সুন্দরবন সপ্তাশ্চর্য নির্বাচনে পিছিয়ে পরছে। আপনাদের সম্মিলিত ভোট ই পারে সুন্দরবন কে বিজয়ী করতে

আস-সালামু-আলাইকুম।

সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আজকের টিউন।

সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি হিসেবে অখন্ড বন যা বিশ্বে সর্ববৃহৎ। অববাহিকার সমুদ্রমূখী সীমানা এই বনভূমি গঙ্গা ও ব্রহ্মপুত্রের মোহনায় অবস্থিত এবং বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত । ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের প্রায় ৬,০০০ বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে। সুন্দরবন ১৯৯৭ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায়। এর বাংলাদেশ ও ভারতীয় অংশ একই নিরবচ্ছিন্ন ভূমিরূপের অংশ হলেও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের সূচিতে ভিন্ন ভিন্ন নামে সূচিবদ্ধ হয়েছে যথাক্রমে সুন্দরবন ও সুন্দরবন জাতীয় পার্ক নামে। সুন্দরবনকে জালের মত জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা, কাদা চর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ততাসহ ছোট ছোট দ্বীপ । বনভূমিটি, স্বনামে বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরণের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপ সহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত। জরিপ মোতাবেক ৫০০ বাঘ ও ৩০,০০০ চিত্রা হরিণ রয়েছে এখন সুন্দরবন এলাকায়।

এবার আসি আসল কথায়

প্রকৃতির অপূর্ব সৃষ্টি ম্যানগ্রোভ সুন্দরবন বাংলাদেশের অহঙ্কার। ইউনেস্কো ১৯৯৯ সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে বাংলাদেশের অসংখ্য মানুষ তাদের সাধ্যমতো ভোটাধিকার প্রয়োগ করে বাছাইকৃত ২৮ দর্শনীয় স্থানের মধ্যে সুন্দরবনকে ঠাঁই করে দিয়েছে। ২০১১ সালে এই ২৮ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্য থেকে সাতটি প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন করা হবে। পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবন বিশ্বের সাতটি প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকাভুক্ত হলে আনত্মর্জাতিকভাবে প্রকৃতি-সমৃদ্ধ বাংলাদেশের পরিচিতি বাড়বে এবং বাংলাদেশের পর্যটন শিল্পের ব্যাপক প্রসার হবে।

টেক্টিউন্স এর যারা সদস্য তাদের মধ্যে আমার মনে হয় সবাই সুন্দরবন কে ভোট দিয়েছেন। কিন্তু আপনাদের অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি  যে বিশ্ব প্রাকৃতিক সপ্তাশর্য নির্বাচনে সুন্দরবন এর অবস্থান দ্রুত নিচে নেমে যাচ্ছে।

sundarban সকল টিউনার এর দৃষ্টি আকর্ষন করছি    সপ্তাশ্চর্য নির্বাচনে পিছিয়ে পরেছে সুন্দরবন    সবার সহযোগিতা দরকার | Techtunes

গত ডিসেম্বর এ যেখানে সুন্দরবন এর অবস্থান ছিলো দ্বিতীয়, গত চার সপ্তাহে তা অষ্টম স্থানে নেমে গেছে।এর চেয়ে আর কষ্টের খবর কি হতে পারে?আমরা কত আশা নিয়ে বসে আছি যে আমাদের দেশ এর একটি অংশ পৃথিবির সবার কাছে অন্যরকম ভাবে পরিচিত হবে।কিন্তু এখন আমাদের সপ্ন শেষ হয়ার পথে।

আমরা কি পারিনা সবাই মিলে এক হয়ে ভোট দিয়ে সুন্দরবন এর অবস্থান দৃঢ় করতে?

