মাত্র 2200 টাকায় তৈরি করুন আপনার IPS, আপনি নিজেই !!!!! বর্তমানে বিদ্যুতের যা অবস্থা তাতে IPS এর বিকল্প নাই

টিউন বিভাগ ইলেক্ট্রনিক্স
প্রকাশিত
জোসস করেছেন

মাত্র 2200 টাকায় তৈরি করুন আপনার IPS আপনি নিজেই । বর্তমানে বিদ্যুতের যা অবস্থা তাতে IPS এর বিকল্প নাই । প্রথমে বলে রাখি যাদের ইলেক্ট্রনিক্সের উপর টুকটাক কাজ করার অভিজ্ঞতা আছে তাদের জন্য এই টিউন । আর যাদের ইলেক্ট্রনিক্স নিয়ে জানার প্রবল আগ্রহ আছে তারাও দেখতে পারেন । আর এর বাইরের যে কেউ পড়তে পারেন তবে বুঝতে না পারলে কতৃপক্ষ দায়ী নয় ।

ইলেক্ট্রনিক্স কাজের জন্য যা প্রয়োজন

  • ১। সোল্ডারিং আয়রন
  • ২। লীড
  • ৩। রজন
  • ৪। স্ক্রু ড্রাইভার, প্লেয়ার্স (প্লাস)
  • ৫। ড্রিল মেশিন

IPS তৈরিতে যা লাগবে

  • ১। একটি IPS বক্স
  • ২। দুইটি On Off সুইচ
  • ৩। দুইটি ফিউজ ও ফিউজ হোল্ডার
  • ৪। 3 pin চকেট
  • ৫। কমপিউটার CPU এর একটি পাওয়ার তার ( 3 pin প্লাগের জন্য )
  • ৬। প্রয়োজনীয় স্ক্রু ও প্রয়োজনীয় সংযোগ তার
  • ৭। একটি ট্রান্সফরমার (12-0-12V to 240V)
  • ৮। একটি Relay সুইচ
  • ৯। একটি Blank সার্কিট বোর্ড ( ব্যারো বোর্ড )
  • ১০। দুইটি Hit sink
  • ১১। অনেক গুলো খুটি (সার্কিট বোর্ড বসানোর জন্য)

সার্কিট তৈরি করতে যা লাগবে

  • ১। 4 টি FET ( IRFZ 44 )
  • ২। 2 টি IC ( CD4047 & 7809 )
  • ৩। 7 টি রোধ ( 4 টি 220 ওহম, 2 টি 2.2 k ওহম, 1 টি 10 k ওহম )
  • ৪। 1 টি ভেরিএবেল রোধ ( 100 k ওহম or 104)
  • ৫। 1 টি ক্যাপাসেটর ( 100nf or 104)
  • ৬। 2 টি ডায়োড ( 2A )

পর্যায় ক্রমিক ভাবে ফটো দেখুন । আমার তৈরি করা IPS ।

http://www.mediafire.com/download.php?2909dylvgw1xz10

Circuit Diagram Clear দেখা না গেলে উপরের লিংক থেকে ডাউনলোড করুন

কার্যপদ্ধতি :

  • প্রথমে IPS বক্স-এ দুইটি On Off সুইচ, ফিউজ হোল্ডার, 3 pin চকেট, কমপিউটার CPU এর পাওয়ার তার ইত্যাদি লাগাই ।
  • ***(পাওয়ার তার এর যে অংশ CPU তে লাগাই সে অংশ কেটে ফেলে দিন)
  • তারপর IPS বক্স এর মধ্যে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে ট্রান্সফরমার, Relay সুইচ, সার্কিট বোর্ড ( ব্যারো বোর্ড ) ইত্যাদি লাগানোর ব্যবস্থা করি ।
  • তারপর উপরের Circuit Diagram টি দেখে Blank সার্কিট বোর্ডে IC, রোধ, ক্যাপাসেটর, FET & ডায়োড ইত্যাদি ক্ষুদ্র যন্ত্রাংশ গুলো সোল্ডারিং করে সংযোগ স্থাপন করি ।

IPS সম্পর্কিত কিছু গুরুত্বপুর্ন তথ্য এবং সার্কিটের পুরো ব্যাখ্যা জেনে নিন

মুলতত্ত্ব :

IPS এর মুল ভিত্তি হল ট্রান্সফরমার । ট্রান্সফরমারকে কেন্দ্র করে সবগুলো সার্কিট তৈরি হয় । ট্রান্সফরমারের কাজই হচ্ছে নিম্ন ভোল্টকে উচ্চ ভোল্টে বা উচ্চ ভোল্টকে নিম্ন ভোল্টে রুপান্তর করা । উদাহরন স্বরুপ বলতে পারি একটি উচ্চধাপী (12v to 240v) ট্রান্সফরমারে প্রাথমিক স্টেপে 12 ভোল্ট in করালে 240 ভোল্ট output হবে । তবে শর্ত থাকে যে 12 ভোল্ট A.C (ভোল্টেজ) হতে হবে । কারন ট্রান্সফরমার কখনো DC ভোল্টেজে কাজ করে না । আমরা ব্যাটারী থেকে যে ভোল্টেজ পাই তা হচ্ছে DC ভোল্টেজ । ট্রান্সফরমার যদি DC ভোল্টেজে কাজ করতো তবে ব্যাটারীর 12 ভোল্ট DC কে ট্রান্সফরমারের প্রাথমিক স্টেপে in করালে 240 ভোল্ট output পাওয়া যেত । কিন্তু ট্রান্সফরমার DC ভোল্টেজ সাপোর্ট করে না । তাই ব্যাটারীর DC ভোল্ট কে AC ভোল্টে রপান্তর করে ট্রান্সফরমারের প্রাথমিক স্টেপে in করানো হয় এবং এর ফলে 240 ভোল্ট output পাওয়া যায় । যে সার্কিট দিয়ে ব্যাটারীর 12 ভোল্ট DC কে 12 ভোল্ট AC বা 24 ভোল্ট AC তে রপান্তর করা হয় তাই হচ্ছে IPS সার্কিট ।

এখন আসা যাক সার্কিট ব্যাখ্যায় :

Driver Section

এই অংশটির কাজ হচ্ছে একটি AC সিগন্যাল তৈরি করা ।

এতে CD4047 একটি মাল্টিভাইব্রেটর IC আছে । যার 1,2,3 নাম্বার পা গুলো ব্যবহৃত হয় কম্পাংক নির্ধারণ করার জন্য । ভেরিএবেল রোধের মান 30 K ওহমের জন্য প্রায় 50 Hz কম্পাংক পাওয়া যায় । যা খুবই প্রয়োজনীয় । 4,5,6,14 নাম্বার পা গুলো হল ভোল্টেজ (+)। 7,8 ,9,12 নাম্বার পা গুলো হল ভোল্টেজ (-) । 10, 11 নাম্বার পা গুলো থেকে AC সিগন্যাল Output হয় । IC টিতে 12 ভোল্ট DC in করালেও কাজ করে তবে তাতে IC টি যে কোন মুহুত্বে নষ্ট হয়ে যেতে পারে, তাই IC টিতে 12 ভোল্ট এর পরিবর্তে 9 ভোল্ট DC in করানো হয়, যাতে IC টি নষ্ট হওয়ার সম্ভাবনা না থাকে । 12 ভোল্ট ব্যাটারী থেকে 9 ভোল্ট DC পাওয়ার জন্য 7809 মডেলের একটি রেগুলেটর IC ব্যবহার করা হয় ।

***ব্যাটারীর + প্রান্তটি Relay ও IPS on off সুইচ এর ভিতর দিয়েই Driver Section - এ আসে ।

Power Section

এর কাজ হচ্ছে Driver Section থেকে আসা AC সিগন্যাল কে বিবর্তিত ( Amplify ) করা ।

এখানে রয়েছে 4টি FET, 2 টি Hit sink । প্রতিটি Hit sink-এ 2টি করে মোট 4টি FET লাগানো হয় । 2টি Hit sink এর জন্য System এর মধ্যে 2টি অংশ তৈরি হয় । FET এর তিনটি পা আছে এগুলো হল Gate, Source ও Drain .

System এর ১ম অংশে FET এর Gate গুলো দিয়ে রোধের মাধ্যমে AC সিগন্যালের একপ্রান্ত input করানো হয় । System এর অপর অংশে FET এর Gate গুলো দিয়ে রোধের মাধ্যমে AC সিগন্যালের অন্যপ্রান্ত input করানো হয় । FET এর Source প্রান্ত গুলোর সাথে ব্যাটারীর ঋণাত্বক (-) প্রান্ত যুক্ত করা । Hit Sink এর সাথে FET এর Drain যুক্ত থাকায়, Hit Sink থেকেই FET এর Drain পাতের সংযোগ নেওয়া হয় । Hit Sink দুটির সাথে ট্রান্সফরমারের দুটি প্রান্ত যুক্ত করা হয় ।

**** IPS এর ওয়াট বৃদ্ধি করার জন্য জোড়ায় জোড়ায় Hit Sink এর সাথে FET বৃদ্ধি করতে হবে, তবে শর্ত থাকে যে ট্রান্সফরমারের মান বাড়াতে হবে ।

Transform Section

এর কাজ সল্প মানের AC ভোল্টকে উচ্চ AC ভোল্টে রুপান্তর করা ।

এটি একটি ট্রান্সফরমার যার প্রাইমারী স্টেপ এর প্রান্তীয় পাতে 24 ভোল্ট AC input করানো হয় । এর ফলে সেকেন্ডারী স্টেপে 220 – 260 ভোল্ট AC output পাওয়া যায় ।

Auto On Off Section

এর কাজ হচ্ছে বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে IPS কে চালু করা । আবার বিদ্যুৎ আসার সাথে সাথে IPS বন্ধ করা এবং চার্জিং সিস্টেম চালু করা ।

একটি Relay সুইচ এর মাধ্যমে এটি তৈরি করা হয় । বৈদ্যুতিক নিরাপত্তার জন্য input & output – এ ফিউজ ব্যবহার করা হয় ।

সতর্কতা :

  • ১। ব্যাটারীর ধনাত্বক ও ঋণাত্বক প্রান্ত সঠিক ভাবে সংযোগ করুন ।
  • ২। 3 pin প্লাগ বা চকেটের মধ্যে L ও N সঠিক ভাবে সংযোগ করুন । L হচ্ছে hot প্রান্ত, N হচ্ছে cool প্রান্ত ।
  • ৩। ব্যাটারীর তার গুলো যথাসম্ভব মোটা ব্যবহার করুন ।
  • ৪। IPS অন অবস্থায় ট্রান্সফরমারের Output লাইনে 220 - 260 V কারেন্ট থাকে । তাই ইলেকট্রিক শকের বিষয়ে সাবধান থাকবেন ।

পরামর্শ :

  • ১। সার্কিটে কোন ইন্ডিকেটর লাইট দেখানো হয়নি । তাই বুদ্ধি করে IPS on, Charge On ইত্যাদি ইন্ডিকেটর লাইট লাগিয়ে নিবেন ।
  • ২। Auto full Charge এর কোন সিস্টেম দেওয়া হয়নি । Auto full Charge এর জন্য ইলেক্ট্রনিক্স দোকানে 60 টাকা দামের একটি সার্কিট পাওয়া যায় । যা আপনি সিস্টেমে সংযোগ করতে পারেন ।
  • ৩। IPS এর Watt বৃদ্ধি করতে চাইলে FET এর পরিমার & ট্রান্সফরমারের মান বাড়াতে হবে।
  • ৪। যাদের বিদ্যুৎ লাইনের ভোল্টেজ কম থাকে তাদের ব্যাটারী চার্জ করতে একটু সমস্যা হতে পারে । এক্ষেত্রে আলাদা ট্রান্সফরমার দিয়ে চার্জ করা উত্তম । ( সাদা কালো টিভির 18 ভোল্ট এর ট্রান্সফরমার দিয়ে চার্জ করতে পারেন )
  • ৫। ব্যাটারী 50A থেকে 120A ব্যবহার করতে পারেন । অন্য ভাবে বলা যায় 11 প্লেট থেকে 21 প্লেট ব্যাটারী ব্যবহার করতে পারেন ।

এইতো হয়ে গেল আপনার IPS । (Just Enjoy)

Level 0

আমি Akbar Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 202 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালোবাসার সব টুকুই যাকে দিলাম, তার থেকে অনেক Output পেলাম । সে কখনো প্রতারনা করেনি আমার সাথে এবং করবেও না । সে আমার এগিয়ে চলার প্রত্যয়, আমার ভুবন আমারই ইলেক্ট্রনিক্স..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমি ২২০০ টাকা দেবো আমাকে একটা বানাইয়া দিবেন।।অনেক সুন্দর টিউন।।।।।।।

    একটা IPS তৈরি করতে যে শ্রম বা সময় দিতে হয়, টিউনটি করতে তার চেয়ে কম যায়নি । টিউন করার একমাত্র কারণ হচ্চে Techtunes এর সাথে সম্পৃক্ত আমরা সবাই যেন IPS সম্পর্কে জানতে পারি এবং তৈরি করতে পারি । আপনি IPS তৈরি করা শুরু করুন । আমি সাহায্য করব ।

    ফয়সাল মুন্সী ভাই মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ……..

