[ভিডিও টিউন সহ – আপডেট] সম্পূর্ণ ফ্রিতে লুফে নিন Tut+ এর হাজারো প্রিমিয়াম টিউটোরিয়ালের এর পুরো ১ বছরের প্রিমিয়াম একাউন্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত

টিউন বিভাগ টিউটোরিয়াল
প্রকাশিত
জোসস করেছেন

টেকটিউনস এমনিতেই বাংলাদেশ সহ বিশ্বের অনেক জায়গায় তুমুল জনপ্রিয়। আর তুমুল জনপ্রিয় এই প্রযুক্তির সৌশাল নেটওয়ার্কে এই অফার নিয়ে টিউন করার কিছুঘন্টার মধ্যই কালের সেরা হট টিউনে স্থান পায়। টেকটিউনস টিউজিটরদের তুমুল রিকোয়েস্টের কারণে এই মুহূর্তে ফ্রি টিশার্ট অফারটি বন্ধ হয়ে গিয়েছে। তবে ৩১ ডিসেম্বর ২০১৩ পর্যন্ত Tut+ ১ বছরের ফ্রি প্রিমিয়াম একাউন্টের অফার এখনও আছে।

সত্যিই বিশ্বাস হচ্ছে না! এখন আপনি পাবেন Tut+ এর ১৮০ ডলার সমমূল্যের প্রিমিয়াম অ্যাকাউন্ট যার ভ্যালিড কী এক বছর ও সাথে থাকছে একটি Greeky টি-শার্ট একদম ফ্রিতে। আমি সহ আমার বেশ কয়েকজন বন্ধুরা ইতিমধ্যেই একটি প্রিমিয়াম অ্যাকাউন্ট এর মালিক টাও আবার ফ্রিতে। তাই আমাদের আনন্দ আপনাদের মাঝে বিলিয়ে দিতে আমার এই রেডহট টিউন নিয়ে আসলাম।

ওয়েব ও সার্ভার মনিটরিং প্ল্যাটফরম নিউরেলিক New Relic সম্প্রতি তাদের একটি প্রমোশনের এর অংশ হিসেবে যারা তাদের সার্ভিস অন্তত একবার টেস্ট করবে তাদের জন্য Tut+ এর ১৮০ ডলারের ১ বছরের একটি প্রিমিয়াম একাউন্ট ও ১ টি Greeky টিশার্ট সম্পুর্ণ ফ্রি দিচ্ছে। আর এই প্রমোশনের অংশ হিসেবে তাদের একটি ওয়েব এজেন্ট সার্ভারে ইন্সটল করতে হবে এবং করলেই ১ বছরের একটি প্রিমিয়াম একাউন্ট ও ১ টি Greeky টিশার্ট সম্পূর্ণ ফ্রি পাওয়া যাবে। দুটি একই সাথে!

সার্ভার শুনে ভয় পাবার কারণ নেই। কারণ নিচে আমি প্রতিটা স্টেপ এক এক করে গুছিয়ে বর্ণনা করেছি তাই নিচের কাজ গুলো সঠিক ভাবে সম্পন্ন করতে পারলেই আপনি প্রিমিয়াম একাউন্ট আর টিশার্ট পেয়ে যাবেন। খুব একটা কঠিন হবে না।

যারা জানেন না Tut+ কী তাদের জন্য বলি Tut+ হল দারুন ও বহুল জনপ্রিয় একটি ইংলিশ প্রিমিয়াম টিউটোরিয়াল ও রিসোর্স সাইট যেখানে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স সহ আরও বেশ কিছু সেক্টরের জন্য ভিডিও টিউটোরিয়াল, ইবুক ও বিভিন্ন প্রিমিয়াম কন্টেন্ট পাওয়া যায়। যার মাধ্যমে আপনি ঘরে বসে নিজে নিজে সেল্ফ লার্নিং এর মাধ্যমে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স সহ আরও নানা বিষয় শিখতে ও আয়ত্ব করতে পারবেন। Tut+ একটি প্রিমিয়াম সাইট অর্থাৎ ভিডিও টিউটোরিয়াল, ইবুক ও বিভিন্ন প্রিমিয়াম কন্টেন্ট এর একসেস পেতে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে আপনাকে এই সাইটের সদস্য হতে হয় আর New Relic তাদের সাইটের প্রোমোশনের অংশ হিসেবে এই প্রিমিয়াম সাইটের অ্যাক্সেস ও তাদের নিজেদের টি-শার্ট ফ্রিতে প্রদান করছে।

➡ অফারটির অফিসিয়াল ঘোষণা দেখতে পারেন এখান থেকে।

এই অফারটি পাওয়ার জন্য আমরা আমাদের পিসি আর ইন্টারনেট কানেকশন ব্যবহার করে আমাদের পিসিতে একটি সার্ভার তেরি করবো এবং নিউরেলিকের ওয়েব এজেন্ট ইন্সটল করব। সঠিক ভাবে প্রতিটি ধাপ সম্পন্ন করলে। নিউরেলিক থেকে স্বয়ংক্রিয় ভাবে আপনার ইমেইল একাউন্টে ২টি ইমেইল যাবে। একটি Tut+ এর প্রিমিয়াম একাউন্টের কুপন কোড ও আরেকটি টিশার্ট এর জন্য যেখানে টিশার্ট ডেলিভারির ঠিকানা দেবার প্রয়োজনীয় নির্দেশনা থাকবে।

আমি এখানে একদম ধরে ধরে সব স্টেপ গুলো দেখাব। তাই অভিজ্ঞ ভাইয়েরা একটু বিরক্ত বোধ করতে পারেন তা আগেই বলে নিচ্ছি।  তো চলুন শুরু করা যাক।

মনে রাখবেন

  • এই কাজ ৩১শে ডিসেম্বর এর মধ্যেই করতে হবে। কারণ এই অফারটি নিউরেলিক ৩১ ডিসেম্বর ২০১৩ পর্যন্ত ভ্যালিড রাখবে।
  • ➡ অবশ্যই আপনাকে এই টিউনের স্টেপ-৫ দেওয়া নিউরেলিকের প্রমো লিংক থেকেই সাইনআপ করতে হবে। উল্লেখিত প্রমো লিংক ছাড়া নিউরেলিকের সাইটে সরাসরি সাইনআপ করলে আপনি অফারের আওতায় পরবেন না।

যা যা লাগবে

১) JDk ও Apache Tomcat সফটওয়্যার।

২) যে কোন কনফিগারেশন ও ইন্টারনেট সংযোগ।

৩) টিউনটি পড়ার জন্য উপযুক্ত ধৈয্য।

যা যা পাবেন

  • Tut+ এর ১ বছরের ১টি প্রিমিয়াম অ্যাকাউন্ট
  • ১টি চমৎকার, দারুনও সুদৃশ্য Greeky টি-শার্ট

