সদ্য রিলিজ হওয়া Photoshop CC 2017 Illustrator CC 2017 সহ Adobe CC 2017 এর সবগুলো সফটওয়্যার ফুল ভার্সন ডাউনলোড করুন এখনই

টিউন বিভাগ নির্বাচিত
প্রকাশিত
জোসস করেছেন
Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা
————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এডোবি এর জনপ্রিয় প্রায় সবগুলো সফটওয়্যারের ফুল ভার্সন এর ডাইরেক্ট ডাউনলোড লিংক সম্বলিত আমার আজকের টিউন।

কম্পিউটার ব্যবহার করে কিন্তু এডোবির কোন সফটওয়্যারের নাম বলতে পারবে না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। কারন যারা কম্পিউটারে এক্সপার্ট এবং বিভিন্ন প্রফেশনাল কাজের সাথে সম্পৃক্ত তাদের এডোবির প্রোডাক্ট ছাড়া একটা মুহুর্তও চলে না। আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, ফ্ল্যাশ এবং ইনডিজাইনের কোন বিকল্প নেই। অনুরূপ ভাবে ওয়েব ডিজাইন করতে গেলেও এডোবি ফ্ল্যাশ কিংবা ড্রিমওয়েভার প্রয়োজন। এরকম পিডিএফ ফাইল থেকে শুরু করে প্রায় প্রত্যেকটি প্রফেশনাল কাজের সাথে এডোবির পণ্য জড়িত।

যে জিনিস যতো ভালো দাম তার একটু বেশিই। এ কারনে এডোবির এই প্রোডাক্ট গুলোর দাম প্রায় আমাদের সাধ্যের সীমার বায়রে। তাই টাকা দিয়ে কিনে এসব প্রোডাক্ট ব্যবহার করার মতো সামর্থ্য আমাদের নেই। কিন্তু এক মাসের ট্রায়াল হিসাবে সফটওয়্যারগুলো আমরা এডোবির নিজস্ব সাইট থেকে ডাউনলোড করতে পারবো। মানুষের নাকি একটা বদ অভ্যাস আছে! সেটা হলো মানুষকে বসতে দিলে শুতে চায়। আমরাও এক্ষেত্রে একই কাজটি করবো।

অর্থাৎ এডোবির নিজস্ব সাইট হতে ট্রায়াল ভার্সন ডাউনলোড করে মেডিসিন ফাইলের সাহায্যে ফুল ভার্সন করে ফেলবো। তবে আর দেরি কেন? পর্যাপ্ত ডাটা নিয়ে এখনি নেমে পড়ুন ডাউনলোডের প্রতিযোগিতায়। এবার সফটওয়্যারের দামের হিসাবে আপনাকে লাখোপতি বানিয়েই ছাড়বো। তবে যারা পুরাতন সফটওয়্যার ভালোবাসেন তাদের জন্য রয়েছে এর পূর্ববর্তী দুইটি ভার্সন নিয়ে আমার পূর্ববর্তী দুটি টিউন। সময় থাকলে নিচের লিঙ্ক থেকে টিউনগুলো সংগ্রহে রাখতে পারেন।

ডাউনলোড করুন এডোবির সব প্রোডাক্ট

এডোবি এর সবগুলো ভার্সনের ডাইরেক্ট ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে। এখন আপনার কাজ শুধু পছন্দ মতো প্রোডাক্ট ডাউনলোড করা। ডাউনলোডের ক্ষেত্রে পর্যাপ্ত ডাটা ব্যাকআপ নিয়ে ডাউনলোড শুরু করুন। কারন এখানে ছোট আকারের কোন ফাইল নেই।

ডাউনলোডের পূর্বে অবশ্যই যে কাজগুলো করতে হবেঃ

এডোবির এই সবগুলো প্রোডাক্ট ডাউনলোড করবো আমরা এডোবির নিজস্ব সাইট হতে। আর একারনে আপনার অবশ্যই একটি এডোবি ফ্রি-অ্যাকাউন্ট প্রয়োজন হবে। অ্যাডোবি অ্যাকাউন্ট ছাড়া আপনি যদি নিচের কোন লিংক ব্যবহার করেন সেক্ষেত্রে access denied অথবা অন্যান্য এরর মেসেজ দেখাবে। সুতরাং কোন প্রকার ঝামেলা ছাড়া সফটওয়্যারগুলো ডাউনলোড করতে নিচের নির্দেশনা অনুসরণ করুন।

