ইন্টারনেটে একটু খুঁজলে কোরআনের অনেক অনুবাদ পাওয়া যাবে, তবে আমার কাছে সবচেয়ে সুবিধাজনক যেটা মনে হয়েছে সেটি হচ্ছে “যিকর” একটা সফটওয়্যার। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বাংলায় যে কোন কিছু লিখে সার্চ করলে আরবী আয়াতসহ পাওয়া যায় । যেমন ধরুন, কোরআনে “নারী” সম্পর্কে কিছু আয়াত ও এর অর্থ দরকার আপনার। সেখানে নারী লিখে সার্চ দিলেই এই সম্পর্কিত প্রায় সব আয়াত অর্থ ও সুরার আয়াত নম্বরসহ পেয়ে যাবেন আপনি।
এ সম্পর্কে বিস্তারিত এখানে বলা আছে। Zekr, জাভা এবং সোলাইমানলিপি একসঙ্গে ডাউনলোড করুন এখান থেকে (২০ মেগাবাইট)। এরপর উপরে বর্ণিত লিংকের নিয়ম অনুযায়ী ইন্সটল করে নিন আপনার কম্পিউটারে।
যদি কেউ পিডিএফ ফরমাটে কোরআনের সহজ সরল বাংলা অনুবাদ ডাউনলোড করতে চান, তাহলে আমি সাজেস্ট করবো হাফেজ মুনির উদ্দীন আহমদের “কোরআন শরীফ- সহজ সরল বাংলা অনুবাদ” ( ২৭.৬ মেগা ) বইটি।
সংযুক্তিঃ আমার ব্যক্তিগত ব্লগ
আমি রনি পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 1013 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নামঃ রনি পারভেজ ই-মেইলঃ ronyiuteeeএটyahoo.com ফেইসবুকঃ http://facebook.com/ronyiut ফেইসবুক পেজঃ http://facebook.com/ronyblog ব্লগঃ http://ronyiut.wordpress.com/
২ দিন চেষ্টার পর টিউন প্রকাশ করতে পারার জন্য অভিনন্দন রনি!