সুন্দরবন কে ভোট দেয়ার শেষ সময় আগামি ১০ ই নভেম্বর।

আসুন আমরা সবাই মিলে সুন্দরবন কে ভোট দেই। এই খবর টি সবাই কে জানাই।

ইন্টারনেটের মাধ্যমে ভোট প্রদানঃ

প্রথমে উপরের লিঙ্ক এ ক্লিক করে তাদের ওয়েবসাইট এ যান।নিচের ছবির মত সুন্দরবন সহ যেকোনো ৭টি তে টিক দিন।

এরপর আপনার নাম ও ইমেইল ঠিকানা সহ যা চায় তা লিখুন এবং Proceed To Vote এ ক্লিক করুন।মনে রাখবেন একটা ইমেইল দিয়ে একবার ই ভোট দেয়া যাবে।

ভোট দেয়ার পর এরকম একটি কথা আসবে যেখানে আপনাকে ধন্যবাদ জানানো হবে এবং আপনার ইমেইল চেক করতে বলা হবে।

এবার আপনার ইমেইল এ  লগিন করুন।দেখুন যে ওরা আপনাকে ইমেইল করেছে।ইমেইল এ ঢুকে Confirmation Link এ ক্লিক করুন.।দেখুন নিচের ছবির মত আপনার ভোট টি কাউন্ট হবে।ব্যস।আপনার ভোট দেয়া শেষ।


আন্তর্জাতিক ফোনের মাধ্যমে ভোট প্রদান

Dial one of these international numbers:

  • +23 9220 1055
  • +1 869 760 5990
  • +1 649 339 8080
  • +44 758 900 1290

After the tone insert 7724 - which counts as one vote for Sundarbans in the Official New7Wonders of Nature.

For more information on voting for Sundarbans by international telephone, please click here.

সরকারি নির্দেশ

দেশের সকল টেলিফোন ও মোবাইল অপারেটরদের বিনামূল্যে ভোট প্রদানের সুবিধা সৃষ্টির নির্দেশ দেয়া হয়েছে। প্রতিটি সাইবার কাফেতে বিনামূল্যে সুন্দরবনকে ভোট প্রদানের সুযোগ রাখার ব্যবস্থা গ্রহণের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। +৪৪ ২০ ৩৩৪ ৭০৯০১ টেলিফোন নম্বরটি ইকোনমিক আইএসডি হিসাবে অনত্মভুর্ক্ত করা হয়েছে। পরবর্তীতে এটি টোল ফ্রি করা হবে।

ew070511c সকল টিউনার এর দৃষ্টি আকর্ষন করছি    সপ্তাশ্চর্য নির্বাচনে পিছিয়ে পরেছে সুন্দরবন    সবার সহযোগিতা দরকার | Techtunes

sundarban deer সকল টিউনার এর দৃষ্টি আকর্ষন করছি    সপ্তাশ্চর্য নির্বাচনে পিছিয়ে পরেছে সুন্দরবন    সবার সহযোগিতা দরকার | Techtunes

mangrove1 সকল টিউনার এর দৃষ্টি আকর্ষন করছি    সপ্তাশ্চর্য নির্বাচনে পিছিয়ে পরেছে সুন্দরবন    সবার সহযোগিতা দরকার | Techtunes

ছবি গুলো দেখুন এবং আপনারাই বলুন,আমরা  কি এমন অপরুপ দৃশ্য পৃথিবি কে দেখাতে পারবনা?

বিঃ দ্রঃ আমদের মধ্যে যারা ফেসবুক ব্যবহার করি তাদের কে বলছি ...এই পেইজ টি কে সবাই লাইক করুন আর অন্যদের কে জানিয়ে দিন।আপনাদের সবার সহযোগিতাই পারে সুন্দরবন কে পৃথিবির সপ্তাশ্চর্য এর অংশ বানাতে।

সব শেষে একটা কথা বলতে চাই।এটা সবার কাজে লাগবে।সেটা হল

"নামাজ কে বোলনা কাজ আছে।

কাজ কে বল নামাজ আছে।"

B=Vote for Sundarbans by international telephone
Dial one of these international numbers:
+23 9220 1055
+1 869 760 5990
+1 649 339 8080
+44 758 900 1290

After the tone insert 7724 - which counts as one vote for Sundarbans in the Official New7Wonders of Nature.

For more information on voting for Sundarbans by international telephone,

please click here.