      ভাই সর্ব প্রথমে সালাম নিবেন। আশা করি ভালো আছেন। রমজান মাসের সুভেচ্ছা রইল। আর একটা কথা বলতে চাই সেটা হলো ব্যাটারী চার্জ দেওয়ার জন্য অটো সার্কিট বানাবো কি করে? বাজারে যে অটোচার্জ সার্কিট কিনতে পাওয়া যায় সেটা কিছুদিন যাওয়ার পর ভালোভাবে কাজ করে না। তাহলে আইপিএস-এর ভিতর যে অটো চার্জার/ফুলচার্জ ইনডিকেটর সার্কিট দিলে খুবই উপক্রিত হতাম। এই টেকটিউনস কমান্ডের ফাস্ট দিন আজ তাই ভুল হলে মার্জনা করবেন।

      ভাই সালাম নিবেন। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি টিউন করার জন্য। এই টিউনটি পড়ার পর মনে হচ্ছে এবার আমি আইপিএস তৈরী করতে পারবো তবে একটু আশঙ্খায় আছি সেটা হলো ট্রান্সফরমারটি নিয়ে কোনটার কত মান তা বুঝবো কি করে? আমি নিজে ধারনা নিয়ে কয়েকটা ট্রান্সফরমার তৈরী করেছি তবে এর ভিতর কোনটার কত ওয়াট তা বুঝতে পারছি না। সেই সাথে আপনার 160-180-200-220-240-260V এই ভোল্টেজ গুলোর কিভাবে অটো কাজ করবে? অটো করবে কি না? নাকি মেনুয়াল কাজ করাতে হবে।

    Level 0

    হা হা হা যদি বেচার ইচ্ছে থাকতো তাহলে tune এর নাম হতো ২২০০ টাকায় ips কিনুন । sOo চলেন চেষ্টা করি নিজে বানাতে । যদিও অনেক কঠিন কিন্তু সম্ভব । ধন্যবাদ আকবর ভাই ।

    Oxy7 ভাই আজকে দিনের সেরা উক্তিটাই দিলেন ।

    Oxy7 ভাই আপনাকে স্পশাল ধন্যবাদ……..

      আমার প্রশ্নের কোন উত্তর পেলাম না। হয়তো আপনি ব্যস্ত আছেন। তাই আমার ইমেইল ঠিকানা টা দিয়ে দিলাম Email- [email protected] কিভাবে আইপিএসকে ইউপিএস করবো একটু জানালে উপকার হবে। আপনাকে ধন্যবাদ ভাই। এত সুন্দর একটা টিউন করার জন্য।

    ato valo tunes onek onnek thanks.

Level 0

সকলের জন্য খুবই উপকারী একটি টিউন। ভবিষ্যতে এ ধরনের টিউন আশা করছি। আর আমি ফয়সাল মুন্সী ভাইয়ের সাথে একমত। আমিও 2200টাকা দিব। আমাকেও একটি আইপি এস বানিয়ে দিন। অনেক…….. ধন্যবাদ।

    আপনি IPS তৈরি করা শুরু করুন । আমি সাহায্য করব ।

    Eakram ভাই Welcome…..

    ধন্যবাদ।
    তুমারে নাকিদা………………………………………………………

ফাটানো টিউন!!!!! নির্বাচিত হওয়ার মত টিউন।

    টিউন টি কারো উপকারে আসলে আমার পরিশ্রম সার্থক হবে । নির্বাচিত বা অনির্বাচিত বিষয় নিয়ে ভাবছি না ।

    আকাশ ভাই অনেক ধন্যবাদ…….

সুন্দর টিউন। ভালো লাগল।
আপনার কাছে গিয়ে শিখা যাবে। মানে কর্মশালার ব্যবস্থা করা যাবে কি? যদি পারিশ্রামিক দিতে হয় তাও জানাতে পারেন। আমার মেইল[email protected]। একটি টিউব লাইট কতক্ষণ জ্বলবে।

    পরিকল্পনা আছে Electronics এর একটি কোম্পানী তৈরি করা । Study শেষ হোক তারপর আপনাকে জানাব । IPS বেকআপ নির্ভর করে ব্যাটারীর উপর । 600 – 900 টাকার 7.2A ব্যাটারী দিয়ে 1- 1.5 ঘন্টা বেকআপ পাবেন ( 1 টি টিউব লাইট ) ।

    ফয়সাল৬৬ ভাই আপনাকে ধন্যবাদ…..

    Level 0

    ভাই energy 25W বাল্ব হলে কতক্ষন বেকআপ দিবে ?

    7.2A ব্যাটারী দিয়ে 1.5 – 2 ঘন্টা বেকআপ পাবেন energy 25W বাল্ব……

    Oxy7 আপনাকে ধন্যবাদ ।

ভাই আমি পারিশ্রমিক + ২২০০ দেব আমাকে একটা বানিয়ে দেবেন?

    টিউন টা করেছি যাতে আমরা সবাই IPS তৈরি করতে পারি । আপনি শুরু করুন, আমি আছি….

    নতুন পন্ডিত ভাই আপনাকে ধন্যবাদ…….

২২০০ টাকা নাকি ২২০০০ টাকা । 😀 😀 😀

    22000 টাকা কেন 220000 টাকা দিয়েও IPS তৈরি করা যায় । বিষয়টা নির্ভর করছে IPS এর Watt কত তার উপর ।

    তানজিল ভাই মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ……

গরমের সময় হেব্বি কাজে লাগবে। কিন্তু বানাইতে গিয়া মনে হয় (আমার মাথার) স্ত্রু খুইল্লা যাইব।

সুন্দর টিউন। অনেকের কাজে দিবে।

    IPS বলতেই উপকারী কিছু একটা ……. তাতে দুই একটা স্ক্রু গেলে যাক…..

    আল আমীন ভাই আপনাকে ধন্যবাদ……

আকবর ভাই। আমার মনে হয় ২২০০ টাকা দিয়ে আই পি এস বানানো সম্ভব না। আমার দুলা ভাই এর দোকানে আই পি এস বানায়। আমিও দোকানের সাথে সম্পৃক্ত। ওখানে দেখি যে নুন্যতম দুইটা লাইট, দুইটা ফ্যান চালানোর জন্য ৯০০০-১০,৫০০ টাকার ব্যাটারী লাগে।

আপনি মনে হয় শুধু সার্কিট এর খরচ বলেছেন। ব্যপারটা পরিস্কার হওয়া উচিত।

    রাকিব ভাই আপনার সাথে আমি একমত । ব্যাটারীর দাম 600 টাকা থেকে শুরু করে 15000 টাকা পর্যন্ত । এখানে শুধুমাত্র 200W IPS এর মূল্য নির্ধারন করা হয়েছে । যার যতক্ষণ ব্যাকআপ দরকার, তিনি সেই হিসেবে ব্যাটারী কিনে নিবে । IPS বলতে সবাই ব্যাটারী কে অন্তরভুক্ত করে কেন জানিনা ।

    রাকিব ভাই গুরুত্ব পুর্ন মূল্যয়নের জন্য আপনাকে ধন্যবাদ……

অনেকটা এরকম একটা আইপিএস আমি কিছুদিন আগে বানিয়েছি।তবে আপনারটার মতো এতো উন্নত না আমারটা।আমারটা দিয়ে মাত্র ৩/৪ ঘন্টা বাল্ব জ্বলানো যায় সর্বোচ্চ।আপনার টিউনটি সংগ্রহে রাখলাম।কাজে লাগবে হয়তো।ধন্যবাদ।

    খালেদ মাহমুদ খান ভাই আমি আপনার সাথেই আছি ……

    Welcome…..

সব গুলা আইটেম এর দাম একটার পাশে একটা করে দিয়ে দেন, সবাই যেমনটা করে ।
তখন দেখা যাবে ২২ শত টাকায় কি কি পাওয়া যায়। ব্যাটারীর দাম লিখতে ভুলবেন না আশা রাখি।
ধন্যবাদ চমতকার টিউন এর জন্যে!!!!!!!!!!!!

    ব্যাটারীর দাম 600 টাকা থেকে শুরু করে 15000 টাকা পর্যন্ত । এখানে শুধুমাত্র 200W IPS এর মূল্য নির্ধারন করা হয়েছে । যার যতক্ষণ ব্যাকআপ দরকার, তিনি সেই হিসেবে ব্যাটারী কিনে নিবেন । IPS বলতে সবাই ব্যাটারী কে অন্তরভুক্ত করে কেন জানিনা ।

    এ IPS টা তৈরি করতে আমার খরচ হয়েছে 2000 টাকা । অঞ্চল বেধে বা সময় সাপেক্ষে যন্ত্রের দাম উঠা নামা করে তাই 200 টাকা বাড়তি ধরা হয়েছে । এখানে ব্যাটারীর দাম অন্তরভুক্ত করা হয়নি । আমি জাস্ট দেখাতে চেয়েছি 200W এর একটি IPS কিভাবে তৈরি করতে হয় ।

    যাফি ভাই আপনাকে Welcome……

    রুম্মান_৫০ : আপনার উত্তর উপরে দেয়া আছে। কমেন্ট পরবেন, এটা টিউনের একটা বিরাট অংশ। এক কথায় বলতে পারেন নিরব বন্ধু।

    আকবর ভাই, আমি তাহলে হুবহু আপনার মতই একটা বানাবো। আর ভবিষ্যতে যদি আরো ব্যাক আপ অথবা যন্ত্র চালনো লাগে তবে ব্যাটারী বারালেই চলবে তো ???

    ব্যাকআপ পাওয়া টা নির্ভর করে ব্যাটারীর এম্পিয়ারের উপর, আর কয়টা যন্ত্র চালাবেন তা নির্ভর করছে IPS এর Watt এর উপর । So ব্যাকআপ বেশি পাওয়ার জন্য ব্যাটারী বাড়াতে পারেন । কিন্তু বেশি যন্ত্র চালানোর জন্য IPS এর Watt বাড়াতে হবে । IPS এর Watt বৃদ্ধি করতে চাইলে সার্কিটে FET এর পরিমার & ট্রান্সফরমারের মান বাড়াতে হবে ।

    আপনাকে আবারও ধন্যবাদ……

টিউন ভাল হইছে এই ব্যাপারে কোন সন্ধেহ নাই, কি কি চালানো যাবে ? কতক্ষন ? সব কি এসি তে চলবে?

    এটি 200W এর একটি IPS, এর মাধ্যমে আপনি 1টা Fan তিনটা এনার্জি লাইট চালাতে পারবেন ।
    IPS কতক্ষন ধরে চলবে তা নির্ভর করে ব্যাটারীর উপর, ব্যাটারী যত বড় হবে ততক্ষন ব্যাকআপ পাবেন ।
    IPS থেকে AC ভোল্টেজ output হয় ।

    শাহেদ খান ভাই আপনাকে ধন্যবাদ……

অসাধারন টিউন।উপকারে আসবে ধন্যবাদ । তা ভাইজান কিসে study করছেন।

    আপনাকে Welcome….

    আমি Physics Final year – এ আছি ।

    বেকার খাঁন ভাই মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ…

    ভাই, আমিও ফিজিক্সে পড়ি এবং ইলেক্ট্রনিক্স ভালো লাগে।

Level 0

আকবর ভাইয়া ! আপনাকে ধন্যবাদ।

    mizancom ভাই আপনাকে Welcome…

একটি সিলিং ফ্যান এবং একটি ২৪ ওয়াট লাইট ১ ঘন্টা চালাতে ব্যটারীসহ দাম কত হবে?

দুইটি সিলিং ফ্যান এবং দুইটি ২৪ ওয়াট লাইট ১ ঘন্টা চালাতে ব্যটারীসহ দাম কত হবে?

ব্যাক আপ টাইমের ক্যাকুলেশন বুঝিয়ে দিলে অনেকের বুঝতে সুবিধ হবে, মানে ফ্যান কত ওয়াট, এক ঘন্টা চালালে কত ওয়াট যায় এরকম জিনিস

ধন্যবাদ

    সঠিক বলছেন আরো বিস্তারিত হলে ভাল হত অন্তত watt এর ব্যাপারটা…
    টিউনটা ভালো… আশা রাখি সকল প্রশ্নের ব্যাখ্যা তিনি দিবেন…
    ধন্যবাদ

    একটি সিলিং ফ্যান এবং একটি ২৪ ওয়াট লাইট ১.৫ ঘন্টা চালাতে ব্যটারীসহ দাম :
    IPS 200W = 2200 টাকা, Battery 70A = 5500 টাকা ।

    দুইটি সিলিং ফ্যান এবং দুইটি ২৪ ওয়াট লাইট ১ ঘন্টা চালাতে ব্যটারীসহ দাম :
    IPS 300W = 3200 টাকা, Battery 100A = 6800 টাকা ।

    1টা ফ্যান = 70W ( বাংলাদেশের ফ্যান গুলোতে নিম্ন মানের তামার তার ব্যবহার করে বলে এগুলোর Watt 70 এর চেয়ে বেশি হয় । 100Watt বলতে পরেন ) ।

    1টি টিউব লাইট = 36W

    1টি ফ্রিজ = (170 – 250) W

    শাহেদ খান ভাই এবং নীলদাঁত ভাই আপনাদেরকে ধন্যবাদ…

    ((চার্জ, এম্পিয়ার, ভোল্টেজ, ওয়াট ইত্যাদির উপর বিস্তারিত Tune করবো ভাবছি…..))

আমি কয়েকদিন আগে একটা টিউন করেছিলাম আইপিএস নিয়ে। সেটা আমার নিজস্ব চিন্তাভাবনা ছিল। তাছাড়া আমি ইলেকট্রনিক্স এর ব্যাপারগুলো আপনার মতো এতটা গভীরে যেতে পারিনা। আমি এত ঝামেলায় না গিয়ে সোজা একটা ইনভার্টার কিনে এনে কাজ করেছি। আপনার পোষ্টটি আমাদের সবার জন্য উপকারী কারন আমরা সবাই আইপিএস এর খুটিনাটি বিষয়গুলো আরোও গভীরভাবে বুঝতে পারলাম। অনেক ধন্যবাদ আপনাকে। সেইসাথে এই ধরনের ইলেকট্রনিক্স জিনিসগুলো নিয়ে ধারাবাহিক টিউন করবেন আশা করি।

    আপনার টিউন আমি পড়েছি । CPU এর পাওয়ার সাপ্লাই দিয়ে চার্জ করার আইডিয়াটা বেশ ভালই ( Congratulations ) । 50A বা 70A Battery গুলোতে ভালোই চার্জ হওয়ার কথা কিন্তু একটা বিষয় আমাকে জানাবেন, পাওয়ার সাপ্লাই দিয়ে 200A কোন Battery চার্জ করলে পাওয়ার সাপ্লাই কেমন গরম হচ্ছে ( সুত্র মোতাবেক পাওয়ার সাপ্লাই প্রচুর গরম হওয়ার কথা এবং অকেজো হওয়ার সম্ভাবনা থাকে ) ।

    ইনভার্টার গুলো দিয়ে অনেক অল্প টাকায়, ঝামেলা বিহীন IPS সিস্টেম তৈরি করা যায় । কিন্তু নষ্ট হলে ঠিক করার কোন ব্যবস্থাই ওরা রাখেনি ( আমি খুলে দেখে ছিলাম, হা হা হা ) ।

    মারুফ ভাই আপনাকেও ধন্যবাদ……..

