বাংলা সার্চের সুবিধা সম্বলিত অর্থসহ আল কুরআন, বুখারী, মুসলিম, আবু দাঊদ শরীফ সহ কিছু ইসলামীক বইয়ের ডাউনলোড লিঙ্ক

টিউন বিভাগ ডাউনলোড
প্রকাশিত
জোসস করেছেন

ইন্টারনেটে একটু খুঁজলে কোরআনের অনেক অনুবাদ পাওয়া যাবে, তবে আমার কাছে সবচেয়ে সুবিধাজনক যেটা মনে হয়েছে সেটি হচ্ছে “যিকর” একটা সফটওয়্যার। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বাংলায় যে কোন কিছু লিখে সার্চ করলে আরবী আয়াতসহ পাওয়া যায় । যেমন ধরুন, কোরআনে “নারী” সম্পর্কে কিছু আয়াত ও এর অর্থ দরকার আপনার। সেখানে নারী লিখে সার্চ দিলেই এই সম্পর্কিত প্রায় সব আয়াত অর্থ ও সুরার আয়াত নম্বরসহ পেয়ে যাবেন আপনি।

ছবি - Shutter Stock

এ সম্পর্কে বিস্তারিত এখানে বলা আছে। Zekr, জাভা এবং সোলাইমানলিপি একসঙ্গে ডাউনলোড করুন এখান থেকে (২০ মেগাবাইট)। এরপর উপরে বর্ণিত লিংকের নিয়ম অনুযায়ী ইন্সটল করে নিন আপনার কম্পিউটারে।

যদি কেউ পিডিএফ ফরমাটে কোরআনের সহজ সরল বাংলা অনুবাদ ডাউনলোড করতে চান, তাহলে আমি সাজেস্ট করবো হাফেজ মুনির উদ্দীন আহমদের “কোরআন শরীফ- সহজ সরল বাংলা অনুবাদ” ( ২৭.৬ মেগা ) বইটি।

বুখারী শরীফঃ

সহীহ মুসলিমঃ

আবু দাঊদ শরীফঃ

তাফসীরঃ

সাহাবাদের জীবনী বিষয়ক বইঃ

অন্যান্যঃ

কৃতজ্ঞতা স্বীকারঃ

ইসলামীক বই
ইঊসুফ সুলতান

সংযুক্তিঃ আমার ব্যক্তিগত ব্লগ

Level 0

আমি রনি পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 1013 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নামঃ রনি পারভেজ ই-মেইলঃ ronyiuteeeএটyahoo.com ফেইসবুকঃ http://facebook.com/ronyiut ফেইসবুক পেজঃ http://facebook.com/ronyblog ব্লগঃ http://ronyiut.wordpress.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

২ দিন চেষ্টার পর টিউন প্রকাশ করতে পারার জন্য অভিনন্দন রনি!

    থাম্বনেইল ইমেজ জিন্দাবাদ! টেকটিউনস জিন্দাবাদ!
    (ব্যাপক রাগের ইমো)

    হে হে চুল ছিড়তে ইচ্ছে করছিল তাই না ব্রাদার। ধন্যবাদ দারুণ পোষ্ট

    একবার ভাবলাম পোস্টই করবোনা। পরে ভাবলাম, নাহ! অনেকে জানতে পারবে। 🙂

    Level 0

    কেমন আছেন

প্রিয়তে

আপাতত প্রিয়তে নিলাম ডাউনলোড করে দেখব। শেয়ার করার জন্য ধন্যবাদ!!!
আমার পাগলা মাউসরে.. কই থিকা কই লইয়া যা….স… এই সঙ্গীত কে জাতীয় সঙ্গীতের মর্যাদা কেন দেয়া হবেনা? যথাযথ কর্তৃপক্ষকে কারন দর্শাতে বলা হল।

অসাধারণ কিছু কিতাবের লিংক দিলেন রনি পারভেজ ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবগুলো কিতাবই সংগ্রহ রাখবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে।

    ইন্টারএকটিভ লিঙ্কসহ আছে বইগুলা। আমার সংগ্রহে সবগুলোই আছে। সময় পেলেই ডাউনলোড করতে ভুলবেননা কিন্তু। 😀

ধন্যবাদ

ধন্যবাদ আপনাকে

কী বলে আপনাকে ধন্যবাদ দেব আমার ভাষা জানা নেই।

Level 3

অসাধারণ কিছু দিলেন রনি ভাই। ধন্যবাদ আপনাকে এই দারুণ পোষ্ট এর জন্য ।

Level 0

Bhai Apnake asheesh asheesh dannobad. Allah apnake valo rakhun ai kamona Kori
Aro amon tune amader upoher deban ai asha kori…..

