Clash of Clans এর Gmail পরিবর্তন করার, হারানো village ফিরে পাওয়ার পদ্ধতি জানুন এবং আইডি হ্যাক হওয়া থেকে বাঁচুন

টিউন বিভাগ নির্বাচিত
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু আলাইকুম। অনেকদিন পর  লিখছি। আমাদের অনেকেই Clash of Clans খেলেন। আর কিছুদিন যাবত লক্ষ্য করছি যে ব্যবহারকারীরা কেনো কারণে তাদের Gmail  পরিবর্তন করতে চাচ্ছেন, তাদের village হারিয়ে গেছে  কিন্তু কিছু করতে পারছেন না। আরেকটা বিষয়, অসাধুরা অনেককে  ফ্রি Gems এর লোভ দেখিয়ে তাদের Clash of Clans একাউন্ট হ্যাক করে নিচ্ছে। এই লিখাটি পড়ার মাধ্যমে আপনি নিজেই Gmail পরিবর্তন করতে পারবনে, হারানো village উদ্ধার করতে পারবেন এবং নিজেকে নিরাপাদ রাখতে পারবেন।

Clash of Clans একটি জনপ্রিয় strategy game। এন্ড্রয়েড এবং আইওএস উভয় মোবাইলের ব্যবহারকারীরা এই গেম প্রচুর পরিমাণে খেলে থাকেন। অনেকেই তাদের প্রথম ব্যবহৃত Gmail পরিবর্তন করতে চান। অনেকে বলে “এটা পরিবর্তন করা যায় না”। আসলে এটা পরিবর্তন করা যায় এবং খুবই সহজ। আপনি নিজেই পারবেন। আবার অনেক সময় আমাদের village এ Gmail sync না করার কারণে অ্যাপ uninstall করলে বা করতে হলে বা ভুলে হলে আমাদের village হারিয়ে যায়। আপনার হারানো village উদ্ধার করতে আর সমস্যা হবে না। আরেকটা বিষয় হলো অনেকে Gems খুজেন। এক কথায় তারা ফ্রি Gems পেতে চান। ফ্রি কে না পেতে চায় বলুন? এটারই ফায়দা উঠায় কিছু মানু্য। তারা ফ্রি Gems দেয়ার কথা বলে Gmail এবং Clash of Clans আইডি হাতিয়ে নেয়। আগেই বলে রাখি Clash of Clans আইডি হ্যাক করা খুব সোজা। Gmail পরিবর্তন করে ফেললেই তো আইডির access হারিয়ে ফেলবেন। আজ আমি এই বিষয়ে যতটুকু সম্ভব বিস্তারিত বলার চেষ্টা করব।

Gmail পরিবর্তন করার উপায়

বিঃদ্রঃ এই পদ্ধতি শুধু মাত্র Android মোবাইলের জন্য। আমার IPhone না থাকার কারণে সুনিশ্চিতভাবে কিছু বলতে পারব না। তবে আপনার village টি একটি Android  মোবাইলে connect করে পদ্ধতি অনুস্মরণ করুন, কাজ হবে (এর জন্য Game Center থেকে আপনার  village এর তথ্য remove করার প্রয়োজন হতে পারে)।  আমি নিজের দুইটি এবং অন্য কয়েকজনের আইডির Gmail পরিবর্তন করেছি। সুতরাং সমস্যা হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু যদি আপনার কাজে কোনো সমস্যার জন্য আপনার আইডির সমস্যা হয় তাহলে তার জন্য আপনিই দায়ী।