    পাওয়ার সাপ্লাই গরম হওয়ার জন্যই সম্ভবত ওরা কুলিং ফ্যান দিয়ে রেখেছে। এজন্য খুব একটা সমস্যা হয়নি। আমি যেটা দিয়ে কাজ করছি সেটা কম্পিউটারে কেন জানি কাজ করছিল না। কিন্তু অনেকদিন ধরেই ব্যাটারি চার্জ করছি। কোন সমস্যা হয়নি। ধন্যবাদ আপনাকে।

বানাবো ইনশাল্লাহ 🙂

    “দুঃসাহসী টিনটিন”

    Techtunes – এ এই নামটাই উজ্জল নক্ষত্রের মত…….
    আমার জন্য সৌভাগ্য বটে………..

    আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ…

ভাই আমার মনে হয় না আমি কোনদিন আইপিএস বানাতে পারবো কারণ আমি খুব-ই অলস।যাই হোক তবুও আপনি যে অমানুষিক কষ্ট করেছেন এই টিউনের জন্যে তা মনে হয় বৃথা যায়নি।অন্তত এতগুলো মানুষের ভালবাসা মিথ্যা হতে পারেনা।আপনাকে অনেক অনেক ধন্যবাদ।ভালো থাকবেন।

    ইলেক্ট্রনিক্স আমার Hobby, তাই বোধহয় IPS বা অন্য কোন যন্ত্র নিয়ে কাজ করতে আমি অলস নই, Really খুব পরিশ্রমী । কিন্তু অন্যান্য বিষয়ে আমি খুবই অলস । মনে হয় আপনার ক্ষেত্রেও তাই হয়েছে । বিশ্বাস করুন ইলেক্ট্রনিক্স কাজ অনেক মজার ।

    IPS নিয়ে টিউন করা IPS তৈরি করার চেয়ে বেশি কষ্টের । কষ্টটা সার্থক বলে মনে হবে যদি কারো উপকারে আসে ।

    আমরা সবাই সবার জন্যে……

    আইটি গুরু ভাই আপনাকেও অনেক অনেক অনেক ধন্যবাদ…….( By Heart & Soul )

আকবর ভাই আপনাকে ধন্যবাদ তথ্যগুলি শেয়ার করার জন্য।

    আউয়াল ভাই আপনাকেও ধন্যবাদ মন্তব্য করার জন্য…….

এটা দিয়া দিয়া কি কি জিনিস কতক্ষন চালান যাবে?

    এটি 200W এর একটি IPS, এর মাধ্যমে আপনি 1টা Fan তিনটা এনার্জি লাইট চালাতে পারবেন ।
    IPS কতক্ষন ধরে চলবে তা নির্ভর করে ব্যাটারীর উপর, ব্যাটারী যত বড় হবে ততক্ষন ব্যাকআপ পাবেন ।

    উদাহরণ : 70A Battery দিয়ে 1- 1.5 ঘন্টা ব্যাকআপ পাবেন……..

    রুম্মান_৫০ ভাই আপনাকে ধন্যবাদ…….

apnake ‘vai’ bolbo na ‘boss’ bolbo na ‘sir’ bolbo??!! Excellent tune. This is what we are always looking for!

    Techtunes – এ আমরা সবাই ভাই । ইলেক্ট্রনিক্সে অনেক দুর যাব বলে স্বপ্ন দেখেছি । আমার জন্য দোয়া করবেন ।

    SHAKIL QURAISHI ভাই আপনাকে ধন্যবাদ…….

Osadaron

    Noormohammad Bhuayan ভাই আপনাকে ধন্যবাদ…….

অসাধারণ টিউন।দেখি একটা বানানো যায় কিনা। 😀

    আপনি শুরু করে দিন এবং ফলাফল কি জানান…..

    নিশাচর নাইম ভাই আপনাকে ধন্যবাদ…….

    Level 0

    assalamualikum
    valo acen
    bohu din por na

    amio ak kmot

    borhan
    http://www.borhan-info.co.cc

যারা খুলনায় থাকেন তারা IPSএর বিষয়ে আমার সাহায্য নিতে পারেন।
০১৮১৯৭০৪০৮৭

    আপনার নাম্বার Save রাখলাম । প্রয়োজন হলে রিং দিব ।

    মোস্তফা আরাফাত ভাই আপনাকে ধন্যবাদ……

দারুন টিউন! চোখ ধাঁধানো পারফামেনস্। ধন্যবাদ ভাইয়া এমন একটা টিউন দেওয়ার জন্য।
ওহ্ হে আর একটা কথা, IPS সার্কিটে মাল্টিভাইরেটর IC Cd4047 এর সাহাজ্যে 12v DC to 12v বা 24v AC করা হয়। কিন্তু আপনিত ওটাকে 9v করে input দিলেন। তো আপনি কি 9v ac পেলেন না 18v ac পেলেন? আর যদি তাই-ই হয় তাহলে আপনার টান্সফরমার কাজ করল কিভাবে? ওটা ত 12v ac to 220v ac ছিল! please এ বিষয়ে একটু বলবেন……

দারুন টিউন! চোখ ধাঁধানো পারফামেনস্। ধন্যবাদ ভাইয়া এমন একটা টিউন দেওয়ার জন্য।
ওহ্ হে আর একটা কথা, IPS সার্কিটে মাল্টিভাইরেটর IC Cd4047 এর সাহাজ্যে 12v DC to 12v বা 24v AC করা হয়। কিন্তু আপনিত ওটাকে 9v করে input দিলেন। তো আপনি কি 9v ac পেলেন না 18v ac পেলেন? আর যদি তাই-ই হয় তাহলে আপনার টান্সফরমার কাজ করল কিভাবে? ওটা ত 12v ac to 220v ac ছিল! please এ বিষয়ে একটু বলবেন…… আপনার কাছথেকে এরকম ইলেকট্রনিক্স বিষয়ক আরো অনেক অনেক টিউন চাই। চালিয়ে যান, আমরা আছি…

    খুব গুরত্বপুর্ন প্রশ্ন । AC সিগন্যাল ও AC ভোল্টেজ শুনতে খুব কাছাকাছি শব্দ হলেও এর মধ্যে পার্থক্য রয়েছে । মাল্টিভাইরেটর IC CD4047 এর সাহায্যে AC সিগন্যাল তৈরি করা হয় । এখানে Just একটা সুনিদিষ্ট কম্পাংক থাকে, ভোল্ট আর এম্পিয়ার AC সিগন্যাল এর আসল বিষয় নয় । Driver Section এর কাজ হচ্ছে একটি AC সিগন্যাল তৈরি করা, Not ভোল্টেজ তৈরি করা ।

    Power Section – এ যখনি Driver Section হতে AC সিগন্যালটি আসবে, Power Section তখনি AC সিগন্যালটিকে Modify ও Amplify করে
    উচ্চ এম্পিয়ারের একটি AC ভোল্টেজে রুপ দেবে । এই AC ভোল্টেজ এর মান নির্ভর করবে ব্যাটারীর ভোল্ট মানের উপর । ব্যাটারীতে 12 ভোল্ট DC হলে Power Section এ এটি 24 AC ভোল্টেজে পরিণত হবে, অর্থাৎ দ্বগুন হবে । 12 V ব্যাটারীতে 15 ভোল্ট পর্যন্ত থাকে, তখন Power Section এ এটিকে 30 ভোল্ট AC তে পরিণত করে, এবং ট্রান্সফরমারে input হয় ফলে output 260-280 ভোল্ট AC পাওয়া যায় । অনেক গুলো যন্ত্র লোড নেওয়ার পর এই ভোল্টেজ 200-220 তে নেমে আসে ।

    মাল্টিভাইরেটর IC Cd4047 এর সাহায্যে যে AC সিগন্যাল পাওয়া যায় তা 12V বা 9V – এ তেমন পরিবর্তন দেখা যায় না । 6V পর্যন্ত AC সিগন্যালটি স্ট্রং থাকে এবং Power Section – এ কাজ করে । কিন্তু 6V এর নিচে AC সিগন্যালটি দুর্বল হতে থাকে তখন Power Section – এ এটি আর কাজ করে না ।

    বুঝতেই পারছেন 9V input করালে সমস্যা হবে না । বরং IC এর জন্য ভাল ।

    Bakhtiar hasan ভাই আপনাকে ধন্যবাদ……

nice tune.for me.thanks

    শরিফ ভাই আপনাকেও ধন্যবাদ……

Level 0

অসাধারণ………..
বানাতে চেষ্টা করব

    চেষ্টা করুন, আমি আপনার পাশেই আছি ।

    ঈপন ভাই আপনাকে ধন্যবাদ……..

আমি শুধু ল্যাপটপ চালানোর জন্য একটা আইপিএস বানাতে চাই তবে, আমার অনন্ত ৮+ ব্যাকআপ চাই। আমার ল্যাপটপ ১৯ ভোল্টের কত খরচ হতে পারে আকবর ভাই, প্লিজ বুঝিয়ে বলবেন। আর আরেকটা ব্যপার না বলেই না টিউনটা অসাধারণ হয়েছে।

    ব্যাটারী গুলো 12V এর হয় । আপনি দুই ভাবে 19V পেতে পারেন,
    ১। 12V এর ব্যাটারীর সাথে একটি Converter সার্কিট যুক্ত করে 19V পেতে পারেন ।
    ২। দুটি ব্যাটারীকে শ্রেনীতে সংযুক্ত করে 24V তৈরি করে একটি রেগুলেটর সার্কিট যুক্ত করে 19V পেতে পারেন ।
    এক্ষেত্রে IPS এর প্রয়োজন নেই ।

    তবে আপনি মুল বিদ্যুৎ লাইন থেকে যেভাবে চার্জ করে ল্যাপটপ চালান ঠিক সেইভাবে IPS দিয়ে চার্জ করে দীর্ঘক্ষণ ল্যাপটপ চালাতে পারেন ।
    আমার মনে হয় এটাই ভাল হবে । এ সিস্টেমে খরচ হবে, 200W IPS = 2200 টাকা, 50A Battery = 3500 টাকা ।

    ebookbd.info আপনাকে ধন্যবাদ……..

অসাধারণ টিউন। আপনি আসলে জিনিয়াস। আপনার আশা (পরিকল্পনা আছে Electronics এর একটি কোম্পানী তৈরি করা ) অবশ্যই পূরণ হবে।

ভাই ৭০০W IPS বানাতে কয়টি FET লাগবে এবং Transformer এর মান কত হবে?
FET গুলো কিভাবে বসাব?
আমার প্রশ্নগুলর উত্তর দিলে খুশি হব।

    IRFZ 44 মডেলের প্রতি জোড়া FET এর জন্য 125 Watt তৈরি হয় । এবং IRF 3205 মডেলের প্রতি জোড়া FET এর জন্য 200 Watt তৈরি হয় । এখন আপনার প্রয়োজন অনুসারে হিসাব করুন আপনার কয় জোড়া FET লাগবে ।

    দুইটি আলাদা আলাদা Hit Sink সেক্টরে FET গুলো প্রত্যেকটি প্রত্যেকের সাথে সমান্তরালে যুক্ত হবে । অর্থাৎ Gate এর সাথে Gate, Source এর সাথে Source এবং Drain এর সাথে Drain যুক্ত হবে । তবে Gate পাত গুলো প্রত্যেকটি প্রত্যেকের সাথে একটি সল্প মানের রোধ দ্বারা যুক্ত হয় । FET কে যখন Hit sink-এ লাগানো হয় তখন অটোমেটিক FET গুলোর Drain এর সাথে Drain যুক্ত হয়ে যায় কারণ FET এর বডি হচ্ছে Drain পাত ।

    কোন রকম জটিল হিসাব না করে Transformer এর সহজ হিসাবটাই আপনাকে বলি,
    ১। যদি 12-0-12V to 240V Transformer ব্যবহার করি তবে প্রতি 10A Transformer এর জন্য 220 Watt তৈরি হবে । 12V ব্যাটারীর জন্য আমরা এটি ব্যবহার করি ।

    ২। যদি 24-0-24 to 240V Transformer ব্যবহার করি তবে প্রতি 5A Transformer এর জন্য 220 Watt তৈরি হবে । দুটি ব্যাটারী বা 24V ব্যাটারীর জন্য আমরা এটি ব্যবহার করি ।

    বিভিন্ন রকম যান্ত্রিক কারনে এবং নয়েজের কারনে এই Watt এর (80 – 90)% কার্যকর ।

    Practically আপনি IPS এর Watt নির্নয় করতে পারেন,
    প্রথমে মিটার দিয়ে IPS এর Output ভোল্টেজ নির্নয় করুন । তারপর মিটার দিয়ে IPS এর Output তারের এম্পিয়ার নির্নয় করুন । এরপর মান দুটি গুন করুন, যা পাবেন তা হচ্ছে VA এবং এই মানের (80-90)% মান হচ্ছে Watt ।

    আশা করছি খুশি হয়েছেন ।

    ফিরোজ ভাই আপনাকে ধন্যবাদ……..

আমার দারা হইব না, তবু সুন্দর

    আপনি আপনাকে ভালই পশ্রয় দিচ্ছেন, নিজেকে নিজেই বলছেন আমার দারা হইব না, তাহলে আপনার দ্বারা কেমনে হবে ।
    না ভাই ঐসব আমি বুঝি না আপনাকে সবার আগে পারতে হবে ।

    shuvra.koushikpaul ভাই আপনাকে ধন্যবাদ……..

vai Auto full Charge er curcuit peyeci kintu set korte parcina diagram ta jodi diten khub valo hoto.

    12V এর একটি ব্যাটারীকে চার্জহীন অবস্থা থেকে চার্জ দেওয়া শুরু করলে ভোল্টেজের পরিমান ক্রমান্বয়ে বাড়তে থাকে । যেমন :
    1v, 2v ………..9v, 10v, 11v, 12v, 13v, 14v, 14.5v, 14.75v, 15v । সর্বোচ্ছ 15V পর্যন্ত হয়ে থাকে ।

    Auto full Charge circuit এর মধ্যে তিনটা Option রয়েছে,
    ১। ব্যাটারী লাইন input
    ২। ভেরিএবেল রোধ
    ৩। Relay

    এটা মুলত এইভাবে কাজ করে যে চার্জের ফলে ব্যাটারী ভোল্টেজ যদি ক্রমান্বয়ে বাড়তে থাকে, একটা নিদিষ্ট ভোল্টেজ মানের জন্য Relay সুইচ একটিভ হয় । Relay সুইচ এর ভেতর দিয়ে AC hot লাইন ‘চার্জ করার ট্রান্সফরমারের’ মধ্যে input হয় । অর্থাৎ Relay সুইচ একটিভ হলে ‘চার্জ করার ট্রান্সফরমারের’ লাইন ডিএকটিভ হয় । যে নিদিষ্ট ভোল্টেজ মানের জন্য Relay সুইচ একটিভ হয় সেই নিদিষ্ট মানটা ভেরিএবেল রোধের মাধ্যমে নিয়ন্ত্রন করা হয় ।

    এখন আপনার কাজ হচ্ছে Auto full Charge circuit – এ
    ১। Battery (+ & -) সংযোগ করা
    ২। ভেরিএবেল রোধকে ঘুরিয়ে ভোল্ট মান 14.75v এ রাখা
    ৩। AC hot লাইনকে Relay সুইচ এর ভেতর দিয়ে Transformer এ দেওয়া ।

    Circuit Diagram আমার ইলেক্ট্রনিক্স খাতায় আঁকা আছে । Computer এ নাই দিতে পারালাম না । উপরের ব্যাখ্যা দেখেন আশা রাখছি পারবেন, যেহেতু আপনার কাছে Circuit আছে ।

    সোহেল ভাই আপনাকে ধন্যবাদ……..

আপনার png ফরমেটে যে Circuit diagram টা এড করেছেন আমি ওটা ডাউনলোড করেছি। কিন্তু ওটা অস্পস্ট। আর Cd4047 & 7809 এ ic দুটি অন্য কি কি পার্সে ব্যাবহৃত হয়? এবং Driver section এ DC battry হতে minimum কত এভপিয়ারের Input দিতে হয়? ভাইয়া আমি কিন্তু এটা তৈরি করতে ৯৯% প্রস্তুত। শধু সার্কিট ডাইয়েগ্রামের এবং অমার প্রশ্নের আনসারের অপেক্ষায় আছি। আশাকরি আমাকে হতাশ করবেন না। অপেক্ষায় রইলাম…….

    নিচের লিং থেকে Download করে নিন…
    http://www.mediafire.com/download.php?2909dylvgw1xz10

    যত Zoom করবেন ততই Clear… হা হা হা…

    বিভিন্ন রকম Oscillator সার্কিট গুলোতে CD4047 বা LM555 ব্যবহার হয় । তাছাড়া CD4047 দিয়ে মশা তাড়ানোর একটা সার্কিট আছে ।

    সার্কিটের যেই প্রান্তে 9V এর প্রয়োজন হয় সেখানে 7809 ব্যবহৃত হয় ।

    Bakhtiar hasan ভাই আপনাকে ধন্যবাদ……..

Level 0

THANKS YOUR POST. I NEED A HEAVY DUTY IPS. I WANT TO TALK WITH U. PLS CONTACT THIS NUMBER 01740993414.

ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে? আমি আপনার সাথে কথা বলতে খুবই আগ্রহি। Please অমার ইমেইলে আপনার নাম্বারটা দিন।

ওহ্ ID দিতে ভুলেগেছিলাম। আমার ইমেইল ID হল [email protected]

    Facebook-এ আপনাকে request দিলাম, accept করে নিন ।

    Bakhtiar hasan আপনাকে আবারও ধন্যবাদ….

Level 0

মনে মনে অনেক খুজতে সিলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ . আমি অনেক কিছুর উপর স্পষ্ট ধারণা পাচ্ছি.
যদি এমন হয় , শুধু বেটারি তা চার্জ করব বাসার কারেন্ট diye. , এজন্য আমাকে কি করতে হবে..?
ভারতের অনেক ফোরাম এ rectifier বানাতে দেকসি, যেটা তাদের মটর সাইকেল এর 9AH বেটারি অনেক দ্রুত রিচার্জ করে. যার ফলে 40watt এইচএইডি বেবহার করলেও বেটারিতে কোনো চাপ পরে না.
আমি চাইতেসি., রাতের বেলা কারেন্ট থেকে বেটারি চার্জ করলাম., পরে সকালে খুলে ফেললাম. এমন কিছু একটা.

আপনার উত্তরের আশায় থাকলাম., একটি সুন্দর টিউন এর জন্য আবারও অনেক অনেক ধৈন্নাপাতা

    কত ভোল্ট ব্যাটারী চার্জ করবেন তা উল্লেখ করেন নি । 12 ভোল্টের কোন ব্যাটারীকে চার্জ করার জন্য আপনি 15-18 ভোল্টের ট্রান্সফরমার ব্যবহার করতে পারেন । এক্ষেত্রে সাদা কালো টিভির 16-18 ভোল্ট এর ট্রান্সফরমার ব্যবহার করতে পারেন । এই ট্রান্সফরমার গুলোতে (5 – 6) Ah থাকে ।এটা দিয়ে 7Ah – 100Ah ব্যাটারী গুলো মোটামুটি চার্জ করাতে পারেন । এর উপরে গেলে আপনাকে ট্রান্সফরমারের এম্পিয়ার বাড়াতে হবে । ট্রান্সফরমারের এম্পিয়ার যত বাড়বে চার্জ তত দ্রুত হবে ।

    কয়েক দিন নেটে বসার সময় পাইনি, দেরিতে উত্তর দেওয়ায় Sorry ।

    dux ভাই আপনাকেও ধন্যবাদ……..

    Level 0

    সালাম আকবর ভাই.,
    ১) ১২ ভোল্ট 9aH বেটারি আমার.
    ২) পুরোন পিছির পাওয়ার সাপ্লাই দিয়ে কি কাজটা হবে…
    ৩) বাজারে ট্রান্সফরমার এর দাম কেমন
    ৪) ac ভোল্ট থেকে dc ভোল্ট করার rectifier এর চার্ট আমার কাছে আছে , এটা বানাইতে , আপনার সহযোগিতা পাইলে আমি কাজটা করতে পারব.
    ৫) আপনাকে ধন্যবাদ
    ৬) . অনেক অনেক ধন্যবাদ

    পাওয়ার সাপ্লাই দিয়ে কাজটা করতে পারবেন খুব সহজে । এজন্য আপনি মারুফ ভাইয়ের টিউনটি দেখতে পারেন । লিংক নিচে দেয়া হল
    https://www.techtunes.io/hardware/tune-id/51860/
    টিউনটির (৩। চার্জার) অপশনটি দেখুন

    সাদা কালো টিভির 16-18 ভোল্ট এর ট্রান্সফরমার এর দাম 150 – 170 টাকা ।
    AC ভোল্ট থেকে DC ভোল্ট করা একেবারে সহজ । চারটা ডায়োড কিনবেন (দাম প্রতিটি 1 টাকা, মডেল 4007) । ডায়োডের দুটি প্রান্ত (n-টাইপ ও p-টাইপ) । এক প্রান্তে ডায়োডের গায়ে সাদা দাগ থাকে ।
    ১। প্রথমে 2টি ডায়োড নিয়ে সাদা দাগ প্রান্তকে পেচিয়ে যুক্ত করুন ।
    ২। এখন অপর 2টি ডায়োড নিয়ে সাদা দাগের বিপরীত প্রান্তকে পেচিয়ে যুক্ত করুন ।
    ৩। ১ থেকে প্রাপ্ত যুক্ত ডায়োডের মুক্ত প্রান্ত 2টির সাথে, ২ থেকে প্রাপ্ত যুক্ত ডায়োডের মুক্ত প্রান্ত 2টি যুক্ত করুন ।
    ( যে কোন দিকে যুক্ত করলে হবে)

    একটা ব্রীজ রেকটিফায়ার সার্কিট তৈরি হবে । যার চারটা যুক্ত প্রান্ত থাকবে । যে যুক্ত প্রান্তে শুধুমাত্র ডায়োডের সাদা দাগ প্রান্ত থাকবে তা DC [+ ] অংশ যাহা Battery [+] এর সাথে যুক্ত হবে । আবার যে যুক্ত প্রান্তে ডায়োড 2টির কোন সাদা দাগ প্রান্ত থাকবে না (বলতে পারেন কালো সাইড) তা DC [–] অংশ যাহা Battery [–] এর সাথে যুক্ত হবে । আর অপর দুই যুক্ত প্রান্ত ট্রান্সফরমার থেকে আসা AC দুই তারের সাথে যুক্ত হবে । এই যুক্ত প্রান্ত গুলোর প্রত্যেকটিতে ডায়োডের একটি সাদা দাগ প্রান্ত অপরটি কালো সাইড থাকবে । আপনার Circuit Diagram এর মিলিয়ে দেখেন । চার্জ করার জন্য কেপাসেটর না দিলেও চলবে ।

    হয়ে গেল আপনার AC ভোল্ট থেকে DC ভোল্ট রেকটিফায়ার সার্কিট এবং ব্যাটারী চার্জার ।

    dux ভাই আপনাকে শুভ কামনা ।

আপনার স্কিম্যাটিক কোন সফটওয়্যার দিয়ে করেছেন? পাওয়ার রেইল এ নয়েজ ফিল্টার দিলে ভালো হত। পাওয়ার রেগুলেটরে ডিকাপলিং ক্যাপ ইউজ করআ উচিত। সলিনয়েডস অনেক ব্যাক ই.এম.এফ প্রডিউস করবে যার জন্য সার্কিটে প্রচুর নয়েজ আসবে। শুভকামনা ।

    TinyCAD নামের একটি Software দিয়ে করা । Driver Section – এ AC সিগন্যাল ফিল্টার, Power Section – এ নয়েজ ফিল্টার ইত্যাদি দিলে IPS এর মান ভালো হয় । এই সব ক্ষেত্রে আমি আপনার সাথে একমত ।

    এগুলো দিলে সার্কিটা আরও জটিল হতো । এতটুকুতে কেউ কেউ মাথার দুই একটা স্ক্রু খুলে যাওয়ার আভাস দিয়েছেন ।
    একটা IPS তৈরি করতে যা না দিলেই না নয়, শুধুমাত্র তা সার্কিটে দেওয়া হয়েছে । এতে ভালই কাজ চালিয়ে নেওয়া যাবে ।

    কয়েক দিন নেটে বসার সময় পাইনি, দেরিতে উত্তর দেওয়ায় Sorry ।

    mortuzahasan ভাই আপনাকে ধন্যবাদ info গুলো উল্লেখ করার জন্য……..

অসাধারণ ভাই। তবে বানাতে মাথার সব সার্কিট খুলে যাবে।

    billah.sagor ভাই মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ…

Level 0

ভাই বেটারী চারজ় এর জ়ন্য আলাদা কোনো ট্রান্সফরমার লাগবে কি ?না কি যে টি আসে তাতেই হবে?
উত্তোর দেন তাহোলে ক্রিতগ থাকিব।

বিদ্যুৎ লাইনে ভোল্টেজ 190v এর উপরে থাকলে সার্কিট অনুসারে এই ট্রান্সফরমার দিয়েই চার্জ হবে । এর কম থাকলে চার্জ হবে কিন্তু ভাল চার্জ হবে না ।

বিদ্যুৎ লাইনে ভোল্টেজ কম থাকলে তিন ভাবে চার্জ করতে পারেন,

১। যারা ট্রান্সফরমার তৈরি করে তাদের থেকে 12-0-12 to 160-180-200-220-240-260V ভোল্ট ট্রান্সফরমার বানাতে পারেন ।যদি আপনার বিদ্যুৎ লাইনে ভোল্টেজ 160v হয় তবে সার্কিটের Relay সুইচের 2 এং 6 নম্বর pin এর সংযোগ বিচ্চিন্ন করে 6 নম্বর pin কে ট্রান্সফরমারের 160v তারের সাথে যুক্ত করুন ।

২। আলাদা ট্রান্সফরমার ব্যবহার করতে পারেন । ( সেক্ষেত্রে সাদা কালো টিভির 16-18 ভোল্ট এর ট্রান্সফরমার উত্তম )

৩। CPU এর পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারেন । এজন্য আপনি মারুফ ভাইয়ের টিউনটি দেখতে পারেন । লিংক নিচে দেয়া হল
https://www.techtunes.io/hardware/tune-id/51860/
টিউনটির (৩। চার্জার) অপশনটি দেখুন

faridi ভাই আপনাকে ধন্যবাদ……..

আপনি ইলেকট্রনিক্স কম্পানী দেয়ার কথা ভাবছেন? অনেক শুভকামনা রইল। নিচের লিংকে একটু দেখুন।
http://www.somewhereinblog.net/blog/mortuzahasanjami/29288702
ধন্যবাদ।

    mortuzahasan ভাই আপনাকেও ধন্যবাদ…….. লিংকটা দেওয়ার জন্য….

ভাই, আমি এটি দিয়ে কি কি চালাতে পারব?আমি চাই ৩ টা টিউব লাইট ১ টা টেবিল ফ্যান চালাতে,পারব?

    এটি 200W এর একটি IPS, এর মাধ্যমে আপনি 1টা Fan তিনটা এনার্জি লাইট অথবা 2টি টিউব লাইট চালাতে পারবেন ।
    IPS কতক্ষন ধরে চলবে তা নির্ভর করে ব্যাটারীর উপর, ব্যাটারী যত বড় হবে ততক্ষন ব্যাকআপ পাবেন ।

    উদাহরণ : 70A Battery দিয়ে 1- 1.5 ঘন্টা ব্যাকআপ পাবেন……..

    Monir Hossen ভাই আপনাকে ধন্যবাদ……..

Level 0

ভাই দয়া করে অটো ফুল চারজ় কাট ছারকিট ডায়াগ্রাম টি যদি দিতেন তাহলে পরি-পুরনতা পেতাম।যদি দেন তাহোলে ক্রিতগ থাকিব।
অনুরধ রইল আপনার ছোট ভাই।

    Auto full Charge এর জন্য ইলেক্ট্রনিক্স দোকানে 50 – 60 টাকা দামের একটি সার্কিট পাওয়া যায় । একটি সার্কিট কিনে, নিচের তথ্য গুলো জেনে নিন । তবেই পারবেন…..

    12V এর একটি ব্যাটারীকে চার্জহীন অবস্থা থেকে চার্জ দেওয়া শুরু করলে ভোল্টেজের পরিমান ক্রমান্বয়ে বাড়তে থাকে । যেমন :
    1v, 2v ………..9v, 10v, 11v, 12v, 13v, 14v, 14.5v, 14.75v, 15v । সর্বোচ্ছ 15V পর্যন্ত হয়ে থাকে ।

    Auto full Charge circuit এর মধ্যে তিনটা Option রয়েছে,
    ১। ব্যাটারী লাইন input
    ২। ভেরিএবেল রোধ
    ৩। Relay

    এটা মুলত এইভাবে কাজ করে যে চার্জের ফলে ব্যাটারী ভোল্টেজ যদি ক্রমান্বয়ে বাড়তে থাকে, একটা নিদিষ্ট ভোল্টেজ মানের জন্য Relay সুইচ একটিভ হয় । Relay সুইচ এর ভেতর দিয়ে AC hot লাইন ‘চার্জ করার ট্রান্সফরমারের’ মধ্যে input হয় । অর্থাৎ Relay সুইচ একটিভ হলে ‘চার্জ করার ট্রান্সফরমারের’ লাইন ডিএকটিভ হয় । যে নিদিষ্ট ভোল্টেজ মানের জন্য Relay সুইচ একটিভ হয় সেই নিদিষ্ট মানটা ভেরিএবেল রোধের মাধ্যমে নিয়ন্ত্রন করা হয় ।

    এখন আপনার কাজ হচ্ছে Auto full Charge circuit – এ
    ১। Battery (+ & -) সংযোগ করা
    ২। ভেরিএবেল রোধকে ঘুরিয়ে ভোল্ট মান 14.75v এ রাখা
    ৩। AC hot লাইনকে Relay সুইচ এর ভেতর দিয়ে Transformer এ দেওয়া ।

    Circuit Diagram আমার ইলেক্ট্রনিক্স খাতায় আঁকা আছে । Computer এ নাই দিতে পারালাম না । উপরের ব্যাখ্যা দেখেন আশা রাখছি পারবেন, যেহেতু আপনার কাছে Circuit আছে ।

    faridi ভাই আপনাকে আবারও ধন্যবাদ……..

Level 0

জটিল টিউন । ধন্যবাদ । আরও জটিল কিচুর জন্য অপেক্ষা করছি ।

    adder69 ভাই আপনাকেও অনেক অনেক ধন্যবাদ……..

সুন্দর টিউন। কিন্তু আপনি যত সহজ ভাবে উপস্থাপন করেছেন বানানো টা তত সহজ হবে বলে মনে হয় না। 🙂 ধন্যবাদ ।

    IPS তৈরি করা তেমন কঠিন কিছু না, অন্য যে কোন যন্ত্র থেকে সহজ । একটু আধটু যা কঠিন তার চেয়ে তৈরিতে মজা অনেক বেশি । এবার পছন্দ আপনার…….

    ঢাকার যানজট ভাই আপনাকেও অনেক অনেক ধন্যবাদ……..

অসাধারণ…….

    আব্দুর রহিম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ……..

অনেক ধন্যবাদ,অতি উপকারি টিউন। বানাবো অবশ্যই

    বানানো শুরু করে দিন……

    মাহফুজ আনাম (শান্ত) ভাই আপনাকেও অনেক অনেক ধন্যবাদ…….

Level 0

এক সময় ইলেকট্রনিক্স বিষয়ে প্রচন্ড আগ্রহ ছিল ।আগ্রহ টা আবার বাড়িয়ে দিলেন ।খুব ভাল টিউন ।তবে ইলেকট্রিক শকের বিষয় গুলো থেকে সাবধান থাকার পরামর্শ টিউনে যোগ করা দরকার ।

    বিষয়টা খুবই গুরুত্বপুর্ন । সতর্কতায় যোগ করে দিচ্ছি…..

    Tarif ভাই সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ…..

আমার কাছে ১টা ১২ভোল্ট 7A ব্যাটারি আছে। আমার এমন ১টা Circuit daigram দরকার যা থেকে আমি ২২০-২৪০ভোল্ট১০০/১২০watt বিদ্যুত্‍ পেতে পারি। আপনি দিতে পারবেন? লিংক দিলেও চলবে। ওহ্ হে আরেকটা কথা সর্বনিন্ম কত AC voltegএ শক্ লাগে?

    যে সার্কিট দেখানো হয়েছে তার Hit sink -এ মোট চারটি FET লাগানো হয়েছে এবং ট্রান্সফরমার 9 এম্পিয়ার লাগানো হয়েছে । 100Watt এর জন্য Hit sink দুটিতে চারটি FET এর পরিবর্তে মোট দুটি FET লাগালে হবে এবং ট্রান্সফরমার 9 এম্পিয়ারের পরিবর্তে 5 এম্পিয়ারের ব্যবহার করলে হবে ।

    AC Voltage সর্বনিন্ম কততে শক লাগে তার সুনিদিষ্ট পরিমান নেই । কারো কারো ক্ষেত্রে 220V -এ ও শক করে না । আবার করো কারো ক্ষেত্রে অনেক কমে শক করে । এটি মানব দেহের রোধের উপর নির্ভর করে । যার রোধ বেশি তার শক কম । স্বাভাবিক মানব দেহের রোধ 50K ওহম ।

    তবে 70-80V থেকে অল্প সল্প ইলেকট্রিক শক পাওয়া য়ায় ।

    Bakhtiar hasan ভাই আপনাকে ধন্যবাদ…..

আকবর ভাই, প্রথমে আপনাকে Thanks জানাবো এতো সুন্দর একটা টিউন উপহার দেওয়ার জন্য। তার পর বলব আপনার ধৈর্য্যর কথা। আপনি যে টিউন করেছেন তাতে সময় লেগেছে অনেক, আই পি এস বানানোর মত। তার চেয়ে বড় কথা হল আপনি সবার প্রশ্নর যে উত্তর দিয়েছে অসাধারন। আমি আপনাদের মত অত জ্ঞানী না তাই কোন টিউন করতে পারিনা। কিন্তু আপনাদের কাছ থেকে যা পাচ্ছি তা আমার জন্য অনেক। বেশির ভাগ টিউন আসে Business Site থেকে Like PTC . ক্লিক করেন আর টাকা পান, টাকা পাওয়া অনেক কঠিন, আপনার টিউন থেকে উপকার পাওয়া অনেক সহজ, তাই আপনার টিউন টা মহৎ । যা বাস্তবে কাজে লাগে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন, আর আমাদের মত অজ্ঞানীদের এ রকম ভাল ভাল টিউন ঊপহার দিবেন। খোদা হাফেজ।

    সামনে ইলেক্ট্রনিক্সের উপর আরো অনেক টিউন করবো আশা করছি । অনেক মর্যাদা দিলেন, জানিনা তার কতটুকু যোগ্য …….

    আপনাকেও অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ…….

ভাই সার্কটে আইসা মাথা ঘুরে গেল আর পড়তে পারি নাই !!

আমার একটা দরকার

    মাইন রানা ভাই আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো…….

ছক্কা মেড়েছেন ভাইজান। বানানোর আগ্রহ আছে চেষ্টা করব।
ইলেক্ট্রনিক্স নিয়ে আরো টিউন করবেন আশাকরি!
ভালথাকবেন
শুভকামনা

    আমার জন্য দোয়া করবেন । আশা আছে ইলেক্ট্রনিক্স নিয়ে আরো অনেক টিউন করবো ।

    গোধুলির পথিক ভাই আপনাকে ধন্যবাদ…..

Thank u

ভাইয়া আমারতো মনে আপনি অনেক জানেন তাই আমার যদি একটু উপকার করতেন তাহলে চিরকৃতজ্ঞ হতাম।

আমার একটি ইউপিএস আছে যেটাতে ইউপিএস‘র ব্যাটারীটি ফেলে দিয়ে বড় 1টি 100A‍ ব্যাটারী লাগিয়েছি এবং
ব্যাটারীর শুন্যস্থানে 1টি ব্যাটারী চার্জের জন্য ট্রন্সফরমা লাগালো আছে। কিন্তু বিদ্যুৎ চলে গেলে ঠিক মতে ব্যাকাপ
ধরতে পারে না তাই কিছু দিনে আগে রিলে সুইচ শুলো পরিবর্তন করেছি তা কোন লাভ হয়নি।
কিন্তু আবার যদি নিজে নিজে পাওয়ার বন্ধ করে দেই তবে কিন্তু ব্যাকাপ ধরতে পারে ……………

সমাধান দিন ….. প্লিজ

    ১। বিদ্যুৎ চলে গেলে কি কমপিউটার সরাসরি বন্ধ হয়ে যাচ্ছে, নাকি বিদ্যুৎ চলে গেলে কমপিউটার সরাসরি বন্ধ হচ্ছেনা শুধু মাত্র ব্যাকআপ কম দিচ্ছে ?

    ২। নিজে নিজে পাওয়ার বন্ধ করা এই কথা দ্বারা কি বুঝাতে চাচ্ছেন,
    -UPS এর মেইন সুইচ বন্ধ করে দেওয়া নাকি UPS -এ যে বিদ্যুৎ লাইন input হয় তা বন্ধ করে দেওয়া ?

    ৩। আলদা ট্রান্সফরমার দিয়ে চার্জ করতে হলে UPS এর মূল চার্জিং System অপ করে দিতে হয় । তা কি করা হয়েছে ?

    বিষয় গুলো জানাবেন । দেখি আপনার সমস্যার সমাধান করা যায় কিনা ।

    হাসান ভাই আপনাকে ধন্যবাদ…..

Level 0

টিউন অসাধারণ এতে কোন সন্দেহ নাই। ধন্যবাদ আপনাকে।

ভাই আপনাকে একটা ই মেইল দিয়েছিলাম Feb 20, 2011 at 4:24 PM,
কিন্তু আপনার কোন উত্তর পেলাম না। আপনার ই মেইল আই ডিটা ([email protected])কি টিক আছে…?
প্লিস আমাকে একটু জানাবেন।
আমার মেইল আই ডিঃ [email protected]

    অনেক দিন ID খোলা হয়নি তাই জানতাম না, Sorry । আপনাকে Message পাঠিয়েছি ।

    faRuk ভাই আপনাকে ধন্যবাদ…..

Level 0

এখানে যে ট্রান্সফরমার ব্যবহার করেছেন তা কোথায় কিনতে পাবো বা কি ভাবে বানানো তা কিন্তু আপনার টিউনে বলেন নাই। এটা জানাবেন। না কি বাজারে যে সব স্টেপ ডাউন অর্থাৎ ২২০ ভোল্ট এসি দিলে তা ১২ ভোল্ট ডিসিতে পরিনত করে সে গুলো হলেই হবে তাও জানাবেন। অপেক্ষায় রইলাম।

    Level 0

    ও ধন্যবাদ দিতে ভুলে গিয়েছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    বাজারে যে সব ট্রান্সফরমার পাওয়া যায় ( 220v to 12 -0- 12v) তা ব্যবহার করতে পারেন ।
    অথবা যারা ট্রান্সফরমার তৈরি করে তাদের থেকে ট্রান্সফরমার বানাতে পারেন ।

    ট্রান্সফরমার বলতে সব একি । শুধুমাত্র এম্পিয়ারটা হিসাব করে নেবেন, যার উপর IPS এর Watt নির্ভর করছে ।

    ***** যারা ট্রান্সফরমার তৈরি করে তাদের থেকে ট্রান্সফরমার বানালে ব্যাটারী চার্জ করার জন্য আলাদা লাইন থাকে তাতে চার্জ ভাল হয় ।

    ruhulamin ভাই আপনাকে ধন্যবাদ…..

বানাইতে তো মন চায়। কিন্তু আমি কি পারবো! 🙁 আপনি কোথায় থাকেন বস্‌? আপনার সুন্দর টিউনটির জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এ ধরণের টিউন ভবিষ্যতে আপনার কাছ থেকে আরও বেশি বেশি করে পাবো।

    আপনার ইচ্ছাই আপনার শক্তি । আপনি পারবেন…..
    আমি চট্টগ্রাম থাকি….
    প্রয়াস থাকবে এই ধরনের টিউন আরো করার ।

    এন.সি. দাস ভাই আপনাকে অনেক ধন্যবাদ…..

    দেখি Try করবো। তবে আপনার Help লাগবে…

    আমি আপনাকে অবশ্যয় সাহায্য করবো….

    এন.সি. দাস ভাই আবারো আপনাকে অনেক ধন্যবাদ…..

খুবই সুন্দর হইছে

    রাশেদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ…..

Level 0

Try KOrbo.thanks

Level 0

bay akta ups banata koto taka lakba janaben +aponar mobail nombar

    এই IPS টাকে আপনি UPS হিসেবে ব্যবহার করতে পারবেন । কোন সমস্যা হবে না……

    abs.rubel আপনাকে অনেক ধন্যবাদ…..

Level 2

এত সহজ হ েব ভাবিনি। ধন্যবাদ আপনােক।

    আসলেই সহজ……

    ranabd আপনাকেও ধন্যবাদ…..

আপনাকে ধন্যবাদ , [email protected] একটা মেইল করেন মোবাইল নাম্বার সহ ।

    Facebook -এ Add দিলাম, বাকি কাজ আপনার…..

    আই, এইচ, কমল ভাই আপনাকেও ধন্যবাদ…..

ভাই, আমি ১. ১ টা এনাজি বাল্ব, ১ টা ফ্যান ৩ ঘন্টা
অথবা, ২টা এনাজি বাল্ব (24 W) ৩ ঘন্টা,
অথবা, ২টা এনাজি বাল্ব (24 W) ৫ ঘন্টা
চালাতে চাই। কোনটাতে কেমন ব্যাটারী লাগবে, দাম কত? আর ফুল চাজ হতে কত সময় লাগবে? (২২০ ভোল্ট)

    ১ টা এনাজি বাল্ব, ১ টা ফ্যান ৩ ঘন্টা, ব্যাটারী = 100A = 6500 টাকা

    ২টা এনাজি বাল্ব (24 W) ৩ ঘন্টা, ব্যাটারী = 50A = 3500 টাকা

    ২টা এনাজি বাল্ব (24 W) ৫ ঘন্টা, ব্যাটারী = 70A = 5300 টাকা

    বিভিন্ন ব্রাণ্ডের ব্যাটারীর বিভিন্ন রকম । তাই এই হিসাব আনুপাতিক…..