আশাকরি

আপনাদের সুবিধার জন্য নিচে একটি কমপ্লিট ভিডিও টিউন প্রকাশ হল। কিছু পারসোনাল সমস্যার জন্য পুরো টিউনটি আমার পক্ষ থেকে তৈরি করেছেন রাজিবুল হাসান । এই ভিডিও টিউনের পাশাপাশি নিচে পুরো টিউন টি লিখিত আকারে বর্ণনা করা আছে যেন আপনারা প্রতিটি ধাপ পড়ে পড়ে বুঝে করতে পারেন।

স্টেপ-১ প্রথমে এখান থেকে JDk  আপনার ওএস অনুযায়ী ডাউনলোড করে ইন্সটল করুন। এরপর আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী Apache Tomcat জিপ ফাইলটি এখান থেকে নামিয়ে নিন।

➡ স্টেপ-২ আপনার কম্পিউটার থেকে my computer>propreties যান। সেখান থেকে Advanced system settings এ ক্লিক করুন। Advanced ট্যাব থেকে Environment Variables. এ যান।

স্টেপ-৩ এখন system variables থেকে new সিলেক্ট করুন। Variable name এ JAVA_HOME ইনপুট দিন এবং Variable value তে আপনার ইন্সটল করা JDk এর লোকেশনের পাথ পেস্ট করেন। আমি লোকেশন এড্রেস হল C:\Program Files\Java\jdk1.7.0_45 তাই আমি সেটা system variable এ পেস্ট করেছি। কাজ হয়ে গেলে ok দিয়ে বেরিয়ে আসুন।

স্টেপ-৪ এবার apache tomcat ফোল্ডারটিকে আপনার সি ড্রাইভে কপি করুন এবং টমক্যাট ফোল্ডার থেকে bin এ যান এবং startup.bat এ ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন। টমক্যাট কে মিনিমাইজ করে রাখুন। নিচের ছবিটি দেখুন।

এবার tomcat সার্ভারে ঠিক মত কাজ করছে কিনা দেখতে ব্রাউজারে গিয়ে লিখুন localhost:8080. কাজ না করলে পুনরায় চেষ্টা করুন। আপনার পিসি রিস্টার্ট করে নিন। আপনার কাজ শেষ।

বুঝতে প্রবলেম হলে নিচের ভিডিও টি দেখে সমাধান করে নিন।

স্টেপ-৫ Newrelic থেকে সাইন আপ করতে হবে। প্রথমে এখানে যান। Create My Free Account এ ক্লিক করুন। Step one এ আপনার নাম, মোবাইল নাম্বার,  সঠিক ইমেইল ঠিকানা, পাসওয়ার্ড, কান্ট্রি সিলেক্ট করে NEXT এ যান। Step two তে আপনার ইচ্ছা মত প্রথম চারটা ঘর পুরন করুন এবং What would you like to monitor? এখানে Java নির্বাচন করুন। আপনার অ্যাকাউন্ট তৈরি করা শেষ। এখন আপনার ইমেইল এ যান এবং সেখান থেকে নিউরেলিক থেকে আসা মেইলটি ভেরিফাই করে ফেলুন।

স্টেপ-৬ নিচের মত নতুন পেজ ওপেন হবে। সেখান থেকে Web apps সিলেক্ট করলে আরেকটি পেজ আসবে। সেখান থেকে Get Started ক্লিক করতে হবে। এখন apache tomcat থেকে আগের মত bin>startup.bat এ ক্লিক করে tomcat টি মিনিমাইজ করে রাখুন। (এটা গুরুত্বপূর্ণ)

এখন সেখান থেকে Choose your language হিসেবে JAVA  সিলেক্ট করে Get your license key লিঙ্কে ক্লিক করুন। এবার New Relic Java agent টি ডাউনলোড করে ফেলুন। Install the agent হিসেবে আমি এখানে windows দেখিয়েছি। লিনাক্স ব্যবহার কারীরা সেখানকার নির্দেশনা অনুযায়ী করে নিতে পারবেন। সেখান থেকে windows সিলেক্ট করুন।

স্টেপ-৭ ডাউনলোড করা newrelic agent ফাইল টি এক্সট্রাক করুন। এবং সেটা apache tomcat ফোল্ডারের মধ্যে পেস্ট করে দিন। এইভাবে -  C:\apache tomcat\newrelic।

এবার কিবোর্ড থেকে Shift বাটন চেপে রেখে apache tomcat এর ভেতরে রাখা newrelic ফোল্ডারটির উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করুন এবং open command window here সিলেক্ট করলে নিচের মত কমান্ড বার দেখতে পাবেন।

এখন সেখানে java -jar newrelic.jar install লিখে ইন্টার দিন। newrelic agent টি ইন্সটল হবে।

যাদের নিউরেলিক ইন্সটল করতে সমস্যায় পড়েছিলেন তারা নিচের ভিডিও দেখে সমাধান করতে পারবেন।

এবার আগের মিনিমাইজ করে রাখা tomcat টি কেটে দিয়ে নতুন করে রিস্টার্ট দিন মানে আবার bin প্রথমে shutdown.bat টি ওপেন করুন কিছুক্ষণ অপেক্ষা করুন। এবার আবার startup.bat টি ওপেন করুন।

স্টেপ-৮ এবার নিচের ছবির মত Connect to my application লিঙ্কে ক্লিক করুন।

উপরের সব প্রসেস ঠিক থাকলে নিচের মত ছবি আসবে।

আপনার আর কিছু করতে হবে না। এই লিঙ্কে ক্লিক করলেই আপনার দেয়া ইমেইল এ চলে যাবে newrelic এর পক্ষ থেকে প্রিমিয়াম অ্যাকাউন্ট এর আক্সেস কোড।

এখন আপনার দেয়া মেইলটি চেক করুন। আমাকে পাঠানো তাদের মেইল।

প্রথমে ওদের পাঠানো প্রথম মেইল থেকে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে হবে। এর পর আপনাকে পর পর আরও তিনটি ইমেইল পাঠানো হবে একটা rewrelic এর মার্কেটিং এর জন্য, বাকি দুইটি হল Tut+ primium code ও T-shirt। প্রিমিয়াম কোড এর মেইল এ ক্লিক করে Tut+ এ সাইন আপ পেজ আসবে। দেখুন।

সেখান থেকে আপনার যাবতীয় তথ্য দিয়ে আপনাকে দেয়া কুপন কোড টি Join Now এ ক্লিক করুন। আপনি পেয়ে যাবেন ১ বছরের জন্য Tut+ এর প্রিমিয়াম অ্যাকাউন্ট এর মালিক। 🙂

এবার আসি কিভাবে টি-শার্ট পাবেন। আপনাকে ওরা নিচের মত আরেকটি মেইল পাঠিয়েছে দেখেন।

এখন মেইল এ দেয়া লিঙ্কে প্রবেশ করুন। নিচের মত পেজ আসবে।

এখান থেকে আপনাকে দেয়া redemption code টি দিয়ে Pick your gift এ ক্লিক করলে পরবর্তী পেজে আপনাকে আপনার পুরো তথ্য ঠিক ভাবে পুরন করতে হবে। সব ঠিক থাকলে নিচের একটা মেইল আপনার ইমেইল এ চলে আসবে।

