এসে গেলো পাসওয়ার্ড প্রোটেক্টেড ইউএসবি

টিউন বিভাগ ডাউনলোড
প্রকাশিত
জোসস করেছেন

অনেক দিন পর টেকটিউনসে এলাম। অফিস চেঞ্জিংয়ের ব্যস্ততার কারণে ইচ্ছা থাকা সত্বেও শুধুমাত্র একবার চোখ বুলানো পর্যন্তই সমাপ্ত রাখতে হয়েছে। কথা দিয়েছিলাম পরবর্তীতে UsB Lock Down নামক আমার পরীক্ষামূলক সফটওয়্যারটা নিয়ে আসব। অনেকদিন আগে এর জন্য নাম আহবান করেছিলাম। তো মেহেদী হাসান ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের ফসল টেকটিউনসের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার দেয়া নাম অনুযায়ী এর নাম রাখলাম USB Lock Down। বেশ কিছুদিন আগেই এর কাজ শেষ করেছি তবে এর সেটআপ ফাইলটা তৈরী করতে গিয়ে একটু ঝামেলায় পড়ে গিয়েছিলাম। আগে Wise Installer For Windows v3.11 সফটওয়্যারটা ব্যবহার করতাম। এর ব্যাকআপ কপিটা নষ্ট হয়ে যাওয়ায় বেশ ঝামেলার মধ্যে পড়তে হয়। পরবর্তীতে ইন্ডিগো রোজ এর Setup Factory 8.1.1 ব্যবহার করে গত রাতে USB Lock Down এর BETA ভার্সণের সেটআপ ফাইল তৈরীর কাজটা শেষ করলাম। প্যাচাঁলটা বেশী হয়ে যাচ্ছে। যাই হোক কাজের কথায় আসি।

ইতিহাস:

কাজের কথা শুরু করার আগে আমি এই সফটওয়্যারটার ইতিহাসটা একটু বলতে চাই। আমার অফিসে অনেকগুলো পিসি আছে। বিভিন্ন শিফটে বিভিন্ন ইউজাররা এগুলো ব্যবহার করে থাকে। এই পিসিগুলোতে ব্রডকাষ্ট সংক্রান্ত গুরূত্বপূর্ণ এবং অতীব গোপনীয় ধরনের কিছু কাজ হয়ে থাকে। এছাড়া এখানে ব্যবহৃত হয় বেশ কিছু দামী সফটওয়্যার যার ব্যাকআপ রাখা আছে প্রায় প্রতি পিসিতে। কোনভাবেই ইউজারদেরকে পোর্টেবল মেমোরী ব্যবহার থেকে বিরত রাখা যাচ্ছেনা। ইউএসবি পোর্ট লক করার জন্য সফটওয়্যার খোঁজ করলাম। ট্রায়াল ভার্সণের একটা পাওয়া গেল কিন্তু ব্যবহারের জটিলতা সেই সাথে সব প্রকারের ডিভাইসকেই অকেজো করে দেয়ার কারণে এটা ব্যবহার করা গেলনা। উল্লেখ্য যে প্রত্যেকটা পিসিতেই এক বা একাধিক ইউএসবি ডিভাইস এটাচ করা আছে। হায়ার অথরিটি আমাকে বেটার কোন সলিউশন বের করতে বললেন। কোন উপায়ন্তর না দেখে নিজেই ডেভলপ করতে বসে গেলাম। একটা বিষয় নিয়ে কাজ করতে গিয়ে বেরিয়ে আসল আরো অনেক বিষয়।

কিভাবে ব্যবহার করবেন:

সফটওয়্যারটির বেটা ভার্সণের কপিটি এই লিংক থেকে ডাউনলোড করে নিন। সেটআপ চালিয়ে দিন। কোন ম্যাসেজ আসলে ok করে সামনে এগিয়ে যান। অন্যান্য সফটওয়্যারের মতই এর ইনষ্টলেশন খুবই সাধারণ। সেটআপ কমপ্লিট হলে ডেক্সটপে সর্টকাট আইকনে ডাবল ক্লিক করুন। যেহেতু আপনার পিসিতে এই সফটওয়্যারটি প্রথমবারের মত রান করছে তাই আপনাকে পাসওয়ার্ড কনফিগার করতে বলবে। old password বক্সে কিছু না দিয়ে new password এবং confirm password দিয়ে Apply করুন। মুল সফটওয়্যারের উইন্ডোটি প্রদর্শিত হবে। এখানে নিম্নের অপশন গুলো এনাবল ডিজেবল করার জন্য কিছু চেকবক্স আছে। সেগুলোর সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো।

  • Disable Portable Memory Write Permission
    এটি এনাবল করলে কোন পেন ড্রাইভ বা পোর্টেবল মেমোরীতে আপনার পিসি থেকে কোন কিছু রাইট করা যাবেনা। পেন ড্রাইভ রাইট প্রোটেক্টেড হয়ে যাবে। অপশনটি চালু করে পিসি একবার রিস্টার্ট দিয়ে এবার পেন ড্রাইভ লাগিয়ে চেক করুন। মুলত: আমার মুল প্রজেক্টে কাজ এতটুকুই ছিল যে পোর্টেবল মেমোরীকে পাসওয়ার্ড প্রটেক্টেড রাইট প্রটেক্টেবল এপ্লিকেশন। কিন্তু কাজ করতে  গিয়ে শুধুমাত্র এখানেই ক্ষান্ত হতে ইচ্ছে হয়নি তাই এতে আরও কিছু অপশন যোগ করলাম।
  • Disable Registry Editor
    অপশনটি এনাবল করলে আপনি ম্যানুয়ালী রেজিষ্ট্রি ডাটা চেঞ্জ করতে পারবেননা। কারণ এটি রেজিষ্ট্রি এডিটরকে ব্লক করবে। পোর্টেবল মেমোরীকে ব্লক করার সাথে সাথে এই অপশনটি সবাইকে ব্যবহার করতে পরামর্শ দেয়া হলো।
  • Disable Taks Manager
    এটি এনাবল করা হলে কী বোর্ড থেকে Ctrl+Alt+Del চাপলে যে টাস্ক ম্যানেজারটি আসার কথা তা আসবেনা। কোন প্রসেসকে কিল করার জন্য টাস্ক ম্যানেজার বহুল ব্যবহৃত হয়।
  • Disable System Properties
    মাই কম্পিউটারের প্রোপারটিজ আমরা কমবেশী সবাই ব্যবহার করি। সাধারণভাবে পিসির প্রাথমিক কনফিগারেশন জানার জন্য এবং ডিভাইস ড্রাইভার ইনষ্টল করার জন্যই এর বহুল ব্যবহার। এই অপশনটি এনাবল করলে উপরোক্ত কাজগুলো করা যাবেনা।
  • Disable Control Panel
    উইন্ডোজের কন্ট্রোল প্যানেল কি কাজে লাগে তা আর নতুন করে বলতে চাচ্ছিনা। এই অপশনটি এনাবল করলে কন্ট্রোল প্যানেল ডিজেবল হয়ে যাবে। এবং এর সাথে সম্পর্কিত সবগুলো এপলেটসই ব্লক হয়ে যাবে যেমন ডিসপ্লে প্রোপার্টিজ, সাউন্ড কনফিগারেশন, কি বোর্ড কনফিগারেশন ইত্যাদি।
  • Hide Control Panel, Printer & Network Settings
    এটি কন্ট্রোল প্যানেল, প্রিন্টার এবং নেটওয়ার্ক সেটিংসকে লুকিয়ে রাখবে।
  • Disable Command Prompot
    স্টার্ট থেকে রান এ গিয়ে cmd কমান্ডের সাথে আমরা কম বেশী পরিচিত। এই কমান্ডটির মাধ্যমে কমান্ড প্রম্পটকে ওপেন করা হয়। উপরের অপশনটি এনাবল করা হলে কমান্ড প্রম্পট কাজ করবেনা।
  • Disable Run From Start Menu
    রান অপশনটিকে স্টার্ট মেনু হতে রিমুভ করবে।
  • Disable Folder Option Menu
    অপশনটির মাধ্যমে টুলস মেনুর ফোল্ডার অপশনকে এনাবল ডিজেবল করা যাবে
  • Disable Default CD/DVD Burner
    অপশনটি আপনার সিস্টেমের ডিফল্ট সিডি/ডিভিডি বার্নারকে অফ করবে।
  • Disable Group Policy Object
    যারা এডভান্স লেভেলে কাজ করেন তাদের কাছে এই অপশনটি অতীব প্রয়োজনীয় হবে। এর মাধ্যমে গ্রুপ পলিসিকে অফ করা যাবে।
  • Disable MMC
    এডভান্স লেভেলে এমএমসি স্ন্যাপ ইনের বহুল ব্যবহার রয়েছে। একে রেষ্ট্রিক্ট করার জন্য অপশনটি ব্যবহার করা যাবে।