এখন আসি আসল কথায়, আমরা কি ভাবে এটা করব যখন Clash of Clans দ্বারা  এর জন্য কোনো option প্রদান করা হয়নি? আমরা এটা করব Clash of Clans এর village রিকোভারি ব্যবহার করে। হারিয়ে যাওয়া village ফিরে পাওয়ার সহজ উপায় হলো Gmail পরিবর্তন। এক ঢিলে দুই পাখি! এতে আপনারা জানতে পারবেন যে কিভাবে হারিয়ে যাওয়া village উদ্ধার করতে হয়। আপনারা হয়ত জানেন না যে Clash of Clans খুব user friendly, তারা ব্যবহারকারীদের খুবই গুরুত্ব দেন। আমরা প্রথমে একটি নতুন village খুলব এবং আমরা যে নতুন Gmail টি আমাদের আইডিতে যোগ করতে চাই সেটি এই নতুন village এর সাথে connect  করব। তারপর আমরা Clash of Clans এর কাছে message পাঠাব যে আমাদের village টি হারিয়ে গেছে। অর্থাৎ, আমরা আমাদের village এর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। তারা কিছুক্ষণের মাঝেই যোগাযোগ করবেন। পরবর্তিতে কিছু তথ্য চাইবে Clash of Clans এর Help shift, ঐগুলোর উত্তর দিলে তারা আমাদের একটি কোড দিবেন। ঐ কোড আমাদের Clash of Clans অ্যাপ এ যোগ করার মাধ্যমে আমরা আমাদের village এ নতুন Gmail পাব বা আমাদের জিমেইল পরিবর্তন হবে।

কার্যপদ্ধতি

  • প্রথমেই আমরা যে Gmail টি পরিবর্তন করতে চাই তা আমাদের Clash of Clans এর বর্তমান village থেকে remove করতে হবে। এর জন্য আমাদের মোবাইলের Google Setting এ যেতে হবে। সেখানে দেখবেন “connected apps” লিখা আছে। অইটাতে ক্লিক করুন। তারপর দেখবেন যে আপনার Gmail এ যত Games কানেক্ট করেছিলেন সব ওখানে দেখাচ্ছে। ওখানে দেখুন Clash of Clans ও রয়েছে, এতে ক্লিক করুন তারপর Disconnect লিখাটিতে ক্লিক করুন। Ok অথবা Confirm করতে বললে করুন। সব হয়ে গেলে বের হয়ে আসুন। নিচের ছবিটি লক্ষ্য করুন।

bdinform24 - pic 1- coc help

এবার আপনার village এর details টুকে রাখুন, যা যা রাখতে হবেঃ-

  • আপনার village এর username
  • আপনার clan এর নাম
  • আপনার player tag (আপনার village profile এর username এর নিচেই “#” দেয়া একটা সংকেত আছে সেটা। খেয়াল রাখবেন ভুলে Clan Tag দিয়ে ফেলবেন না)
  • আপনার Town Hall
  • আপনার XP Level
  • আপনি যে যে মোবাইলে আপনার village টি খেলেছেন সেসব মোবাইলের নাম অর্থাৎ Device Name
  • আপনি আপনার village কবে খুলেছেন, সঠিক দিন মনে না থাকলে কোন বছরে খুলেছেন তা লাগবে
  • আপনার village এ যদি facebook একাউন্ট connect করে থাকেন তাহলে তার numeric id (এর জন্য findmyfacebookid.com ব্যবহার করতে পারেন, আপনার প্রোফাইলেই লিংক সেখানে দিলেই numeric id দেখবে)
  • আপনার village এ যে Gamil পূর্বে connect করা ছিল তার id (আপনার Google আইডির নাম যদি হয় “Rahim Ali” তাহলে আপনার Google Plus Id হলো “+RahimAli”। মনে রাখবেন শুরুতে “+” দেয়া জরুরী। বিশেষ ক্ষেত্রে এটা ভিন্ন হতে পারে তবে সম্ভবনা নাই বললেই চলে। হলে জানাবেন।)
  • আপনি শেষবার কখন আপনার village খেলেছিলেন তা লাগবে

বিঃদ্রঃ পরবর্তিতে verify করার জন্য Clash of Clans এর Help Shift আপনার কাছে আরো তথ্য চাইতে পারে, সেসবও সঠিকভাবে উত্তর দিতে হবে। তবে আমি কয়েকটা village এর Gmail পরিবরতন করেছি, সেগুলোতে এসবের বাইরে কিছু প্রয়োজন হয় নি।