এতক্ষণ তো অনেকেই বিরক্ত হয়ে গেছেন দেখতে দেখতে। কিন্তু প্রিমিয়াম অ্যাকাউন্ট পাবার পর এগুলোর কথা কিছুই মনে থাকবে না। 🙂 মনে রাখবেন ভালো কিছু ফ্রিতে পেতে হলে একটু কষ্ট সবাইকেই করতে হয়।

আরেকটা কথা, তাদের এই ফ্রী অফার চলবে আগামি ৩১ ডিসেম্বর ২০১৩ পর্যন্ত। তাই যত তাড়াতাড়ি পারেন ফ্রিতে লুফে নিন একটি ফ্রী প্রিমিয়াম অ্যাকাউন্ট ও একটি দুর্দান্ত টি-শার্ট।

কৃতজ্ঞত হলে অব্যশই নিচের দুটি কাজ করুন

আমরা অনেক কিছু পেয়েও কৃতজ্ঞতা স্বিকার করতে চাই না। একজন টিউনারের সকল চাওয়া পাওযাই হল আপনাদের টিউমেন্ট আর উৎসাহ। তাই আপনি যদি কৃতজ্ঞ হোন তবে

  •  ১. সফল হলে সাথে সাথে এই টিউনে টিউমেন্ট করে জানান।
  •  ২. যত পারুন ফেসবুক এ টুইটারে এই টিউনটি শিয়ার করুন এবং অন্যকে সুযোগ করে দিন।

কোন প্রবলেম হলে জানান। আমি নিজে করে এই সব স্ক্রীনসর্ট গুলো দিয়েছি। আর কেউ আবার ভুয়া বলে টিউনারকে গালি দিবেন না। এখানে যা লেখা হয়েছে সবই প্রমাণিত। ভালো থাকবেন।

Level 0

আমি রনি সাটিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 573 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই শুধূ দুইটা প্রশ্ন। এই ফ্রি একাউন্ট কি কাজে লাগবে, আর টিউন টা কাদরে জন্য? সকল পাঠকদের জন্য যে নয় সেটা তো বুঝতে পারছি। কোন বিশেষ বিষয়ের উপর বলে মনে হচ্ছে।

    @Al Shahriat Karim: আপনার এই অ্যাকাউন্ট থাকলে প্রিমিয়াম ব্যবহারকারীর মত বিভিন্ন রিসোর্স বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। এটি মূলত তাদের জন্য যারা ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক্স, আফটার ইফেক্ট, ফটোশপ, মোবাইল ডেভেলপমেন্ট সহ অন্যান্য বিষয়ে কাজ করে বা শিখছে। ধন্যবাদ আমার তা প্রথমে উল্লেখ করা দরকার ছিল।

    Level 0

    @Al Shahriat Karim: একেই বলে শুভংকরের ফাকি?

রনি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ । আমি টিশার্ট ও একাউন্ট দুটিই পাইছি ।

    Level 0

    @Asaduzzaman Sohel: ভাই আপনার টিশার্ট টি পেতে কতদিন লাগছে ?

java -jar newrelic.jar install
আমি যখন এই কমান্ডটা দেই , তখন বলে
C:\newrelic>java -jar newrelic.jar install
‘java’ is not recognized as an internal or external command,
operable program or batch file.

আমি উইন্ডোস এইট ৬৪ বিট ইউসার , এবং জাভা খুব ভালো ভাবেই কাজ করে ।
এটার কোন সমাধান আছে কি ?

    @শুভ্র: আপনার কমান্ড ইনপুট দেয়া ভুল হচ্ছে। স্পেস, হাইফেন(-) গুলো ঠিক মত দেখে দেন।

      Level 0

      @রনি সাটিয়ার: T-shirt এর অপশনে Choose a Country এ তে Bangladesh নাই। আপনি কীভাবে পেয়েছেন একটু বলবেন? আপনাকে ধন্যবাদ ।

রনি ভাই Tomcat Home কোনটা ডাউনলোড করব?
KEYS | 8.0.0-RC5 | Browse | Archives ?

এগুলো না হলে কোনটা নিদিস্ট করে বলেন। এগুলোর মধ্যে কোনটা?

Core:
zip (pgp, md5)
tar.gz (pgp, md5)
32-bit Windows zip (pgp, md5)
64-bit Windows zip (pgp, md5)
64-bit Itanium Windows zip (pgp, md5)
32-bit/64-bit Windows Service Installer (pgp, md5)
Full documentation:
tar.gz (pgp, md5)
Deployer:
zip (pgp, md5)
tar.gz (pgp, md5)
Extras:
JMX Remote jar (pgp, md5)
Web services jar (pgp, md5)
JULI adapters jar (pgp, md5)
JULI log4j jar (pgp, md5)
Embedded:
tar.gz (pgp, md5)
zip (pgp, md5)

    @Al Shahriat Karim: আপনার অপারেটিং সিস্টেম এর উপর ভিত্তি করে ডাউনলোড করুন। ৩২ বিট হলে ৩২ বিট আর ৬৪ বিট হলে ৬৪ বিট।

Level 0

আনেক ধইন্যা

Level 0

Windos 8 a kibabe korbo. Waiting for Data. Tarpor loading……………………………….. Ki korbo

Apache Tomcat অনেক গুলা আছে (আমার ৩২ বিট) কোনটা ডাউনলোড করব ?

Vai ami t-shirt er email paice but tutoplus er email ta pelam na please say something.

    @ব্লগার শেখ জহিরুল ইসলাম: টি-শার্ট পাইলে প্রিমিয়াম অ্যাকাউন্ট এর আক্সেস ও পাবেন।

ভাই, jdk ডাউনলোড করলাম। ফাইলের ভিতরে ২টা ফাইল demo এবং sample আছে। insall দেয়ার কিছু খুজে পাচ্ছি না। কোন ফাইলে পাওয়া যায় ?

    @তামিম: JDk শুধু মাত্র .exe ফাইলটি ডাউনলোড করুন আপনার ওএস বিট অনুযায়ী।

আমি চেষ্টা করেছিলাম নিউরেলিক ডিপ্লয়ের। কিন্তু করতে পারি নি। আশা করি এবার পারব।

ধন্যবাদ @রনি সাটিয়ার ভাই । আমি win xp user cmd mode এসে আটকে গেলাম। উপরের সব ঠিক আছে ।যখন আমি cmd ওপেন করি তখন আমি এইভাবে করি -C:\>tomcat7\newrelic\newrelic.jar । কিন্তু হচ্ছেনা । আমার পিসিতে C:\tomcat7\newrelic এভাবে আছে । উত্তরের অপেক্ষায় আছি

    @তৌফিক: cmd ওপেন করুন newrelic ফাইলের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে করেছেন? আমি যেভাবে দেখিয়েছি উপরে? http://prntscr.com/289pgz

      @রনি সাটিয়ার: আমি win xp use করি

ধইন্যা !! জাভা দিয়ে ট্রাই করলাম পিসি তে, হয় নাই। তাই আমি জাভা না কইরা ভিপিএস এ পিএইচপি এপস্‌ ইন্সটল দিসি । কাজ হইছে এবং কোড ও পাইছি !!