  • টেবিলের যেকোন লিংকে প্রবেশ করার আগে প্রথমে এখানে ক্লিক করুন। এটা খুবই জরুরী একটি বিষয়। এটি না করলে access denied অথবা অন্য মেসেজ দেখবেন।
  • যদি আপনাকে এডোবি আইডি দিয়ে লগইন করতে বলে, তাহলে একটু সময় নিয়ে একটি অ্যাডোবি আইডি তৈরী করুন।
  • এডোবির প্রোডাক্ট ডাউনলোড করার জন্য তাঁরা আপনার কম্পিউটার ব্রাউজারে সেশন কুকি সেট করে দেয়। একারনে আপনার এডোবি আইডি তৈরী করাটা জরুরী।
  • এবার নিচের টেবিলের লিংকগুলো ব্যবহার করুন এবং নিশ্চিন্তে ডাউনলোড করুন। অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার পর্যাপ্ত ডাটা আছে কিনা।
Products ListWindows OSMac OS
Adobe Media Encoder CC (2017)Windows (64 bit)Mac OS (64 bit)
After Effects CC (2017)Windows (64 bit)Mac OS (64 bit)
Audition CC (2017)Windows (64 bit)Mac OS (64 bit)
Bridge CC (2017)Windows (32 bit) | Windows (64 bit)Mac OS (64 bit)
Illustrator CC (2017)Windows (32 bit) | Windows (64 bit)Mac OS (64 bit)
Photoshop CC (2017)Windows (32 bit) | Windows (64 bit)Mac OS (64 bit)
Premiere Pro CC (2017)Windows (64 bit)Mac OS (64 bit)
সফটওয়্যারগুলো সব জিপ ফাইল হিসাবে ডাউনলোড হবে। সুতরাং জিপ ফাইলগুলো আনজিপ করার জন্য WinRAR অথবা 7-Zip সফটওয়্যার দু’টির যেকোন একটি ব্যবহার করুন।

ইনস্টলেশন এবং একটিভেশন

আশা করছি আপনারা সফলভাবে ডাউনলোড নির্দেশনা মেনে সফটওয়্যারগুলোর জিপ ফাইল ডাউনলোড করতে পেরেছেন। এবার ডাউনলোড করা ফাইলগুলোকে ইনস্টল এবং একটিভেট করার পালা। তবে এবার আমরা ইনস্টলেশন এবং একটিভেশন প্রক্রিয়া একই সাথে শেষ করবো। তবে সব কিছু করার আগে আপনার প্রয়োজন হবে বরাবরের মতোই ফুল ভার্সন করার মেডিসিন ফাইল। নিচের ডাউনলোড লিংক থেকে এখনি মেডিসিন ফাইলটি ঝটপট ডাউনলোড করে নিন। মেডিসিন ফাইলের সাইজ মাত্র ১.৭১ মেগাবাইট। তাই  আপনারা যারা সফটওয়্যার ডাউনলোড করতে করতে ক্লান্ত হয়ে গেছেন তাদের আর বেশি কষ্ট করতে হবে না।

এডোবির সবগুলো প্রোডাক্টের জন্য  মেডিসিন ফাইল ডাউনলোড করুন
  • মেডিসিন ফাইল ডাউনলোড শেষ হলে কম্পিউটারের ইন্টারনেট কানেকশন বন্ধ করুন। এবং মেডিসিন ফাইলের ফেতরে থাকা Disable Activation.cmd ফাইলটি রান করুন। অথবা কম্পিউটারের ‍“C:\Windows\System32\drivers\etc” লোকেশনা থাকা Hosts ফাইলে নিচের লাইনগুলো যুক্ত করে দিন।

127.0.0.1 na1r.services.adobe.com
127.0.0.1 hlrcv.stage.adobe.com
127.0.0.1 lmlicenses.wip4.adobe.com
127.0.0.1 lm.licenses.adobe.com
127.0.0.1 activate.adobe.com
127.0.0.1 practivate.adobe.com

হোস্ট ফাইল কীভাবে এডিট করতে হয় সেটা না জানলে আমার নিচের টিউনগুলো এক নজরে দেখে নিন। হোস্ট ফাইল সম্পর্কে যাবতীয় তথ্য এবং এডিট করার সমস্ত প্রক্রিয়া আপনারা টিউন দুটি থেকে জানতে পারবেন।

এডোবির যেকোন সফটওয়্যার ইনস্টল এবং একটিভেশন

এডোবির প্রত্যেকটি সফটওয়্যারের ইনস্টল এবং একটিভেশন প্রক্রিয়া একই ধরনের হলেও এবারই প্রথম এডোবি তাদের সফটওয়্যারের ইনস্টলেশন প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন এনেছে। ফলে ইনস্টলেশন আগের চাইতেও সহজ হলেও ফুল ভার্সন করার প্রক্রিয়াটি সচরাচর সিস্টেমের চাইতে আলাদ। তবে চিন্তার কোন কারণ নেই, আমি তো আছিই আপনাদের সাথে। সচিত্র বর্ণনা সহকারে আমরা ধাপে ধাপে সফটওয়্যারগুলোকে ইনস্টল করবো। তবে ধরে ধরে প্রত্যেকটি সফটওয়্যারের ইনস্টলেশন প্রক্রিয়া না দেখিয়ে আমি বহুল ব্যবহৃত এডোবি ফটোশপ সিসি ২০১৭ ভার্সনটি একটিভ করে দেখাচ্ছি। আপনারা একই নিয়মে বাকিগুলোও একটিভেট করে ফেলবেন ইনশাল্লাহ্। তো চলুন শুরু করা যাক।