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমার পরে যারা কমেন্টস দিবেন তারা প্লিজ প্রত্যেকেই নিজ নিজ ফেইসবুক আইডি টুইটার ও অন্যন্য যত ধরনের স্যোসাল নেটুয়ার্ক আছে এই বিষয়টি ছড়িয়ে দেন প্লিজ ।

@878 এর সাথে একমত @mukut ভাই আপনাকে আনেক ধন্যবাদ………..এ রকম একটি টিউন করার জন্য

Level 0

কত চেষ্টা করলাম…কিন্তু কোনো সাড়া পেলাম না………সবাই এ বেপার এ উদাসীন।

    আমার মনে হয় , ঠিক উদাসীন না…….!এটি একটি তথ্য -প্রযুক্তি নির্ভরসইট তই আপনি আসানুরুপ সাড়া পচছেন্না । তবে আপনি চালিয়ে যান . নিশ্চয় কাজে আসবেই ………..ইনশাল্লাহ

মুকুট ভাই, আপনার টিউন দেখে সুন্দরবনকে ভোট দিলাম, আশাকরি সুন্দরবন এগিয়ে যাবে। ধন্যবাদ।

    Level 0

    অনেক ধন্যবাদ

জানানর জন্য ধন্যবাদ।আমরা সবাই ভোট দিলে কি সুন্দরবন জিতবে?

    Level 0

    একটা বোকার মত কথা বল্লেন।আপনার কি ওই কথা টা মনে নাই?

    বিন্দু বিন্দু বালু কণা বিন্দু বিন্দু জল।গড়ে তোলে মহাদেশ,সাগর আতল।

যার ভেতর দেশ প্রেম থাকবে সে

ভোট দিমু…
টিউনার কে ধন্যবাদ।

Level 0

ওরে বাবা……আমার টিউন টি নির্বাচিত টিউন? বিশ্বাস হচ্ছেনা।টেকটিউন্স কে ধন্যবাদ।

    Level 0

    Thanks to Moderator bcoj of changing some formates.

    🙂 ভালোই হয়েছে। এটা করার দরকার ছিলো। আর আপনাকেও ধন্যবাদ এই বিষয় নিয়ে টিউন করার জন্য। পারলে একই টিউন অন্যান্য ব্লগেও প্রকাশ করে দিন।

আসলেই এরকম টিউন নির্বাচিত করা উচিত ছিল। টিটি কে অনেক ধন্যবাদ।

    Level 0

    ধন্যবাদ।

মুকুট ভাই ধন্যবাদ । আমি ভোট আগেই দিয়েছি আমি আশা করি সবাই আমার মতন সুন্দর বনকে ভোট দিয়ে এগিয়ে নিয়ে যাবেন আর এই টিউনটি দেখে সবাই উৎসাহিত হবে এটাই কাম্য ।

    Level 0

    আপনাকেও ধন্যবাদ।

একেতো বাংলাদেশ, তার উপর আমার জেলা বাগেরহাটও জড়িত এই সুন্দরবনের সাথে…

আমি ভোট দিয়েছি, আশা করি সুন্দরবন বাদ পড়বে না…

TT-কে ধন্যবাদ- এরকম একটা বিষয় নিয়ে লেখা Tune-কে Highlight করার জন্য…

ভাই 05 টা ইমেইল আইডি ছিল। 05 টা ভোট দিয়েছি। ব্যপারটা অবৈধ কিনা জানিনা। তবে কাজটা করে খারাপ লাগছে না।

    Level 0

    না।এটা অবৈধ না।তবে কোনো সফটওয়্যার দিয়ে খুললে সেটা হতে পারে।ভোট দেয়ার জন্য ধন্যবাদ