  • এবার Clash of Clans এর data clear করুন অথবা unistall করে নতুন করে install করুন। তারপর একটি নতুন village তৈরি করুন এবং আপনি আপনার আসল village এ যে Gmail টি connect কতে চান তা আপনার নতুন village এ connect করুন। village এর Town Hall যেনো 4 এর উপরে না যায়, এতে রিকোভারি process এ দেরি হবে।
  • তারপর Setting এ ক্লিক করুন। Setting ট্যাব থেকে Help & Support এ ক্লিক করুন। নিচের ছবিতে লক্ষ্য করুন।

bdinform24 - coc help pic 2

  • Help এর পাতায় দেখুন লিখা আছে Lost Village, অটাতে ক্লিক করুন। তারপরের পৃষ্ঠা থেক I lost my village! How do I get it back? এ ক্লিক করুন। ক্লিক করার পর আপনি একটি টিউটরিয়াল সম্বলিত পৃষ্ঠা পাবেন যার নিচে লিখা আছে “Was this helpful?”, সেখানে ক্লিক করে CONTACT US এ ক্লিক করুন। নিচের ছবিতে দেখুন।

bdinform24 - pic 3 - coc help

  • এখন আপনি ছবির ৫ম ধাপে রয়েছেন। এখানেই আপনার মুল কাজ। এখন থেকে আমরা Clash of Clans এর Help Shift এর সাথে যোগাযোগ করব। দেখতেই পাচ্ছেন সেখানে একটি message box রয়েছে যেখানে আপনি আপনার message লিখে তাদের পাঠাবেন। এখানে আপনার village এর নাম অর্থাৎ username, clan name, player tag, town hall level, xp level এবং কিভাবে আপনি আপনার village হারিয়েছেন তা লিখতে হবে। এমন কিছু লিখতে হবে যাতে তারা আপনার প্রতি সহানুভূতিশীল হন এবং আপনার village টিকে ফিরিয়ে দেন। আমি যতবার Gmail পরিবর্তন করেছি ততবার নিম্নউক্ত message টি লিখেছি।

Dear Clash of Clans Dev team, I lost my village and heres my details:

*Username: আপনার village এর নাম

*Clan name: আপনার যে আইডির Gmail পরিবর্তন করবেন সে আইডি যে clan এ আছে সেই clan এর নাম

*Player Tag: আপনার player tag, উদাহরণঃ #QR35435J

*Town Hall: আপনার Town Hall Level

*XP Level: আপনার XP Level

I worked for a company, they gave me a gmail account which i used to sign in with my Clash of Clans village. Recently, I left that job and they took that gmail from me. They cleared my all goggle play games activity, unfortunately Clash of Clans is one of them. Now i can’t login to my village because there’s no village synced in that gmail as they cleared game data. I’ve made a good progress  and can’t give up now.  If any more infromation need to verify my authentication please ask and help me.

  • “*” চিহ্ন দেয়া অংশগুলো আপনার village এর তথ্য দিয়ে পূর্ণ করুন। Message পাঠানোর সময় “*” চিহ্নটি বাদ দিতে পারেন। তবে কোনো ভুল তথ্য দিলে কিন্তু process এ সমস্যা হবে।
  • উপরের ইংরেজী paragragh টি আমি আমার নিজের মত করে লিখেছি। এতে ভুল থাকতেই পারে। আপনি চাইলে নিজের মত করে লিখতে পারেন। সব হয়ে গেলে send button এ ক্লিক করুন।
  • এরপর অপেক্ষা করুন Clash of Clans থেকে আপনার সাথে যোগাযোগ করবে। কিছুক্ষণ পর পর Clash of Clans এর Support Inbox check করুন। পরবর্তিতে village এর আসল মালিক সনাক্ত করার জন্য আপনার কাছে কিছু তথ্য চাওয়া হবে। কি কি প্রশ্ন হতে পারে তা আমি উপরে আগেই লিখেছি। এর বাইরে আমার হয়নি। তবে হবে না তা তো বলা যায় না, যাই হোক আপনি নিশ্চই আপনার village এর তথ্য জানেন। তাই কোনো সমস্যা হবে না।
  • verification সফলভাবে হয়ে গেলে তারা আপনাকে একটা কোড দিবে। সেটা আপনার নতুন অর্থাৎ পরে যে village টি খুলেছেন তার setting এ গিয়ে Link a device এ ক্লিক করুন > This is NEW DEVICE এ ক্লিক করুন। তারপর তাদের দেয়া link code সেখানে type করে টিক চিহ্ন তে ক্লিক করুন। নিচের ছবিতে দেখুন।

bdinform24 - pic 4 - coc help

  • সবকিছু সঠিকভাবে হলে আপনার screen এ একটি pop up আসবে যেখানে লেখা থাকবে ““Do you want to load cheif “আপনার নাম” village ?”” সেখানে CONFIRM লিখে ok তে ক্লিক করুন। অথবা শুধু ওকে চাইলে ok তে ক্লিক করুন। আপনি আপনার village সফলভাবে ফিরে পেয়েছেন এবং আপনার Gmail পরিবর্তন হয়েছে।

এভাবে আপনারা সহজেই আপনাদের village এর Gmailপরিবর্তন করতে পারবেন এবং হারিয়ে যাওয়া village উদ্ধার করতে পাড়বেন।

বিঃদ্রঃ এই লিখাটি শুধুমাত্র নিজের প্রয়োজনে ব্যবহার করবেন, কারোর ক্ষতি করবেন না বা করলে আপনি দায়ী থাকবেন এবং Cyber Crime বলে গণ্য হবে

সতর্কতা

  • আপনার village এর safeguard এর জন্য একটি Gmail অবশ্যই sync করবেন।
  • আপনি হয়ত ইন্টারনেট এ এমন অনেক জায়গা পাবেন যেখানে বলা হবে আপনাকে ফ্রি Gems  দেয়া হবে। এক মিনিট আগে মনে মনে ভাবুন যে আপনাকে কেনো কেউ এত দামী জিনিস নিজের টাকা খরচ করে কিনে দিতে যাবে। আর Google এতো ফালতু প্রতিষ্ঠান না যে কেঊ এর Gift Card হ্যাক করে জনগণের মাঝে বিলিয়ে দেবে!
  • এই ধরণের জায়গায় আপনার ব্যক্তিগত তথ্য চাইবে যার দ্বারা আপনার Clash of Clans হ্যাক করা সম্ভব। দেখতেই পাচ্ছেন কিভাবে আমরা Gmail পরিবর্তন করলাম, আপনার এই তথ্যগুলো প্রকাশ হয়ে গেলে তো যে কেউ পরিবর্তন করতে পারবে। শুধু তাই না অনেক জায়গায় Gmail এর password ও চায় !

কিছুদিন আগে একটা survey তে দেখা গেছে বাংলাদেশের  ৪৩% ইন্টারনেট ব্যবহারকারী এ ধরণের নানান ধোকা এবং হুমকির শিকার হন। আসুন আমরা নিজে সচেতন হই এবং অন্য কে সচেতন করি।

Moral of the lesson

লোভ না করে চোখ-কান খুলা রেখে ইন্টারনেট চালান। কাউকে প্রতারণা করবেন না। জ্ঞান সকলের মাঝে বিলিয়ে দিন।

sbc - bdinform24

আজকে এপর্যন্তই। আশা করি বুঝতে পেরেছেন। ভাষাগত ত্রুটিসহ সকল ভুল ক্ষমাসুলভ দৃষ্টিতে  দেখবেন এবং দয়া করে টিউমেন্টে জানাবেন। টিউনের সম্পুর্ণ অংশ আমার নিজের লেখা, তাই কেউ প্লিজ কপি করবেন না। আর যদি করেন তাহলে অবশ্যই ক্রেডিট দিবেন। আল্লাহ হাফেয।

