এডমিন/ইউজার পাসওয়ার্ড খোলার উপায়

windows এর এডমিন / ইউজার পাসওয়ার্ড ক্র্যাক/ ভাঙ্গার জন্য windows Gate ব্যবহার করে খুব সহজেই তা করা যায়।

আসুন দেখে নেওয়া যাক এর জন্য কি কি প্রয়োজন হবে

  • ১। এক্স. পি এর লাইভ ডিস্ক সাথে windows Gate সফটওয়্যার।
  • ২। সিডি রম ড্রাইভ (এটি সব কম্পিউটারের একটি করে থাকে, লাইভ এক্স.পি এর ইউ. এস বি, ভাশন এখনো করতে পারি নাই)
  • ৩। কম পক্ষে ১২৮ এম বি র‌্যাম।

এটি নিম্নের তালিকায় দেওয়া windows এর ভার্সনে কাজ করবে

  • ২০০৮
  • ভিস্তা
  •  ২০০৩
  •  এক্স. পি
  •  ২০০০
  • (৩২ / ৬৪ বিট) উভয় প্রকারের জন্য কার্যকর।

শুরু করি

নিচের লিংক হতে এক্স পি এর লাইভ ভার্সন ডাউনলো করে নিন। এবং আপজিপ করে এর I.S.O ফাইলটা নিরো বা এই জাতীয় কোন সিডি বার্নার সফট দিয়ে তা সিডিতে রাইট করে নিন।

এবার আপনি যে কম্পিউটারে এডমিন/ ইউজার পাসওয়ার্ড খোলতে চান সেটি চালু করুন এবং সেটির বায়োস প্রবেশ করে বুট সিকোয়েন্স এর ফাস্ট ডিভাইস হিসেবে সিডি/ ডিভিডি রম নির্ধারন করুন। সেটিং সেইভ করুন এবং এক্স. পি এর লাইভ ডিস্ক প্র্রবেশ করিয়ে কম্পিউটার বুট করুন। এই অবস্থায় সি ডি হতে বুট করার জন্য কী বোর্ড হতে যে কোন একটি কী প্র্রেস করুন (প্রেস করার ম্যাসেজ আসলে)।

এবার windows সরাসরি সিডি হতে লোড হবে, কিছুক্ষণ অপেক্ষা করুন, লোড হওয়া পর্যন্ত।

এখন

Start>Programs>Unlockers>Windows Gate এ ক্লিক করুন।

C:[]-windowsXp[5.1.2600.2180(xpsp_sp2_rtm.040803-2158)]  লাইনটি সিলেক্ট করুন।

অতপর

Available gates অপশন হতে

Msv1_0.dll.patch (check to disable logon password validation) চেক বক্স এ টিক মার্কস দিন।

close (X) বাটনে ক্লিক করুন।

কম্পিউটার রিস্টাট করে লাইভ ডিস্ক বের করুন।

এবার

নরমালি হার্ডডিস্ক হতে বুট করুন এবং লগইন স্ক্রীনে পাসওয়ার্ড টেক্স এ কোন কিছু টাইপ না করে শুধু মাত্র এন্টার প্রেস করুন।

বি: দ্র: ডাউন লোড এর সুবিধার জন্য  আমি এটার অন্যান্য ইউটিলিটি গুলো বাদ দিয়ে শুধু মাত্র windows Gate সফটওয়্যারটি যুক্ত করে দিয়েছি।

Level 0

আমি মাইক্রোকাতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

উন্ডোস 2008 আবার কোন টা? আর C:[]-windowsXp[5.1.2600.2180(xpsp_sp2_rtm.040803-2158)] লাইনটার মধ্যে [ ] কী?

এটা কী আসলেই কাজ করে?