    ফুল চার্জ সময় নির্ভর করছে ট্রান্সফরমারের এম্পিয়ারের এবং লাইন ভোল্টেজের উপর । যদি ট্রান্সফরমার ভাল মানের হয় এবং লাইন ভোল্টেজ 220v হয় তবে 1.5 – 2 ঘন্টার মধ্যে Full চার্জ হবে ।

    কৌশিক ভাই আপনাকে ধন্যবাদ…..

এক কথায় অসাধারণ হয়েছে । 🙂

    তরঙ্গ ভাই আপনাকে ধন্যবাদ…..

প্রতি এক ঘন্টা পর পর বিদ্যুৎ যায় । খুবই যন্ত্রণার মধ্যে আছি ।
আপনি এর থেকে মুক্তির একটা উপায় বের করে দিলেন ।
অসাধারণ একটি টিউনের জন্য অনেক ধন্যবাদ ।
এটাকে পিডিএফ করে রাখলাম ।

    ছাত্র ও শিক্ষক ভাই আপনাকেও ধন্যবাদ…..

ভাল প্রচেষ্টা, চালিয়ে যান। ধন্যবাদ আকবর ভাই।

    ভোট্টু ভাই আপনাকেও ধন্যবাদ…..

ধন্যবাদ

    ইশাত খান ভাই Welcome……

ভাই আপনাকে অনেক ধন্যবাদ এই রকম একটি দরকারী টিউন করার জন্য।আচ্ছা ভাই আমি যেটা জানতে চাই সেটা হল আমি আমার পিসি দের থেকে দুই ঘন্টা বেকাপ দিতে তাহলে আমাকে কি করতে হবে আর কত টাকা লাগতে পারে।আমার পিসির মনিটর কিন্তু এলসিডি।

    আপনি আপনার UPS এর 7.2A এর ব্যাটারীটি বাদ দিয়ে 50A অটোমোবাইল ব্যাটারী লাগাতে পারেন । Full চার্জ হলে দুই ঘন্টা বেকাপ পাবেন । তবে একটা সমস্যা হচ্ছে Full চার্জ হতে অনেক সময় লাগবে । স্বাভাবিক নিয়মে দেখুন কাজ চালিয়ে যেতে পারেন কিনা । যদি না হয়, তবে দ্রুত চার্জ করার জন্যে আলাদা ট্রান্সফরমার ব্যবহার করতে পারেন ।

    50A অটোমোবাইল ব্যাটারীর দাম 3500 টাকা ।

    ফিরোজ আলম ভাই আপনাকেও ধন্যবাদ…..

    ভাই আমি এই ধরনেরই একটা উত্তর চাই চিলাম।যেন কম টাকার মধ্যে হয়ে যায় আপনি সেই উত্তরটা দিলেন যদি কাজ হয় তাহলে আপনার কথা কখন ভুলবনা।
    যদি আপনার ফোন নাম্বার টা দিতেন?

এবার UPS বানানোর সিস্টেমটা বলেন

    এই IPS টাকে আপনি UPS হিসেবে ব্যবহার করতে পারবেন । কোন সমস্যা হবে না……

    মাহিন ভাই আপনাকে ধন্যবাদ…..

Level 0

THANK YOU! PRIYOTE, BANATE CHESHTA KORBO. NIJE BANANOR MAJAI ALADA.

    সৃষ্টিতে যে আনন্দ তা ভাষায় প্রকাশ করা যায় না……

    TAPASFUN ভাই আপনাকে ধন্যবাদ …….

বিদ্যুৎ চলে গেলে কমপিউটার সরাসরি বন্ধ হয়ে যাচ্ছে

নিজে নিজে পাওয়ার বন্ধ করা এই কথা দ্বারা কি বুঝাতে চাচ্ছেন,
-UPS এর মেইন সুইচ বন্ধ করে দেওয়া নাকি UPS -এ যে বিদ্যুৎ লাইন input হয় তা বন্ধ করে দেওয়া ?
উত্তর: UPS -এ যে বিদ্যুৎ লাইন input বন্ধ করে দিলে কিন্তু UPS ব্যাকাপ নিতে পারে কিন্তু হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে ব্যাকাপ নিতে পারে না।

৩। আলদা ট্রান্সফরমার দিয়ে চার্জ করতে হলে UPS এর মূল চার্জিং System অপ করে দিতে হয় । তা কি করা হয়েছে ?
উত্তর:আমিতো এতভাল কছে যানি না তবে চার্জিং System সাথে কিন্তু আলদা ট্রান্সফরমার সংযোগ আছে।

আপনাকে ধন্যবাদ…..

    এখন যে প্রশ্নটা করবো তার জন্য হাসবেন না কিন্তু, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ । বিদ্যুৎ না থাকা অবস্থায় UPS দিয়ে যখন PC চালান তখন যদি বিদ্যুৎ আসে তাতে PC সরাসরি বন্ধ হচ্ছে কিনা জানাবেন ।

    হাসান ভাই আপনাকে আবারও ধন্যবাদ ……

Level 0

ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে? Please অমার ইমেইলে আপনার নাম্বারটা দিন।
my yahoo id
[email protected]
এক সময় ইলেকট্রনিক্স বিষয়ে প্রচন্ড আগ্রহ ছিল ।আগ্রহ টা আবার বাড়িয়ে দিলেন ।খুব ভাল টিউন।
এক কথায় অসাধারণ হয়েছে ।
THANK YOU!

Level 0

gd tune

    আপনাকেও ধন্যবাদ …….

দারুন তথ্য সমৃদ্ধ টিউন। শুধু বাকি রাখলেন বানিয়ে দেয়াটা। ধন্যবাদ!

    বাকি কাজটা টেকটিউনস্ এর সবার জন্য…..

    প্রচেষ্টা ভাই আপনাকেও ধন্যবাদ …….

আকবর ভাই,আপনাকে শুরুতেই অভিনন্দন কারণ এই টিউনটি নির্বাচিত হয়েছে।এইবার আমার নিজের কিছু প্রশ্নে আসি।আমার পক্ষে বাজার থেকে আইপিএস কিনে ব্যাবহার করা সম্ভব না।সুতরাং আমি নিজে বানাতে চাই(যদিও এর আগের কমেন্ট এ বলেছিলাম আমি খুব অলস,আমি বানাতে পারব না।কিন্তু এখন মনে হচ্ছে বানালে অনেক ভালো হবে)।এর আগে বলি আমি ইলেক্ট্রনিক্সে একদম বেকুব।কিচ্ছু-ই বুঝি না।সুতরাং আপনার-ই আমাকে প্রতিটা ব্যাপার ধৈর্য্য ধরে বুঝাতে হবে।আপনার এই আইপিএসটাকে যদি ইউপিএস হিসেবে ব্যাবহার করতে চাই কি করতে হবে(যাতে কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে পিসি অফ না হয়ে চালু থাকে,কিন্তু আইপিএস হলে তো অফ হয়ে আবার ১/২সেকেন্ড পরে চালু হবে বা চালু করতে হবে)?যদি আমি ব্যাকআপ নুন্যতম ৪ ঘন্টা চাই সেক্ষেত্রে কি করতে হবে?খরচ কতে পরবে?আর সর্বোচ্চ ব্যাকআপ কতক্ষণ করা যায়?তার জন্যে কত খরচ পরবে?আর চার্জ যাতে স্বাভাবিক ইলেক্ট্রনিক্স পণ্যের চেয়ে অনেক দ্রুত করতে চাই তাহলে কি কোন কিছু দ্বারা সেটি করা সম্ভব?সেক্ষেত্রে খরচ করতে পরতে পারে?এই ব্যাপারটি জানতে চাওয়ার কারণ আমাদের এইখানে একটানা কারেন্ট বেশিক্ষণ থাকে না,তাই যত দ্রুত চার্জ হবে আমার জন্যে তত ভালো।আশা করি প্রত্যেকটা ব্যাপার যতটুকু বিস্তারিত বলা যায় বলবেন।বুঝতেই পারছেন আমি ইলেক্ট্রনিক্স সম্পর্কে কিছুই বুঝি না বলে এইভাবে বলা।আশা করি আমাকে সাহায্য করবেন?আর সাহায্য করেন আর না-ই করেন কোন সমস্যা নেই আপনাকে অগ্রিম ধন্যবাদ।আর অনেক অনেক ভালো থাকবেন।আশা করি আমাদের মাঝে থাকবেন আর সবসময় এইরকম দুর্দান্ত কিছু টিউন নিয়ে হাজির হবেন এই আশা করি।

    এই IPS টাকে আপনি UPS হিসেবে ব্যবহার করতে পারবেন । Pulse Width Modulation -এর IPS গুলোকে UPS হিসেবে ব্যবহার করা যায় না । এটা Pulse Width Modulation আইপিএস নয় ।

    আপনার প্রতি আমার পরামর্শ থাকবে PC তে এই IPS ব্যবহার না সরাসরি UPS কিনে ব্যবহার করা উচিৎ ।

    PC ব্যাকআপ নুন্যতম ৪ ঘন্টা চাইলে ( শুধুমাত্র LCD বা LED মনিটরের ক্ষেত্রে প্রযোজ্য not CRT মনিটর ) আপনি আপনার UPS এর 7.2A এর ব্যাটারীটি বাদ দিয়ে 100A অটোমোবাইল ব্যাটারী লাগাতে পারেন । Full চার্জ হলে চার ঘন্টা বেকাপ পাবেন । তবে একটা সমস্যা হচ্ছে Full চার্জ হতে অনেক সময় লাগবে । স্বাভাবিক নিয়মে দেখুন কাজ চালিয়ে যেতে পারেন কিনা । যদি না হয়, তবে দ্রুত চার্জ করার জন্যে আলাদা বড় ট্রান্সফরমার ব্যবহার করতে পারেন ।

    100A অটোমোবাইল ব্যাটারী 6500 টাকা

    বেইসিক ইলেক্ট্রনিক্স নিয়ে একটা টিউন করবো ভাবছি । আশা করছি টিউনের পরে ইলেক্ট্রনিক্স নিয়ে কনপিউশান থাকবে না ।

    আইটি গুরু ভাই ২য় বারের মত আপনকে আবার ধন্যবাদ……

এখন যে প্রশ্নটা করবো তার জন্য হাসবেন না কিন্তু, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ । বিদ্যুৎ না থাকা অবস্থায় UPS দিয়ে যখন PC চালান তখন যদি বিদ্যুৎ আসে তাতে PC সরাসরি বন্ধ হচ্ছে কিনা জানাবেন ।

উত্তর : না ভাই বিদ্যুৎ আসলে সরাসরি ব্যাকাপ থেকে এসি তে চলে আসে কিন্তু বিদ্যুৎ চলে গেলে এসি তে ব্যাকাপ যায় না ভাইয়া ……………. বাচান….

    একটা লম্বা সাপ তার লেজ থেকে খাওয়া শুরু করলে যে জটিলতা তৈরি হবে । আপনার সমস্যা সেই রকম একটা জটিলতায় আছে । বিদ্যুৎ লাইন off করে দেওয়া এবং বিদ্যুৎ চলে যাওয়া একি ঘটনা হলেও একটিতে ব্যাকআপ নিচ্ছে but অন্য টিতে নিচ্ছে না ।

    বিষয়টা নিয়ে ভাবছি…. সরাসরি দেখতে পারলে দারুন মজা হতো এবং সমাধানও সহজে বের করা যেত ।

    আর একটা বিষয় জানার আছে বিদ্যুৎ চলে গেলে সরাসরি UPS বন্ধ হয়ে যাচ্ছে নাকি শুধুমাত্র CPU বন্ধ হয়ে যাচ্ছে ?

    কয় একটা বিষয় ট্রাই করে দেখতে পারেন

    ১। আলদা ট্রান্সফরমার দিয়ে চার্জ করতে হলে UPS এর মূল চার্জিং System অপ করে দিতে হয় । যদি off না করা থাকে তবে অপ করার ব্যবস্থা করুন ।
    ২। UPS এর input 3pin প্লাগে মূল দুটি Pin এর মধ্যে একটি L এবং একটি N । L হচ্ছে Hot প্রান্ত, N হচ্ছে Cool প্রান্ত । যে চকেট থেকে UPS এর input 3pin লাইন নিবেন, তাতে L প্রান্ত Hot এবং N প্রান্ত Cool এর সাথে মিলিয়ে সংযোগ দিন ।

    আমার Facebook ID

    http://www.facebook.com/akbiop

    কি ঘটনা ঘটলো তা Facebook -এ Message দিয়ে জানাবেন….

    হাসান ভাই আপনাকে ধন্যবাদ ও শুভ কামনা……

অনেক ধন্যবাদ।
এক কথায় অসাধারন টিউন …………………………….

    এম, বিল্লাহ ভাই আপনাকেও ধন্যবাদ….

thank you for an outstanding TUNE!!!

    Sanaullah Tushar ভাই আপনাকেও ধন্যবাদ….