ভোট আগেই দিয়েছি। তবে মুকুট ভাইকে ধন্যবাদ সুন্দর একটি উদ্যোগের জন্য।

    Level 0

    সবাই এই লেখা টি ফেসবুক এ লাইক করুন।

Level 0

bro ! vote camping korea silam college a .. aj account khulea vote dilam again

ভাই আপনার নাম কি মুকুত না মুকুট?
যাই হোক খুব সুন্দর টিউন… 😀

    Level 0

    মুকুত কোনো নাম হয়না।মুকুট।

Level 0

excellent tune

মুকুট ভাই, আপনার লিখাটা পড়তে পারতাম আরো অনেক আগে। মাঝখানে আরেকজন টিউনটি করাতে আপনারটা একটু সময় নিয়েছেন। বিভিন্ন ছবি যুক্ত করে দিয়ে এমনভাবে টিউনটি করেছেন মনেহয় আপনি একজন দেশপ্রেমিক। উপস্থাপন এবং বর্ননা খুবই সুন্দর হয়েছে।

    Level 0

    ধন্যবাদ আপনাকে।

Sorry: আসল কথাটা বলা হলো না। নিজেরা ভোট দিয়ে বসে থাকলে দায়িত্বটা সঠিকভাবে আদায় হবেনা। সবাইকে এ বিষয়ে উদ্ভুদ্ধ করতে হবে। এ জন্য সবাই ফেসবুক এ লাইক করুন।
ধন্যবাদ

Level 0

ভোট দিলাম। been meaning to do this for a long time. thanks to techtunes for reminding.

Level 0

আমিও দিয়েছি।এটা কি one change only one person?না হলে আরও কয়েক বার দেবার আশা আছে।

    Level 0

    জি।একজন একবার ই ভোট দিতে পারবে।মানে একটি ইমেইল দিয়ে একবার ই ভোট দেয়া যাবে।

Level 0

খুব সুন্দর টিউন

Level 0

আমি ৩ মাস আগেই ভোট দিয়েছি । আমি ৪ ভোট,আমার ফ্যামিলি থেকে ৬ টা,বন্ধুরা ১৮টা ভোট দিয়েছি । টেকটিউনস বন্ধুরা আসুন আমরা সবাই দেশের মানুষকে উৎসাহ দিয়ে সুন্দরবনকে ভোট দিয়ে এগিয়ে নিয়ে যাই।
ইনশা আল্লাহ্ সুন্দরবন সপ্তাশ্চর্য নির্বাচন হবে।

    Level 0

    সাবাশ!!!!!

এক্ষুণি ভোট দিলাম। সুন্দরবনের জন্য শুভকামনা রইল।

apnake onek onek donnobad, khub e sundor akta tune korecen, shesher kothata khub e guruttopurno, Allah apnar mongol koruk.

Level 0

vote dilam. bt, sundarban img dekhe kharap laglo. amra bangladesira nijeder pic diya rakhsi. uchit silo valo pic dewar.kisu valo lagse.@ mukut vi, oy ajayra pic gulan delete kora jay'na..

ভাই সপ্তাশ্চর্য নির্বাচনে পিছিয়ে আছে কোন ৬ টি??
একটু জানাবেন। তা হলে আমার ভোট দিতে সুবিধা হবে।
আমি ঠিক করেছি ১০০ ভোট দিব।
দয়া করে একটু early জানাবেন।

    Level 0

    ১০০ ভোট দিবেন কিভাবে?
    কোন ৬টা পিছিয়ে আছে সেতা দেখার দরকার নাই।আপনার ভোট এ প্রথম এ সুন্দরবন কে সিলেক্ট করলেই হবে,

    100 ta mail add theke vote dibo….
    কোন ৬টা পিছিয়ে আছে , ta jiggasa korlam, karon jara beshi vote paise tader k to vote dile aro agia jabe………

Level 0

কেমন মেজাজ টা খারাপ হয়।বাংলালায়ন থেকে New7Wonder এর সাইট এ ঢুকতে পারছিনা।

ভোটটা অনেক আগেই দিয়েছি।
টেকটিউনস বন্ধুরা আসুন আমরা সবাই ১ টা করে ভোট দিয়ে সুন্দরবনকে এগিয়ে নিয়ে যাই।
এই টিউনটি দেখে আসলেই সবাই উৎসাহিত হবে।
ধন্যবাদ আপনাকে।

Level 0

সুন্দরবন এখন ১৪ নাম্বার এ ।বেশি বেশি ভোট করুন।

ভোট দেয়ার আগে এই লেখাটি পড়ার অনুরোধ রইল। ভদ্রলোখ যতার্থই লিখেছেন।

সুন্দরবনের জন্য শুভকামনা।

    Level 0

    আপনার দেয়া লিঙ্ক এর লেখা পড়লাম।আপনি কি খেয়াল করেছেন,সেখানে বেশিরভাগ ই সুন্দরবন এর পক্ষে ভোট দিয়েছেন।আপনার ইচ্ছা না হলে ভোট দিয়েন না।আপনার অথবা লেখকের মত মানুষ যদি ভোট না দেয় তাহলে সুন্দরবন অনেক খুশি হবে।রাগ করলে আমার কিছুই করার নাই।

Level 0

আমি আগেই একটা ডিছি আর আমার বন্ধুদের দিতে বলছি …………..

Level 0

মুকুট ভাই সালাম নিবেন,

আমি ১০ মে, ২০১১ at 8:51 পুর্বাহ্নে একটি মন্তব্য করেছিলাম যে (আপনি চালিয়ে যান . নিশ্চয় কাজে আসবেই ………..ইনশাল্লাহ) এবং আজ বলছি ,আমাদের সফলতা আসতেই হবে। আমরা আমাদের সুন্দর্যকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য আমরন লাড়াই করেই যাবো। জয় আমাদের নিশ্চিত ।
ভাইয়া আমি বলতে চাই যে একটি মেইল আইডি দিয়ে একবার মেইল করা সম্ভব । (আপনার মন্তব্যের উপর আমি মন্তব্য করছি না ) জী-মেইল ইউজারগন একটি মেইল ID দিয়ে একাধিক ভোট দিতে পারবে ….এটি কি অবৈধ ও হওয়ার কথা না , তার কারন হলো এভাবে ভোট দেওয়ার পর আমাকে একি ভাবে মেইল এ লিংক দিল এবং ভোট কাউন্ট করল। আমি এভাবে তিনটি ভোট দিয়েছি একটি ID দিয়ে ।

অনেকেই হইতো একটি মেইল দিয়ে একাধিক মেইল ID করতে পারে না তাদের জন্য নিয়ম টি লিখে দিলাম । উদা: [email protected]
আপনাকে যা করতে হবে , শুধমাত্র ডোমেন এর আগের অংশে ডট (.) ব্যবহার করতে হবে । অর্থা‍‌‌‌‌‌‌ত [email protected] আবার [email protected] একসাথে একাধিক (.) ব্যবহার করে অসংখ্য ID বানানো যাবে ।

শতর্কতা : কোনভাবেই ডোমেইন অংশে (.) দেয়া যাবে না । এবং শুধুমাত্র ডট (.) ছাড়া অন্যকোন চিন্হ ব্যবহার করা যাবে না ।

উল্লেখ্য : এভাবে যে কোন ID ব্যবহার করলে আপনার মূল অ্যাকাউটেই কনফারমেশন ম্যাসেজ বা লিকং যাবে । এই নিয়ম , যে কোন সাইটে একাধিক মেইল ব্যবহার এর ক্ষেতে প্রযজ্য ।

ও আরেকটি কথা প্রতিবার ভোট দেওয়ার সময় নাম ও অন্নান্য তথ্য কিছুটা পরিবর্তন করে নিবেন । আসাকরি ভোট গ্রহনযোগ্য হবে। মুকুটভাই সহ সকল ভোট প্রদানকারী ব্যক্তিদের অসংখ্য ধন্যবাদ।

    Level 0

    উপর থেকে তৃতীয় লাইনে একটি মেইল আইডি দিয়ে (একবার ) একাধিকবার মেইল করা সম্ভব । টাইপ মিস্টেক . আসাকরি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে। ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd
.
এপটি ডাউনলোড করে দয়াকরে একটি হলেও এড পোস্ট করুন। অনেক খুশি হব। আগাম ধন্যবাদ…

Level 0

আপনাকে অনেক ধন্যবাদ।

Level 0

ভোট দেয়াটা একবারে ফ্রী করে দিলে, নিম্ন স্তরের মানুষ ও বাদ যে………না