আবারো ধন্যবাদ আপনাকে। 😀

    @মোঃ নাজমুস সাকিব: হুম। অল্টারনেটিভ ওয়ে তে কাজ হয়েছে জেনে ভালো লাগলো।

Level 0

রনি সাটিয়ার Vai thank u…

Bhai,C:\apache tomcat\newrelic>java -jar newrelic.jar install
‘java’ is not recognized as an internal or external command,
operable program or batch file.
ei problem ta dekhacche ber ber,ki korbo

অসাধারন টিউন! গুছিয়ে লেখার জন্য ধন্যবাদ। যদিও আমি আগেই এ্যাকটিভ করতে পেরেছি 🙂

    @নীল স্বপ্ন: আপনাকে অনেক ধন্যবাদ আপনার টিউমেন্ট এর জন্য। 😉

Level 0

সার্ভার স্টার্টআপ তো হইছে। কিন্তু ব্রাউজারে localhost:8080 লিখে এন্টার করলে কোন কিছু লোড হয় না।

Tut+ হল দারুন ও বহুল জনপ্রিয় একটি প্রিমিয়াম টিউটোরিয়াল ও রিসোর্স সাইট যেখানে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স সহ আরও বেশ কিছু সেক্টরের জন্য ভিডিও টিউটোরিয়াল, ইবুক ও বিভিন্ন প্রিমিয়াম কন্টেন্ট পাওয়া যায়।

আচ্ছা এই সাইটের টিউটোরিয়াল গুলো মনেহয় ইংরেজী, এই বিষয়টা ক্লিয়ার করলেন না….আর আপনি যে সাইটের কথা বলতেছেন সেই সাইটটা কী বাংলাদেশী না কী বিদেশী….?

    @মাহমুদ কলি।: ইংরেজি। টিউনে তা আপডেট করা হয়েছে। ধন্যবাদ

Level 0

আচ্ছা, আমার কথা হল সার্ভার হিসেবে কি এপাচি টমক্যাটই ইন্সটল করতে হবে? আমার অলরেডী wamp ইন্সটল করা আছে, মানে পোর্ট ৮০ অলরেডী ইউসড। wamp এ কি হবে না?

    @MITHU: রাজিবুল ভাই, এর টিউমেন্ট তা দেখেন। জাভা ইন্সটল এর জন্য টমক্যাট ই লাগবে। ওয়াম্প না।

সঢল হইছি। কোন প্রব্লেম হয় নাই। ।গুড । আপনপার মনোনয়ন দিলাম।

রনি ভাই টি শার্ট টা পাব কিভাবে? আমার তো সব ওকে আছে। এখন জামাটার জন্য ওয়েট করছি।

    @Al Shahriat Karim: আমিও আপনার মত ওয়েট করছি। তারা শিপিং ডেট সহ আরও একটা মেইল করবে। দেখা যাক কি হয়। ধন্যবাদ,

vai, JDK konta download korbo? amar OS Windows 7 32 bit. Kintu 32 bit-er jonno kono download option nai. Ki korbo vai???

আসসালামু আলাইকুম
আচ্ছা ভাইয়া ,সার্ভার হিসেবে কি এপাচি টমক্যাটই ইন্সটল করতে হবে? অলরেডী wamp ইন্সটল করা, মানে পোর্ট ৮০ অলরেডী ইউসড। wamp এ কি হবে না?
আরেকটি কথা, step-5 এ আমি যদি What would you like to monitor? এর অপশনে java সিলেক্ট না করে অন্য কোন একটা যেমনঃ PHP সিলেক্ট করতাম অথবা Mobile monitoring এর অপশনে IOS সিলেক্ট করতাম তাহলে আমাকে বাড়তি কি করতে হত?
আমি এই অপশনগুলো সম্পর্কে জানতে চাচ্ছি।

    @Mohammad Sohel: আমি যতদূর জানি জাভা নিয়ে কাজ করার জন্য টমক্যাট ই লাগে। ওয়াম্প হবে না। আর ইনভাইরনমেন্ট হিসেবে জাভা সিলেক্ট করতে হবে। অন্য গুলোর নিয়ে কাজ করা হয় নি। 🙁

ধন্যবাদ ভাই, কাজ হইছে। Gift টা কবে হাতে পাবো সেটা জানলে ভালো হতো।

    @রুবেল: আপনাকে তারা শিপিং ডেট সহ আরও একটি মেইল করবে। অপেক্ষা করুন। ধন্যবাদ

অবশেষে সব ঠিকঠাক মতো করলাম। কিন্তু কোনো ইমেইল আসছে না।

    @তামিম: লাস্ট পর্যন্ত ঠিক মত করতে পারলে মেইল অবশ্যই পাবেন। 🙂

সবই তো ঠিক মতই হল, তাও মেইল পাইলাম না 🙁
কাহিনী কি ?
কয়দিন লাগে মেইল আসতে ?

    @নিসান: লাস্ট পর্যন্ত ঠিক মত করতে পারলে মেইল অবশ্যই পাবেন। কমপ্লিট করার সাথে সাথেই পাবেন।

Level 0

mail to aslona

Level 0

everything is working fine to me except i did not get any email for t-shirt link. So please help me to get it. And many many thanks to রনি সাটিয়ার vai for beauitfully sharing this idea.

Na jeheto amader Java Nia kaj korte hobe tai Tomcat tai lagbe
Tomcat mulot java er jonno.
@Mithu

Account to paisen…T shirt bazzar theke ekta kine niyen….:P

Level 0

সার্ভার স্টার্টআপ তো হইছে। কিন্তু ব্রাউজারে localhost:8080 লিখে এন্টার করলে কোন কিছু লোড হয় না।

@রনি সাটিয়ার
ভাই কষ্ট কইরা এইটার কোন সমাধান দেন।

    @MakShibli: টমক্যাট মানে startup.bat মিনিমাইজ করা না থাকলে লোকালহোস্ট এ ঢুকতে পারবেন না। আগে ওইটা চেক করেন।

      Level 0

      @রনি সাটিয়ার: ভাই মিনিমাইজ করার পরেও তো হচ্ছে না। বাই দ্যা ওয়ে আমি ব্রডব্যান্ড ব্যবহার করি। এইটাতে কোন সমস্যা করতেছে লোকালহোস্ট চালু হইতে??

