"যারা গুগল অ্যাডসেন্স ব্যবহার করেন এবং নিজেদের সাইটে অ্যাডসেন্সের রেফারাল প্রোগ্রাম চালু রেখেছেন, তাদেরকে আগষ্ট ২০০৮ এর শেষ সপ্তাহের মধ্যে নিজেদের সাইট থেকে রেফারাল মুছে দিতে ঘোষণা দিয়েছে গুগল অ্যাডসেন্স কর্তৃপক্ষ।"
গুগল অ্যাডসেন্সের সেটিংসে আপনি যদি নিউজলেটার ই-মেইলের মাধ্যমে গ্রহণ করার পদ্ধতিটি এনাবল করে থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই জানেন বিষয়টি। এই টিউনটি তাদের জন্য যারা ই-মেইলটি রিসিভ করেননি বা পড়েননি কিংবা পড়েও বুঝতে পারেননি।
গুগল অ্যাডসেন্সের অন্যতম একটি সেবা অ্যাডসেন্স রেফারাল প্রোগ্রাম। এই প্রোগ্রামের আওতায় আপনি আপনার সাইটে রেফারাল বাটন রাখতে পারতেন। আপনার সাইটে রেফারাল বাটনটিতে ক্লিক করে যদি কেউ সংশ্লিষ্ট বিজ্ঞাপণদাতার পণ্যটি ক্রয় করে বা সাইন আপ করে (এই অ্যাকশনটি বিজ্ঞাপণদাতা কর্তৃক গৃহীত হয়ে থাকে), তাহলে আপনি এ থেকে একটি কমিশন পেতেন। অনেকেই বিভিন্ন ধরণের রেফারাল বাটন রেখে এতদিন আয় করেছেন। কিন্তু, সম্প্রতি গুগল অ্যাডসেন্স তাদের এক বিজ্ঞপ্তিতে তাদের সকল প্রকাশকদেরকে এই রেফারাল বাটনটি আগামী আগষ্ট ২০০৮ এর শেষ সপ্তাহের মধ্যে যার যার সাইট থেকে মুছে ফেলতে অনুরোধ করা হয়েছে।
অতএব, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, আজই আপনার সকল সাইট থেকে রেফারাল কোডগুলো মুছে ফেলুন। যারা Mozilla Firefox with Google Toolbar কিংবা Monetize your content with AdWord, Earn revenue from relevant ads on your site with AdSense ইত্যাদি বাটন রেখেছেন, তাদের সবাইকে উদ্দেশ্য করেই গুগল এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে।
(নির্ধারিত তারিখের আগে রেফারাল কোড না মুছলে কী হবে তা গুগল বলেনি। তাই অনুগ্রহপূর্বক আপনার সাইটের রেফারাল কোডগুলো অতিসত্ত্বর মুছে ফেলুন।)
আমি মো. আমিনুল ইসলাম সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা কি শুনলাম। এই হলে কি আর হবে? আর তো ইনকাম বেশি হবে না।