অনেক দিন পর টেকটিউনসে এলাম। অফিস চেঞ্জিংয়ের ব্যস্ততার কারণে ইচ্ছা থাকা সত্বেও শুধুমাত্র একবার চোখ বুলানো পর্যন্তই সমাপ্ত রাখতে হয়েছে। কথা দিয়েছিলাম পরবর্তীতে UsB Lock Down নামক আমার পরীক্ষামূলক সফটওয়্যারটা নিয়ে আসব। অনেকদিন আগে এর জন্য নাম আহবান করেছিলাম। তো মেহেদী হাসান ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের ফসল টেকটিউনসের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার দেয়া নাম অনুযায়ী এর নাম রাখলাম USB Lock Down। বেশ কিছুদিন আগেই এর কাজ শেষ করেছি তবে এর সেটআপ ফাইলটা তৈরী করতে গিয়ে একটু ঝামেলায় পড়ে গিয়েছিলাম। আগে Wise Installer For Windows v3.11 সফটওয়্যারটা ব্যবহার করতাম। এর ব্যাকআপ কপিটা নষ্ট হয়ে যাওয়ায় বেশ ঝামেলার মধ্যে পড়তে হয়। পরবর্তীতে ইন্ডিগো রোজ এর Setup Factory 8.1.1 ব্যবহার করে গত রাতে USB Lock Down এর BETA ভার্সণের সেটআপ ফাইল তৈরীর কাজটা শেষ করলাম। প্যাচাঁলটা বেশী হয়ে যাচ্ছে। যাই হোক কাজের কথায় আসি।
কাজের কথা শুরু করার আগে আমি এই সফটওয়্যারটার ইতিহাসটা একটু বলতে চাই। আমার অফিসে অনেকগুলো পিসি আছে। বিভিন্ন শিফটে বিভিন্ন ইউজাররা এগুলো ব্যবহার করে থাকে। এই পিসিগুলোতে ব্রডকাষ্ট সংক্রান্ত গুরূত্বপূর্ণ এবং অতীব গোপনীয় ধরনের কিছু কাজ হয়ে থাকে। এছাড়া এখানে ব্যবহৃত হয় বেশ কিছু দামী সফটওয়্যার যার ব্যাকআপ রাখা আছে প্রায় প্রতি পিসিতে। কোনভাবেই ইউজারদেরকে পোর্টেবল মেমোরী ব্যবহার থেকে বিরত রাখা যাচ্ছেনা। ইউএসবি পোর্ট লক করার জন্য সফটওয়্যার খোঁজ করলাম। ট্রায়াল ভার্সণের একটা পাওয়া গেল কিন্তু ব্যবহারের জটিলতা সেই সাথে সব প্রকারের ডিভাইসকেই অকেজো করে দেয়ার কারণে এটা ব্যবহার করা গেলনা। উল্লেখ্য যে প্রত্যেকটা পিসিতেই এক বা একাধিক ইউএসবি ডিভাইস এটাচ করা আছে। হায়ার অথরিটি আমাকে বেটার কোন সলিউশন বের করতে বললেন। কোন উপায়ন্তর না দেখে নিজেই ডেভলপ করতে বসে গেলাম। একটা বিষয় নিয়ে কাজ করতে গিয়ে বেরিয়ে আসল আরো অনেক বিষয়।
সফটওয়্যারটির বেটা ভার্সণের কপিটি এই লিংক থেকে ডাউনলোড করে নিন। সেটআপ চালিয়ে দিন। কোন ম্যাসেজ আসলে ok করে সামনে এগিয়ে যান। অন্যান্য সফটওয়্যারের মতই এর ইনষ্টলেশন খুবই সাধারণ। সেটআপ কমপ্লিট হলে ডেক্সটপে সর্টকাট আইকনে ডাবল ক্লিক করুন। যেহেতু আপনার পিসিতে এই সফটওয়্যারটি প্রথমবারের মত রান করছে তাই আপনাকে পাসওয়ার্ড কনফিগার করতে বলবে। old password বক্সে কিছু না দিয়ে new password এবং confirm password দিয়ে Apply করুন। মুল সফটওয়্যারের উইন্ডোটি প্রদর্শিত হবে। এখানে নিম্নের অপশন গুলো এনাবল ডিজেবল করার জন্য কিছু চেকবক্স আছে। সেগুলোর সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো।
Tools > Run Folder Locker
অনেকেরই উইন্ডোজে ফোল্ডার লক করতে গিয়ে বেশ বেগ পোহাতে হয়েছে। সফটওয়্যারটির টুলস মেনুতে ফোল্ডার লকার নামে একটি টুলস পাওয়া যাবে। এটি আপনার পার্সোনাল ফোল্ডারকে লক করতে সহায়তা করবে। যে ফোল্ডারটি লক করতে চান সেটিকে ব্রাউজ করে লক বাটনে ক্লিক করুন। লক হয়ে যাবে। আনলক করতে চাইলে নিচের হিস্টোরিতে দেখানো ফোল্ডারের উপর ডাবল ক্লিক করুন আনলক হয়ে যাবে।