ধন্যবাদ ভাই , সকল কাজ শেষ tute+ premium account পাইলাম + t-shirt code pailam শুধু T-shirt টা হাতে পাওয়ার জন্য অপেক্ষা 😀

আমিও সবি করলাম কিন্তু T-Shirt এর সাইজ জানিনা 😛

Level 0

ভাই আমি যখন java -jar newrelic.jar install লিখে ইন্টার দেই। আমার command এ লিখা আসে error: Unable to access jarfile newrelic.java. এর সমাধান কি ভাই?

Level 0

Done it aboshese

Level 0

thanks to রনি সাটিয়ার

Level 0

দীর্ঘ কয়েক বছর পর টিটি তে লগিন করলাম শুধু আপনারে ধন্যবাদ দেওয়ার জন্য,
অনেক অনেক ধন্যবাদ রনি ভাই

    @mehedi416: শুনে মন ভরে গেল। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই। 😉

বেশি জোস! দিয়ে দিলাম। সার্ভার হচ্ছিল না, লোকালহোস্ট ওপেন হচ্ছিল না। অন্য এক ছোটভাইকে দিয়ে করালাম। পেয়ে গেলাম ঃড ধন্যবাদ

    Level 0

    @দিহান: ভাই লোকাল হোস্ট তো আমারো ওপেন হইতাছে না। কেমনে করলেন কাইন্ডলি একটু বলবেন??

      @Tuhin: @MakShibli: আপনার টমক্যাট টি মিনিমাইজ করে রেখে লোকালহোস্ট ওপেন করুন। হয়ে যাবে।

        Level 0

        @রনি সাটিয়ার: না ভাই তাও কাজ হচ্ছে না। মিনিমাইজ করে রেখে দেওয়ার পরও ব্রাউজারে লোকালহোস্ট লোড হচ্ছে না।

      @MakShibli: Sorry ভাই, আমি আরেকজনকে দিয়ে করায়া নিছি যার হইছে 😀

    @দিহান: 🙂

Level 0

এক বছরের জন্য প্রিমিয়াম মেম্বারশীপ পেলাম এখন দেখি টি শার্ট পাই কিনা! অনেক ধন্যবাদ সুন্দর টিউন এর জন্য!!!

    @Tuhin: অপেক্ষা করুন পেয়ে যাবেন। 🙂

    Level 0

    @Tuhin: T-shirt এর অপশনে Choose a Country এ তে Bangladesh নাই। আপনি কীভাবে পেয়েছেন একটু বলবেন? আপনাকে ধন্যবাদ ।

Level 0

ধন্যবাদ ভাই ।

স্টেপ-৮ এবার নিচের ছবির মত Connect to my application লিঙ্কে ক্লিক korar por “waiting for data” show korse 20 minute dhore……r kisu asse na ki korbo?

Reply please…..

    @মামুন১১৬: আপনার মেইল এ আসা নিউ রিলিক মেইল টা ভেরিফাই করে দেখেন। কাজ করার তো কথা একক্ষণ। 🙁

    @মামুন১১৬: টমক্যাট restart করেণ। ঠিক হইয়া যাইবো। xampp ব্যবহার করে চেষ্টা করেণ।

আপনাকে ধন্যবাদ। এই মাত্র xampp ব্যবহার করে সফল হলাম। তবে টি-শার্ট এর কোন মেইল পাইলাম না। যাইহোক একাউন্ট তো পাইলাম। ভাল থাকবেন -ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধনবাদ 😀 😀

Level 0

wamp server a ki vaba install dibo?

@রনি সাটিয়ার: অনেক ধন্যবাদ ভাই। আর যারা উইন্ডোজ ৮ ব্যবহার করেন তাদের টমক্যাট এর ঝামেলা হলে xampp ইনস্টল করে টমক্যাট ব্যবহার করতে পারেন।

    @অর্থহীন জীবন: আমার উইন্ডোজ ৮ এ xampp এবং jdk দুইটাই সেটাপ দেওয়া আছে। কারন আমি জাভাতে প্রগ্রামিং করি। কিন্তু কথা হল xampp ওপেন করলে tomcat ছাড়া বাকি সবগুলোই start করতে পারছি। কিন্তু tomcat এর start বাটনটি disabled হয়ে আছে। কিভাবে enable করবো????

      Level 0

      @সাহীদুজ্জামান সাহীদ:
      Tomcat double hober karene mone hoi conflict hoise. Amaro hoisilo xamp er tomcat dia success hoise.

    @অর্থহীন জীবন: ধন্যবাদ ভাই জানানোর জন্য।

অবশেষে সফল হলাম , ধন্যবাদ আপনাকে

করে ফেললাম। রনি ভাইকে অনেক ধন্যবাদ।

Level 0

রনি ভাইকে অনেক ধন্যবাদ। ভাই আমার ত “Waiting For Data” dont finished .
Please help me

Level 0

আপনাকে অনেক ধন্যবাদ @রনি সাটিয়ার। সফলভাবে শেষ করলাম এবং ১ বছরের একটি প্রিমিয়াম একাউন্ট ও ১ টি Greeky টিশার্ট পেলাম…………………।(Y)

See data in 5 minutes
In a few minutes, your application will send data to New Relic and you’ll be able to start monitoring your application’s performance. You will also be automatically upgraded to New Relic PRO for a limited time.
পাঁচ মিনিট কখন পার হয়ে গেছে তবুও কাজ হচ্ছে না। What should I do now???

আল্লাহ তায়ালার রহমতে শেষ পর্যন্ত সব কাজ ঠিক ঠাক এবং সফলভাবে করতে পারলাম। অসংখ্য ধন্যবাদ সুন্দর টিউনের জন্য। নির্বাচিত টিউন মনোনয়ন এর জন্য জোরালো আবেদন জানাচ্ছি।

Level 2

Amio paisi Alhamdulillh.. Thanks a lot (I am weak ! i can just give you only a dry Thanks )
@ রনি সাটিয়ার

“স্টেপ-৫ এর Step two complete করার পর Create my free accunt-এ ক্লিক করলে পেজ লোড হতে থাকে বাট কিছু আসে না।

dhonnobad bhai

হইছে, কিন্তু টিশার্ট এর জন্য প্রদত্ত ঠিকানার শেষে Dhaka-1216 er bodole Dhaka-7500 দিসি। অবশ্য Dhaka-1216 উপরে ঠিকানার মধ্যে একবার দিসি 🙂

Level 0

ধন্যবাদ কাজ হয়েছে ।

amarta keno holona bujhlam na! shobi thikmoto korlam.but mail ashlo na!

    @মুন্না: সব ঠিক মত করলে চলে আসার কথা। না আসলে আবার ট্রাই করেন।

      @রনি সাটিয়ার: bujhlam na!amake just thanks koilo ! kono verfication o ashlo na!