  • প্রথমে আপনার কম্পিউটারের ইন্টারনেট কানেকশন বন্ধ করে ফেলুন এবং ডাউনলোড করা জিপ ফাইল থেকে সেটাপ ফাইলটি রান করুন। নিচের চিত্রের মতো একটি সেটাপ উইন্ডোজ দেখতে পাবেন। যেখান থেকে সফটওয়্যারের নাম এবং ফাইল ভার্সনটি আপনার মনে রাখতে হবে। কারণ এই দুইটা জিনিস দিয়েই আমরা ইনস্টলেশন শেষে সফটওয়্যারটিকে ফুল ভার্সন করবো।

  • সফটওয়্যারটি ইনস্টল হতে কিছুক্ষণ সময় লাগবে। ধৈর্য্য ধরে অপেক্ষা করুন। ইনস্টলেশন শেষ হলে আপনাকে এডোবি আইডি দিয়ে সাইন ইন করতে বলবে। কিন্তু আপনি চিত্রে নির্দেশিত সাইন ইন লেটার বাটন প্রেস করে বিষয়টা এড়িয়ে যাবেন।

  • এবার আসবে আসল কাহিনী, তবে চিন্তা ভাবনা ছাড়ায় ট্রায়াল বাটন প্রেস করুন এবং প্রথমবারের মতো এডোবি ফটোশপ সিসি ২০১৭ দর্শন করুন।

  • মন জুড়িয়ে গেলে এবার ধীরে সুস্থে একটিভেশন অভিযানে নেমে পড়তে হবে। ডাউন করা মেডিসিন ফাইল নিয়ে প্রস্তুত আছেন তো এডোবি বোদ্ধারা?

  • এবার সফটওয়্যারটি ক্লোজ করে আমার দেওয়া মেডিসিন ফাইলটিকে এডমিন হিসাবে রান করুন। তারপর মেডিসিন ফাইল ওপেন হলে নিচের চিত্রের মতো করে প্রথম ড্রপ ডাউন মেনু থেকে এডোবি ফটোশপ সিসি অপশনটি সিলেক্ট করুন। এবার হবে আসল খেলা, দ্বিতীয় চিত্রে চিহিৃত অংশগুলোতে ইনস্টলেশনের সময় দেখা সফটওয়্যারের নাম ও ভার্সন লিখে ফেলুন (আগে থেকে যা থাকবে সেটাকেই এডিট করতে হবে)।

 

  • এখন ইনস্টল বাটনে ক্লিক করলে নিচের মতো amtlib.dll ফাইলটি দেখিয়ে দিতে বলবে যা আমরা সফটওয়্যারটির ইনস্টলেশন ডিরেক্টরিতে (C:\Program Files\Adobe\Adobe Photoshop CC 2017) পাবো। এবার ফাইলটি ওপেন করলেই আপনার কাজ শেষ।

  • নোটপ্যাডে যাই লেখা আসুক সেটা ক্লোজ করে সফটওয়্যারটি ওপেন করুন আর দেখুন মজা। আপনার সফটওয়্যারটি একটিভেট হয়ে গেছে।

আশা করছি শেষ পর্যন্ত আপনি সফলভাবে সফটওয়্যারটি ফুল ভার্সন ইনস্টল করতে পেরেছেন। আর আমিও সফলভাবে টেকটিউনসে তৃতীয়বারের মতো এডোবির সবগুলো সফটওয়্যার নিয়ে আমার তৃতীয় টিউনটি শেষ করলাম। টিউনটি থেকে আপনারা উপকৃত হলেই শত ব্যস্ততার মাঝে একটু সময় বের করার কষ্টটুকু লাঘব হবে।

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর টিউনটিকে মৌলিক মনে হলে এবং নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন দিতে ভুলে যাবে না যেন। সর্বশেষ যে কথাটি বলবো, আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ

➡ ইমেইলে আমার সকল টিউনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুনঃ টেকটিউনস » সানিম মাহবীর ফাহাদ 🙄

FB PageProfileTwitterLinkedInGPlusSubscriptionMail

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

আস সালামু আলাইকুম ফাহাদ ভাই। আনেকদিন পর টেকটিউন্সে আপনার টিউন পেলাম। আপানার টিউন সব সময়ই ভালো।আজকে আপনি যে টিউনটা করেছেন তা আমার জন্য বিশেষ দরকারি।আমি আপনার কাছে জানতে চাচ্ছি এডোবি কোম্পানির ইলাস্ট্রেটর,ফটোশপ,ড্রিম উয়েভার ইত্যাদি সফটওয়্যার গুলোকে পোর্টেবল সফটওয়্যারে রুপান্তর করা যাবে? আপনার কাছে আমার আবেদন আপনি পোর্টেবল সফটওয়্যার বানানোর উপর টিউন করুন।

    ধন্যবাদ ভাই, সময় পেলে অবশ্যই এ বিষয়ে টিউন করবো। তবে টেকটিউনসে খুঁজলে পেয়ে যেতে পারেন আপনার কাঙ্খিত টিউন।

Level 0

medicine.exe eta kotai teke download korbo?

