কিছুদিন আগে মজিলা ফায়ারফক্স ৩ এর একটি নতুন অ্যাডঅন নিয়ে লিখেছি। যেটা আপনাদের অনেকেরই কাজে এসেছে এবং আসবে।
এইবার কথা বলব ফায়ার ফক্সের আরো একটি নতুন অ্যাডঅন নিয়ে। আপনারা সবাই যে এইরকম ই একটা অ্যাডঅনের জন্যে অপেক্ষা করছিলেন এই ব্যাপারে আমি পুরোপুরি নিশ্চিত।
আমরা সেই ছোট বেলা থেকেই, গল্পের বই অথবা সিলেবাসের কোন বইয়ে সুন্দর কোন উক্তি অথবা দরকারি কোন লাইন খুঁজে পেলে তা মার্কার দিয়ে মার্ক করে রাখতাম।
আমরা টেকিরা আজকাল কোন প্রয়োজনীয় রেফারেন্সের জন্যে প্রথমেই ঢু মারি ওয়েবে। এতে আমরা অনেক পাতা প্রিন্ট করি অথবা প্রয়োজনীয় কোন পেজ বুক মার্ক করে রাখি। যাতে পরে আমার সুবিধা হয়।
আপনাদের কারও কখনও কি মনে হয়েছে যে, ইসস্ যদি সেই ছোটবেলার মত পেজ গুলোকে মার্ক করে রাখতে পারতাম? তাহলে হয়ত কাজটা আরো সহজ হত।
আমাদের আফসোসের দিনের অবসান ঘটাতে আমাদের সবার প্রিয় ব্রাউজার মজিলা এই রকমই একটি অ্যাডঅন নিয়ে এসেছে যার দ্বারা আপনি বিভিন্ন রঙের মার্কার দিয়ে আপনার দরকারি পেজ মার্ক এবং সেভ ও করতে পারবেন।
ডাউনলোড উইয়ার্ড মার্কার
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
দারুন! ফায়ারফক্স জিন্দাবাদ!