Level 1

আমি এস এম মাহমুদুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার প্রযুক্তির প্রতি আগ্রহ প্রচুর। আমি সব সময় প্রযুক্রি সম্পর্কে নতুন কিছু জানতে চেষ্টা করি। টেকটিউনস এর সাথে অনেক বছর যাবত আছি । শুরু করেছিলাম এই টেকটিউনস দিয়ে, এখন তথ্য প্রযুক্তির এই বিশাল সাগরে "অ, আ, ই" পর্যন্ত শিখেছি ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার ৯ এর ভিলেজ একটা হেক হয়ছে, এ রকম একটা পোস্ট খুজতেছিলাম। ধন্যবাদ।

    আপনার উপকারে এসেছে শুনে খুশি হলাম । সাহায্য লাগলে জানাবেন । টিউমেন্টের জন্য ধন্যবাদ ।

vai bohot ceata korcilam hoy na..

    আপনি নিশ্চয় কোথাও ভুল করেছেন । ঠিক মত আগে কয়েকবার পড়ুন, তারপর চেষ্টা করবেন । আর আপনার কথায় কিঞ্চিত ভুল আছে । ওইটা না হলে আমি ১৫০০ word এর আজাইরা আলাপ করছি না । আপনি পারেন নি সেটা আপনার সমস্যা । সেজন্য আমি আপনাকে একটাই উপদেশ দিতে পারি, ভালো করে বুঝে তারপর চেষ্টা করুন । Recovery Process ১-২ দিন লাগতেই পারে ।

থ্যাংকস ভাইয়া

amk j code ta dibe seyta kemo??
Hi Chief,🙋

“26699683” amon??​

    দেখুন, প্রত্যেকটি কোড ইউনিক হয় অর্থাৎ একটার সাথে আরেকটা কোনোদিনই মিলবে না। কোড গুলি ওরকমই, কিন্তু সেখানে ইংরেজী অক্ষর থাকতে পারে এবং আমি যতবার করেছি কোড গুলো ইংরেজী অক্ষর এবং সংখ্যা মেখানো ছিলো, আর কোড গুলো ১২-১৬ ডিজিটের হয়েছিলো।
    আশা করি বুঝতে পেরেছেন। টেকটিউনসের সাথেই থাকুন। আসুন আমরা টেকটিউনসের হারানো ঐতিহ্য উদ্ধার করি এবং টেকটিউনসকে আবার আগের মত প্রাণবন্ত করে তুলি।
    ধন্যবাদ।

“CONTACT US এ ক্লিক করুন।” ai option to pacci na

    অবশ্যই আসবে । আপনি আবার একবার ভালো করে পড়ুন । তারপর ট্রাই করুন । একটা বিষয় খেয়াল রাখবেন, দ্বিতীয় village এর Town Hall চার এর উপরে হলে সমস্যা হতে পারে । আশা করি বুঝতে পেরেছেন ।
    ধন্যবাদ ।

Please ভাই আপনি একটা ভিডিও upload করেন youtube এ . তাছারা পারতেছি না….

    কিছু মনে করবেন না ভাই বিশেষ সমস্যার কারণে তা করতে পারছি না । আমি দুঃখিত যে আমার লেখাটি আমি ততটা সহজ করতে পারি নি যতটা হলে আপনি বুঝতে পারতেন । ভাইয়া আপনার সসস্যা কোন জায়গায় সেটা বলুন, আমি সর্বাত্নক সাহায্য করব ।
    ধন্যবাদ ।

ভাইয়া, আমার টাউনহল ৮ লগ ইন করতে গিয়ে দেখি যে টাউনহল ১। এখন, আমি আইডিটা কিভাবে রিকোভার করবো,আর আমি যে ক্লান এ ছিলাম ঔ ক্লান থেকে কিক আউট করছে,প্লিজ হেল্প মি,ধন্যবাদ। ☺

    আপনি সম্পূর্ণ প্রক্রিয়া follow করুন । আর আপনার clan name দিতে হবে না । এরপর হয়ত তারা জানতে চাইতে পারে আপনার আগের clan এর নাম । তখন আপনার আগের clan এর নাম তাদের জানাবেন । কোনো সমস্যা হলে বলবেন ।
    ধন্যবাদ ।

amr gmail id ta harai gacha . id ta fira peta ke sms dibo ektu help korban?