খুব সুন্দর হয়েছে, এই রকমই টিউনস খুঁজছিলাম।

ধন্যবাদ ফাহাদ ভাই, আপনাকে। অনেকদিন পর আপনার টিউন দেখে ভালো লাগলো।

আচ্ছা ভাই medicine.exe দিয়ে কি cs6 activate করা যাবে??

১ মাস যাবত এইরকম একটা টিউন খুজেছি, আজ পেলাম , , ধন্যবাদ

Level New

Where is dreamweaver link ? plz provide

    এডোবির ওয়েব সাইটে যে কয়টা পাওয়া গেছে সবগুলোই দিয়েছি। ড্রিমওয়েভার মনে হয় আপডেট ভার্সন ছাড়েনি।

ধন্যবাদ ফাহাদ ভাই, টিউন না পড়েই আগে টিউনামেন্ট করলাম অনেক দিন পরে আপনার টিউন পেয়ে।

ভাই, শুধু কি ৬৪ বিটের জন্য। এক্সপিতে কি ব্যবহার করা যবে?

    এক্সপির ব্যাপারটা বলতে পারছি না। তবে এডোবির ২০১৭ ভার্সন ২০০৩ সালের এক্সপির জন্য কতোটা ভালো হবে সেটা নিজেই বুঝতে পারবেন।

অসাধারন!

ভাই আমি ডাউনলোড করতে গেলে ”an error occurred while creating security connection to download” আসতাছে।

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য। আপনি বোধহয় ধরেই নিয়েছেন এই সফটওয়ারটি পূর্বের মত হবে। কিন্তু এটির ইনিস্টল প্রক্রিয়া সম্পূর্ন ভিন্ন। আমি ৭/৮ বার ট্রাই করেছি কিন্তু পারি নাই। সেটাপ ফাইল রান করার পর থেকে আপনার ছবির সাথে ইনিস্টল প্রক্রিয়া মেলে না। ট্রায়াল ভার্শন ইনিস্টল হয়। অাপনার স্কিন শট করে রেখেছিলাম কিন্তু দিতে পারলাম না। আমার কথা নেতিবাচক ভাবে নিবেন না।

    টিউন আপডেট করা হয়েছে। আসলে খুব তাড়াহুড়া করে টিউনটি করে ফেলছিলাম। আমার ধারনাই ছিলো না এডোবি এবার নতুন সিস্টেম করেছে ইনস্টলেশনের। তাই আপনাদের অনেক ভোগান্তিতে পড়তে হলো। আমি এর জন্য আন্তরিক ভাবে ক্ষমা চাচ্ছি। টেকটিউনসের পাশেই থাকবেন।

খুবই সুন্দর ভ‍াই, এই সফটও্য়্যার গুলো খুব দরকারি খুব ভাল পোষ্ট

সকলের সুবিধার জন্য ফাইল গুলো গুগল ড্রাইভে আপলোড করে দিলাম, আর ডাউনলোড নিয়ে ঝামেলা হবে না, 🙂
http://bit.ly/2gbhKbT

তবে ভাই, এবারের ভার্সন গুলোর এক্টিভেসন সিস্টেম কিন্তু আপনার পোস্টের মতো নয়, আশা করি আপডেট করবেন 🙂
ধন্যবাদ 🙂

    টিউন আপডেট করা হয়েছে। আসলে খুব তাড়াহুড়া করে টিউনটি করে ফেলছিলাম। আমার ধারনাই ছিলো না এডোবি এবার নতুন সিস্টেম করেছে ইনস্টলেশনের। তাই আপনাদের অনেক ভোগান্তিতে পড়তে হলো। আমি এর জন্য আন্তরিক ভাবে ক্ষমা চাচ্ছি। টেকটিউনসের পাশেই থাকবেন।

Level 0

তাহমিদ বোরহান ভাই, আপনি কি সফটওয়ার গুলো একটিভ করতে পেরেছেন?? পারলে সিস্টেমটা জানান। ফাহাদ ভাই তো কোন রেসপন্স করছে না।

    টিউন আপডেট করা হয়েছে। আসলে খুব তাড়াহুড়া করে টিউনটি করে ফেলছিলাম। আমার ধারনাই ছিলো না এডোবি এবার নতুন সিস্টেম করেছে ইনস্টলেশনের। তাই আপনাদের অনেক ভোগান্তিতে পড়তে হলো। আমি এর জন্য আন্তরিক ভাবে ক্ষমা চাচ্ছি। টেকটিউনসের পাশেই থাকবেন।

