গত কয়েকদিন আগে ফেসবুকে একটি এপস চোখে পড়েছিল এডভার্ট থেকে। এপসটির নাম হল Sonephone, ইতোমধ্য অনেকেই এটা দেখে থাকবেন। এটি দিয়ে মূলত ফেসবুক ব্যাবহারকারীরা তার লিস্টে থাকা অন্য ব্যাবহারকারীদের সাথে ভয়েস চ্যাট করতে পারবে অনলাইনে থাকাকালীন সময়ে। তবে এর চাইতেও এই এপসটি যে কারনে আমার ভাল লেগেছে তা হল ফেসবুক থেকেই বিভিন্ন ফোনে এমনকি বাংলাদেশী ফোনেও কল করা যাবে। আমি নিজে পরীক্ষা করে দেখেছি। তবে প্রতি সফল কলের জন্য কিছু পরিমান ক্রেডিট কাটা হবে এবং কল করতে হলে একাউন্টে ক্রেডিট থাকতে হবে। 🙁
কারন এতে কিছু ডিফল্ট ক্রেডিটই যে থাকবে তা্ই নয় এই এপসটি লাইক এবং শেয়ার করলেও আপনার একাউন্টে জমা হবে আরো ক্রেডিট। 🙂 যা দিয়ে আপনি অনায়াসেই কয়েকটি কল করতে পারবেন।
আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মিয়া এমন একটা জটিল টিউন নিয়া আবার কনফিউশন থাকে কেমনে?
আমিতো সফলভাবে কল করলাম। 😀
অনেক ধন্যবাদ শাকিল ভাই।