Tools > Run Folder Locker
অনেকেরই উইন্ডোজে ফোল্ডার লক করতে গিয়ে বেশ বেগ পোহাতে হয়েছে। সফটওয়্যারটির টুলস মেনুতে ফোল্ডার লকার নামে একটি টুলস পাওয়া যাবে। এটি আপনার পার্সোনাল ফোল্ডারকে লক করতে সহায়তা করবে। যে ফোল্ডারটি লক করতে চান সেটিকে ব্রাউজ করে লক বাটনে ক্লিক করুন। লক হয়ে যাবে। আনলক করতে চাইলে নিচের হিস্টোরিতে দেখানো ফোল্ডারের উপর ডাবল ক্লিক করুন আনলক হয়ে যাবে।

ভবিষ্যতে যা আরো হবে:

  • (১) অনেকদিন চেষ্টা করার পর অটোম্যাটিক ইউএসবি এটাচ ইভেন্টকে প্রোগ্রামিংয়ের মাধ্যমে ডিটেক্ট করতে সক্ষম হয়েছি। এর উপর ভিত্তি করে কে কখন কোন পিসিতে ইউএসবি এটাচ করল তার একটা ইভেন্ট লগ কোন একটা কাষ্টমাইজড ইমেইল এড্রেসে পাঠিয়ে দেয়ার ব্যবস্থা করছি পরবর্তী ভার্সণে।
  • (২) ইউএসবি ড্রাইভেন ভাইরাসগুলো autorun.inf ফাইলের মাধ্যমে ছড়ায়। এই ফাইল সহ কোন পেন ড্রাইভ পেলে তাকে অটোম্যাটিক রিজেক্ট করার ব্যবস্থা রাখা হবে পরবর্তী ভার্সণে। যাতে করে ভাইরাস ছড়াতে না পারে।
  • (৩) উপরের কাজগুলো শেষ হলে পরবর্তীতে একে একটি পূর্ণাঙ্গ সিস্টেম মনিটরিং সফটওয়্যারে রুপান্তর করা চিন্তা ভাবনা রয়েছে। যার মাধ্যমে ইউজারকে ১০০% ট্রাকিং করা যাবে।

কেন টেকটিউনসে:

আমি এই সফটওয়্যারটিও গ্যারিসনের মতই টেকটিউনসের মাধ্যমে উন্মুক্ত করে দিলাম। তবে এতে যে আমার একেবারেই লাভ নেই তাও নয়। আপনারা এই সফটওয়্যারটি ব্যবহার করে এর ভালমন্দ দিকগুলো জানাবেন। আমি চেষ্টা করবো পরবর্তী ভার্সণে সেই ভুলত্রুটিগুলো সংশোধন করে নিতে। আমার একার পক্ষে হয়ত এই ভুলত্রুটিগুলো (bug) খুঁজেঁ বের করা সম্ভব হতোনা। সে জন্যই আপনাদের সাহায্য নিলাম। সেই সাথে এই সফটওয়্যারটি টেকটিউনসের মাধ্যমে আপনাদের জন্য রইলো আজীবন ফ্রি। তবে হ্যাঁ পরবর্তী ফুল ভার্সণ কেউ কর্পোরেট ইউজ করতে চাইলে অবশ্যই জানিয়ে করবেন।

