একটি স্বপ্নের ডানা মেলা এবং একটি ইতিহাস

রাইট ভাতৃদ্বয় পৃথিবীবাসীর স্বপ্নকে যে ডানায় ভাসিয়েছিলেন, সেই স্বপ্ন ডানাকে যুগে যুগে রঙিন করে গেছে হাজারো প্রকৌশলী এবং বিজ্ঞানীরা। কখনও রণক্ষেত্রে কখনও বা জীবন রক্ষায় আবর কখনও  কখনও বিলাসীতায়।

aeroplane-Warners

এর আরো অনেক বছর পরের কথা, পৃথিবী যখন ন্যাচারাল এ্যানার্জী হারাতে বসেছে। বিজ্ঞানীদের ধ্যানে শুধু বিকল্প এ্যানার্জির বন্দোবস্ত করা। প্রকৌশলীরাও সেই আইডিয়াকে বাস্তবায়ন করতে দৃড় প্রতিজ্ঞ। অপেক্ষা স্বপ্নের পাখায় আরেকটি পালক লাগানোর।

হ্যাঁ, এই স্বপ্ন সেই রাইট ভাতৃদ্বয়ের দেখানো পথকে আরেকটু উচু স্থানে নিয়ে যাওয়া। এই স্বপ্ন সারা দুনিয়ার পরিবেশবাদীদের। এই স্বপ্ন সেই সমস্ত মানুষগুলোর যারা ক্রমবর্ধমান বিমানের ফ্লাইটের কারণে আতঙ্কগ্রস্থ! কারণ, এক একটা ফ্লাইটে কি পরিমান ফুয়েল লাগে তা আর এখন অজানা নয়।

সবার এই স্বপ্নের কথা শুনে কে এগিয়ে আসল জানেন? সেই ভদ্রলোকটি, যিনি প্রথম বেলুনে উড়ে পৃথিবী প্রদক্ষিন করেছিলেন। হ্যাঁ, তিনি হচ্ছেন বার্ণার্ড পিকার্ড! শত মানুষের এই স্বপ্নকে নিজের করে নিলেন ২০০৩ সালে।

bertrandpiccard_01

উড়ো জাহাজ আকাশে ডানা মেলে বেড়াবে, তাও আবার অল্টারনেট সোর্সের এর মাধ্যমে। সোলার এ্যানার্জির মাধ্যমে!! এবং তিনি এই স্বপ্নকে বাস্তবায়িত করেন গত ৮ই জুলাই ২০১০। টানা ২৬ ঘন্টা সোলার ব্যাকআপে উড়ে বেরিয়েছেন নিজের একটি প্লেন “সোলার ইম্পাল্স”, HB-SIA prototype কে নিয়ে!

প্রথম আত্বপ্রকাশ

solar_impulse_01

এতবড় একটা কাজ যে প্লেনটি করবে সেটি আসলেই ছিল সবার আকর্ষনের কেন্দ্রবিন্দু। তবে পিকার্ড সাহেব রিলিজ করার আগে কেউই তাকে দেখেনি। নব বধুর মত পর্দার আড়াল থেকে তাকে বের করে আনা হয় ২০০৯ সালের জুনে।

টেস্ট ফ্লাইট

solar_impulse_03

এর প্রথম টেস্ট ফ্লাইটটি করা হয় গত এপ্রিলে। এটি ছিল প্রথম চান্সেই সফল একটা টেস্ট ফ্লাইট। ৮৭ মিনিট ধরে চলা এই টেস্ট ফ্লাইটে তার বিমান ৩৯৩৭ ফুট উচ্চতায় উঠতে সমর্থ হয়।

হোঁচট

solar_impulse_04

বড় বড় আবিস্কারের পেছনেও বড় বড় হোচটের ঘটনা রয়েছে। এটাও ব্যাতিক্রম ছিলনা। সফল টেস্ট ফ্লাইটের পর গত ১ জুলাই ঘোষনা করা হয় প্রথম অফিসিয়াল ফ্লাইটের। তবে যান্ত্রিক গোলগের কারণে তা আর সম্ভব হয়নি। সুইজারল্যান্ডে সেদিন তাকে হ্যাঙ্গার দিয়ে ঝুলিয়ে রাখা হয়।

ফাইনাল চেক

solar_impulse_05

প্রথম হোচটের এক সপ্তাহের মধ্যেই পিকার্ড সব সমস্যার সামধান করেই সাত সকালে প্রস্তত হন প্রথম ২৪ ঘন্টা ফ্লাইটের জন্যে। ছবিতে প্রোজেক্টের কো ফাউন্ডার এবং টেস্ট পাইলট আন্দ্রে বসবার্গ খুটিনাটি আলাপ করে নিচ্ছেন পিকার্ডের সাথে।

টেকঅফ

solar_impulse_06

অবশেষে সেই সোনালি মুহুর্ত। সকাল ৬টা বেজে ৫১ মিনিট। সাকসেসফুল টেকঅফ!