Level 0

রবিন ভাই উইনডোস 2008 হল উনইডোস সার্ভার ২০০৮, [] এটা আসলে আপনি যা দেখছেন উক্ত লাইনে হুবহু তাই দেখাবে।
প্রযুক্তিবিদ, এটি ১০০% কাজ করে, আমি পরীক্ষা করে তার পরই এখানে পোস্ট করেছি।
যদি এই পদ্ধতিতে কাজ না হয় তাহলে, নিম্নের মতো করে চেস্ট করুন।
আপনি এটার সাথে আসা password renew ইউটিলটি টা ব্যবহার করুন। এটা রান করুন এবং select target হতে windows directory দেখিয়ে দেন। এতে করে select a task মনেু একটিভ হবে। এবার renew existing user password এ ক্লিক করে acount হতে administrator সিলেক্ট করুন এবং new password text box এ আপনার ইচ্চানুযায়ী পার্সওয়াড দিন। confirm password এর বেলায়ও একই পাসওয়ার্ড ব্যবহার করুন। একই নিয়মে Account হতে অন্যান্য পাসওয়ার্ড গুলি রিনিউ করে নিতে পারেন। এবার select a action হতে install এ ক্লিক করুন। কম্পিউটার রিস্টা করে স্বাভাবিক বুট করে নতুন পাওয়ার্ড টি প্রয়োগ করে দেখুন । আশা করি কাজ হবে।
ধন্যবাদ।

জটিল জিনিস দিলেনতো কাতার ভাই। এইবার থেকে একটা সিডি নিয়ে ঘুরতে হবে। মুহাহহা

এক্সপির লাইভ ভার্ষন যে কোন একটি হলেই কি হবে ?

microqatar ভাই … পার্ট-২ তো ডাউনলোড হয়না । কি করা যায় ?

Level 0

আমি দেখে আপনাকে জানাচ্ছি।

Level 0

ডাউনলোডে কোন সমস্যা নাই , আবার ট্রাই মারেন।

Level 0

Viya apni akta jotil jinish dilen……….
Apnake je ki bole thanks dibo bujtesina……….

ভাই উইন িভস্তার েজনুইন িলংক পাসউয়াড প্রোেটক্ট…………… িক করা যায় বলুন েতা অাপিন িক পাসউয়াড পাঠােত পােরন

Level 0

viya…. ami akta CD te kivabe 3ta ISO file write korbo, bujtesina.
Ataki data cd korbo? Plsssssssss E-mail: [email protected]

কাতার ভাই,পারলে ফুল সিডির ডাউনলোড লিঙ্ক দেন।এটাতে তো সব ইঊটিলিটি/সফটওয়ার নাইঃ(

Level 0

সুমন ভাই , আপনি সবগুলো পার্ট ডাউনলোড করে উইনরার দিয়ে এক্সট্রাক্ট করে নিন, এতে করে আই. এস ও একটি ফাইল তৈরি হবে, এবার উক্ত আই এস ও ফাইল টি কে নিরো দিয়ে ইমেজ টু সিডি হিসাবে রাইট করে নিন।

হাসান ভাই, পুরো কাজটির পরিবর্তন আমার নিজের করা ছিল, তাই এর কোন ফুল সিডি বলে কিছুই নাই। তারপরও আপনি নিচের লিংক হতে শত শত ইউটিলিটি সহ এক্স পি এর লাইভ সিডি টি ডাউনলোড করে নিতে পারেন।
লিংক সহ মন্তব্য করা যাচ্ছে না।

    Level 0

    কাতার ভাই, আপনাকে আমি আমার মেইল এড্রেস দিয়ে মেইল করলাম কোন উত্তর পাইলাম না। আবার ও আমার মেইল এড্রেসটা দিতেছি দয়া করে লিংকটা দিবেন।
    ১. [email protected]
    2. [email protected]

Level 0

আপনি আমাকে মেইল করুন। [email protected]

Level 0

VAI, 3TA FILE DOWNLOAD KORLE TO 3TA ISO FILE DOWNLOAD HOY. APNI 1TA ISO BANANOR KATHA KIVABE BOLCHEN?