আমি এই সফটওয়্যারটিও গ্যারিসনের মতই টেকটিউনসের মাধ্যমে উন্মুক্ত করে দিলাম। তবে এতে যে আমার একেবারেই লাভ নেই তাও নয়। আপনারা এই সফটওয়্যারটি ব্যবহার করে এর ভালমন্দ দিকগুলো জানাবেন। আমি চেষ্টা করবো পরবর্তী ভার্সণে সেই ভুলত্রুটিগুলো সংশোধন করে নিতে। আমার একার পক্ষে হয়ত এই ভুলত্রুটিগুলো (bug) খুঁজেঁ বের করা সম্ভব হতোনা। সে জন্যই আপনাদের সাহায্য নিলাম। সেই সাথে এই সফটওয়্যারটি টেকটিউনসের মাধ্যমে আপনাদের জন্য রইলো আজীবন ফ্রি। তবে হ্যাঁ পরবর্তী ফুল ভার্সণ কেউ কর্পোরেট ইউজ করতে চাইলে অবশ্যই জানিয়ে করবেন।
সবাইকে ফাল্গুন মাসের এই মন উদাস করা দুপুরে গ্রামের মেঠোপথে শিমুল ডালে ফুটে থাকা আগুন লাল শিমুলের শুভেচ্ছা।
দ্রষ্টব্য: দয়া করে কেউ মন্তব্য দিতে ভুলবেন না। কারণ আপনাদের মন্তব্যই এই সফটওয়্যারটির ভবিষ্যত।
আর একটা কথা। ভাইরাসের তৈরী প্রক্রিয়া নিয়ে লিখতে হাত নিশপিশ করছে। আপনাদের সম্মতি পেলে লিখব। তবে ভয় হয় এটি কাজের চেয়ে অকাজ বেশী দেয় কিনা কে জানে!
কামরুল ইসলাম রুবেল
ব্রডকাষ্ট ইঞ্জিনিয়ার
মাই টিভি
৫৫ বীর উত্তম সি.আর. দত্ত সড়ক
ঢাকা-১০০০।
আমি কামরুল ইসলাম রুবেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 352 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো থামিনি, কখনো পিছন ফিরেও চাইনি। আর থামবোও না কোনদিন। চলছি। চলবই।
এইমাত্র ইন্সটল করলাম এবং কাজ করেছে…… কিন্তু আমি দুইটি সমস্যায় পড়েছি।
১। password change করার সময় old password দিয়ে new password এবং confirm password এর box খালি রেখে apply করলে সফটওয়্যারটি আর রান করা যায়না।
২। uninstall করতে পারছি না।
প্রথমবার নয়, প্রথমবার পাসওয়ার্ড দিয়ে ২য় বার চেঞ্জ করার জন্য old password দিয়ে new password এবং confirm password এর box খালি রেখে apply করলে সফটওয়্যারটি আর রান করা যায়না।
ষ্টার্ট > প্রোগ্রাম > ইউএসবি লক ডাউন > রিমুভ ইউএসবি লক ডাউন এ ক্লিক করলে – “Invalid uninstall control file: C:\Program Files\USB Lock Down\Uninstall\uninstall.xml” মেসেজ দেখায়।
সেটাতো অবশ্যই। আমি শুধু চেস্টা করছিলাম পাসওয়ার্ড এর বক্স খালি রেখে অ্যাপ্লাই করা যায় কিনা।
রুবেল ভাই পাসওয়ার্ড প্রোটেক্টেড ইউএসবির জন্য আপনাকে ধন্যবাদ।
USB Lock Down নামটা ভালই হয়েছে।এখন ডাউনলোড করলাম,
ব্যাবহার করে দেখি।
রুবেল ভাই,
এমন একটা software develop করার জন্য আপনাকে ধন্যবাদ। কিছু কিছু Feature যদিও Group Policy থেকে Apply করা যায় তবুও আপনার software সেই ঝামেলার হাত থেকে রেহাই দেবে। কিন্তু সমস্যা অন্য জায়গায়।
1.Nokia PC Suit ব্যবহার করলে USB write protect থাকলেও তা কাজ করে না, এক্ষেত্রে সহজেই পিসি থেকে Data easily মোবাইলে নেওয়া যায়…এটি বন্ধের সমাধান কি?
2.Admin Account’টে কিভাবে Software Installation Control করা যায়(both internal n external source)…মনে Admin Account’টে Limited User এর মত Software Installation prevent করা যায়?
Waiting For Your Response…
রুবেল ভাই, ধন্যবাদ । আশা রাখি
virus niye kisu lekha likhben . ar jai hoke apnar kas theke kompokhe hate khori hobe.
ohh, UsB Lock Down is an excellent software. thanksssssssss a lot for ur invention.
R@J
ধন্যবাদ আমার সুপারিশ করা নামটা রাখার জন্য। এবং আরও বেশি ধন্যবাদ টেকটিউনসকে উৎসর্গ করার জন্য।
রুবেল ভাই পাসওয়ার্ড প্রোটেক্টেড ইউএসবির সফটওয়্যারটি ডাউনলোড করলাম ।ইনষ্টলেশন এপ্লিকেবল না ।
Congrats রুবেল ভাই !