চোখ ধাঁধাঁনো যে সকল প্রযুক্তি দেখবেন ২০২০ টোকিও অলেম্পিকে।

টিউন বিভাগ নির্বাচিত
প্রকাশিত
জোসস করেছেন

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। এই টিউনে ২০২০ টোকিও অলেম্পিক সম্পর্কে  লেখার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভাল লাগবে। আসলে আমি প্রযুক্তিকে অনেক বেশি ভালবাসি আর টেকটিউনস কে ভালবাসি বলেই টেকটিউনসে টিউন করা। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই টিউন।

১৯৬৪ সালের পর টোকিও এবারই  পেল  ক্রীড়া মহোৎসব আয়োজনের মর্যাদা।
টোকিওই  প্রথম  এশীয় নগরী  হিসেবে  অলিম্পিক  আয়োজনের  দায়িত্ব  দ্বিতীয় বারের  মত পেতে  যাচ্ছে।

এ অলিম্পিকের অর্থনৈতিক মূল্য প্রায় তিন ট্রিলিয়ন ইয়েন হতে পারে। ২০১১ সালের ভয়াবহ ভূমিকম্পের পর নিজেদের ঘুরে দাঁড়ানোর জানান দিতে অলিম্পিক আয়োজন করতে ইচছুক টোকিও। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পর নিজেদের পুনরুত্থান জানান দিতে ১৯৬৪ সালে অলিম্পিক গেমসের আয়োজন করেছিল জাপান।

নিজেদের সক্ষমতা দেখাতে টোকিও ইতিমধ্যে অনেক ভেন্যুর নির্মাণসম্পন্ন করে ফেলেছে। জাপানের পরিকল্পনাবিদরা এমনভাবে ভেন্যুর ডিজাইন করছে যেন অলিম্পিক ভিলেজের আট কিলোমিটারের মধ্যেই ৮৫ ভাগ খেলার ইভেন্ট আয়োজন করা যায়।
১৯৬৪ সালের জাপানের জাতীয় স্টেডিয়ামটি এবারও অলিম্পিকের প্রধান ভেন্যু হিসাবে ব্যবহৃত হবে। তবে স্টেডিয়ামটিকে আরো আকর্ষণীয় করতে এটাকে একটি ফ্লাইং সসারের আকৃতি দেয়া হবে। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা ৮০ হাজার।

টোকিও সরকারের ধারণা, অলিম্পিক গেমস তাদের পর্যটনশিল্পে প্রায় দেড় ট্রিলিয়ন ইয়েনের চাহিদা তৈরি করবে। এটা আসবে অলিম্পিক সামগ্রী বিক্রয় ও আবাসন খরচ থেকে।

বেসরকারি খাতের বিনিয়োগসহ এটা তিন ট্রিলিয়ন ছাড়াতে পারে। সেই সাথে দেড় লাখ নতুন কর্ম সংস্থান সৃষ্টি হবে।

আজ আমরা জানার চেষ্টা করব টকিও অলেম্পিকের সবছেয়ে বড় চমক 8K প্রযুক্তি সম্পরকে।

2020 অলেম্পিকে সরাসরি সম্প্রচার করা হবে। সম্পূর্ন HD কোয়ালিটি ভিডিও দেখতে পাবেন। এখানে হাইব্রিড ব্রডকাস্ট সিস্টেম ব্যবহার করা হবে। আপনি Comment ও Tweet করতে পারবেন যা সরাসরি Screen এ comment ও Tweet দেখতে পাবেন। এছাড়া খেলার স্কোর ও বিস্তারিত তথ্য স্পষ্টভাবে স্ক্রিনে দেখতে পাবেন।

32 মেগাপিক্সেল ক্ষমতা সম্পন্ন ক্যামেরা ব্যবহার করা হবে। আর ক্যামেরাটি অনেক বেশি সংবেদনশীল। এবং সাধারন ক্যামেরা থেকে ১৬ গুন প্রখর।

8K টেকনোলোজির ক্যামেরা

এটা হচ্ছে সেই ক্যামেরা যা দিয়ে ১৯৬৪ সালে সর্বপ্রথম টোকিও  অলেম্পিকে সরাসরি সম্প্রচার করা হয় সম্পুর্ন কালার ভিডিও।