Level 0

কাতার ভাই, আপনার ফাইল গুলি ডাউনলোড করে লাইভ সিডি বানিয়েছি কিন্তু কাজ করেনা। আপনি কি বলবেন কোথায় সমস্যা হচ্ছে। আমার ল্যাপটপ (মডেল: Toshiba, Satellite M50) Start>Programs>Unlockers>Windows Gate এ ক্লিক করার পর যে উইন্ডো আসে তাতে C:[]-windowsXp[5.1.2600.2180(xpsp_sp2_rtm.040803-2158)] লাইনটি সিলেক্ট করে Available gates অপশন হতে Msv1_0.dll.patch (check to disable logon password validation) চেক বক্স এ টিক মার্ক দিলে একটা ইরর মেসেজ দেয় তা হলোঃ Error: take owner: set named security info:126.

তার পর অন্য একটা ডেস্কটপ এ ট্রাই করতে গেলাম তখন বুট হবার পর ডেস্কটপ এসে ২/৩ সেকেন্ড স্থায়ী হয় তার পর মেসেজ দেখায় Cannot Display This Video Mode, Optimum resolution 1024×768 60Hz. এই মেসেজ আসার পর মনিটরের সেটিং চেঞ্জ করার জন্য কোন অপশন ওপেন হয়না। অন্য একটা মনিটর দেওয়ার পর এই মেসেজ দেখায় Input Signal Out of Range, Change Setting to 1024×768 – 60Hz. একই রকম সমস্যা মনিটরের সেটিং চেঞ্জ করতে পারিনা। আবার যখন হার্ডডিস্ক থেকে বুট করি তখন মনিটরের সেটিং চেঞ্জ করতে কোন সমস্যা হয়না। কাতার ভাই সমস্যা কি তা একটু জানাবেন।

    Level 0

    উইনডোস গেইট দিয়ে কাজ না হলে এর সাথে থাকা পাসওয়াড রিনিউয়াল ইউটিলিটি টি দিয়ে ট্রাই করুন। আশি করি কাজ হবে।
    ২য় সমস্যাটির জন্য আপনি ১০২৪ এর চাইতে বেশী রেজ্যুলেশন সাপোট করে এমন একটি মনিটর যুক্ত করে দেখতে পারেন। ধন্যবাদ।
    দেরী করে ফেললাম, তাই দু:খিত।

Thanks Microqatar vaia for ur tune

Boss,
ami 3ta file e download korsi & win rar diye jokon 1st file extract kori tokon 1ta livexp.iso file hoyse, bt jokon 2nd part extract korte chai tokn e bole ‘livexp.iso alredy ase ami ki replace korbo’, same 3rd ar ketre o. akn kivave 3ta file 1 shate extract korbo?
naki protome 3ta file akshate join kore tar por extract korbo? 65mb ar 1ta iso hoy protektate.

ধন্যবাদ।।

onak dhonnobad vai

foysal vai r amar problem same…. ki korbo vai ??

Level 0

Vai Dell, HP, Lenovo, aei brand er computer ee apnar dewaa live xp kaj kore na. Dell, HP, Lenovo, asus aei computer er jonno
Windows Password reset er ki vhalo kono iso file dewaa jay, je ta kaj korbe. Please,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,PleasePlease,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,PleasePlease,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,Please,PleasePlease,Please,Please,Please,Please,

Vai ekta solution chai je ta kaj korbe Dell, HP, Lenovo, asus computer ee r operating system Windows 7. Thank's to all.

ধন্যবাদ আপনাকে। অব্যাহত রাখুন

আমি নতুন। আটিকেল লিখতে চাই। কিন্তু নতুন টিউন পেইজে ম্যানুগুলো দেখাচ্ছে না। কি করলে সমাধান পাবো দয়া করে জানাবেন?