সবাই কে আমার সালাম জানিয়ে আজকের লেখা শুরু করলাম। ত সবাই কেমন আছেন, মনে হয় ভাল। আমি ভালই আছি। এখন একদম ফ্রী। ১৬ ডিসেম্বর থেকে আমার ১ মাসে জন্য ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ পাওয়া প্লান্ট attachment শুরু হচ্ছে, তাই এই কয় দিনে একটু বেশি বেশি লিখে নেই না কি বলেন আপনারা?
আজ কে আর আমার লেখার বিষয় টা একটূ অন্য রকম, হয় ত এই ব্লগ এর কেটাগোরি সাথে মিলে না, তবে এই লেখা থেকে হয়তবা কোন দিন কার কোন উপকার হতে পারে। আমার লেখার মুল বিষয় ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা। তবে আপনারা ভাব বেন না আমি কোন ডাক্তার বা আমার বাবা মা ডাক্তার। আসলে আজ থেকে ২ বছর আগে আমি যখন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারং এর ২য় সেমিস্টার এ তখন আমাদের এই ফার্স্ট এইডবা প্রাথমিক চিকিৎসা একটা ভাল ধারনা দেয়া হয়ে ছিল। তাতে আমাদের শেখানো হয়েছি বৈদ্যুতিক Shock, সাপ দংশন, এবং আগুনে পুড়লে প্রাথমিক করনিয় বা প্রাথমিক চিকিৎসা কি দিতে হবে। যাই হোক এটা আমাদের সাবজেক্ট এর বহির্ভুত ছিল তবে আমি এর কোন ক্লাস মিস দেই নাই এবং খুবেই মনযোগ দিয়ে শিখে ছিলাম। তবে আসুন জানি ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা মুলত কি এবং বৈদ্যুতিক Shock, সাপ দংশন, এবং আগুনে পুড়লে প্রাথমিক ভাবে কি করতে হবে বা প্রাথমিক চিকিৎসা কি দিতে হবে।
আপনার নিজ বাড়ির আশেপাশে বা পথে চলার সময় এমন কি কর্ম ক্ষেত্রে হঠাৎ করেই নানা দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনা কবলিত মানুষদের পাশে দারা বা এগিয়ে যাওয়া একজন সুনাগরিক এর কর্তব্য। তবে এই কাজ করা জন্য থাকে হবে আন্তরিকতা এবং ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা ধারনা। ডাক্তার আসার আগে আহত কোন ব্যক্তিকে আরোগ্যের পথ সুগম করা ও যাতে অবস্থার অবনতি না ঘটে তার ব্যবস্থা করাকে ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা বলে। কোন আহত ব্যক্তিকে ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় আপনাকে কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হবে যেমন
এবার আসি আজকে আমি বৈদ্যুতিক Shock খেলে সাপ দংশন এবং আগুন পুড়লে ফার্স্ট এইড প্রাথমিক চিকিৎসা হবে তাই আলোচনা করবো। আগেই বলে রাখি আমি কোন ডাক্তার না, আমি যতটূকু শিখেছি ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করবো। ত আর কথা না বাড়িয়ে আজকে ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা কি সেটা জেনে নেই।
বিদ্যুৎ প্রবাহ আছে এমন কোন খোলা তারের সংস্পর্শে এলে যেকোন ব্যক্তি এর দেহে বিদ্যুতায়ন হয়ে অনেক বড় আঘাত সৃস্টি করে। যার ফলে সেই ব্যক্তির আহত হয় বা তার মৃত্যু হয়। আর এই রকম ঘটনা এখন অনেক বেরে গেছে। আর এই ঘটনা গুলো সংগঠিত হয়ার প্রধান কারন অবহেলা বা অসাবধানতা।
এ ধরনের ঘটনা হলে আপনার সামনে সংঠিত হলে আপনি কি করবেন? হ্যা এ সময় ঘাবরে না গিয়ে মাথা ঠান্ডা রেখে আপনার উপস্থিত বুদ্ধি দিয়ে সেই দুর্ঘটনা কবলিত ব্যক্তি আপনি রক্ষা করতে পারেন। বিদ্যুতায়ন হয়া ব্যক্তিকে রক্ষার করার লক্ষ্যে প্রথমেই আপনাকে মেইন সুইচ খুঁজে বের করতে হবে এবং সুইজ অফ করতে হবে মেইন সুইজ পাওয়া না গেলে কোন শুকনো লাঠি দিয়ে বা কোন শুকনো কাঠ দিয়ে ধাক্কা দিয়ে তার হয়ে ব্যক্তিকে তার হতে বিছিন্ন করুন অথবা আপনার আশেপাশে কোন রাবারের গ্লাভস বা জুতা থাকলে তা পরে তা দিয়ে ধাক্কা দিয়ে দুর্ঘটনা কবলিত ব্যক্তি তার হতে বিছিন্ন করুন করুন।
এবং এ সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনি কখন খালি হাতে বিদ্যুতায়ন হয়া ব্যক্তিকে স্পর্শ করবে না, যদি করে এতে আপনাকে দেহে বিদ্যুতায়ন হয়ে যাবে। এ সময় নিচের ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা গুলো দিতে ভুলবেন না যথা,
আর বিস্তারিত জানতে নিচের লিঙ্ক গুলো দেখতে পারেন
সাপ দংশন করলে ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা কি হবে?