সাউন্ড রিসিভার

আর এগুলো হচ্ছে মাইক্রোফোন যা দিয়ে খুব ভাল মানের সাউন্ড রেকর্ড করা সম্ভব।

ক্যামেরাটি সাউন্ড শুনে সাউন্ডের উৎস জুম করতে সক্ষম।
অর্থাৎ কখন কাকে কোথায় জুম করতে হবে তা ক্যামেরাটি সয়ংক্রিয় ভাবে করতে পারে।
মনে হচ্ছে ক্যামেরা ম্যান আগের তুলনায় কিছুটা স্বস্থি পাবে।

লাইভ সাবটাইটেল দেখতে পারবেন। জাপানি ভাষা বুঝর সাধ্য আমাদের নাই তাই জাপানিরা একটু আগে ভাগেই সতর্কতা অবলম্বন করছে বলে মানে হচ্ছে।

Sign-Language

আরো থাকছে বোবা দের জন্য সয়ংক্রিয় সাইন-লেংগুয়েজ।

ইনস্ট্যান্ট ট্রান্সলেট সিস্টেম

সয়ংক্রিয় ভাবে তাৎখনিক অনুবাদ করতে পারে এমন ডিভাইস ব্যবহার করা হবে।

উন্নত মানের Money  Transferring  System তো থাকছেই।


টিউনটি কেমন হল টিউমেন্ট করে জানাতে ভুলবেন না।  কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

কষ্টকরে টিউনটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Level 0

আমি আবদুল্লাহ্ আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি। ফেসবুক এ আমি Abdullah Al Mamun


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ‍সুন্দর লিখেছেন ভাই। এরকম সুন্দর তথ্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

সুন্দর পোস্ট

পোষ্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ @মোঃ মাসুদ রানা

আপনাকে ও ধন্যবাদ পোষ্টটি পড়ার জন্য।

ভাল লাগল পড়ে @ ধন্যবাদ শেয়ার করার জন্য

ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য @ হোছাইন আহম্মদ ভাই

Level 0

দারন সব কাজকর্ম
ধন্যবাদ শেয়ার করার জন্য

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।

টিউনটি পড়ে অনেক কিছু জানতে পেরেছি।

টিউনটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।

Level 0

Thanks.

আপনাকে ও ধন্যবাদ।

আপ্নার সাইট টা অনেক ভালো তবে।অপেরা মিনিতে লোড হতে অনেক টাইম লাগে অনেক।।

সাইটের লোডিং টাইম কমানোর চেষ্টা করব ।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য @ নাইমুল ইসলাম শুভ

Nice tune

টিউনটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।

Level 0

খুব সুন্দর এব্ং তথ্যবহুল হয়েছে। এই চমৎকার লেখার জন্য ধন্যবাদ।

ভালো লিখেছেন।

Ore baba misson 2020 onek baki aro onek kichu dakte pabo…Robot ke ki khelte dekte pabo na?

অপেক্ষা করেন অনেক কিছু দেখতে পাবেন ।
হয়ত অদূর ভবিষ্যতে রোবটদের খেলা দেখতে পাবেন ।

nice tune

টিউনটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

খুব ‍সুন্দর

নতুন প্রযুক্তিগুলোর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। 8K টা দারুন লেগেছে।

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ।

অসাধারণ উপস্থাপন। সুন্দর কালেকশন।
সর্বোপরি ধন্যবাদ। 🙂

Thanks for share

আপনাকে ও ধন্যবাদ ।

Level 0

সুন্দর হয়েছে

মামুন ভাই, টিউনটি সম্পর্কে আমার একটু কথা ছিল, প্লীজ নক মী fb.com/aowlad.hossain

অনেক সুন্দর লিখেছেন ভাই
http://hdmoviemax.club/

খুব সুন্দর লিখেছেন ভাই।

আশা করি নিচের লিংকটা সবার উপকারেই আসবে।
http://twineer.com/A9YP

ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে।
প্রথম দুইদিনেই মাশা আল্লাহ প্রায় ১০০+ মানুষ এড পোস্ট করেছেন।
আপনিও ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd