রাউটার পাসওয়ার্ড পুনরুদ্ধার করা

কিভাবে রাউটার পাসওয়ার্ড পুনরুদ্বার করা যায় সে ব্যাপারে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। এই স্টেপস গুলো সিসকো রাউটারে কাজ করবে।যেহেতু এখানে configuration register ব্যবহার করে কাজটা করা হবে সেহেতু আগে এই ব্যপারটা জানা দরকার।configuration register ব্যবহার করে আমরা রাউটারের আচরন বিভিন্নভাবে পরিবর্তন করতে পারি যেমন:রাউটার কিভাবে বুট হবে,বুটিংয়ের সময় কি কি বিকল্প আছে,কনসোল স্পিড কি হবে ইত্যাদি।যেমন:রাউটারের পাসওয়ার্ড ভুলে গেলে কি হবে!এইক্ষেত্রে আমরা configuration register পরিবর্তন করে তা পুনরুদ্বার করতে পারি। সিসকো ওয়েবসাইটে configuration register সম্পর্কিত অনেক তথ্য পাওয়া যাবে।

এই লিংকটা ঘুরে দেখতে পারেন-

http://www.cisco.com/en/US/products/hw/routers/ps133/products_tech_note09186a008022493f.shtml#purpose-config-register

নিচের স্টেপস গুলো অনুসরন করলেই হবে:

  • পাওয়ার সুইচ বন্ধ করুন পুনরায় রাউটার আরম্ভ করার জন্য। রাউটারকে রম(ROM) মনিটর মোডে আনার জন্য Break key বা যে key
    sequence আছে সেটা চাপুন।কমপিউটার বা টারমিনাল সফটয়্যারের উপর Break keyনির্ভর করে।এটা CTRL-D, CTRL-Break বা অন্যকোন কিছু হতে পারে।
  • যখন > prompt আসবে তখন '০'(শুন্য) লিখতে হবে যাতে configuration register রেকর্ড করা যায়। যেটা সাধারনত: 0x2102 অথবা 0x102 হয়।
    ব্যপারটা অনেকটা নিচের মতো হবে:
    >o
    Configuration register = 0x2102 at last boot
    Bit# Configuration register option settings:
    15 Diagnostic mode disabled.
  • প্রম্পটে লিখুন ০/r 0x2142।এর মানে হচ্ছে রাউটারকে বলা যে,পরবর্তীতে রাউটার যখন রিলোডহবে সে যাতে flash মেমরী থেকে লোড হয় এবং NVRAM এ কোন কনফিগারেশন লোড না করে।
  • প্রম্পটে লিখুন i যাতে রাউটার পুনরায় আরম্ভ হয়।এক্ষেত্রে রাউটার NVRAM এর কনফিগারেশন উপেক্ষা করবে।কারন NVRAM এ পূর্বের configuration থাকে।
  • এখন রাউটার সেটআপ ডায়ালগ সচল করবে,no লিখুন অথবা Ctrl-C চাপুন যাতে সেটআপ ডায়ালগ শুরু না হয়।
    Router>; প্রম্পটে enable লিখুন privileged exec মোডে যাওয়ার জন্য। এই মোডের কাজ হচ্ছে System Administration সম্পর্কিত যেমন:software configuration, Debug তথ্য প্রদর্শন অথবা configuration তথ্য প্রবিষ্ট করানো।
  • configure memory অথবা copy startup-config running-config commands ব্যবহার করে startup configuration কে running configuration কপি করুন।সাবধান configure terminal লিখবেন না।আপনি যদি configure terminal ব্যবহার করেন তার মানে আপনি configuration পরিবর্তন করলেন যা NVRAM মজুদ থাকে।
  • write terminal অথবা show running-config লিখুন configuration প্রদর্শন করার জন্য। line, vty এবং enable passwords configuration গুলো দেখুন। কোন এনক্রিপ্ট পাসওয়ার্ড খাকলে তা পরিবর্তন করতে হবে।
  • configure terminal লিখে configuration মোডে প্রবেশ করুন।প্রয়োজনুসারে enable password পরিবর্তন করুন।
  • সব ইন্টারফেস বন্ধ (shut down) অবস্থায় থাকবে।নিজের প্র্রয়োজনুসারে যেসব ইন্টারফেস ব্যবহৃত হবে সেগুলোতে no shutdown কমান্ড ব্যবহার করুন।
  • রাউটারকে পরবর্তী রিলোডে স্বাভাবিক কাজের ধারায় আনতে লিখুন config-register 0x2102.
    Ctrl-Z চেপে configuration মোড থেকে বের হয়ে যান।
  • write memory অথবা copy running-config startup-config কমান্ড ব্যবহার করে সমস্ত পরিবর্তনগুলো সংরক্ষন করুন।
  • রাউটার রিলোড করে পাসওয়ার্ড যাচাই করুন।

এটা http://www.techtunes.io-তে আমার প্রথম লেখা।আশা করি ভবিষ্যতে আরো লিখতে পারব।

Level 0

আমি diganto। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Network & Voice Engineer,Malaysia MCSA,CCNA,SCJP


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবই প্রয়োজনীয় একটি টিউন আপনাকে ধন্যবাদ।

আমি নেটওয়ার্কিং এর তেমন কিছু বুঝি না তবে প্রফেশনাদের কাজে লাগবে।

আমার সিসকো ক্লাসে কাজে আসবে মনে হয়! ধন্যবাদ লেখককে।

টেকটিউনসে আপনাকে স্বাগতম। দেরি হয়ে গেলো, আরো আগে জানানো উচিত ছিল।

ধন্যবাদ সজিব।অনেকদিন থেকে লিখব বলে ভাবছিলাম কিন্তু বাংলা টাইপিং দ্রুত করতে পারি না বলে আসতে দেরী করে ফেললাম।

সোহান আপনি সিসকো ক্লাস কোথায় করছেন?আপনি কি CCNA নাকি CCNP করছেন।আমি CCNA করেছি অনেকদিন হলো এবার CCNP অধ্যয়ন করছি।

দিগন্ত ভাই আমার পক্ষ থেকেও আপনাকে স্বাগতম।

Level 0

Very very nice tune. I’m try to learning CCNA myself.I want to buy a cisco router but I’ve not enough idea about router. Can u suggest me which router will be good to practice.

*sorry I write this in english, very soon I’ll be able to write in bengali.