    They cleared my all goggle play games activity, unfortunately Clash of Clans is one of them. Now i can’t login to my village because there’s no village synced in that gmail as they cleared game data. I’ve made a good progress and can’t give up now. আপনি উপরের লেখাগুর জায়গায় লিখবেন : I used my company’s to gmail. I recently left the job and have no access of that gmail because it belongs to the company. They have changed the password and gave it a new employee. So, i can’t loggin to my village. আশা করি বুঝতে পেরেছেন।

      প্রথম লাইনে i used my company’s gmail হবে। ” to’ বাদ দিন

        আরো একটি সংশোধন, শেষের দিকে gave it to a new employee হবে। to বাদ পরে গেছে। ত্রুটিগুলোর জন্য আমি ক্ষমাপ্রার্থনা করছি। আসলে আমি অসুস্থ, প্রচুর ঠান্ডা লেগেছে ভাই, তাই মনযোগ কম।

এস এম মাহমুদুল হাসান ভাই, আজ আমি আপনার দেওয়া নিয়ম অনুসরণ করে coc help & support থেকে বার্তা পাঠালাম । আপনি কি বলতে পারেন তারা ঠিক কত দিন পর reply করে । মানে আপনার ক্ষেত্রে ঠিক কতখানি সময় লেগেছিল । আমার হারিয়ে যাওয়া village th4 ছিল । আসলে আমি মেইল আইডিটাই হারিয়ে ফেলেছিলাম, কারণ এটা আমি কোথাও লিখে রাখিনি বা মনেও রাখিনি । আর একটা কথা, আমি কি এখন এই ফোনে (যেটাতে নতুন coc id আছে) আমার অন্য id (th9) খেলতে পারব। নাকি, Supercell থেকে reply আসার জন্য অপেক্ষা করব ।।

দেরিতে reply দেয়ার জন্য প্রথমেই ক্ষমা চাচ্ছি । আসলে আমি তেমন আর লেখালেখির সময় পাই না, তাই আর আসাও হয় না । তো যা বলছিলাম, অপনার সকল কিছু ঠিক থাকলে তারা কিছুক্ষণের মাঝেই reply পাঠাবে । আর রিকোভারি প্রসেস এ সাধারণত ১-২ দিন সময় লাগে । আপনি অই ফোনে অন্য আইডি না খেলে অপেক্ষা করুন, এতেই ভালো হবে মনে হয় ।
যাই হোক, আশা করি আপনার সমস্যা সমাধান হয়ে গেছে । না হলে জানাবেন, দ্রুত উত্তর দেয়ার চেষ্টা করব ।

SMM Hasan Vai, Ami amar coc games ar Gamer profile delete Kore felse. Akhon amar id dia login korle new village ase. Akhon Ami kivabe amar old village ferot pabo.

Jevabe delete koresilam………..
Amar phone problem hoyar karone, ami amar friender phone login kore coc game khelsilam, khela sese amar di ta amar friender phone thekeTarahura kore remove korte gia gamer profile remove korefelsi.

See it…..Google settings>play games>delete play games profile.
Plz Vai parle help korben, tahole donno thakbo.

    SMM Hasan vai, coc team amake ai sms reply dese, akhon ki ki answer debo plz help me

    Hello Al-amin Sarkar,

    Thanks for contacting us and playing Clash of Clans.

    It’s sad to hear that you have lost access to the village. Please do not worry, I am here to help you with this! However, as I tried to locate the account I am unable to find an account that matches your description.

    Kindly remember that due to privacy reasons, we don’t store information that allows us to identify players or their accounts (such as email addresses).

    In order to find an account in our system, we must rely solely on the accuracy of any information provided to us. Make sure to submit the following information with your message:

    1. Exact Village name
    2. Exact Clan name
    3. Exact Town Hall Level
    4. Exact XP Level
    5. Player Tag

    Please verify that this information is accurate!

    >> ONLY ANDROID << If you made a purchase on your lost account, you can also send us a Google Play Store receipt verifying that purchase. I can use this information to cross-reference with other data, speeding up the process.

