এক্ষেত্রে দুটা পদ্ধতিতে কাজটা করে নেওয়া যায়।
হ্যা করা যায়। কারন ডিভাইস টি কোন কোম্পানীর তৈরি সেটা মূখ্য বিষয় নয়। সেটিতে কোন চিপস বা চিপস সেট করার হয়েছে সেটাই বিবেচ্য বিষয়। যেমন ধরা যাক আমার কাছে asrock 945 chipset এর মাদার বোর্ড ডিভাইস ড্রাইভার সিডি আছে, আমি চাইলে সেটি MSI945 chipset এর মাদারবোড এ তা ব্যবহার করতে পারবো। আবার সব ক্ষেত্রে এই পদ্ধতি কাজ নাও করতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রেই কাজ করে। যেমন Intel D945GCNL এবং Intel D945GCPE এর জন্য একাই ড্রাইভার সিডি কাজ করে , কিন্তু একই মানের Intel D945GCCR এর বেলায় ভিজিএ কাজ করলেও সাউন্ড কাড এর ড্রাইভার টা ভিন্ন (ঐ সিডি দিয়ে কাজ হবে না)।
ম্যানুফেকচার কোম্পনীর ওয়েব সাইট হতে: সিডি পাওয়া না গেলে একমাত্র ভরসাই হল ইন্টানেট।আপনি কোন ডিভাইস এর নাম লিখে Google এর সার্চ করে দেখুন হাজারটা লিংক আপনার সামনে এসে হাজির হয়ে যাবে।
Google এর vinyl ac97 sound card driver লিখে সার্চ দিন, মাথা ঘুরে যাবে এতো সব লিংক দেখে।
এই লিংক গুলো হতে সঠিক ড্রাইভার খুজে বের করার মানে সময় এর অপচয়।তাছাড়া কিছু সাইট আছে আপনাকে হাইকোর্ট দেখাতে পারে, মানে রেজি: কর, টাকা পয়সা ডোনেট কর, বা আমাদের ওমুক ইউটিলিটি সফটওয়্যার টা ব্যবহার করো ইত্যাদি ইত্যাদি। তাহলে উপায় কি?
চলবে………………………….
আমি মাইক্রোকাতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু...
বুকমার্ক করে রাখলাম সময় করে পড়ব। ধন্যবাদ আপনাকে।