখনকার যুগটাই Branding এর, আমরা একটি পণ্যের মান সম্পর্কে জানতে পারি তার Brandএর মাধ্যমে। যেমন চায়না মোবাইল বললেই আমরা ধরে নেই সেটটা খুব একটা ভালো হবে না। আবার নকিয়া বললেই ২ চোখ বন্ধ করে নেয়া যায়। আমরা প্রতিনিয়ত অনেক বিখ্যাত কোম্পানির লোগো দেখি টিভি অ্যাডে বা বিল বোর্ডে। আপাত দৃষ্টিতে শুধুই একটি লোগো মনে হলেও এর মধ্যেই অনেক লুকানো তথ্য থাকে যা আমরা সাধারণভাবে দেখে বুঝতে পারিনা ।
এর প্রথম দুটি অক্ষর দিয়ে এনালগ সিগনাল বুঝাচ্ছে। আর শেষের দুটি অক্ষর দেখতে 1 and 0 এর মত যা দিয়ে ডিজিটাল সিগনাল বোঝাচ্ছে।
কি আপাত দৃষ্টিতে কিছু বুঝতে পারেন? ভালো করে দেখুন লোগোটিতে হলুদ তীর চিহ্ন দিয়ে হাসি বুঝানো হচ্ছে, যা দারা ওরা ওদের ক্রেতাদের সর্বোচ্চ সন্তুষ্টির বিষয়টি বুঝাতে চাচ্ছে। আর ভালো করে লক্ষ্য করুন তীর চিহ্নটি a থেকে z পর্যন্ত, অর্থাৎ ওদের স্টোরে a থেকে z পর্যন্ত সব ধরনের পণ্যই পাওয়া যায়।
FedExএর এই লোগোটির গোপন বার্তা খুব সহজে বুঝা যায়না। একটু ভাল করে লক্ষ করলে দেখবেন E এবং X এর মধ্যে একটা তীর চিহ্ন গঠিত হয় যা দারা ওদের কোম্পানির গতি এবং যথার্থতা কে বুঝানো হয়।
এই লোগো দেখননি এরকম মানুষ আমাদের দেশে কেনো পৃথিবীতেই কম আছেন। আপাত দৃষ্টিতেতো একটি U দেখছেন, কিন্তু এর মধ্যে রহস্যটা কোথায়? আসলে ইউনিলিভার এমন একটি কোম্পানি যা খাবার-দাবাড় থেকে শুরু করে সাবান সবধরনের সেবা ও পণ্যই প্রস্তুত করে থাকে।আর এই সব পন্যই তাদের লোগোর মধ্যে বিভিন্ন চিহ্ন দিয়ে ফুটিয়ে তুলেছে। যেমন- হার্ট দিয়ে love, care and health, পাখি দিয়ে ফ্রিডম ও শার্ট দিয়ে পরিস্কার পরিচ্ছন কাপড় বোঝানো হয়েছে।
Continental বিখ্যাত টায়ার প্রস্তুতকারী। ভালো করে লক্ষ্য করুন, এদের লোগোর প্রথম দুটি বর্ণ দারা ত্রি-মাত্রিক টায়ার দেখানো হয়েছে।
লোগোটি বুঝা একটু কঠিন, দেখুন F-এর পাশে চিরুনির মত স্ট্রিপ গুলোর মাধ্যমে একটি উল্টো 1(one) গঠিত হয়েছে, যা দারা গতি বুঝানো হয়েছে।
সানের লোগোটি ভালো করে দেখুন, যেদিক থেকেই দেখুন না কেনো আপনি SUN দেখতে পারবেন।
লোগোটি সহজ, দেখুন কত সহজে SHARK শব্দগুলোর মাধ্যমে মুলত একট শার্কের ছবি ফুটিয়ে তোলা হয়েছে।
দেখুন এখানে পাখির মাথার পেছনের অংশে B, পায়ের অংশ P এবং লেজের দিকটায় C, অর্থাৎ BPC- Bangladesh Porjoton Corporation। বাঙ্গালিও কম কিসে?