    Hope to hear from you soon!

      এটা একটা automatic reply. আপনি যখন তাদের প্রথম এসএমএস পাঠান , তখন এটা আসে । এখানে আপনার village এর নাম, clan এর নাম, Town Hall এর level, Xp এর level এবং আপনার player tag জানতে চেয়েছে । এই তথ্যগুলি তাদের পাঠান, এই এসএমএস আসার আগে যদি পাঠিয়েও থাকেন তবুও আবার পাঠান । অবশ্যই কোন ভুল তথ্য দেবেন না । আশা করি বুঝতে পেরেছেন ।

    আপনি এই টিউনের নিয়মে আবেদন করলে আপনার আইডি ফেরত পাবেন ।

      SMM HASAN vai, thanks for response. Ami already kisu information pataise but COC team amar village khuje passe na. Je information gulo dete pare nai taholo PLAYER TAG and XP LEVEL. Akhon ki kora jai, vai plz aktu somoy deye help korben.

        ভাই, আপনার Player Tag আপনার আইডির নামের নিচেই থাকে । অন্য কারোর মোবাইল থেকে দেখুন, দেখতে অনেকটা এরকম #r37edgh37 । মনে রাখবেন প্রত্যেকটি player tag অনন্য হয় । অর্থাৎ একটির সাথে আরেকটি কখনোই মিলে না । আর xp level আপনার আইডির নামের পাশেই দেখবেন একটা সংখ্যা আছে । যেমনঃ 12/15/30/60/90 ইত্যাদি । ভালো করে লক্ষ্য করুন, আপনার নামের পাশেও একটা সংখ্যা রয়েছে । যে সংখ্যাটি সেখানে দেখতে পাবেন তাই আপনার xp level । আশা করি বুঝতে পেরেছেন । সমস্যা হলে জানাবেন ।

দয়া করে টিউমেন্টে স্প্যাম করবেন না ।

যদিও, আমি কককে ঘৃণা করি, তবু এটাকে ফিচার্ড দেখে ভাল লাগল। সবাই যেটা চায়, সেটাই তো নির্বাচিত হওয়ার দাবি রাখে, নয় কি?

Thank you vai apnar jonno amar clan ta bacchilo … ami je apnake ki bolbo khuje pacchi na .. karon ami onek late korchi thank you janaite … SORRY FOR THAT

আমার মাইক্রোসফট ফোনে গুগল প্লে সার্ভিস নাই , আমি কি ওই ভিলেজ এ কানেক্ট করতে পারবো ??

    আমি যতদুর জানতাম, windows phone এ খেলা যায় না এই গেম । আপনি কি android sdk setup করে গেম খেলছেন ??? নাকি কোনো emulator ব্যবহার করে খেলছেন ?? যেভাবেই করেন, play service অইভাবেই install করে নিন । দেরিতে রিপ্লাই করার জন্য দূঃখিত ।

Thank you for this awesome topic!

একটা FINLAND গেমইস টিউন নির্বাচিত ক্যাটাগরি যাই কিভাবে ? মানুষগুলো কেমন যানে হয়ে যাচ্ছে ।

    ভাই, আমি তো গেমটাকে promote করি নি ! এই গেম এর কিছু সমস্যা সমাধান এর চেষ্টা করেছি মাত্র । এটা সবার উপকারের জন্য, সম্পূর্ণ স্বার্থ ছাড়া । আশা করি বুঝতে পেরেছেন ।

xmod use korar karone village ban khaichi. etaki fire pauya possible ?