মোমেন্ট অফ ট্রুথ

solar_impulse_07

এখানে কিছু ফ্যাক্ট বলে রাখা দরকার। দিনের বেলা যতক্ষন যানটি উড়ে বেড়িয়েছে, এর গায়ে বসানো ১২০০০ সোলার হাই পারপরমেন্স ব্যাটারির এ্যারে কে ক্রমাগত চার্জ করে চলেছে। তবে সন্ধ্যা নামার টরেই সবার মনে অন্ধকার ছেয়ে যায়। না জানি কি হয়!

ল্যান্ডিং

solar_impulse_08

অবশেষে রচিত হল একটি ইতিহাস। একটি স্বপ্নের সফল বাস্তবায়ন এবং একটি সম্ভাবনময় আগামীর উদ্ভাবন। ল্যান্ডিং এর সাথে সাথে পিকার্ড সাথে সাথে জানিয়ে দিয়েছেন তার আগামী মিশন “ট্রান্স –আটলান্টিক ফ্লাইট”!!

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

স্বাগতম ২০০ তম টিউনে।প্রান ঢালা শুভেচ্ছা।

আপনাকে মনের অন্তস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই 🙂 🙂 🙂

আপনাকে মনের অন্তস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই

২০০ টিউনে আপনার ডাবল সেন্সরি পূর্ণ হল !

২০০ তম টিউনের জন্য ২০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০
কোটি অভিনন্দন ও শুভেচ্ছা……………………আপনার ২ হাজারতম টিউন দেখার সৌভাগ্য যেন আমার হয় ততদিন আল্লাহ আমাকে হায়াত নসিব করুন………বলুন আমিন!!

Level 0

এখন দেখছি ডাবল সেঞ্চুরীর ছড়াছড়ি। কলোম্ব টেস্টে পরপর ২টা ডাবল সেঞ্চুরীর পর আপনিই প্রথম হ্যাট্টিক করলেন। অভিনন্দন টিনটিন ভাই। আশা করছি “ব্রায়ান লারা”র রেকর্ড পেছনে ফেলে আরো আরো টিউনিং রেকর্ড করবেন।

Level 0

প্রথমে বলে নেই এত চমতকার একটা পোষ্টের জন্য, এককথায় চমতকার

আর ২০০ তম টিউনের জন্য শুভেচ্ছা রইল

আর একটা প্রশ্ন আপনাকে Regularly নিয়মিত পাবো তো??

খুবেই সাজিয়ে লিখার জন্য ধন্যবাদ।

Level 0

দুঃসাহসী টিনটিন ভাই ,২০০ তম টিউনের ও আপনার উপস্হাপনার জন্য ধন্যবাদ ……।

চমৎকার টিউন, ডবল সেঞ্চুরীর জন্য শুভেচ্ছা।

Level 0

সোহান ভাই, অনেক দিন পর আপনার দেখা পেলাম । অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি টিউন উপহার দেয়ার জন্য

২০০ তম টিউনের শুভেচ্ছা।
টিউনটাও চরম হইছে। ১০০ তে ২০০ দেয়া যায়।
অনেক ধন্যবাদ।

দারুন। টিনটিন ভাই অভিনন্দন রইল।

এতদিন পরে এসেই ডাবল সেঞ্চুরি! টিউনতো বেশ জটিল হয়েছে। এইরকম টিউন দিয়ে সেঞ্চুরি করতে থাকুন। Good Luck. 😀

অফিসিয়াল : ২০০ টিউন পুরনো করার জন্য টিনটিন ভাই কে প্রানঢালা অভিনন্দন
পার্সোনাল : অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন, আর নিয়মিত নিত্য নতুন টিউন উপহার দিবেন এই প্রত্যাশায়…

আপনার ২০০তম টিউনে, আমার প্রাণঢালা শুভেচ্ছা এবং অকৃত্রিম অভিনন্দন গ্রহণ করুন 🙂 🙂 ।
অসংখ্য ধন্যবাদ, আপনার সুন্দর এ টিউন ও চমৎকার উপস্থাপনার জন্য।

ওরে সোহান ভাই ডাবল সেঞ্চুরি নাকি?
আপনাকে ২০০ টি টিউনের জন্য শুভেচ্ছা। আশা করি নিয়মিত পাব ।

অভিনন্দন।

Level 0

টিনটিন ভাই অভিনন্দন ,ডাবল সেঞ্চুরীর শুভেচ্ছা।

সোহান ভাইয়া আপনার টিউনটি দিয়েই আবার মন্তব্য শুরু করলাম এবং পুণরায় টিউন ও করবো ইনশাল্লাহ । ২০০তম টিউনে অনেক অনেক অভিনন্দন ।

Level 0

আসলে বলার কিছু নাই ……এক কথায় অসাধারন

অভিনন্দন সোহান ভাইয়া, তবে আমার মনে অনেকদিন ধরে একটা কথা ঘুড়ে বেড়াচ্ছে তা হল আপনি কি এই টেটির এডমিন?