“এবার আগের মিনিমাইজ করে রাখা tomcat টি কেটে দিয়ে নতুন করে রিস্টার্ট দিন মানে আবার bin প্রথমে shutdown.bat টি ওপেন করুন কিছুক্ষণ অপেক্ষা করুন। এবার আবার startup.bat টি ওপেন করুন।”
করলাম, এরকম আসে, লোড হয়না, অনেক্ষন অপেক্ষা করে দেখেছি, কানেক্ট ও হয়না।।
http://snag.gy/tj6KS.jpg

Never mind, প্রথম থেকে আবার করেছি, হয়েছে, এখন দেখি বাকিটা করতে পারি কিনা !

টি শার্ট হয়ে গেছে, টাটস প্লাস এরটা এখনো পাইনি !

    @পিচ্চি শাওন: টি শার্ট ও প্রিমিয়াম অ্যাকাউন্ট এক সাথেই পাবার কথা। ওয়েট করে দেখেন।

রনি ভাই আপনি আমাকে শুধু একটা এ্যাকাউন্ট খুলে দেন। আমার টি-শির্ট দরকার নাই। [email protected] এইটা আমার ইমেইল আইডি। প্লণিজ দিয়েন। আমি খুলতে পারতাম। কিন্তু আমার যথেষ্ট পরিমান এমবি নাই ঐ ফাইলগুলো ডাউনলোডের জন্য।

কতদিন আগে আইডি ওপেন করছিলাম মনে নেই।
আজ করলাম শুধু মাত্র রনি সাটিয়ারকে ধন্যবাদ দেওয়ার জন্য।
গুছিয়ে টিউনটি করার জন্য আর একাউন্ট এর জন্য। টি-শার্ট দরকার নাই একাউন্টটি গুরুত্বপুর্ণ।
ধন্যবাদ।

    @কামাল হোসেন: এক রাশ ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

I have got it.. Thanks

Level 0

ভাই আমি newrelic file টা open command window তে োপেন করতে পারছি না, যদি কেউ আমাকে সাহায্য করতেন খুব উপকৃত হতাম। আমি windows xp service pack 3 use করি। Please help me

    @kingkhan: কমান্ড প্রমট ওপেন করে newrelic ফোল্ডারটা ড্রাগ করে কমান্ড প্রমট এ ছেড়ে দিন এবং শেষে > দিয়ে দেখুন কাজ করে কিনা।

shirt er code pelam.but ekhono TuT+ er code pelam na!

অনেক ধন্যবাদ রনি ভাই। একাউন্ট করতে পারলাম আপনার জন্য।

কিন্তু টি-শার্ট এর জন্য লিংক কাজ করেছ না ।Sorry, we can’t find that page! দেখাচ্ছে।

Level 0

waiting for date……..

tried 2 timies, all was done perfectly, but at the last step it’s waiting for date……… No result. Would you please tell me what is wrong here?

Level 0

Sorry…….. It’s waiting for data……..

Same Problem……………………..See data in 5 minutes
In a few minutes, your application will send data to New Relic and you’ll be able to start monitoring your application’s performance. You will also be automatically upgraded to New Relic PRO for a limited time.
পাঁচ মিনিট কখন পার হয়ে গেছে তবুও কাজ হচ্ছে না। What should I do now???

অবশেষে এমনিতেই হলো Many Many Thanks রনি সাটিয়ার।

Level 0

Thank You Rony Vai. Free Account hoyese. Now waiting for T-shirt

যাদের T-Shirt এর লিংক কাজ করছে না তাদের জন্যঃ
Just select the whole link and copy in clipboard. Then paste it at address bar. Make sure that your link is like this: http://get.printfection.com/nerdlife/207246***/dwt********
here dwt********* is Your redemption code. I face the same problem but can solve with this Technic.

C:\apache-tomcat-7.0.47\newrelic>java -jar newrelic.jar install
লিখে Enter দিলে দেখাচ্ছে
‘java’ is not recognized as an internal or external command,operable program or batch file.

আমি বারবার check করেছি যে কোন ভুল হল কিনা, কয়েক বার try করেছি, কিন্তু Result একই। আমি এখন কি করতে পারি, সমাধান দিন PLZ.
অপেক্ষায় থাকলাম রনি ভাইয়ের 🙁

রনি ভাই আমি আপনার দেখানো মত startup.bat ফাইলটি রান করেছি। এবং সেটি ঠিক ঠাক মত রান ও হয়েছে এই যে– http://prntscr.com/28m2j9
কিন্তু সমস্যা হলো যখন আমি ব্রাউজার এ localhost:8080 লিখে এন্টার দেই তখন সেটি আর লোড হয়না। অটোমেটিক্যালি localhost:8080 এই ইউ আর এল টি http://www.localhost.com:8080/ এ রুপান্তরিত হয়ে যায় এই যে– http://prntscr.com/28m3ag । এর সমাধান কি? আমি পিসি রিস্টার্ট করেছি তারপর ও সেম প্রবলেম । 🙁

প্রিমিয়াম আইডি তো পাইলাম কিন্তু টি শার্ট মনে হয় পাবো না। ওরা মেইলে টি-শার্ট এর জন্য যে লিঙ্ক দিসে সেটাতে মনে হইয় প্রবলেম আছে। ওই লিঙ্ক এ ক্লিক করলে http://prntscr.com/28mbgz এমন দেখায়।
কোন সমাধান কি আছে রনি ভাই???

যাযাকআল্লাহ খায়ের @সাহীদুজ্জামান সাহীদ

রনি ভাই, আমি নওগাঁ তে থাকি । আমার কাছে কিভাবে T-shirt আসবে ?

    @nasimreza494: আপনার যেখানে থাকেন সেখানকার ঠিকানা দিন। আপনার ঠিকানায় চলে যাবে আপনার টিশার্ট 🙂

ধন্যবাদ। আমি সফল ভাবে করতে পেরেছি। এই টিউন করার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ।

Tune ta khub valo laglo. Ami sob gula commet porlam. Onek e hoyche. Kintu amar hobe na. Karon amar PC’r HDD nosto hoye geche dokhane diye aslam. Ora bollo 1 maser age contact na korte. Aborodhe naki dhakai pathate parbe na. So amar ekta account lagbe. Keu jodi ekta account khule amake diten amar khub upokar hoto. Lagle ami amar email, password diye dibo. Please amake help koren keu. Amar T-shart lagbe na. Je account khule diben se niye niyen. Ami @Rony vai ke bisesh vabe anurodh janabo, amake ei help ta kora jonno.

    @এনামুল খান: CentOS এর একটি VPS নিয়ে আমার কাছে দিলে করে দিতে পারবো । আমার ভিপিএস এর মেয়াদ শ্যাস । ৭দিন বা ১ মাস এর জন্য নিন। $5 ডলার খরচ। অথবা ট্রায়াল জোগার করুন।

    আর যদি অন্য কেউ পারে তাহলে তো আরো ভাল !!

