যে কোন ভিডিও কনর্ভাট করার জন্য AnyVideo Converter এর তুলনা নেই। সফটয়্যার'টি দ্বারা আপনি আপনার ভিডিও ফাইলকে যে কোন ফরমেটে রূপান্তর করতে পারবেন সহজেই এবং দ্রুত কনর্ভাট করতে পারবেন। সফটয়্যার'টি র মুল কাজ কনর্ভাট করা হলেও আরো বেশ কিছু সুবিধা আছে। AVI, MPG, RMVB, MOV, MKV, WMV, MP4, FLV, 3GP ছাড়াও আরো অনেক ফরমেটে ভিডিও ফাইলে কনর্ভাট করতে পারবেন।
ভিডিও ফাইল থেকে অডিও ফাইল বানাতে পারবেন। ভিডিও ফাইল থেকে স্ন্যাপসর্ট নিতে পারবেন এবং High-Definition ফরমেটে কনর্ভাট করতে পারবেন। YouTube/Google Video/MetaCafe ইত্যাদি সাইট থেকেও ভিডিও ডাউনলোড করতে পারবেন।
এছাড়া এই সফটয়্যার'টি দ্বারা আপনি ভিডিও থেকে পছন্দের অংশ নির্বাচন করে তা কনর্ভাট বা সেভ করতে পারবেন ভিডিওর মান উন্নয়ন করতে পারবেন। ইচ্ছেমত রেজুল্যাশন দিতে পারবেন।
নিচের লিঙ্ক থেকে পোর্টেবল ভার্সন'টি ডাউনলোড করে নিতে পারেন।
ডাউনলোড লিঙ্কে প্রবেশ করার পর ১৪ টি হোস্টিং সাইটের ডাউনলোড লিঙ্ক পাবেন সেখানে থেকে পছন্দমত সাইটে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করুন এবং Extract করে ফাইল'টি আপনার কম্পিউটারের ডেস্কটপে রাখুন তারপর অ্যাপ্লিকেশন'টি চালু করার পর আপনার কম্পিউটারের নিরাপদ স্থানে ফাইলটি রাখুন এবং সেখান থেকে অ্যাপ্লিকেশন'টি চালু করে ব্যবহার করতে পারবেন।
আরো জানতে সফটয়্যার'টি হোম পেজ ভিজিট করতে পারেন - http://www.any-video-converter.com
আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক ধন্যবাদ নাবিল ভাই। আপনার ছবিটা কিন্তু সুন্দর হয়েছে।