টেকটিউনসের টাইম মেশিনে চড়ে ঘুরে এলাম অতীত!

আসসালামুয়ালাইকুম,

আজ শুক্রবার, তাই পড়ার চাপ কম। হঠাতই মনে হলো যে টেকটিউনসে তো টিউন আর্কাইভ যুক্ত করা হয়েছে তাই এর যাদুর গালিচায় চড়ে চলে যাই অতীতের টেকটিউনসে, আর ঘুরতে ঘুরতেই কথাটা মাথায় এলো; আজকে যতগুলো টিউন দেখবো এবং পড়বো তার মধ্যে ভালো লাগা টিউন গুলো নিয়ে একটা টিউন করলে মন্দ হয়না, তাই বসে গেলাম। আমি এখানে যথাসম্ভব সৃজনশীল টিউনগুলো এবং যে সকল টিউনগুলো এখনো অনেকের কাজে আসবে সেগুলো তুলে ধরার চেষ্টা করবো। উল্লেখ্য আমি এখানে সেরা টিউন নয় আমার ভালো লাগা এবং আপনাদের কাজে আসতে পারে এমন টিউন গুলোই তুলে ধরবো। তো শুরু করি।

*হার্ট অ্যাটাক করে ফেললে প্রাকৃতিক উপায়ে নর্মাল থাকার উপায়!

টিউন করেছেন : অশ্রুগুলো রিনকে দেয়া | প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর, ২০০৮ | 551 বার দেখা হয়েছে

এত টেনশন নিয়ে নিয়ে দেখা গেলো আপনি মহাখালীর জ্যামে বসে আছেন ঘন্টার পর ঘন্টা।এ সময় হঠাৎ বুকের মাঝে একটা ব্যাথা অনুভব করলেন যেটা হাত দিয়ে নীচের দিকে বিকিরনের মতো ছড়িয়ে পড়ছে আর মুখের চোয়ালের নীচ দিয়ে ছড়িয়ে পড়ছে উপরের দিকে। ব্যাথাটা কিন্তু আপনার চেনা জানা কারন এই বয়সে এই ব্যাথা সম্পর্কে আপনি আগেই অবগত, সমস্যা হলো আশেপাশে দ্রুত পৌছাবার মতো কোনো হাসপাতাল নেই। ধরা যাক আপনার সিপিআর ট্রেনিং নেয়া আছে কিন্তু যিনি এই ট্রেনিংটা দিয়েছেন আপনাকে সে শিখাননি এটা কিভাবে নিজে নিজে করতে হয়

বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন

*ওয়েব ডিজাইনারদের জন্য ৫৮৫ টি ঝাকানাকা আইকন

টিউন করেছেন : মেহেদী হাসান | প্রকাশিত হয়েছে : ৩ সেপ্টেম্বর, ২০০৮ | 1,061 বার দেখা হয়েছে

ওয়েব ডিজাইনারদের চাই ক্রিয়েটিভ আর দারুন আইডিয়া। আর চাই ডিজাইনিং এর জন্য নজরকারা ডিজাইনিং এলিমেন্টস। আর ওয়েব ডিজাইনে আইকন একটি অন্যতম ডিজাইনিং এলিমেন্ট। খুব সিমপল ডিজাইনে চমৎকার আইকনের ব্যবহার, আপনার ওয়েব পেইজটিকে আরও আকর্ষনীয় করে তুলতে পারে। আর ওয়েব অ্যাপলিকেশন এর উইজার ইন্টারফেস ডিজাইনের ক্ষেত্র রিলেভেন্ট আইকন ইউজার accessibility আরও বাড়িয়ে দেয়। তাই ওয়েব ডিজাইনারদের সুবিধার জন্য নিচে পুরো ৫৮৫ টি চমৎকার আইকনের একটা তালিকা তৈরি করলাম

বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন

*লিনাক্সে ভিডিও এডিটিং ও কনভার্টিং

টিউন করেছেন : darklord | প্রকাশিত হয়েছে : ২১ মে, ২০০৯ | 1,016 বার দেখা হয়েছে

প্রথমেই যে ভিডিও এডিটর সম্পর্কে আপনাদের জানাবো তাহল Cinelerra। এটি তৈরী করেছে Heroine Virtual নামক কোম্পানী। লিনাক্স ভিত্তিক যে সব ভিডিও এডিটর রয়েছে তার মধ্যে এটি বেশ পুরোনো এটি প্রথম রিলিজ হয়েছিল August 1, 2002 এ। এটি প্রথমে Broadcast 2000 হিসেবে পরিচিত হলেও পরবর্তীতে এর নাম পরিবর্তন করে Cinelerra রাখা হয়। একটি নন-লিনিয়ার ভিডিও এডিটর হিসেবে এটি মূলত তিনটি কাজ ভালোভাবে করতে পারে তা হল ক্যাপচারিং, কমপোজিটিং এবং অডিও/ভিডিও এডিটিং।এটি জিপিএল লাইসেন্সের অধীনে একটি ফ্রি ও ওপেনসোর্স লিনাক্স ভিডিও এডিটর

 বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন

*[উবুন্টু টিউটরিয়াল] আলাদা পার্টিশন করে ধাপে ধাপে উবুন্টু ইন্সটল – (একটি সম্পূর্ণ টিউটরিয়ালের চেষ্টা)

টিউন করেছেন : জামাল উদ্দিন | প্রকাশিত হয়েছে : ২৬ জুন, ২০১০ | 2,455 বার দেখা হয়েছে

উবুন্টু সাধারনত দুইভাবে ইন্সটল করা হয় – উবি দিয়ে উইন্ডোসের ভেতর ইন্সটল আর আরেকটি আলাদা পার্টিশন করে উবুন্টু ইন্সটল। দূরে বসে নতুন কেউ যদি আমাকে বলেন ” উবুন্টু কিভাবে ইন্সটল করব ? ” আমি তখন ভাবনাহীন উপায় উবি দিয়ে করতে বলে দেই। সাথে এ ও বলি, যদি উবুন্টুতে পুরোপুরি ট্রান্সফার হতে চান তবে ফ্রেশ ইন্সটলই ভালো, আর উবি দিয়ে ইন্সটল করলে ডিস্ক পারফর্‌ম্যান্সে সামান্য হেরফের হতে পারে। তাছাড়া নিয়মিত ব্যবহার করলে উবিন কোন সমাধানই না। তাই আলাদা পার্টিশন করে উবুন্টু ইন্সটলের টিউটরিয়ালটাই শুধু দিলাম। এই টিউটরিয়ালে অনেক স্ক্রীন-শট ব্যবহার করা হয়েছে

বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন

*অনলাইনের রেডিও পিসিতে রেকডিং করুন

টিউন করেছেন : মাইক্রোকাতার | প্রকাশিত হয়েছে : ৬ অক্টোবর, ২০০৮ | 821 বার দেখা হয়েছে

এবার রেকডিং করার জন্য Rec বাটনে ক্লিক করুন এবং স্টপ করার জন্য পুনঃরায় Rec বাটন ক্লিক করুন। রেকডিং করা ফাইল দেখার জন্য Recording মেনু হতে open recording folder ক্লিক করুন, রেডিও সেশ্টন অনুযায়ী ফোল্ডারের ভিতরে ফাইলগুলি পাবেন

বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন

*উবুন্টু ইন্টারপিড আইবেক্স ৮.১০ ইনস্টলেশন পদ্ধতি – ধাপে ধাপে

টিউন করেছেন : darklord | প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর, ২০০৮ | 724 বার দেখা হয়েছে

সর্বপ্রথম আপনি আপনার হার্ডডিস্কের পার্টিশন খালি করে নিন যে পার্টিশনে আপনি লিনাক্স ইনস্টল করতে চান। লিনাক্স ইনস্টলেশনের জন্য দুটি পার্টিশন প্রয়োজন হবে একটি লিনাক্স এর জন্য এবং আরেকটি সোয়াপ পার্টিশন (সোয়াপ পার্টিশন মূলত উইন্ডোজের Pagefile এর মত কাজ করে এটি মূল RAM হতে চাপ কমিয়ে সোয়াপ পার্টিশনকে ভার্চুয়াল RAM হিসেবে ব্যবহার করবে। লিনাক্সের মূল বা রুট পার্টিশন ৪ গিগাবাইট রাখতে পারেন এবং সোয়াপ পার্টিশন এর জন্য

বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন

*বাংলাদেশ থেকে আমি যেভাবে পেপ্যাল এর টাকা উত্তোলন করি একইভাবে কিন্তু আপনিও করতে পারেন

টিউন করেছেন : শাকিল আরেফিন | প্রকাশিত হয়েছে : ২ জুন, ২০১০ | 3,569 বার দেখা হয়েছে

পড়ে যারা আসলেই এফিলিয়েট মার্কেটিং এ হাতেখড়ি নিয়েছিলেন বা যারা আরো আগে থেকেই এসব নিয়ে টোকাটুকি করতে ছিলেন তাদের অনেকেই একটি কমন সমস্যায় পড়েন যাদের মধ্যে কেউ কেউ আমাকে জানান। সমস্যাটি হল যে এসব সাইট থেকে যৎসামন্য হলেও আয় করার নিশ্চয়তা আছে কিন্তু তা হাতে পাবার একমাত্র উপায় হল পেপ্যাল যা বাংলাদেশে অনুমোদিত নয়। তাহলে আয় হলেই লাভ কি? যদি তা হাতেই না পাওয়া গেল? যাইহোক এদেশে পেপ্যাল অনুমোদিত নয় একথা ঠিক কিন্তু পেপ্যাল থেকে টাকা একেবারেই যে হাতে পাবার উপায় নেই তা ঠিক না নয়তো আমি পাচ্ছি কি করে?

বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন

*বিজ্ঞান কল্পকাহিনীর কিছু বাস্তব অস্তিত্ব

টিউন করেছেন : দুঃসাহসী টিনটিন | প্রকাশিত হয়েছে : ৫ জানুয়ারি, ২০১০ | 1,736 বার দেখা হয়েছে

বিজ্ঞান কল্পকাহিনী পড়তে আমরা অনেকেই ভালোবাসি। অনেকে আবার এতটাই মগ্ন হয়ে যায় যে সেই কাহিনীর একটি কাল্পনিক জগৎ সে নিজেই নিজের ভেতরে গড়ে নেয়। আরো কল্পনা করে বাস্তবে এর অস্তিত্ব কেমন হবে। তবে সার কথা হল মনে প্রানে এখনও অনেকেই মনে করে থাকেন যে বিজ্ঞান কল্পকাহিনী এবং সিনেমার সবটুকুই বানোয়াট এবং মনগড়া। তবে বর্তমানে বাস্তবে সেই কল্পকাহিনীতে ব্যবহার করা কিছু প্রযুক্তি বাস্তবেও ব্যবহার করা হয়। এমনই কিছু আজ আপনাদের সামনে তুলে ধরব

বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন

*প্রাণীদের ঘুম: সৃষ্টিজগতের বিচিত্র এক রহস্য!!!! (Updated)

টিউন করেছেন : TareqMahbub | প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর, ২০০৯ | 1,402 বার দেখা হয়েছে

ঘুম প্রকৃতির এমন এক অনাবিষ্কৃত রহস্য যার কূলকিনারা এখনো বিজ্ঞানীরা খুজে বের করতে পারেনি।

সাধারণত একজন মানুষ প্রতিদিন গড়ে ৮ ঘণ্টা ঘুমিয়ে থাকেন। এভাবে প্রতি মাসে একজন মানুষ ৮ ´ ৩০ = ২৪০ ঘন্টা বা ১০ দিন এবং একই ভাবে প্রতি বছরে ৮ ´ ৩৬৫ = ১২১.৬৬৭ ঘন্টা বা প্রায় ৪ মাস ঘুমায়।

অর্থাৎ একজন মানুষ সারা জীবনের ৩ ভাগের ১ ভাগ সম্পূর্ণ ঘুমিয়ে কাটায়।

বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন

গতকাল রাতে দেরীতে ঘুমিয়েছি, এখন বেশ খুম পাচ্ছে তাই টাইম মেশিনে ভ্রমন আজকের মত এখানেই শেষ। আল্লাহ হাফেয। ভালো থাকুন সবাই

Level 0

আমি ডিজে আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 60 টি টিউন ও 1478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আরিফ, সাধারণ একজন আরিফ! চাই অসাধারণ কিছু করতে, সম্ভব কিনা জানিনা কিন্তু ইচ্ছাশক্তির বলে অনেক কিছুই করতে চাই। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি দশম শ্রেণীতে ঢাকার স্বনামধন্য বিদ্যালয়ে পড়ালেখা করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একাই একাই ঘুরে আসলা 🙁
আমাকে সঙ্গে করে নিয়ে গেলেই পারতে !!!

আমার মনে হয় কেউ এভাবে পুর্বের টিউন নিয়ে ধারাবাহিক টিউন করলে ভাল হয়।
তাহলে পুর্বের ভাল টিউনগুলা সবার নজরে আসবে।
অনেক ধন্যবাদ আরিফ ভাই। 🙂

    (৯৯৯৯৯+১)% সহমত পোষণ করছি।

    চেষ্টা করবো হাসান ভাই, এ বিষয়ে নিয়মিত লেখার ইচ্ছা আছে।

অসাধারন হইছে,
সংগ্রহে রাখার মতন টিউন যা থেকে টিটি’র অতিতের অনেক কিছু জানা যাবে।
অনেক অনেক ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য।

টেকটিউনস এর সবই আমার ভালো লাগে। অনেকগুলো পুরনো ভালোলাগা মনে করিয়ে দিলেন। ধন্যবাদ।

    হে হে আসলে একটু ঘোরাঘুরি করেছিলাম,তাই পোস্ট আকারে দিয়ে দিলাম

ধন্যবাদ

Level 0

bos amon tune aro chai

*বাংলাদেশ থেকে আমি যেভাবে পেপ্যাল এর টাকা উত্তোলন করি একইভাবে কিন্তু আপনিও করতে পারেন
এই টিউন টা পড়তে চাই। পড়া যাচ্ছে না কেন? হেল্প।

সেই ডিজে আরিফ এখন কত বড় হয়ে গেছে……………!!!

ভালো একটি টিউন….অনেক ভালো লাগলো