    ভাই, আমি খুবই দুঃখিত যে clash of clans এর নতুন Fairplay Policy অনুযায়ী ban হয়া village ফিরে পাওয়া যাবে না। তবে আরেকটা কথা, আপনার গেমে গেলে কি Permanent Ban লিখা আসে ?? নাকি নির্দিষ্ট period যেমন ৭ দিন, ১৪ দিন, ৩১ দিন ইত্যাদি ?? Permanent Ban না হলে ফিরে পাওয়া যাবে ।

      ৭ দিন , ১৮ দিন , ৩১ দিন হলে তো চিন্তাই করি না। পারমানেন্ট ব্যান।

sayedul sayem brother xmod ki vabe use kore bolba plz

    xmod ব্যবহার না করাই ভাল । তবে আপনি এই লিঙ্কে গিয়ে ব্যবহার এর বিস্তারিত নিয়ম পাবেন http://www.xmodgames.com > আপনার ফোন Android হলে android সিলেক্ট করুন উপরের Tutorial বাটন থেকে । আর ios হলে ios সিলেক্ট করুন । অখানে বিস্তারিত আছে ।

    xmod use করে কি আমার মত permanent ban খেতে চান নাকি? যদি চান তাহলে মাহমুদুল ভাই এর কথা মত কাজ করেন।

      সাইদুল ভাইয়া, আমি কিন্তু তাকে Xmode ব্যবহার করতে মানা করেছি । কিন্তু তারপরও, সে জানতে চেয়েছে তাই উপায়টা বলেছি আর কি ।

        আসলে আপনি ভুল বুঝেছেন। আমি এখানে আপনার দোষ দিয়ে কথাটা বলিনি। আমি বলতে চেয়েছি এর পরও যদি জানতে চায় তাহলে যেন আপনার ইন্সট্রাকশন অনুসারে কাজ করে।

          ভাই, আমি আপনার কথা বুঝতে পেরেছি, ভুল বুঝিনি । কথাটা পরিষ্কার করার জন্য বলেছিলাম 😀

আমার দুটো ৯ এর ভিলেজ আছে,দুটো ৮ এর।প্রায় মেক্স।৭ এর ও দুটো আছে মেক্স।
তবে এই খেলা আমি আর খেলতে চাইনা বলে ডিলেট করতে পারছিলাম না গেমটা।কোনো অফশন পাইনি।পরে জিমেইল থেকে ডাটা ক্লিয়ার করে দিয়েছি।নিশ্চয় তা আবার উদ্ধার করা যাবে আপনার এই পদ্ধতীতে? সব ইনফরমেশান দিতে পারবো।কেউ চাইলি আইডি গুলো নিতে পারে,আমি দিতে পারবো।আমার আর খেলার ইচ্চা নেই গেম। ধন্যবাদ আপনার টিউনের জন্য।যদি পুরোপুরি আমার ভিলেজ ডিলেট করার পদ্ধতী পেতাম ভালো হতো আমার জন্য।কোনো উপায় কি আছে ভাইয়া?

    প্রথমেই ৭ মাস পর reply দেয়ার জন্য আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আমি আশা করি আপনি এতদিনে আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তারপরও বলছি, হ্যা এই পদ্ধতীতেআবার উদ্ধার করা যাবে আপনার village গুলি (প্রায় দু-বছরের মত হলো গেমটি আর খেলা হয় না, এখন পরিবর্তন আসতে পারে যার সম্পর্কে আমি অবগত নই)। না ভাইয়া, আপনি পুরোপুরি village delete করতে পারবেন না। আপনার village গুলির তথ্য রয়েছে Supercell এর server এ। আর সেখান থেকে আপনার তথ্য মুছতে চাইলে তা এক মাত্র তারাই পারবেন। আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন।
    আপনার দিনটি শুভ হোক।

Vai Oshonngkho Dhonnobad.

vai ami amar gmail password vule gaci…ami amar coc id er gmail chang korbo apni je je information redy korte bolchen sob gula redy korchi sudhu 1ta informeton ami mone korte parchi na শেষ বার কখন খেলছি এই টা মনে নেই কারন 5/6 মাস হয় আমি জেমটা খেলি না।এখন আমি কি মেসেজ পাঠাতে পারি দয়া কোরে উওর টা দিলে অনেক উপকার হয়

ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে। ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd
.
এপটি ডাউনলোড করে দয়াকরে একটি হলেও এড পোস্ট করুন। অনেক খুশি হব। আগাম ধন্যবাদ…