আসসালামুয়ালাইকুম,
সকলের সু-স্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের পোষ্ট।
আজকের পোষ্টটির বিষয় বস্তু নিশ্চয়ই সকলে বুঝতে পেরেছেন। জি হা আজকের পোষ্টটি হল তাদের জন্য উপকারী যারা সময়ের অভাবে ঠিক ভাবে স্ট্যাটাস আপডেট করতে পারেননা, কিংবা ধরুন কোন এক ওকেশানে আপনি নেটে উপস্থিত থাকতে পারবেননা, কিন্তু আপনি সকলকে কোন না কোন ব্যাপারে জানাতে চান বা চাইবেন, কিংবা ডেইলি কোন একটা নির্দিষ্ট সময়ে আপনি সকলকে উইশ করতে চান সময়ের অভাবে বা অন্য কারনে তা হয়ে উঠেনা তখনই আমাদের মোবাইলের সেন্ড ম্যাসেজ লেটার এর মত আপনার এই শিডিউল ষ্ট্যাটাস আপডেটারের প্রয়োজন পড়তে পারে, আমার ক্ষেত্রে তো পড়েছে বটে, আপনাদেরও নিশ্চয়ই কাজে লাগবে।
তো চলুন এই শিডিউল ষ্ট্যাটাস আপডেটার এর মাধ্যমে কি কি করা যায় তা পয়েন্ট আকারে জেনে নিই
* সময় সেট করে ফেইস বুক+টুইটারের ষ্ট্যাটাস আপডেট
* সকল ম্যাসেজ ১৪০ শব্দাবলির মধ্যে সীমিত হতে হবে
* একই ম্যাসেজ সেট করে ডেইলি/উইকলি/মান্থলি আপডেট করা যাবে
* ম্যাসেজ সেট করার পর তা এডিট বা মুছে ফেলা যাবে
* যত খুশি তত ষ্ট্যাটাস শিডিউল করে সেট করা যাবে
** তবে কেউ যদি ইউয়ারএল শেয়ার করতে চান তাহলে গুগল ইউআরএল ইউজ করতে পারেন, তাতে অক্ষর বাচবে
তো নিম্নে স্ক্রীণশট সহ ব্যবহার পদ্ধতি দেখিয়ে দেওয়া হল
প্রথমে http://laterbro.com এ প্রবেশ করুন
টাইম জোন নির্বাচন
সাক্সেসফুল শিডিউল আপডেট
সবশেষে লগ আউট করতে
আশা করি সকলেরই কাজে আসবে
পোষ্টটি পুর্বে আমার সাইটে প্রকাশিত
- আল্লাহ হাফেজ
আমি Lucky FM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 2305 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ। আমার কাজে লাগবে।