দেখুন TWINS লিখবার সময় N কে বাকিয়ে 2 এর মত রুপ দেয়া হয়েছে, অর্থাৎ N এর মধ্যেই 2 কে ফুটিয়ে তোলা হয়েছে।
লোগোটি অসাধারন, প্রত্যেকটি বর্ণের মধ্যে 8 এর কিছু না কিছু অংশ আছে।
ভালো করে দেখুন, g এর মধ্যেই ওরা ওদের নামের duck অর্থাৎ হাসকে ফুটিয়ে তুলেছে
Pencil শব্দের শেষের দিকে i এবং l দারা একটি পেন্সিল ফুটিয়ে তোলা হয়েছে।
দেখুন I B এবং M প্রত্যেকটি বর্ণে দেখবেন আটটা লাইন সহজেই দেখা যায় যা দিয়ে গতি এবং ডায়নামিজম বোঝানো হয়েছে।
লোগোটি দেখলে মনে হবে বেহুদা একটা সবুজ গাছ, কিন্তু গাছের মাথায় ভালো করে দেখুন, মানুষের ব্রেইন দেখতে পারবেন, যা দারা ওদের কোম্পানির কর্মচারীদের দক্ষতা বুঝানো হয়েছে, এবং এর মাধ্যমে ওদের নাম GreenLabs এর green এর সবুজ গাছ আর labs এর বুদ্ধি ফুটে উঠেছে।
নামের মত লোগোতেও কি ভুত দেখতে পাচ্ছেন?
এটা বুঝাতো খুবি সহজ
চমৎকার একটি লোগো। দেখুন কিভাবে শিশু দুটির হাতের মাঝে শান্তির প্রতিক পায়রা ফুটিয়ে তোলা হয়েছে ।
লোগোটি বামদিক লক্ষ্য করলে মানুষ আর ডান দিক লক্ষ্য করলে শান্তির প্রতিক পায়রা দেখতে পারবেন।
দেখুন লোগোটির মাঝে কতসুন্দর ভাবে 'B' এবং 'Bee' (মৌমাছি) দুটিকেই ফুটিয়ে তোলা হয়েছে
দেখুন কত সুন্দর ভাবে talk এর a এবং more এর e কে উল্টিয়ে দিয়ে মুলত inverted comma কে উল্টিয়ে দেয়া হয়েছে, অর্থাৎ কোনও কথাই আর inverted commaর মধ্যে সীমিত থাকবেনা, আরও প্যাঁচাল চলবে
কিন্তু আমি আরপ্যাঁচাল মারতে পারবোনা, পুরাই কাহিল, ভালো লাগলে মন্তব্বে জানাবেন।
*অনেকদিন আগে সামুতে এইরকম এই টিউন দেখেছিলাম, যেহেতু টেকটিউনসে এই ধরনের টিউন দেখিনি তাই আমি করলাম, তথ্য গুলু অবশ্যই গুগল মামু ও বিভিন্ন ব্লগ ইউজ করে বের করা।কেউ কপি-পেস্ট কইয়া ফাল মারবেন না। আমি আমার মত লিখছি।
একজন কমেন্টকারীর অনুরোধে
techutunes এর থিম হলও- মেতে উঠুন প্রযুক্তির সুরে
দেখুন Techutunes এ, tunes এর u এবং n কে মিউজিক্যাল সাইনের রুপ দেয়া হয়েছে, যার মাধ্যমে সুরে সুরে মেতে উঠা বুঝাচ্ছে, আর tunes এর সামনেতো Tech বাবাজি বহাল তবিয়তেই আছে, তারমানে শেষ কথা হলও-'মেতে উঠুন প্রযুক্তির সুরে'
আমি যা বুঝলাম সেই ভাবে ব্যাখ্যা দিলাম, ভুল হলে কেউ জানাবেন, প্লিজ
আমি ইসমাইল টিপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকনোলজির তেমন কিছুই জানিনা, যতটুকু বুঝি তাই শেয়ার করি
জটিল হইছে……….. ধন্যবাদ………………