আজিজ ভাই এর সাথে আমি সহমত পোষণ করি। টিউনটি প্রিয়তে রাখলাম আর ইচ্ছা আছে ইনশাআল্লাহ সবগুলো ডাউনলোড করার। অনেক সুন্দর এই টিউনটি করার জন্য রনি ভাইকে ধন্যবাদ।

    খালি ডাউনলোড না, নিয়মিত পড়ার এবং আমল করার চেষ্টাও করবেন কিন্তু।

ধন্যবাদ রনি ভাই

ধন্যবাদ অনেক সুন্দর

অবশ্যই প্রিয়তে………
ধন্যবাদ রনি ভাই। 🙂

    🙂
    স্বাগতম হাসান ভাই।

    এই পোস্টে ২ জন মনোনীত না হোক বলেছেন,
    আচ্ছা জোবায়ের ভাই ! বলেনতো সব জাইগাতে এটা এরা করে থাকে, ২ টা শরুতে দেয়া থাকে।
    ব্যাপারটা আপনাকে বললাম কারন আপনি আমার favorite bloger দের মধ্যে অন্যতম।
    R rony ke bollam na karon eta rony er post.

    যারা করে তারা নিজেরাও জানে না কি জন্য করছে।
    নাহলে চোরের মতো দিয়ে যেত না!

    এটা কিন্তু প্লাস মাইনাস বাটন না। তাই মনোনয়নের জন্য “দ্বিমত” থাকতেই পারে। 🙂
    ব্যাপার না। এটাকে সিরিয়াসলী নেওয়ার কিছু নাই। 🙂
    অথবা অনেকে এটাকে পাইরেসী ভেবেও “মনোনীত নয়” এ ভোট দিতে পারে। 🙂

Level 2

অনেক ধন্যবাদ

”মাকসুদুল মুমিনীন” বই টা আছে নাকি ভাই আপনার কাছে?

    আপাতত নাই ভাই। পরে পেলে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।

ইসলামিক বইগুলো উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

    আশা করি নিয়মিত পড়া এবং আমল করার চেষ্টা করবেন।

Level 0

@রনি পারভেজ, নসিম হিজাজী এর বই দরকার । কোথাও পেলে পোস্ট করবেন , plz ।
এই পোস্ট ভালোই , সব গুলোই dl করলাম। + প্রিয়তে ।

    ধন্যবাদ ভাইয়া।
    নাহ, উনার বই আমার সংগ্রহে নাই। পেলে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।

Level 3

ভাই আমি Zerk ইন্সটল দিসি। সব ঠিক ঠাক দিলাম কিন্তু আমার বাংলা শো করে না। কী করব দয়া করে সাহায্য করুণ…।।

    কোথায় সমস্যা বুঝতে পারছি না। ট্রান্সলেশান ঠিকমতো যোগ করেছেন তো? আরেকবার চেষ্টা করে দেখুন নাহয়। হয়ে যাবে ইনশাল্লাহ।

Level 3

ভাই হচ্ছেনা। যে ভাবে বলা আছে ঠিক সে ভাবে করিছি কন্তু হছে না। প্লিস একটু হেল্প করেন। ০১৬৭২০১৭৮২৭। এই নম্বরে মিসড দেন।

Level 3

সরি ০১৬৭২০১৭৮০৭

Level 3

o vai ami yahoo te asi [email protected]
please jogajog koren. Aktu help koren please.please.please.please.please.please.please.please.please.please.

রনি! তোমাকে আমি গুরু মানি।
তোমাকে অসাধারণ ধন্যবাদ।

    ওপস! আপনি এখানে আছেন জানা ছিল না। 🙂
    স্বাগতম।

অনেক অনেক ধন্যবাদ রনি ভাই আপনাকে……………….সরাসরি প্রিয়তে……………

আপনাকে শুধু ধন্যবাদ দিতে চাই না। আপনার জন্য করি দোয়া। ভাল থাকবেন ভাই।

    ধন্যবাদের চেয়ে দোয়া অনেক বেশি কাম্য। ইনশাল্লাহ চেষ্টা করবো। 🙂

অনেক অনেক ধন্যবাদ ,

Level 0

আনেক ধন্যবাদ

অ-নে-ক অ-নে-ক অ-নে-ক অ-নে-ক ধন্যবাদ ভাইজান।

vai password ki ??????????

    কিসের পাসওয়ার্ড? কোন পাসওয়ার্ড তো থাকার কথা না। 🙁

ইসলামিক বই নিয়ে টেকটিউন্সের সেরা টিউন এইটাই আমার মনে হয়।
রনি ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দোয়া অসাধারন কাজটি করার জন্য।
আমি অনেক উপকৃত হইছি আপনার টিউনটি থেকে।
আর অসমাপ্ত পার্ট গুলু পাইলেই শেয়ার করবেন আশা করছি।
বি,দ্রঃ-আমার এখানে ”আসহাবে রাসুলের জীবনকথা” ২য় ও ৩য় পার্টটা ডাউনলোড হয়না,কারন এখানে এই সাইটটা ব্লক করা আছে,
যদি কষ্ট করে মিডিয়া ফায়ারে আপলোড করে দিতেন উপকৃত হইতাম।

    ওহ হো!
    আমার এখান থেকে তো হলো!
    ঠিক আছে ভাইয়া। পরে একসময় মিডিয়াফায়ারে আপলোড করার চেষ্টা করবো। আপলোড করলে আপনাকে জানাবো ইনশাল্লাহ। আপাতত আমারে নেট কম (গ্রামীন পি-সিক্স ইউজার)।

আসহাবে রাসুলের জীবনকথাঃ দ্বিতীয় খন্ড ( ১২ মেগা )
আসহাবে রাসুলের জীবনকথাঃ তৃতীয় খন্ড ( ৯ মেগা) এই দুটি ডাউনলুড হচ্ছে না অথএব কি ভাবে হবে জানাবেন মিডিয়া পায়ারে এদুটি খণ্ড নেই।
আপনাকে আবারো অনেক ধন্যবাদ।

    ঠিক আছে ভাইয়া। পরে একসময় মিডিয়াফায়ারে আপলোড করার চেষ্টা করবো। আপলোড করলে আপনাকে জানাবো ইনশাল্লাহ। আপাতত আমারে নেট কম (গ্রামীন পি-সিক্স ইউজার)।

vaia onek dhonnobad….aro valo tune er ashsi thaklam………..ALLAH apnar sohai houn………

অনেক অনেক অনেক ধন্যবাদ May Allah help you….

অনেক ধন্যবাদ আপনাকে

দারুন পোস্ট। অনেকের জন্যই খুবই কাজের। আল্লাহ’র কাছে আপনার জন্য অএঙ্ক অনেক দোয়া রইল। ভাল থাকবেন। শুভ কামনা।

good tune …………….n fatafati collection

অনেক ধন্যবাদ ভাইয়া । তবে ইসলামিক ই-বুক এর ওয়েব সাইট দিলে খুবই উপকৃত হব।আপনার শেয়ার করা বই গুলো ডাঊনলোড শুরু করলাম।

আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বেহেস্তবাসি করুন। আমিন।

ধন্যবাদ… ইসলামিক বই শেয়ার করার জন্য।

Level 0

অনেক শুভ কামনা আপনার জন্য ভালো থাকবেন ইনশাআল্লাহ

ভাই আপনার এই পোস্ট টি পেয়ে খুবই উপকৃত হলাম। ইসাআল্লাহ, আল্লাহ আপনাকে বেহেস্তবাসি করবে- আমিন।

ভাই জিকির এর মাজে বাংলায় লিখে সার্চ দিলে তো আসেনা

ধন্যবাদ। Online এ হাদীস পড়ুন, অনুসন্ধান করুনঃ http://www.muminun.net/bengali/hadith/

এগুলো শেয়ার করার জন্য আবশ্যই আপনার জন্য শুভ কামনা রইল। আর আমার একটা রিকু , আল কুরআন এর জন্য যেমন “যিকর” সফট রয়েছে তেমনি হাদিস গ্রন্থ গুলোর জন্য কোন এরকম সফট থাকলে অবশ্যই আমাদের কে জানাবেন।

রনি পারভেজ ভাই অনেক ধন্যবাদ, আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুন।

ধন্যবাদ

আমার কাছে বুখারী শরীফঃ অষ্টম খণ্ড আছে কারো প্রয়োজন হলে আমাকে জানাবেন।

আমার কাছে তাফসীর ইবনে কাসীরঃ ১৭ ও ১৮ তম খন্ড আছে কারো প্রয়োজন হলে আমাকে জানাবেন।

    @আরিফ বিল্লাহ:

    আরিফ ভাই, আমার বুখারী শরীফ ৮ম খন্ড এবং তাফসীর ইবনে কাসীর ১৭ ও ১৮ তম খন্ড প্রয়োজন। যদি দিতে পারেন উপকৃত হবো।

    ইমেলঃ [email protected]

    ধন্যবাদ।

আরিফ ভাই, আমার বুখারী শরীফ ৮ম খন্ড এবং তাফসীর ইবনে কাসীর ১৭ ও ১৮ তম খন্ড প্রয়োজন। যদি দিতে পারেন উপকৃত হবো।

ইমেলঃ [email protected]

ধন্যবাদ।