Level 0

ধন্যবাদ, রনি সাটিয়ার……. অনেক কাজে লাগবে…

কাজ হইতেছে কিন্তু set data in 5 mins এর এখানে এশে আটকে গেছে। শুধু wating for data লেখা অনেক্ষন ধরে দেখাচ্ছে। কি করব বুঝতেছিনা। পরের step এ জেতেও পারতেছিনা।

Level 0

স্টেপ-৮ এ See data in 5 Minutes এ loading হইতে থাকে – এটা কি uploading এ বেশি সময় নিতেছে নাকি অন্য কোন problem?

Thanks thanks and thanks for sharing such a thing. I have get my premium membership on TUTS+ and apply for the T-Shirt.

ভাই স্টেপ-৮ এ গিয়ে অনেক সময় নিতেছে। এটার কারণ কি?

সুন্দর টিউনটির জন্য ধন্যবাদ ভাই। Download the java agent <এইটাতো ডাউন্ডোড করতে পারছিনা!! সম্পূর্ণ ফাইল ডাউন্ডোড হচ্ছেনা! সাহায্য দরকার ভাই….

এ রকম অনেক বড় একটা টিউন পড়েই আমি আমার ডোমেইন রেজিস্ট্রেশন করেছিলাম। অনেক ধন্যবাদ ওই টিউনারকেও। আমি যে সাইটটা বানিয়েছি তার লিংক projuktibangla.com কেউ ফ্রী প্রিমিয়াম থিম ডাউনলোডের পদ্ধতি জানলে জানাবেন প্লিজ।

Level 0

Bhai, r ekjoner Download kora softwire diye ki hobe???

Level 0

Bhai, r ekjoner Download kora softwire diye ki hobe???@Roni

রনি ভাই আমি লিমিটেড নেট ব্যবহার করি।।এই কাজটা সম্পূর্ণ করতে কত এমবি লাগতে পারে??

এতে ওদের কি লাভ হবে জানতে ইচ্ছে হলো ? মানে পিসিতে টমক্যাট সেটআপ করা হলে ওদের কি লাভ হয়? আর এতে কি কোন প্রকারের সমস্যা আছে?

অবশেষে পারলাম , আপনাকে অনেক ধন্যবাদ।

Level 0

রনি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।।

Level 0

সালাম নিবেন। ধনবাদ, শেষ পর্যন্ত সফল হলাম।

রনি ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। সব কাজ ঠিক মতই করতে পারছি। সুধু একটা ছোট্ট সমস্যায় পড়ছি। শার্ট পাওয়ার জন্য State & Zip Code এর ঘরে কি লিখবো ?? আমি নতুনবাজার, বাড্ডাতে থাকি…

    @আসিফ রেজা: স্টেট ঢাকা দেন। আপনি যেখানে থাকেন সেখানকার জিপ কোড বা ঢাকার জিপ কোড দেন। আমি দিয়েছিলাম ১২০৫ ।

      @রনি সাটিয়ার: শার্ট পেতে আপনার কতদিন লেগেছিলো ??

Level 0

ভাইয়া ভিডিও টা youtube এ upload করে তার link টা দিলে খুব ভাল হত। ভাইয়া সবই যখন করলনে এই কাজ টুকু একটু কষ্ট করে করেন ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি সামনে আরো নতুন কিছু নিয়ে আসবেন।

Level 0

ভাইয়া, Connect to my application এ ক্লিক করার পর Waiting for data এসে থাকে। কিন্তু আর কিছুই হচ্ছেনা। localhost:8080 তে দিলে রিপ্লাই পাচ্ছি। আর apache tomcat থেকেও command box ওপেন করা আছে। এখন কি করতে পারি? আমি আগেই account খুলেছিলাম এবং e-mail address verify ও করা আছে। সাহায্য করলে উপকৃত হতাম।

    @reefaz: টিউন দেখে কাজ না হলে রাজিবুল ভাইয়ের ভিডিও টিউন টি দেখুন। কাজ হবে আসা করি।

রনি ভাই আপনাকে অনেক ধন্যবাদ এবং ভিডিও টিউনটা যে করেছে তাকেও ধন্যবাদ। আমি সফলতার সাথে কাজটি কমপ্লিট করতে পেরেছি।

Level 0

Thanks Brother.. amr account + Tshirt 2 tai complete.

অনেক অনেক ধন্যবাদ। টিউনটি নির্বাচিত করা হউক। ব্যস্ত আছি পরে চেষ্টা করে দেখবো।

    @মোহাম্মদ খালিদ হোসাইন: খালিদ ভাই, হাহাহা। ধন্যবাদ। 🙂

হ্যাঁ এইবার কাজ হয়েছে। অনেক ধন্যবাদ রনি ভাইয়া। আর রাজিব ভাইয়াকে বিশেষ ধন্যবাদ ভিডিও টিউটোরিয়াল এর জন্য। 😀

Level 0

Done!!! I will remember your name……… rony satiar. This is really a great contribution to this forum from you. Salute!!!

Level 0

wamp install kora thake tahole ki.uninstall kore nite hobe???@Roni Bhai

Level 0

startup.bat a click korle khub druto kalo screen ti ese cole jacche kintu tate kisu lekha nai.browser a localhost:8080 dileo kisui hocche na.Amr wamp install kora ace@Roni bhai

    @rahmanole: যেকোনো একটা ব্যবহার করা লাগে। আমি তো তাই জানি।

ধন্যবাদ , কাজ হয়েছে , টি শার্ট পাব কিনা জানিনা তবে প্রিমিয়াম একাউন্ট পেয়েই খুশি

Level 0

রনি ভাই…আমি যদি jdk zip file(17mb) ব্যবহার করি,তাহলে কি হবে?????????

    @nkpiyas:
    Java SE Development Kit 7u45 এইটা কোর্ট হবে। ১২৩এমবি না হয় ১২৫ এম বি

chrome://browserbackgrounds/content/bb.html

ওলে ওলে 200 নাম্বার কমেন্ট টা আমার। 1 নাম্বার টাও আমার 200 নাম্বার টাও আমার। ওলে ওলে………

    @Al Shahriat Karim: হাহাহা ভাই ১০০ নাম্বার কমেন্ট টা মিস করে গেলেন। 😀

Level 0

@Roni Bhai. step 8 a giya tana 2hours dhore loading hoeo kono kaj holo na,ki korbo??????

