The Bird And The Bee এর Again & Again গানটা হয়তো অনেকেই শুনেছেন। আর এই গানের জন্য একটি অসাধারণ ও সম্পূর্ণ অন্যরকমের একটা মিউজিক ভিডিও তৈরি করেছেন ডিজিটাল ফ্লিম মেকার Dennis Liu. পুরো মিউজিক ভিডিওটি তিনি তৈরি করেছে Mac OS X এর বিভিন্ন উইন্ডো, সাইন্ড, সফটওয়্যার আর ইলিমেন্ট দিয়ে। ভিডিওটি না দেখলে ব্যপারটা বুঝানো সম্ভব না। যে করেই হোক মিউজিক ভিডিও দেখুন। তা না হলে খুব দারুন একটা জিনিস মিস করবেন। আর আপনার সাউন্ড ডিভাইস টি অন করে রাখতে ভুলবেন না কারণ সাউন্ড ছাড়া এই মিউজিক ভিডিটির আসল মজা পাবেন না।
আর আপনাদের কাছে কেমন লাগল তা মন্তব্য দিয়ে অবশ্যই জানাবেন।
আমি শফিউল আজম। Chief Software Architect, Interactive Inc., New Work। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 425 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 47 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 51 টিউনারকে ফলো করি।
ইন্টারনেট ঘুরে বেড়ানোই আমার কাজ। আমি ইন্টারনেট খাই, ইন্টারনেটে থাকি, ইন্টারনেটে ঘুমাই আর ইন্টারনেটই স্বপ্ন দেখি।
মাত্র দেখলাম, সত্যিই দারুন। যারা এখনও দেখেন নি তারা হেভি একটা জিনিস মিস করছেন। যেভাবে হোক দেখুন।