সবাইকে ফাল্গুন মাসের এই মন উদাস করা দুপুরে গ্রামের মেঠোপথে শিমুল ডালে ফুটে থাকা আগুন লাল শিমুলের শুভেচ্ছা।

দ্রষ্টব্য: দয়া করে কেউ মন্তব্য দিতে ভুলবেন না। কারণ আপনাদের মন্তব্যই এই সফটওয়্যারটির ভবিষ্যত।
আর একটা কথা। ভাইরাসের তৈরী  প্রক্রিয়া নিয়ে লিখতে হাত নিশপিশ করছে। আপনাদের সম্মতি পেলে লিখব। তবে ভয় হয় এটি কাজের চেয়ে অকাজ বেশী দেয় কিনা কে জানে!

কামরুল ইসলাম রুবেল
ব্রডকাষ্ট ইঞ্জিনিয়ার
মাই টিভি
৫৫ বীর উত্তম সি.আর. দত্ত সড়ক
ঢাকা-১০০০।

Level 3

আমি কামরুল ইসলাম রুবেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 352 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো থামিনি, কখনো পিছন ফিরেও চাইনি। আর থামবোও না কোনদিন। চলছি। চলবই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Congrats রুবেল ভাই !

যাক অনেকদিন পর আবার আপনাকে দেখা গেলো। আশা রাখি সফটওয়্যারটি সবার উপকারে আসবে। আমার টিউনটা একবার পড়ে দেখুন কোনো সমাধান দিতে পারেন কি না । https://www.techtunes.io/other/tune-id/3632/

এইমাত্র ইন্সটল করলাম এবং কাজ করেছে…… কিন্তু আমি দুইটি সমস্যায় পড়েছি।
১। password change করার সময় old password দিয়ে new password এবং confirm password এর box খালি রেখে apply করলে সফটওয়্যারটি আর রান করা যায়না।
২। uninstall করতে পারছি না।

প্রথমবার পাসওয়ার্ড চেঞ্জ করার সময় ওল্ড পাসওয়ার্ড প্রয়োজন নেই। আনইনষ্টল করার জন্য ষ্টার্ট > প্রোগ্রাম > ইউএসবি লক ডাউন > রিমুভ ইউএসবি লক ডাউন এ ক্লিক করুন। ধন্যবাদ।

প্রথমবার নয়, প্রথমবার পাসওয়ার্ড দিয়ে ২য় বার চেঞ্জ করার জন্য old password দিয়ে new password এবং confirm password এর box খালি রেখে apply করলে সফটওয়্যারটি আর রান করা যায়না।

ষ্টার্ট > প্রোগ্রাম > ইউএসবি লক ডাউন > রিমুভ ইউএসবি লক ডাউন এ ক্লিক করলে – “Invalid uninstall control file: C:\Program Files\USB Lock Down\Uninstall\uninstall.xml” মেসেজ দেখায়।

তারেক ভাই পাসওয়ার্ড ছাড়া এরকম একটি সিকিউরিটি এপ্লিকেশন কিভাবে কাজ করবে? অবশ্যই আপনাকে কোন না কোন পাসওয়ার্ড সেট করতে হবে।

আপনার পিসিতে সমস্যাটা কেন হচ্ছে বুঝতে পারছিনা। আমার অফিসের পিসিতে চেক করলাম আনইনষ্টলার কাজ করছে। আরেকবার রি ইনষ্টল করে চেক করে দেখুন যে C:\Program Files\USB Lock Down\Uninstall লোকেশনে uninstall.xml ফাইলটি আছে কিনা? তারপর আনইনষ্টলার চালু করুন।

সেটাতো অবশ্যই। আমি শুধু চেস্টা করছিলাম পাসওয়ার্ড এর বক্স খালি রেখে অ্যাপ্লাই করা যায় কিনা।

রুবেল ভাই পাসওয়ার্ড প্রোটেক্টেড ইউএসবির জন্য আপনাকে ধন্যবাদ।
USB Lock Down নামটা ভালই হয়েছে।এখন ডাউনলোড করলাম,
ব্যাবহার করে দেখি।

রুবেল ভাই,
এমন একটা software develop করার জন্য আপনাকে ধন্যবাদ। কিছু কিছু Feature যদিও Group Policy থেকে Apply করা যায় তবুও আপনার software সেই ঝামেলার হাত থেকে রেহাই দেবে। কিন্তু সমস্যা অন্য জায়গায়।
1.Nokia PC Suit ব্যবহার করলে USB write protect থাকলেও তা কাজ করে না, এক্ষেত্রে সহজেই পিসি থেকে Data easily মোবাইলে নেওয়া যায়…এটি বন্ধের সমাধান কি?
2.Admin Account’টে কিভাবে Software Installation Control করা যায়(both internal n external source)…মনে Admin Account’টে Limited User এর মত Software Installation prevent করা যায়?
Waiting For Your Response…

Level 3

রুবেল ভাই, ধন্যবাদ । আশা রাখি
virus niye kisu lekha likhben . ar jai hoke apnar kas theke kompokhe hate khori hobe.
ohh, UsB Lock Down is an excellent software. thanksssssssss a lot for ur invention.
R@J

ধন্যবাদ আমার সুপারিশ করা নামটা রাখার জন্য। এবং আরও বেশি ধন্যবাদ টেকটিউনসকে উৎসর্গ করার জন্য।

Level 0

দিন যায় রাত আসে .আসলে কথাটা 100% সত্য. টেকটিউনসের সদস্যরা আপনাকে Miss করছে.

আমি এটাই খুজছিলাম, অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই,

Level 3

Thanx guru

Level 3

Aibar dakbo amader computer training center a k free gan load nita asay?

সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের গুরূত্বপূর্ণ মতামত দেয়ার জন্য। এবারে টিউনারদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছি। আশিকুর রহমান ভাইকে বলছি। যে কোন পোর্টেবল ডিভাইস হোকনা কেন তা যদি পিসিতে মাস ষ্টোরেজ ডিভাইস হিসেবে উইন্ডোজ ডিটেক্ট করে তবে তার উপরই আমার সফটওয়্যারটি এপ্লিকেবল হবে। সেক্ষেত্রে নকিয়া বা অন্য কোন টপিকস কোন বিষয় না।

(১) পরবর্তী ভার্সণে আরো আসছে সফটওয়্যার রান রেষ্ট্রিকশন অপশন যার মাধ্যমে ইউজারকে সীমিত পরিমান সিলেক্টেড প্রোগ্রাম রান করার রাইটস এপ্লাই করা যাবে। যার ফলে এডমিন লগেও লিমিটেড লগের মত আচরণ পাওয়া যাবে।
(২) কোন সিলেক্টেড ড্রাইভকে লক এবং লুকিয়ে ফেলা যাবে।

মেহেদী হাসান, কিরণ, আলআমিন, রাজ, টম, কুয়াশা, তারেক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর মিলন ভাই আপনার ট্রেনিং সেন্টারে ব্যবহার করে জানাবেন যে কেমন কাজ করছে।

সবাইকে আবারো ধন্যবাদ

Level 2

ভাইরাসের তৈরী প্রক্রিয়া নিয়ে লিখতে আপনার হাত নিশপিশ করছে। আমাদের সম্মতি পেলে লিখবেন। তবে ভয় হয় এটি কাজের চেয়ে অকাজ বেশী দেয় কিনা কে জানে!
ব্যাপারটি মজার। যাই হোক USB LOCKDOWN পেয়ে খুব ভাল লাগল। ধন্যবাদ।

Level 0

এক কথায় অসাধারন…..

Level 0

রুবেল ভাই পাসওয়ার্ড প্রোটেক্টেড ইউএসবির জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আশা রাখি ভাইরাসের তৈরী প্রক্রিয়া নিয়ে কিছু লিখবেন।

রুবেল ভাই পাসওয়ার্ড প্রোটেক্টেড ইউএসবির সফটওয়্যারটি ডাউনলোড করলাম ।ইনষ্টলেশন এপ্লিকেবল না ।

Level 0

রুবেল ভাই পাসওয়ার্ড প্রোটেক্টেড ইউএসবির জন্য আপনাকে ধন্যবাদ । আর ভাইরাসের তৈরী প্রক্রিয়া নিয়ে কিছু লিখবেন না তাহলে ওরা আমার ডেক্সটপে সত্যি সত্যি ঘু ঘু চড়িয়ে ছাড়বে ।

Level 3

rubal vai esnips to bangladesh band kore disse,

Level 0

ধন্যবাদ কামরুল ইসলাম রুবেল ভাই। আমার সেটআপ হয়েছে ঠিকঠাক কিন্তু run করলে usb32.dll error দেখায়।

Level 0

কামরুল ইসলাম রুবেল ভাই আপনার সাহায্য কামনা করছি।

this applications date expired

রুবেল ভাই , এমন একটি সফটওয়্যার উপহার দেবার জন্য ধন্যবাদ। এই সফটওয়্যার -এ এমন ব্যবস্থা করা যায়না- যাতে করে পেনড্রাইভ / মেমোরি কার্ড পাসওয়ার্ড প্রোটেক্টেড করা যায় । যাতে করে আমার অবর্তমানে পাসওয়ার্ড ছাড়া যেকোনো কম্পিউটারে অন্য কেউ এটা ব্যবহার করতে না পারে।

Level 0

ধন্যবাদ আপনাকে। তবে এখনো ব্যবহার করি নাই।

রুবেল ভাই কেমন আছেন? টিউনটি যে ভাল হইছে তাতে কোন সন্দেহ নাই। জট্টিল।

vai, desktop shortcut’r upor doubleclick korle message asche “USB32.dll missing”. what to do ?

অসংখ্য অসংখ্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ

Level 0

virus code ta make den amar mail holo [email protected]

Level 0

রুবেল ভাই ,
এমন একটি সফটওয়্যার উপহার দেবার জন্য ধন্যবাদ।
আমার সেটআপ হয়েছে ঠিকঠাক কিন্তু run করলে usb32.dll error দেখায়।

Level 0

Program run korle “USB32.dll missing”. show kore. What to do?

set backdate (01/01/2009) pc time before installation. it will solve USB32.dll missing error

Dear Brother
Please Give Me These Full Version Software
1.Wise Installer For Windows v3.11
2. Setup Factory 8.1.1
Because I Can’t Download Full Software. I am able to download the trial version. But I Need Full Version of These Software So Much.

আস্সালামু আলাইকুম
ভাল লাগল আপনার টিউন টি এবং এত দিন মনে আশার সঞ্চার হল ইউ,এস,বি এর ব্যবহার হয়তবা কিছুটা নরাপদ হতে পারে।

এই মাত্র আপনার দেওয়া লিংক থেকে প্রোগ্রামটি ডাওনলোড করে ইনষ্টল পক্রিয়া সম্পন্ন করলাম। রান করতে গিয়ে প্রথমেই বাধা প্রাপ্ত হলাম। ম্যাসেজ আসল USB32.Dll Missing এই অবস্থায় কি করা যেতে পারে? আপনার পরামশ্য পেলে ব্যবহারে স্বাচ্ছন্দ আসবে। আবারো ধন্যবাদ আপনাকে।

ফাইনাল ভার্সন রিলিজ করলে আবার টিউন করবেন তো?

Level 0

download link not work (24 march)

Level 2

vai onek nice & kajer software but link kaj korse na…

Download Link kaj korsena vai 🙁

Level 0

link kaj kortese na vhai

অনেক ভালো লাগলো, এখন ব্যবহার করে দেখি আর পরবর্তী ভার্সনের জন্য অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