    Tune Updated 🙂

ভাইয়া আমাকে Adobe Illustrator cs6 এর সিরিয়াল Key দিতে পারবেন

    সিরিয়াল KEY দিয়ে একটিভ করতে পারবেন না। এই টিউনে আমার বিগত এডোবি ভার্সনগুলোর ক্র্যাক দিয়ে Adobe Illustrator cs6 একটিভেট করতে পারবেন।

তবে ভাই, এবারের ভার্সন গুলোর এক্টিভেসন সিস্টেম কিন্তু আপনার পোস্টের মতো নয়, আশা করি আপডেট করবেন 🙂
ধন্যবাদ 🙂

    টিউন আপডেট করা হয়েছে। আসলে খুব তাড়াহুড়া করে টিউনটি করে ফেলছিলাম। আমার ধারনাই ছিলো না এডোবি এবার নতুন সিস্টেম করেছে ইনস্টলেশনের। তাই আপনাদের অনেক ভোগান্তিতে পড়তে হলো। আমি এর জন্য আন্তরিক ভাবে ক্ষমা চাচ্ছি। টেকটিউনসের পাশেই থাকবেন।

ভাই, আপনার পোষ্টটি অতিব গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট করার প্রয়োজনীতা অনুভব করে প্রায় অনেক দিন পর কমেন্ট করার জন্য সাইন ইন করলাম। আমি অলরেডি সিসি 2017 ব্যবহার করছি… তবে সাইন ইন মাঝে মাঝে আসলে তা কেন্সেল করে দিচ্ছি কিন্তু কতদিন ব্যবহার করতে পারবো বলতে পারছি না। কারণ আপনার দেখানো সিসটেম থেকে সিসি 2017 সম্পূর্ণ আলাদা। আপনি হয়তো লক্ষ করেছেন উপরে অনেকেই আপডেট করার জন্য বলেছে। আমিও অনুরোধ করছি। আল্লাহর কাছে আপনার জন্য উত্তম জাযাহ্ কামনা করছি।

    টিউন আপডেট করা হয়েছে। আসলে খুব তাড়াহুড়া করে টিউনটি করে ফেলছিলাম। আমার ধারনাই ছিলো না এডোবি এবার নতুন সিস্টেম করেছে ইনস্টলেশনের। তাই আপনাদের অনেক ভোগান্তিতে পড়তে হলো। আমি এর জন্য আন্তরিক ভাবে ক্ষমা চাচ্ছি। টেকটিউনসের পাশেই থাকবেন।

      অনেক ধন্যবাদ। আপনারা আছেন বলেই টিকটিউনসের কদর আছে। আসি আপনাদের সাক্ষাতের জন্যই। যদিও নিরবেই সব নিয়ে নেই। ধন্যবাদ দেওয়ার সময় কোথায়? কিন্তু ভাবলাম এ অন্যায়… যার নিকট থেকে উপকৃত হলাম তাকেতো অন্তত ধন্যবাদ না বললেই নয়। আবারো ধন্যবাদ। আপনার আপডেট থেকে পুরোপুরিই উপকৃত হলাম।

Level 0

বড় বড় ২ টা ধন্যবাদ ভাই 🙂

আসসালামু আলাইকুম ফাহাদ ভাই

অনেক কষ্টে আপনার সর্বশেষ টেকটিউনস পোষ্ট দেখে খুবই খুশি হয়ে এডবি ফটোশপ ১ জিবির ফাইল নামাতে গিয়ে আমার ২ জিবির উপরে শেষ হয়ে গিয়েছে তাতে কোন আপসোস নেই কিন্তু ভাই কিছুতেই এক্টিভ করতে পারছি না :’( দয়া করে এই ছোট ভাইরে যদি বলে দিতেন কিভাবে এক্টিভ করবো তাহলে খুবই উপকৃত হতাম। টিউনে দেয়া টিউটোরিয়ালের সিস্টেম এখন আর নাই এখন সিস্টেম প্রক্রিয়া ভিন্ন তাই পারছি না প্লিজ ভাই কিছু করেন নয়তো পুরো জিবিগুলা আমার বরবাদ

    টিউন আপডেট করা হয়েছে। আসলে খুব তাড়াহুড়া করে টিউনটি করে ফেলছিলাম। আমার ধারনাই ছিলো না এডোবি এবার নতুন সিস্টেম করেছে ইনস্টলেশনের। তাই আপনাদের অনেক ভোগান্তিতে পড়তে হলো। আমি এর জন্য আন্তরিক ভাবে ক্ষমা চাচ্ছি। টেকটিউনসের পাশেই থাকবেন।

Vai Portable Version nai….?Specially Photoshop ar…!