Level 0

আপনি সু্ন্দর পোষ্ট দিয়েছেন। তবে তা সবার জন্য নয়। ৪০২৭ আইসি এবং মসফেট এর কাজ সবাই পারবে না। এক্সপার্ট লাগবে। এই আইসিতে ফিডব্যক নাই ফলে আউট পুট ভোল্টেজ অনেক বেশী হবে। তাতে ফ্যান পুড়ে যেতে পারে। তবে আরো কম খরচেও ইমার্জেন্সী বেকাপ তৈরি করা সম্ভব। যা দিয়ে সহজেই ফ্যান লাইট চালানো সম্ভব।ধন্যবাদ

    ৪০২৭ আইসি নয় আমি ব্যবহার করেছি CD4047 IC । আউট পুট ভোল্টেজ 240-250v পাই । লোড নেওয়ার পর 210V হয় ।

    "''"আরো কম খরচেও ইমার্জেন্সী বেকাপ তৈরি করা সম্ভব। যা দিয়ে সহজেই ফ্যান লাইট চালানো সম্ভব""" এই ধরনের আইডিয়া থাকলে টেকটিউন্সে আমাদের সাথে অবশ্যয় শেয়ার করবেন ।

    s.m.pasha ভাই আপনার জন্য শুভকামনা থাকলো……

আচ্ছা ভাই আমি আমার ৬০০ভিএ ইউপিএস এর ব্যাটারী বাদ দিয়া ৫০ এম্পিয়ার এর ব্যাটারী লাগাইতে চাই।আমি ব্যাটারী চার্জ করার জন্য আলাদা পাওয়ার সাপ্লাই বানাইতে চাই।৫০ এম্পিয়ারের ব্যাটারী ৩ থেকে ৪ ঘন্টার মধ্যে চার্জ করতে কত এম্পিয়ারের ট্রান্সপরমার লাগবে।আর পাওয়ার সাপ্লাই বানাতে কি কি লাগবে দাম কি রকম পরবে ও কি ভাবে বানাব যদি বলতেন খুব উপকার হত।

    ১৫ ভোল্ট ৫ অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার এবং সাথে চার্জিং সার্কিট । আর দাম কত পড়বে সেটা আকবর ভাই ভাল বলতে পারবেন ।

    সাদা কালো টিভির (16-18)V ট্রান্সফরমার ব্যবহার করতে পারেন ।

    সাদা কালো টিভির 16-18 ভোল্ট এর ট্রান্সফরমার এর দাম 150 – 170 টাকা ।

    **সার্কিট তৈরি :

    AC ভোল্ট থেকে DC ভোল্ট করা একেবারে সহজ । চারটা ডায়োড কিনবেন (দাম প্রতিটি 1 টাকা, মডেল 4007) । ডায়োডের দুটি প্রান্ত (n-টাইপ ও p-টাইপ) । এক প্রান্তে ডায়োডের গায়ে সাদা দাগ থাকে ।
    ১। প্রথমে 2টি ডায়োড নিয়ে সাদা দাগ প্রান্তকে পেচিয়ে যুক্ত করুন ।
    ২। এখন অপর 2টি ডায়োড নিয়ে সাদা দাগের বিপরীত প্রান্তকে পেচিয়ে যুক্ত করুন ।
    ৩। ১ থেকে প্রাপ্ত যুক্ত ডায়োডের মুক্ত প্রান্ত 2টির সাথে, ২ থেকে প্রাপ্ত যুক্ত ডায়োডের মুক্ত প্রান্ত 2টি যুক্ত করুন ।
    ( যে কোন দিকে যুক্ত করলে হবে)

    একটা ব্রীজ রেকটিফায়ার সার্কিট তৈরি হবে । যার চারটা যুক্ত প্রান্ত থাকবে । যে যুক্ত প্রান্তে শুধুমাত্র ডায়োডের সাদা দাগ প্রান্ত থাকবে তা DC [+ ] অংশ যাহা Battery [+] এর সাথে যুক্ত হবে । আবার যে যুক্ত প্রান্তে ডায়োড 2টির কোন সাদা দাগ প্রান্ত থাকবে না (বলতে পারেন কালো সাইড) তা DC [–] অংশ যাহা Battery [–] এর সাথে যুক্ত হবে । আর অপর দুই যুক্ত প্রান্ত ট্রান্সফরমার থেকে আসা AC দুই তারের সাথে যুক্ত হবে । এই যুক্ত প্রান্ত গুলোর প্রত্যেকটিতে ডায়োডের একটি সাদা দাগ প্রান্ত অপরটি কালো সাইড থাকবে । আপনার Circuit Diagram এর মিলিয়ে দেখেন । চার্জ করার জন্য কেপাসেটর না দিলেও চলবে ।

    হয়ে গেল আপনার AC ভোল্ট থেকে DC ভোল্ট রেকটিফায়ার সার্কিট এবং ব্যাটারী চার্জার ।

    ফিরোজ আলম ভাই এবং তরঙ্গ ভাই আশা করছি আপনাদের উত্তর পেয়েছেন ।

    আপনাদেরকে ধন্যবাদ….

Level 0

ভাই আজ দোকানে ট্রান্সফরমার কিনতে গিয়েছিলাম। দোকানিকে বললাম আমাকে একটা সবচেয়ে বেশি এম্পিয়ারের ২২০ ভোল্টা টু ১২-০-১২ ভোল্ট তৈরি করতে পারে এমন একটা ট্রান্সফরমার দেন। দোকানি একটু পরিচিত, তাই সে বলল এই ১২-০-১২ ভোল্ট বেশি এম্পিয়ারের ট্রান্সফরমার কি করবে। আমি বললাম এটা দিয়ে একটি আইপিএস বানানো। সে বললো ব্যাটারী চার্জ দেওয়ার জন্য নাকি। আমি বললাম না এটা দিয়ে আউটপুট পাওয়া যাবে অর্থাৎ ১২-০-১২ ভোল্ট এই পাশটা আইপিএসের সার্কিটের সাথে লাগাবো এবং অন্যপাশ দিয়ে ২২০ ভোল্ট তৈরি হবে। আমাকে সে বলে তুমি কি গাঁজা খাইছো। না কি মেন্টাল থেকে ছাড়া পাইছো। যদি স্টেপ ডাউন ট্রান্সফরমার দিয়ে স্টেপ আপ এর কাজ হতো তা হলে তো সবাই আর স্টেপ আপ ট্রান্সফামার বানাতো না, এই ট্রান্সফরমার কিনে ব্যবহার করতো। আমি বললাম তা তো আমি জানানি না আমাকে একজন বলেছে এটাতেই হবে। তখন সে বললো ও আচ্ছা বুঝেছি গাঁজা তুমি খাও নাই ঐ ভদ্রলোক খেয়েছে।
ভাই, আমাকে একটু বিপদে ফেলেছেন। অল্প টাকায় আইপিএস বানাবো এই জন্য এখন মানুষের কাছে বকা খাওয়া লাগছে। কিছু মনে করবেন না। আমাকে এই ট্রান্সফরমারটা বানানো শিখায়ে দেন বা বিষয়টা ভালো ভাবে পরিস্কার করে দেন। যদি বানাতে বলেন তাহলে কত গেজের তার, কত প্যাচ, কত খানি কোর লাগবে বা তা কত মাপের হবে সব বিস্তারিত লেখেন।
আপনার টিউনটি অবশ্যই ভালো এবং আপনাকে ধন্যবাদ।

    উনি যা বলেছেন এগুলো মিথ্যা, বানোয়াড়, উদ্দেশ্য প্রনদিত, ষড়যন্ত্র মূলক । হা হা হা……… (Just fun)

    যাইহোক আমাদের একটা সমস্যা হল আমরা অল্প জেনে যে কোন বিষয়ে মন্তব্য করি । আমি দুঃখের সাথে জানাচ্ছি যে, ট্রান্সফরমার নিয়ে উনি যে মন্তব্য গুলো করেছেন, তা পৃথিবী উল্টে গেলেও সঠিক নয় ।

    স্টেপ আপ ট্রান্সফামার বা স্টেপ ডাউন ট্রান্সফরমার যেভাবেই বলেন না কেন মূলত এটা ট্রান্সফরমার । এর কাজই হচ্ছে রুপান্তর করা । ট্রান্সফরমার কে কিভাবে ব্যবহার করবেন তার উপর নির্ভর করছে এর নামকরন ।

    ট্রান্সফরমারে মধ্যে তারের দুটি কয়েল বা কুণ্ডুলী থাকে যার মধ্যে একটিতে বেশি প্যাচ থাকে অন্যটিতে কম । যখন বেশি প্যাচ কুণ্ডুলীতে ভোল্টেজ Input করাবেন তখন কম প্যাচ কুণ্ডুলীতে তার চেয়ে কম মানের ভোল্টেজ output পাবেন । এই অবস্থা স্টেপ ডাউন ট্রান্সফরমার । আবার যখন কম প্যাচ কুণ্ডুলীতে ভোল্টেজ Input করাবেন তখন বেশি প্যাচ কুণ্ডুলীতে তার চেয়ে বেশি মানের ভোল্টেজ output পাবেন । এই অবস্থা স্টেপ আপ ট্রান্সফরমার । আর কুণ্ডুলী দুইটিতে প্যাচ সংখ্যা সমান হয় তবে যে মানের ভোল্টেজ Input করাবেন সেই মানের ভোল্টেজ output পাবেন । আরো বিস্তারিত জানার জন্যে HSC এর পদার্থ বিজ্ঞান বই এর ট্রান্সফরমার অংশ পড়তে পারেন ।

    যত রকম IPS পাওয়া যায় তার মধ্যে একটা বড় ট্রান্সফরমার ব্যবহার করা হয় । লাইনে বিদ্যুৎ যখন থাকে তখন ট্রান্সফরমারটা দিয়ে চার্জ করা হয় । আবার বিদ্যুৎ যখন চলে যায় তখন একই ট্রান্সফরমার দিয়ে উচ্চ ভোল্টেজ তৈরি করা হয় । এক্ষেত্রে চার্জ করার জন্য ট্রান্সফরমারটা স্টেপ ডাউন ।আবার উচ্চ ভোল্টেজ তৈরি করাতে ট্রান্সফরমারটা স্টেপ আপ । ( এটা কি করে সম্ভব ? সেই দোকানির কাছে আমার এই প্রশ্ন রইল )

    এখন প্রশ্ন হচ্ছে রেডিমেট ট্রান্সফরমার এবং IPS এর জন্য বানানো ট্রান্সফরমারের মধ্যে পার্থক্য আছে কিনা ? গঠন গত দিক থেকে কোন পার্থক্য নেই, সব কাজই সমান । তবে IPS এর জন্য বানানো ট্রান্সফরমারে কয়েক টা তার বেশি বের করা হয়, যাতে লাইনে কম ভোল্টেজ থাকলেও দ্রুত চার্জ যায় । বাকি সব কিছু একি ।

    আপনি কোন টেনশান না করে (৮-১০)A রেডিমেট ট্রান্সফরমার ব্যবহার করতে পারেন । আপনার বিদ্যুৎ লাইনে কম ভোল্টেজ থাকলে চার্জ করার জন্য সাদা কালো টিভির (16-18)V ট্রান্সফরমার ব্যবহার করতে পারেন । ( তিন বৎসর আগে এই নিয়ে আপনার মত আমার টেনশান ছিল )…….

    আপনাকে শুভকামনা………..

via ami amar computer er jonno PROLINK er 650 VA er IPS kinesilam 2400 taka diye .. Oitar CKT valo ase kintu battery down… Ami IPS ta khulesilam vitore ekta dry cell batery ase kalo colour er (12Volt) er. ekhon ki ami oi battery ta change kore ekta 12 volt er LUCAS Battery (Boro size) lagate parbo? Ete ki back up besi pawa jabe ? CKT nosto hobe na to? ami emni te age 5 minute back up petam. Ami chai LUCAS 12 volt battery lagiye jeno 1 hr back up pai. plz janaben,

    আপনি আপনার UPS এর 7.2A এর ব্যাটারীটি বাদ দিয়ে 50A অটোমোবাইল ব্যাটারী লাগাতে পারেন । Full চার্জ হলে দুই ঘন্টা বেকাপ পাবেন ( শুধুমাত্র LCD বা LED মনিটরের ক্ষেত্রে প্রযোজ্য not CRT মনিটর ) । তবে একটা ছোট্ট সমস্যা হচ্ছে Full চার্জ হতে অনেক সময় লাগবে । স্বাভাবিক নিয়মে দেখুন কাজ চালিয়ে যেতে পারেন কিনা । যদি না হয়, তবে দ্রুত চার্জ করার জন্যে আলাদা ট্রান্সফরমার ব্যবহার করতে পারেন ।

    সান্ত ভাই আপনাকে ধন্যবাদ…….

আচছা কেউ কি বলতে পারেন লুকাস ৫০ এম্পিয়ারের নতুন ব্যাটারীর দাম কত।আমি গুলশান মার্কেটে দেখচিলাম ৪৫০০ টাকা।কিন্তু আকবর ভাই বলছেন ৩৫০০ টাকা বা তার আশে পাশে।

    আমার কিচ্ছু বলার নেই…..

via ete amar Circuit e kono khoti hobe na to ? apni ki 12 volt and .2A এর ব্যাটারীটি বাদ দিয়ে 50A অটোমোবাইল ব্যাটারী ! amar sircuit ki upgrade korte hobe naki jeta ase setai thakbe ?

    না কোন সমস্যা হবে না । আপতত শুধু ব্যাটারী লাগিয়ে কাজ চালান । সার্কিটে কোন পরিবর্তন আনতে হবে না । চার্জ একটু কম হবে তাতে কাজ চালিয়ে যেতে পারেন কিনা না দেখেন । যদি না হয়, তবে দ্রুত চার্জ করার জন্যে আলাদা ট্রান্সফরমার ব্যবহার করতে পারেন ।

via amar monitor LCD 17 inch desktop . kon dokane pabo? auto mobile battery bollei hobe ? battery ta ki UPS er baire set korbo? karon vitore jay ga hobe na. ar koto dam lagte pare via ? plz via rag korben na apnake kosto dichi 🙁

    গাড়ির ব্যাটারীর দোকান গুলোতে পাবেন । ব্যাটারীর আকার UPS থেকে বড় হবে । So বাইরেতো অবশ্যয় । আমি যতদুর জানি এটার দাম 3500 টাকা কিন্তু ফিরোজ আলম ভাই গুলশান মার্কেটে দেখে বলছেন ৪৫০০ টাকা । আপনি মার্কেটে গিয়ে যাচাই করেন ।

    "আলাদা ট্রান্সফরমার ব্যবহার করতে হলে সার্কিটে শুধুমাত্র Relay সুইচের তারের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে "

    আপনাকে ধন্যবাদ…….

    আলাদা ট্রান্সফরমার ব্যবহার করতে হলে সার্কিটে Relay সুইচের তারের মধ্যে কি পরিবর্তন করতে হবে?

    UPS এর মধ্যে চারটা Relay সুইচ থাকে ।
    ১। ব্যাটারী Full চার্জ ।
    ২। ড্রাইভার সেকশেন On Off.
    ৩। ট্রান্সফরমার থেকে Output AC লাইন এবং মূল বিদ্যুৎ AC লাইন নিয়ন্ত্রন ।
    ৪। চার্জ on off.