সাপ প্রকৃতপক্ষে মানুষ শিকার করে না এবং সাপকে কোনো কারণে উত্তেজিত করা না হলে বা সাপ আঘাতগ্রস্থ না হলে তারা মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে। মানুষ যত টা সাপ কে ভয় খায় ঠিক ততটাই সাপ মানুষ কে ভয় খায়। ব্যাতিক্রম ছাড়া কনস্ট্রিক্টর ও বিষহীন সাপগুলো মানুষের জন্য কোনো হুমকি নয়। বিষহীন সাপের কামড় মানুষের জন্য ক্ষতিকর নয়, কারণ তাদের দাঁত মূলত কোন কিছু আঁকড়ে ধরা ও ধরে রাখার মতো।
বিষধর সাপ দংশনের লক্ষণগুলো হচ্ছে বমি, মাথাঘোরা, কামড়ানোর স্খানে ফোলা, রক্তচাপ কমে যাওয়া, চোখে ডাবল দেখা, ঘাড়ের মাংসপেশী অবশ হয়ে ঘাড় পেছনের দিকে হেলে পড়া, আর কাটা দাগ থেকেও আপনি বুঝতে পারবেন দংশন করা সাপ টি বিষধর না যদি সাপের কামড়ানো জায়গায় প্রায় এক ইঞ্চি ব্যবধানে দাতের চিহ্ন দেখা যায়, মাঝে মাঝে কাটা স্থান অনেক স্পস্ট হয়, এরকম হলে আপনাকে বুঝে নিতে হবে কোন বিষধর সাপ দংশন করেছে। আর যদি কামড়ের দাগ অধিক বা খাড়া বা অধিক চন্দ্রাকার হয় তবে এই সাপ টা বিষধর নয়। সাপ দংশন করার পর আপনার ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা কি হবে তা নিন্মে আলোচনা করা হল।
আর বিস্তারিত জানতে নিচের লিঙ্ক গুলো দেখতে পারেন
আগুনে যে ভাবেই দাহ হোক না কেন প্রতিক্রিয়া একই হয়। যে জায়গায় পুড়ে যায় সেখানে অনেক জালা করে, পুড়ে যাওয়া স্থান লাল হয়ে যায়, ফোস্কা পড়ে, এর ফলে আমাদের দেহে যে তন্তু গুলো আছে তা ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ভীষন মাথা ব্যাথা হয়। তাই এ সময় আহত ব্যক্তির জরুরী ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে অনেক টা আরাম অনুভব করে। আগুনে পুড়ে যাওয়া ব্যক্তিকে নিচের ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা দিতে ভুলবেন না।
আর বিস্তারিত জানতে নিচের লিঙ্ক গুলো দেখতে পারেন
আমি আপনাদের আমার সীমিত জ্ঞানে ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারনা আছে তা শেয়ার করার চেস্টা করলাম। জানি না আপনাদের কেমন লাগলো মন্তব্যের মাধ্যমে। ধন্যবাদ.
[বি: দ্র: আপনারা যারা আমার সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল গুলো জন্য যারা অপেক্ষা করছে তাদের আর তিন দিন অপেক্ষা করতে হবে আমি ১ তারিখ থেকে আবার ধারাবাহিক ভাবে লিখে যাব]
আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com
টেকটিউন্সের ডান পাশে দেখলাম লেখা,
জনপ্রিয় টিউনার ফাহিম রেজা বাঁধন শেখাচ্ছেন……………………।
আসলেই ভুল লেখা হয় নাই যার টিউন এত সুন্দর সে জনপ্রিয় না হয়ে পারেই না।
অসাধারন উপস্থাপনা,জন গুরুত্বপুর্ন একটা বিষয় এবং অনেক সুন্দর একটা লেখনি।
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা টিউন আমাদের উপহার দেয়ার জন্য।
*আর উপস্থাপিত বিষয় গুলু আসলেই আমাদের সবার খেয়াল রাখা এবং মেনে চলা উচিত।*