    আমি অফিশিয়াল সাইট থেকে লিঙ্কগুলো দিয়েছি। পোর্টেবল সফটওয়্যার খুঁজে দেখবেন গুগলে।

ধন্যবাদ বড় ভাই

ফটোশপ, ইলেস্ট্রেটর, ব্রিজ আপনার টিউন থেকেই নামাই সবসময়। অনেক ধন্যবাদ।

আপনাকে অনেক ধন্যবাদ দাদা ।

Level 0

আপনার Medicine zip file টি open হয় না।

vaia official site theke ai download link gula ber korar upay ki. ? ami sony vagas download dite chacci official site theke. janaben please

    লিঙ্কের উপর মাউসের রাইট ক্লিক করে কপি লিঙ্ক এড্রেস দিলেই লিঙ্ক কপি হয়ে যাবে।

আসসালামু আলাইকুম ফাহাদ ভাই

অনেক সুন্দর হয়েছে, এই রকমই টিউনস খুঁজছিলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই..
DownLoad running………………..

অনেক ধন্যবাদ ভাই ফুল ভারসন করকত পারছি, ভাই সিখার কোন ভিডিও লিংক তাকলে দিবেন প্লিজ

Level 0

Host File does’t saved . What to do ?

    সেইভ হয়নি কারণ আপনি এডমিনিস্ট্র্যাটর হিসাবে নোটপ্যাডকে রান করেননি।

      Level 0

      এডমিনিস্ট্র্যাটর হিসাবে নোটপ্যাডকে রান করালেও কাজ হয় না।

        Level 0

        C:\Program Files\Adobe\Adobe Illustrator CC 2017\Support Files\Contents\Windows\amtlib.dll (To be open)

প্রিয় টিউনার ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।

    টেকটিউনস এর কাছে আমার সাথে যোগাযোগের সকল তথ্যই তো আছে। তারপরেও নতুন করে আবার কেন?

    তবুও দিলাম আরেকবার!

Fahad vai, Windows notun kore install korar por r activate korte parsi na…etar ki solution ase vai..medicine er .dll file t r khuje passi na.

    টিউনে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই ট্রাই করুন। কিছু একটা ভুল করেছেন সেটা বুঝা যায়। আবার প্রথম থেকে করুন। কাজ হবে ইনশাল্লাহ্।

boss you have done a great job, for MAC , will you please make the solution, the medicine file , what will be the solution. please if you help me , i will be greatfull

    টরেন্ট সাইটগুলোতে ম্যাক এর জন্য অনেক মেডিসিন আছে। পরিচিত আপলোডার দেখে একটা ডাউনলোড করে নিয়েন।

খুব সুন্দর পোস্ট। অনেক উপকার হলো। আপনাকে অনেক ধন্যবাদ !!!

ভাই আপনাকে ধন্যবাদ দিচ্ছি কারণ আপনার লিংক বরাবর। আর অভিযোগ করি থ্রীডি কাজ করে না তাই। থ্রীডির জন্য যদি একঠা টিউন করতেন খুব খুশী হতাম। থ্রীডির আশায় অনেক গুলো ফাইল ডাউনলোড করেছি।

    থ্রিডি কাজ করে না এর পেছনে কারণ আছে। আপনি ট্রায়াল হিসাবে প্রথমে চালাবেন। তারপরে একটিভেট করবেন। না চালিয়ে ক্র্যাক করলে অনেক সময় থ্রিডি কাজ করে না।

      ভাই ‍আমি ফটোশপ ৬দিন চালানোর পর ক্র্যাক করেছি কিন্তু থ্রীজি এবং নতুন যে প্লাগিন এড হইছে এগুলো কাজ করে না। জানি না আপনার কাজ করছে কি না? যদি আপনার কাজ করে তবে আমার কেন করবে না। আমি ২টা পিসি তে ট্রাই করেছি।

আচ্ছালামু আলাইকুম। ঈদ মোবারক ভাই। ফটোশোপ সিসি তে কোন ঝামেলা না করলেও ইলাস্ট্রেটর সিসি তে একটিভেশন নিয়ে ঝামেলায় পড়েছি, এটার কোন সল্যুশন থাকলে দয়া করে জানালে কৃতজ্ঞ থাকবো। ইলাস্ট্রেটর সিসি ইনস্টল করার পরে 07 ডেস ট্রাইল আসছে না অবশ্য আমি আগে একবার ইনস্টল করেছিলাম এবং দেখেছিলাম একটিভেশন হয়েছে কিন্তু ৭ দিন পর থেকে আমাকে পারসেজ এর জন্য নোটিস করে এবং প্রোপারলি ওপেন হয়না। তারপর এটাকে আনইনস্টল করে আবার ইনস্টল করার চেষ্টা করলে আর একটিভেশন করতে পারছি না। এখন শুধু এই মেসেজ আসছে “YOUR TRIAL HAS EXPIRED”.

