লক্ষ্য রাখুন যাতে হারিয়ে না যায় আপনার ব্রাউজারের ফেভারিট/বুকমার্ক লিস্ট

প্রয়োজনে অথবা অপ্রয়োজনে আমরা নিয়মিত নেট সার্ফিং করেই চলেছি। সার্ফিং শেষে মন্দ বা অপ্রয়োজনীয় সাইটগুলোর কথা আমরা তেমন মনে রাখিনা কিংবা রাখার চেষ্টাও করিনা। কিন্তু ভাল এবং প্রয়োজনীয় সাইটগুলো আমরা ফেভারিট বা বুকমার্ক করে রাখি। আর এভাবেই দিনে দিনে আমাদের প্রিয় ও প্রয়োজনীয় সাইট গুলো বুকমার্কিং/ফেভারিট করার মাধ্যমে ব্রাউজারের ফেভারিট লিস্ট সমৃদ্ধ হয়ে উঠে। কিন্তু কেমন লাগবে যদি হঠাৎ করে এই লিস্ট হারিয়ে যায়! অবশ্যই খারাপ লাগার কথা.
মাঝে মাঝে সিস্টেম ক্র্যাশ করলে নতুন করে সিস্টেম সেটআপ দেয়া লাগে তখন আর এই ফেভারিট লিস্ট খুঁজে পাওয়া যায়না। অন্যান্য সমস্যার কারনেও এই বুকমার্ক/ফেভারিট লিস্ট হারিয়ে যেতে পারে। তাই এখনি সতর্ক হতে হবে………

নিচের ছোট্ট টিপসটি অনুসরন করে খুব সহজেই আপনার বুকমার্ক/ফেভারিট লিস্ট হারিয়ে যাওয়া থেকে রেহাই পেতে পারেন।

Internet Explorer ব্যবহারকারীদের জন্যে-

ইন্টারনেট এক্সপ্লরারের File মেনু থেকে Import and Export. সিলেক্ট করুন, এরপর Export to a file সিলেক্ট করে Next -এ ক্লিক করুন। তারপর Favorites সিলেক্ট করে আবার Next। এবার Favorites ফোল্ডার সিলেক্ট করে Next চাপুন। তারপর আপনার বুকমার্ক লিস্টটি যেখানে সেভ করতে চান, সেই লোকেশান সিলেক্ট করে Export -এ ক্লিক করুন।

pics1.jpg

pics2.jpg

pics3.jpg

pics4.jpg

pics5.jpg

এভাবে আপনার ব্রাউজারের বুকমার্ক লিস্টটি bookmark.htm ফাইল আকারে সেভ হবে। সেভ করার পরে ফাইলটি আপনার কম্পিউটারের যে ড্রাইভে উইন্ডোজ আছে সেটি বাদে অন্য যেকোন ড্রাইভে নিরাপদে রেখে দিন।
এরপর যদি নতুন উইন্ডোজ সেটআপ বা অন্য কোন কারনে আপনার ব্রাউজারের বুকমার্ক লিস্টটি হারিয়ে যায় তাহলে সেটি ফিরে পেতে একইভাবে File> Import and Export.তারপর Import from a file সিলেক্ট করে Next চাপুন। তারপর Favorite সিলেক্ট করে আবার Next চাপুন। তারপর আপনার কম্পিউটারে সেভ করা bookmark.htm ফাইলের লোকেশানটি সিলেক্ট করে Next -এ ক্লিক করুন এরপর Favorite সিলেক্ট করে Import -এ ক্লিক করুন then Finish! দেখুন আপনার বুকমার্ক লিস্টটি ঠিক আগের মতই আছে।

মজিলা ব্যবহারকারীদের জন্যে-

pics6.jpg

pics7.jpg

ধরে নিচ্ছি বাকি কাজটুকু আপনারা নিজেই করতে পারবেন, তাই আর বিস্তারিত লিখলাম না.

Level 0

আমি তারেকবিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তারেক ভাই জটিল একটা টিউন করছেন ।আপনাকে ধন্যবাদ +

Level 0

ভাল এবং প্রয়োজনীয় টিউন।
ধন্যবাদ।

ধন্যবাদ ধন্যবাদ !!!!

ধন্যবাদ…. আমার কাছে সবচেয়ে প্রয়োজনীয় এটি….

Level New

আমি একটা আই ডি হ্যাক করতে চাচ্ছি

ধন্যবাদ। ভাল এবং কাজের টিউন।

Level 0

Gr8……………….

বহু আগে থেকেই এটা করে আসছি। চিন্তা করছি আমার বহল লিংক সম্পন্ন বুকমার্কটা শেয়ার করবো!

ধন্যবাদ, খুব সুন্দর টিউন করেছেন। আমি প্রতি সপ্তাহে ফেভারিটস্‌ ব্যাকআপ নিই। সেইসাথে ইমেইল ফোল্ডারটিও।

amr mone hoi google toolbar install kore nile seikhane bookmarks option ache. iotate click kore rekhe dile apni worlder jkono jaiga theke just toolbarta install kore apnr favourite site gulo sohoje use&bookmark korte parban. valo thakben.

গুগল ক্রোম ইন্সটল করলে এসসের কোন ঝামেলাই নাই!
একটা অপশন আছে মার্জ এন্ড সিঙ্ক!
ওখানে জাস্ট জিমেইল আইডি দিয়ে লগিন করলেই হল!!
সব বুকমার্ক মূহুর্তেই ওয়েবে চলে গেল!
এবার যেকোন পিসি থেকেই জাস্ট লগিন!
The Bookmarks will be visible there!

As easy as water! 🙂

a+

একটা কাজের টিউন। ধন্যবাদ।

Level 0

ভাল জিনিষ, ধন্যবাদ।

Level 0

Operaর ব্যাপারে জানিনা, তবে Firefox, Internet Explorer, Apple Safari আর Google Chrome এ Bookmark management and Synchronization এর জন্য Xmarks সবচেয়ে ভাল (Google Chromeর টা এখনো Beta পর্যায়ে)… Xmarks ছাড়াও আরো কিছু Bookmark management and Synchronization Service আছে… এদের সর্ম্পকে জানতে পড়ুন আমার টিউন Webwares – Some best of Web 2.0 Services (Part – 4) [FINAL PART] – https://www.techtunes.io/internet/tune-id/14227/

Level 0

আমি অপেরা 10.10 ব্যবহার করি। আমার কাছে অপেরাই বেষ্ট মনে হয়। It is faster than any other Browser

Level 0

আমার মোবাইল ফোন হচ্ছে নোকিয়া ৬০৮৫। সমস্যা হচ্ছে সেটটিতে যখন ফোল্ড অফ করি এবং অন করি তখন হ্যাং করে আবার কিছুক্ষন পর আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। কল আসলেও একই অবস্থা হয়। পূরবে ক্রীনে একটা নোট ছিল “Wake Up” কিন্তু এটা Delete হয়ে গেছে। Restore করে দেখেছি, কিন্তু লাভ হয় নি। আপনাদের সাহায্য কামনা করছি। Please Help me.