ঘুমন্ত জাহাঙ্গীর says:
৩০ জুলাই, ২০১০ at 1:32 পুর্বাহ্ন

২০০ তম টিউনের জন্য ২০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০
কোটি অভিনন্দন ও শুভেচ্ছা……………………আপনার ২ হাজারতম টিউন দেখার সৌভাগ্য যেন আমার হয় ততদিন আল্লাহ আমাকে হায়াত নসিব করুন………বলুন আমিন!!

Level 0

টিনটিন ভাই ২০০ তম টিউন করেছে, তবে একটা পাটি হলে ভাল হতনা? যাই হোক, ২০০ নং ও জটিল…….. ধন্যবাদ আপনাকে।

আপনাদের মতন টিউনার আছে বলেই এখনো টেকটিউন্স ভাল ভাবেই এগিয়ে যাচ্ছে আর সমৃদ্ধ হচ্ছে কিছু অসাধারন টিউন দিয়ে।
২০০ তম টিউনের অপেক্ষায় ছিলাম আশা ছিল একটি ভাল ও ক্লাস টিউন পাব আপনার কাছ থেকে এবং পেলামও তাই,আসলেই এই ধরনের টিউন মাঝে মধ্যে না পেলে টেকটিউন্সে আশার আগ্রহটাই থাকেনা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটা অসাধারন টিউন আমদের উপহার দেয়ার জন্য।

আপনার ২০০তম টিউনটি খুজতেছিলাম। টেকটিউন্সে নিয়মিত হতে না পারার কারনে সময় মত অভিনন্দন জানাতে পারি নাই।অনেনননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননকককককককককককককককককককককককককককককককককককককককক ধন্যবাদ। 🙂 🙂

200 তম টিউনের জন্য শুভেচ্ছা। ডাবল শুবেচ্ছা শুন্দর একটি টিউন করার জন্য

Level 0

২০০ টা টিউনের বদল বা পারিশ্রমিক নয় । আভিনন্দন হিসিবে আমার তরফ থেকে ২০০এক্স লাল,হলুদ গোলাপের ভুবনে আমন্ত্রন।(ইয়ে মানে আপলোড করতে পারছি না! 😥 ভার্চুয়ালি নেন)।

টিনটিন ভাই নির্বাচিত টিউনে আপনার টিউনটা দেখে ভাল লাগল,
কিন্তু আমার মনে হয় এই টিউনটা আমি স্বপ্নে দেখতে পাচ্ছি,কারন এখন আরতো আপানের দেখাই যায়না।
তাই দয়া করে স্বপ্নে নয় বাস্তবেই আশা করছি আপনি এবং আপনাদের।

টিনটিন ভাই টেকটিউনস এর এই দুর্দদিনে আপনারা এগিয়ে না এলে আর কোন উপায় নাই।
তাই টিটিতে আপনাকে নিয়মিত চাই।

স্বরুপে অবতীর্ন হওয়ার জন্য ধন্যবাদ carry on……………..

টেটির এডমিন কে ভাই?

Valo hoica…………..

Level 0

দুঃসাহসী টিনটিন ভাই, ২০০ টা টিউনের জন্ন আপনাকে অনেক ধন্নবাদ। কিন্তু পত্তেকেই যদি একটা নিদিষ্ট সময় পর পর তার সবগুলি টিউনের লিংক দিত তাহলে টিটির আমরা যারা নতুন তাদের অনেক কিছু শেখা হতো।

Level 0

টিনটিন ভাই, ২০০ টা টিউনের জন্ন আপনাকে অনেক ধন্নবাদ। কিন্তু পত্তেকেই যদি একটা নিদিষ্ট সময় পর পর তার সবগুলি টিউনের লিংক দিত তাহলে টিটির আমরা যারা নতুন তাদের অনেক কিছু শেখা হতো।

Dharun

200 টি Tune করে টিটিকে অসামান্য অবদানের জন্য আপনাকে ধন্যবাদ।

ডাবল সেঞ্চুরির জন্য অভিনন্দন ভাই। চালিয়ে যান আপনার মিশন

Level 0

ইস আমি যদি উড়তে পারতাম
ইস আমি যদি ২০০টা টিউন করতে পারতাম
ইস আমি যদি টিনটিন হতাম।
ভালো থাকবেন।