ওকে ধন্যবাদ ফাহাদ ভাই একটিভেশন করে ফেলেছি।

After Effects CC ১৩২ বিটের জন্য দিলে খুব উপকৃত হতাম। আমি ১৬৪ বিটের After Effects CC ডাউনলোড করেছি কিন্তু ইনস্টল হয়নি।

ধন্যবাদ।

    দুঃখিত ভাই, আমি আমার ছোট্ট জীবনে এডোবি আফটার ইফেক্ট সিসি ১৩২ বিটের জন্য দেখিনি এবং এরকম যে হয় তাও জানতাম না। যদি কোনদিন পাই তাহলে আপলোড করা হবে।

      Level New

      ha ha ha, vai apnar uttor ta sune onek hasi pelo. amader jibone ki 132 bit er (desktop) software dekhte pabo?

2017 ইন্সটল দিতে হলে কি আগের ভার্সন গুলোর কি করব?

    আপনার যা ইচ্ছে তাই করতে পারেন। রেখেও দিতে পারেন আবার রিমুভও করতে পারেন।

Indesign CC x64 টার লিংক দিলে ভালো হয় ।

    ফাইলগুলোর জন্য এডোবির অফিশিয়াল সাইটের ডাউনলোড লিংক ব্যবহার করা হয়েছে। এডোবি যেটা দেয়নি সেটা আমিও দিতে পারিনি। দুঃখিত।

Vai Illustrator CC (2017) Windows (32 bit) ar jonno ar vitorer file gulo ki thik ache??? Ami kono “setup” file khuje pai nai. Aktu kosto kore dekhben ki???

    ফাইলগুলোর জন্য এডোবির অফিশিয়াল সাইটের ডাউনলোড লিংক ব্যবহার করা হয়েছে। এখানে ফাইলগুলো আমি ব্যক্তিগত ভাবে আপলোড করিনি। তাই সকল দায়ভার এডোবির।

Thank You so Much Vaiyaa! 🙂

Thank You Brother

“” the program can’t start because api-ms-win-crt-runtime-l1-1-0.dll is missing from your computer “” অ্যাডোবি ইলস্ট্রেটর ইনস্টল করার সময় দ্বিতীয় স্টেপটি কম্প্লিট করার শেষে আমাকে এই মেসেজটি প্রোভাইড করছে । কি করা যেতে পারে, পরামর্শ পেলে উপকৃত হব ।অগ্রিম ধন্যবাদ @সানিম-ভাই।

Level 0

ভাইয়া Adobe Livecycle Designer এর ডাউনলোড লিংকটা দেয়া যাবে???

    যেগুলো দেওয়ার মতো ছিলো সেগুলো দিয়েছি। অন্যগুলো আপনাকে খুঁজে নিতে হবে। দুঃখিত।

Vaiya apner dekhano step gulo follow kore Adobe Photoshop CC successfully activate koreci……kintu Adobe Illustrator activate hocce na r amtlib.dll ai file ti adobe illustrator a nei….tai ami adobe photoshop thek amtlib.dll file ti copy kore adobe illustrator a diyecilam….tap activate holo na 🙁

    টিউনটি ভালোমতো পড়ে তারপর ইনস্টল করুন। এবং অবশ্যই এডোবি ইলাস্ট্রেটর এর ভার্সন খেয়াল করে একটিভেট করবেন। ধন্যবাদ

ভাই, Medicine.zip file টা Virustotal.com এ result এটা দেখাচ্ছে। https://www.virustotal.com/en/file/b237d662780046baefc3ba0d7350c20d154deae9a6cc91c932030291f639bd89/analysis/ 🙁 একটু চিন্তিত।

    যতো মেডিসিন ফাইল আছে সবগুলো ভাইরাস পজেটিভ। সুতরাং একটু রিস্ক নিয়ে ডাউনলোড করে ফেলুন। বাংলাদেশে থাকলে এতো কিছু ভাবলে চলে না।

khub sundor post vai

এডোবির সবগুলো প্রোডাক্টের জন্য মেডিসিন ফাইল mediafire
http://viahold.com/7iq

Many many thanks.

Level 0

Host file doesn’t save.

you have youtube account and website please send me

সানিম মাহবীর ফাহাদ ভাইয়া আমি মেডিসিন ফাইলটা না্মাতে পারছিনা। একটু হেল্প করেন

http://www.muftimahbub.com সাইটটি ভিডিট করতে পারেন। আশা করা যায় ইসলামের পথে চলতে আপনার সহায়তা করবে।

    ইসলামের পথে চলার জন্য সাইট ভিজিট করতে হবে কেন? কোরআন হাদিস পড়লেই তো হলো। ইসলামের নামে স্প্যামিং থেকে বিরত থাকুন।

আমি জানি না বোকামি করলাম নাকি , দোয়া করে জানাবেন , আমি ম্যাক ইউজ করি , adobe photoshop দিছি unintall করে এখন তো আর install করতে পারছি না, এখন install করার জন্য কি করতে পারি

    ভেতরে কোন আগের ফাইল আছে কিনা চেক করুন। থাকলে সব ডিলেট করে আবার চেষ্টা করুন। ধন্যবাদ

আমি এডোবি ফটোসপের 2017 ভার্সন আজীবন ইন্সটল করছি কিন্তু, ইলুস্ট্রেটর টা পাচ্ছিনা। সরাসরি কেনার কথা বলে। কিভাবে ডাউনলোড করব????