    এখন Relay সুইচ "চার্জ on off" আপনাকে খুজে বের করতে হবে । এই Relay সুইচের 3 pin এর মধ্যে যে pin টি Relay সুইচ একটিভ অবস্থায় UPS এর ট্রান্সফরমারের সাথে সংযোগ হয় তা কেটে দিয়ে তা আলাদা ট্রান্সফরমারের একটি প্রান্তের সাথে লাগাতে হবে । (220V সাইডে)
    UPS -এ Input হওয়া মূল বিদ্যুৎ লাইনের N প্রান্তের সাথে আলাদা ট্রান্সফরমারের অপর প্রান্ত লাগাতে হবে ।

    এইতো গেল আলাদা ট্রান্সফরমারের 220v input প্রান্ত তারপর আলাদা ট্রান্সফরমারের 18v output প্রান্তের সাথে ব্যাটারীর সংযোগ করতে হবে । তবে আলাদা ট্রান্সফরমারের থেকে 18v output হচ্ছে AC ভোল্ট তাই তাকে DC ভোল্ট করে তারপর ব্যাটারীতে সংযোগ দিতে হবে ।
    DC করার নিয়ম

    AC ভোল্ট থেকে DC ভোল্ট করা একেবারে সহজ । চারটা ডায়োড কিনবেন (দাম প্রতিটি 1 টাকা, মডেল 4007) । ডায়োডের দুটি প্রান্ত (n-টাইপ ও p-টাইপ) । এক প্রান্তে ডায়োডের গায়ে সাদা দাগ থাকে ।
    ১। প্রথমে 2টি ডায়োড নিয়ে সাদা দাগ প্রান্তকে পেচিয়ে যুক্ত করুন ।
    ২। এখন অপর 2টি ডায়োড নিয়ে সাদা দাগের বিপরীত প্রান্তকে পেচিয়ে যুক্ত করুন ।
    ৩। ১ থেকে প্রাপ্ত যুক্ত ডায়োডের মুক্ত প্রান্ত 2টির সাথে, ২ থেকে প্রাপ্ত যুক্ত ডায়োডের মুক্ত প্রান্ত 2টি যুক্ত করুন ।
    ( যে কোন দিকে যুক্ত করলে হবে)

    একটা ব্রীজ রেকটিফায়ার সার্কিট তৈরি হবে । যার চারটা যুক্ত প্রান্ত থাকবে । যে যুক্ত প্রান্তে শুধুমাত্র ডায়োডের সাদা দাগ প্রান্ত থাকবে তা DC [+ ] অংশ যাহা Battery [+] এর সাথে যুক্ত হবে । আবার যে যুক্ত প্রান্তে ডায়োড 2টির কোন সাদা দাগ প্রান্ত থাকবে না (বলতে পারেন কালো সাইড) তা DC [–] অংশ যাহা Battery [–] এর সাথে যুক্ত হবে । আর অপর দুই যুক্ত প্রান্ত ট্রান্সফরমার থেকে আসা AC দুই তারের সাথে যুক্ত হবে । এই যুক্ত প্রান্ত গুলোর প্রত্যেকটিতে ডায়োডের একটি সাদা দাগ প্রান্ত অপরটি কালো সাইড থাকবে । চার্জ করার জন্য কেপাসেটর না দিলেও চলবে ।

    হয়ে গেল আপনার AC ভোল্ট থেকে DC ভোল্ট রেকটিফায়ার সার্কিট এবং ব্যাটারী চার্জার ।

Level 0

ভাই কেমন আছেন ? ভাই আমার একটি প্রশ্ন হল যদি Ac Main থাকে তাহলে কি IPS এর মাধমে ফেন লাইট চ্লবে কি? এবং ব্যাটারি চারজ হবে কি?অন্ন সব IPS এর মত ।please উত্তর দিবেন ভাই ।আপনার টিউনটি অনেক ভালো এবং আপনাকে ধন্যবাদ।

Level 0

ভাই কেমন আছেন?ভাই আমার প্রশ্ন হল AC Main অবস্থায় থাকলে IPS এর সাহায্য এ ফেন লাইট চল্ বে কি এবং ব্যাটারী চারজ হবে কি?

please উত্তর দেবেন ভাই ।

আপনার টিউনটি খুব ভালো এবং আপনাকে ধন্যবাদ।

    Level 0

    ভাই কেমন আছেন?
    ভাই আমাদের এই IPS অন্ন সব IPS এর মত সমান কাজ কর বে কি ?ভাই আমার প্রশ্ন হল AC Main অবস্থায় থাকলে IPS এর সাহায্য এ ফেন লাইট চল্ বে কি এবং ব্যাটারী চারজ হবে কি?
    please উত্তর দেবেন ভাই ।আপনাকে ধন্যবাদ ।

    এটাতে মেইন লাইনে বিদ্যুৎ থাকা অবস্থায় চার্জ হবে । বিদ্যুৎ চলে গেলে এটোমেটিক IPS চালু হবে । আবার বিদ্যুৎ আসলে এটোমেটিক IPS বন্ধ হবে ।

    লাইনে বিদ্যুৎ থাকা অবস্থায় IPS এর সাহায্যে Fan ও light চলবে । এক কথায় Output লাইনে সব সময় কারেন্ট থাকবে ।

    faridi ভাই আপনাকে ধন্যবাদ…….

Level 0

আকবর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটি Tutorial এর জন্য।
Science আমার background নয়, তারপর ও Science ভালবাসি অন্তর থেকে & Science এর প্রতি আমার ভীষন আগ্রহ ( Specially Electronics এর প্রতি)
TechTunes আমি Totally Newbie, In future আপনার সাহায্য লাগবে আমার।
আশা করি পাশে থাকবেন।
ভালো থাকবেন…… অনেক ভালো
[email protected]

    আশা রাখছি আপনার পাশে থাকবো……

    iqbal88 ভাই আপনার জন্য অনেক অনেক শুভ কামনা………….

Level 0

ভাই আমি এক টি এস,এম,পি,এস Battery charger বানাতে চাই ।১২ ভল্ট Battery এর জন্য please help me.

Level 0

ভাই আমার একটা ups আছে । আপোলো , Type: line interactive i/o voltage 220Vac +/-5% ,model :1080z ,capcity : 800Va, made in Taiwan . এটা আমি ২ বছর use করছি এখন ও pc ১২-১৪ মিনিট backup dei , আমি এখন জোডি ১- ১.৫ hour backup pate চাই ta hole amake ki korte hobe ami asole eta dia ekta fan chalate cahi , ta na hole gorom a mara jabo vai , ekta poramorsho den , apnar email address or messenger id ta ektu bolben please onek dorkar information gula ei khane & amar mail a jodi ekti send korten ta hole ektu valo hoy [email protected] please vai ektu tara tari .

r apnar tune onek sundor ,apni na thakle ei sob information kar kas theke petam bolen ? thanks

Akbar Bhai Onek Dhonnobad Ai Tune Tir Jannoo.Aro Beshi Tothhoyo Shomriddho Comments Er Janno.Ami Techtunes e new.Ar Ami IPS niye kaj kori Dekhe e Ai tune E Comment Korchi.
1ta Kotha,Full Charge Test j Ckt Er Kotha bolechen ota te 1ta problem ace amar.oita to AC supply connect thaka obosthay low battery te rellay Off Hoyna,Full Charge Er Por Jokhon Led Jolte Thake.Jotokkhhon Porjonto AC Cut-off na hobe totokkhhon porjonto full charge dekhabe jodoio 12v er battery 5-6 eshe jabe.Abar tokhon charge o hobena.Ami Jodio Auto Vhabe Kaj Korar Janno Ekhono Ac Relay Use Korchi.Accha Ete Ki Diode Diye Sharano Jayna?Or R Kono Shohoj Upay Ki Ache?
R battery er Full Charge Apni 14.75 keno nirdharon koren.Ami To Amar Shob Ips E Eta 13.90v Set Kori.Ami Proffetionally e Ips Make Kori.Ami Jani Eta E.
Uporer Er Lekha niye Apnar Motamot Janaben Pls.

ভাই আপনি যে সার্কিট এর কথা বললেন –
"একটা ব্রীজ রেকটিফায়ার সার্কিট তৈরি হবে । যার চারটা যুক্ত প্রান্ত থাকবে । যে যুক্ত প্রান্তে শুধুমাত্র ডায়োডের সাদা দাগ প্রান্ত থাকবে তা DC [+ ] অংশ যাহা Battery [+] এর সাথে যুক্ত হবে । আবার যে যুক্ত প্রান্তে ডায়োড 2টির কোন সাদা দাগ প্রান্ত থাকবে না (বলতে পারেন কালো সাইড) তা DC [–] অংশ যাহা Battery [–] এর সাথে যুক্ত হবে । আর অপর দুই যুক্ত প্রান্ত ট্রান্সফরমার থেকে আসা AC দুই তারের সাথে যুক্ত হবে । এই যুক্ত প্রান্ত গুলোর প্রত্যেকটিতে ডায়োডের একটি সাদা দাগ প্রান্ত অপরটি কালো সাইড থাকবে । চার্জ করার জন্য কেপাসেটর না দিলেও চলবে ।
হয়ে গেল আপনার AC ভোল্ট থেকে DC ভোল্ট রেকটিফায়ার সার্কিট এবং ব্যাটারী চার্জার ।"

এতে কি ব্যাটারী overcharge protection এর কোন ব্যবস্থা আছে (যা UPS এ বিদ্যমান)? যদি বিদ্যুৎ চার্জের সময়ের বেশি থাকে তাহলে ব্যাটারীকে অতিরিক্ত চার্জ হওয়া থেকে কিভাবে রক্ষা করা যাবে?
ধন্যবাদ

Level 0

আমি অনেকদিন থেকে বিভিন্ন ওয়েবসাইটে IPS এর সারকিট ডায়াগ্রাম খুজছিলাম, হঠাত একরকম কাকতালীয় ভাবে এই সাইট পেয়ে গেলাম…………অনেক ধন্যবাদ।(এখনো অবশ্য পড়ে দেখি নাই)

…………আমি ইলেক্ট্রনিক্স এর কাজে নতুন। মাল্টিমিটার এবং অন্যান্য ইলেক্ট্রনিক কম্পোনেন্ট কোথায় কিনতে পাওয়া যায় বললে উপকৃত হতাম। 🙂

Level 0

tune t aonak valo hoyacha.

Level 0

Thanks Brother for your wonderful post. Actually i have read it when u posted it (a long time ago). Now i m trying to make one like this. I have some questions. i hope u will answer them.
I have a 220v to 35v-0-35v transformer (5A). I want to use it with my ips.
How can i use it as a inverter in ips like the one (12v-0-12v) described in the circuit . And i want to use the same transformer as the battery charger. how can i do that? i need a circuit to convert this 35v to 16v-18v to charge the battery. I want to use 100A (or more) battery for my ips.
What can i do?
Plz reply me .
THANKS in advance.

Level 0

transformer ar jonno brows korun asuvro.blogspot.com

আকবর ভাই আপনি ত কখনও নেটএ আসেন না। তো আপনাকে প্রশ্ন করে কোন লাভ নাই।আমি আপনাকে অনুরধ করব যে আপনি এই খানে নিওমিত হবেন।কারন আপনার উপর বা আপনার অনুপ্রেরনা থেকেই আমি ছারকিট বানাতে সুরু করে ছি।এখন কোন প্রশ্ন করে যদি সমাধান না পাই তবে আমাদের সব ই জলে জাবে।তাই আপনাকে আবার ও অনুরধ করব যে আপনি এই বিভাগে নিওমিত হবেন।ধনবাদ

Level 0

vai aponer contact number and email address ta den.aponer tune bes valo

Level 0

bai diagram fiting ta ako bojiya davan pls very sweet tune thanks koti bar

আকবর ভাই, চমৎকার পোষ্ট দিয়েছেন ! আমার একটা কনফিউশন আছে…. আমার এবং আশেপাশের সকলের বাড়িতে তো একই লাইন থেকে বিদ্যুৎ যায় (সবার ক্ষেত্রেই)। এখন, আমার বাড়ির ফ্যান এ যদি আইপিএস connection দেই, তাহলে তো আশেপাশের সকলের বাসাতেও বিদ্যুৎ চলে যাওয়ার কথা তাইনা? তাহলে কীভাবে আমি শুধু আমার room এর ফ্যান এবং লাইট এ IPS সংযোগ দিতে পারি ???

Level 0

vai etate ki 28 plate use kora jabena?

Level 0

ভাই, সালাম নিবেন। আপনার জন্য শুভ কামনা রইল। পোষ্ট টা খুব ভালো লাগল। আমার একটা প্রশ্ন আছে। এটাকে ১ কিলো ওয়াট ক্ষমতাসম্পন্ন করতে হলে কি কি পরিবর্তনের প্রয়োজন হবে? সার্ভিস লাইন থেকে ট্রান্সফর্মার এর সাহায্যে ইনপুট দেয়া সম্ভব কিনা?

যদি উত্তর দিতেন তবে কৃতার্থ হতাম।

Level 0

সার্ভিস লাইন থেকে ইনপুট দিয়ে (যেটা ব্যাটারী থেকে আসে) যদি সেটা লাইট, ফ্যান, টিভি ইত্যাদি চালানোর কাজে লাগানো যায়, তবে বিদ্যুৎ অনেক সাশ্রয় হত বলে আমার ধারণা।

Level 0

ভাই হ্যান্ড ড্রিল কোথায় গেলে ২৫০ টাকায় পাওয়া যাবে……….আর 6v, 4v, 2v একটি ব্যাটারির দাম কত নিতে পারে…

Level 3

ভাই সুন্দর হয়েছে চালিয়ে যান

Level 0

akbar vai, amr akta 80w er solar ase.sekhane ki ami ei 200w er ips add korte parbo?parle sohojvabe system ta bolen…….

Level 0

12v to 220 v ar Inverter toirir kono inverter toiri kora jabe?

ভাই আমার একটি 50watt প্রজেক্টর আছে 70 a battery আছে .আমি কতখন চালাতে পারবো. আর voltage up down করবে কি? .একটু বুঝিয়ে বলবেন প্লিজ.
ফেচবুক ইমেইল আইডি দিলে খুশি হব

দাম দেকতে এখানে ভিসিত করুন
https://www.bdstall.com/ips-instant-power-supply/