    ডাউনলোড লিঙ্ক তো ঠিকই আছে। তবুও এখানে কাজ না করলে টরেন্ট থেকে ডাউনলোড করুন। ধন্যবাদ।

আসসালামু আলাইকুম। ভাই আপনার দেওয়া টেকটিউন্সের পোস্ট অনুযাই adobe Photoshop cc 2017 install করার লাইসেন্স এগ্রিমেন্টের বড় ডাইলগ বক্স আসলে আমি সেটা quite করে দিই তারপর মেডিসিন সফটওয়্যার ইনস্টল করার সময় adobe Photoshop cc 2017 আর18.0.0 না লিখেই ইনস্টল করে ফেলি। তার পরে Photoshop চালু করার পর পয়েন্টার ২-৫ সেকেন্ট পর পর ছার্স হচ্ছে। পুনুরাই আনইস্টল করে ইন্সটল করলাম।আবরও ইনস্টলের শেষে লাইসেন্স এগ্রিমেন্টের বড় ডাইলগ বক্স আসলে আমি সেটা quite করে দিই। তার পরে মেডিসিন সফটওয়্যার রিইনস্টল করার পরেও পয়েন্টারের ওখানে থেকে অটো সার্স হচ্ছে প্লিজ সমাধান কি বলবেন?

Level New

this tune is not genuine.please,make a great tunes by open source graphic designing software which are alternative of adobe software.thanks for your sensation to true blogging life.thanks everybody.

    পরামর্শের জন্য ধন্যবাদ। ফটোশপের বিকল্প এমন কোন সফটওয়্যার কি আদৌ আছে? আমি অনেকগুলো সফটওয়্যার ট্রাই করেছি কিন্তু ফটোশপের মতো অন্য কিছু পাইনি। তবে পাইরেটেড সফটওয়্যার নিয়ে লেখা আমি অনেক আগেই ছেড়ে দিছি। আপনি আমার সর্বশেষ টিউনগুলো দেখলে সেটা বুঝতে পারতেন।

মেডিসিন ফাইলটা ডাউনলোড করতে পারছি না

Illustrator set up করলে Your trial has expired দেখায় কি করব?/

    কোথায় কী দেখাচ্ছে সেটা বড় কথা না। আপনি চোখ বন্ধ করে টিউনে উল্লেখিত নির্দেশনা মেনে কাজ করুন। একটিভেট হয়ে যাবে।

After Effects CC (2017) win 7 32bit nai vai ?

After effects cc 2017 er medicine file e ki likhte hobe??

Medicine file download hoi na. link konta?

the program can’t start because api-ms-win-crt-runtime-l1-1-0.dll is missing from your computer “” অ্যাডোবি ইলস্ট্রেটর ইনস্টল করার শেষে আমাকে এই মেসেজটি প্রোভাইড করছে । কি করা যেতে পারে??? please help

bhai amar pc core i3 ram 4 gb ete ei software gula kemon cholbe?

Level 0

amtlib.dll ফাইলটি এই ডিরেক্টরিতে (C:\Program Files\Adobe\Adobe Photoshop CC 2017) পাওয়া যায় না। নীচের ডিরেক্টরি অনুযায়ী পাওয়া যায়-
C:\Program Files\Adobe\Adobe Illustrator CC 2017\Support Files\Contents\Windows\amtlib.dll (To be open)

    হা হা হা, মজা পাইলাম ভাই। আমি কী সফটওয়্যার দেখাইছি আর আপনি কোনটা দেখাইলেন?

ভাই আমার Adobe Lightroom Classic CC 7.0 টা কোনো ভাবেই একটিভ করতে পারতেসি না। আসা করি এই ব্যাপারে আপনার সহায়তা পাব।

After Effect ডাউনলোড হচ্ছেনা । Please Fix This Prob, Thanks.

Vaia, medicine.exe er link e kicu nai. Ektu clear korben please?? Thank You

এটা কি আগের করা পোষ্ট ? এডোব ২০১৮ এর এক্টিভেট্র আছে আপনার কাছে?

আপনার এই টিউন আমার পথ চলাকে সহজ করে দিয়েছে। ধন্যবাদ #সানিম_মাহবীর_ফাহাদ ভাই

vhaiya, illustrator ta ki vaby install corbo?

এই মেডিসিন দিয়ে ফটোশপ এক্টিভ করতে পেরেছি কিন্তু ইলাস্টেটর এক্টিভ হচ্ছে না। এখন কী করতে পা্রি?

ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে। ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd
.
এপটি ডাউনলোড করে দয়াকরে একটি হলেও এড পোস্ট করুন। অনেক খুশি হব। আগাম ধন্যবাদ…

ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য