    @rahmanole: কাজ কি হয়েছে? না হলে ভিডিও দেখে আবার ট্রাই করেন।

Level 0

অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। সফলভাবে প্রিমিয়াম একাউন্ট করতে পেরেছি 🙂

মেইল আসতে কয়দিন লাগবে ভাই ।আমি সব স্টেপ অনেক কষ্ট করে করছি।কিন্তু এখন মেইল আসতেছে না

প্রায় ৫ ঘন্টা চেষ্টা করে সফল হলাম , আপনাকে অনেক ধন্যবাদ । তবে আমি একটি সমস্যায় পড়েছি । tut+ থেকে কিছু ডাউনলোড় করতে গেলে রিজুম সার্পোট করতেছে না । কি করতে পারি ,সেই ব্যাপারে আপনার একটু সাহায্য কামনা করছি ।

    @ফয়সাল আবেদীন: হ্যাঁ ভাই রিজিউম সাপোর্ট আমারও করে না। তবে শুধু ভিডিও গুলোর ক্ষেত্রে। ইবুক এ ঠিক কাজ করে।

Level 0

ভাই অসংখ্য ধণ্যবাদ,
একটা বিষয় জানা খুবই দরকার, দয়া করে জানাবেন অপেক্ষায় আছি,
১. আমি jdk এবং tom cat c এ drive install করলাম তবে আগে থেকে xampp আমর D Drive install kora আছে কারন আমার অনেক প্রয়োজনীয় data d drive এ .
এখন c drive theke tom cat start korle local host problem kore.
এখন আমার যে d drive এ xampp এ যে tom cat আছে সেখান থেকে start করলে কাজ হবে কিনা জানাবেন, সঙ্গত কারনে xampp c drive run করতে পারছিনা।
আপনার উত্তরের অপেক্কায় রয়লাম।

    @wahedur: Xampp ব্যবহার করে করা যাবে। যে কোন একটা সার্ভার ইন্সটল থাকতে হবে। দুইটা একসাথে হবে না। আর আমি xampp দিয়ে ট্রাই করিনি।

Level 0

finally got t-shirt code thank you.

অবশেষে প্রিমিয়াম একাউন্টের মালিক হলাম। আর টিশার্টের কোডও পেলাম। অনেক ধন্যবাদ রনি ভাই। কিন্তু টি শার্ট পাবো কিভাবে?

    @মোহাম্মদ খালিদ হোসাইন: শেষ পর্যন্ত হল তাহলে। 🙂 টিশার্ট এর কোন মেইল পান নাই আপনি।

Level 0

হা, অবশেষে পারলাম। ধন্যবাদ @রনি সাটিয়ার

এটা আমার দেখা সবচেয়ে বেশী কমেন্ট সম্বলিত টিউন!! ২২৪!!!

Level 3

রনি অসংখ্য ধন্যবাদ আপনাকে । আপনার এই টিউন দেখে আমার মনে হলো অনেক দিন পর একটা ভাল টিউন পেলাম। আমি প্রথম বারে- ই সফল হয়েছি । এত সুন্দর ভাবে উপস্থাপনের জন্য আর tuts+ এর জন্য আরো এক বার ধন্যবাদ … ভাল থাকবেন …..

Vai amar WAMP install kora ache D drive e ……….. ami ki korbo

    @হাসান উজ্জামান: টমক্যাট দিয়ে আগে কাজ করে দেখুন WAMP ইন্সটল থাকা অবস্থায়। কাজ না হলে WAMP রিমুভ করে আবার ট্রাই করেন। কাজ হবে আশা করছি।

Level 0

থাঙ্কস। ৩ দিন ধরে try করছি। লাস্টে succcessful হলাম। ১৮০ ডলার এর প্রিমিউম মেম্বেরশিপ পাইলাম। এখন T-sirt এর সাইজ সিলেক্ট করার জন্য গুগল সার্চ করব। রনি সাটিয়ার ভাইকে আনেক ধন্যবাদ, রাজিবুল হাসান ভাইকেও ধন্যবাদ video tutorial তৈরি করার জন্য।

Level 0

T-Shirt পেতে সময় লাগবে 11-15 Business day.

thanks. shob thik moto hoise…account o paisi…t-shirt o paisi…. 🙂

Level 0

ভাই সবকিছু ঠিকঠাকত হইছিলো কিন্তু শেষে এসে আটকে গেলাম । Step 8 এ আধা ঘন্টা ধরে loading হচ্ছে কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছি না ।

Level 0

আজ শেষ পর্যন্ত সফল হলাম । ধন্যবাদ রনি ভাইকে !!!

রনি সাহেব আমার একটা সমস্যা আমি সবকিছু করেছি ঠিকটার মতো কিন্তু দেশ সিলেক্ট এ বাংলাদেশ নাই কি করতে পারি?

    @সুমন বড়ুয়া: অ্যাঁ কি বলেন!!! আবার ট্রাই করেন। বাংলাদেশ খুঁজে বের করেন। 😛

choose a country – এখানে বাংলাদেশের নাম নাই, কোন country এর নাম দিব প্লিজ বলুন। আমি এখানে আটকে আছি

বাংলাদেশের নাম নাই অন্যরা কিভাবে সফল হচ্ছে বুঝতে পারছিন, অন্য দেশের নাম দিলেও কি হবে? সেটাও বুঝতে পারছি না।

অনেক ধন্যবাদ রনি ভাইকে। সব কিছু ঠিকঠাক মতো করলাম। কিন্তু T-shirt নেওয়ার সময় shipping address এ Select list এ Bangladesh এর নাম নাই। আমি কয়েকবার try করছি।

Bangladesh এর নাম নাই। গণহারে অ্যাকাউন্ট তৈরির কারনে বাদ পরল নাতো????

বাংলাদেশ কই ?????
t-shirt পাইলাম না………:(

হা হা বাংলাদেশ আসলেই লিস্টে নাই। কাল রাত্রে ও তো ছিলো কিন্তু আজ সকাল থেকে লিস্টে বাংলাদেশ খুজেও পাচ্ছি না। বাংলাদেশ থেকে মনে হয় টি-শার্টের অর্ডার লিমিট ক্রস করে ফেলেছে 🙂 :), ফ্রি জিনিস তো…… 🙂

    @Khaled Md Tuhidul Hossain: @নেটিজেন।: আমারও তাই মনে হয়। অর্ডার লিমিট ক্রস করে ফেলেছে।

শুধু বাংলাদেশ না আরো কিছু দেশ ও মনে হয় লিস্ট থেকে বাদ পড়েছে। এই স্ক্রিনশট টি দেখুন http://prntscr.com/29d9gc তাহলেই বুঝতে পারবেন।
অপশন ভেলু ১৮ তে বাংলাদেশ ছিলো, কিন্তু এখন অপশন ভেলু ১৮ই নেই, ভেলু নং ১৭ ও ১৯ ঠিকই আছে। মনে হয় তারা এই দেশ গুলো অতিরিক্ত অর্ডার পড়ার কারনে বাদ দিয়ে দিয়েছে 😛 . যাদের ফায়ারবাগ অ্যাডন্সটি আছে তারা ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখুন তাহলেই ব্যাপারটা বুঝতে পারবেন…

ভাই, টাটসপ্লাস এর লিঙ্ক এখনো পর্যন্ত পাইনি !

Level 0

এইভাবে নামলে জীবনে কোনোদিন নামা শেষ হইবো? 🙁

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-prn2/q71/1491668_738421299520274_533456762_n.jpg

Level 0

হেল ইয়াহ! এক বছরের জন্য প্রিমিয়াম মেম্বার হইয়া গেছি, টি শার্ট দিয়া কিত্তাম? 😀

সম্পূর্ণ নিয়ম ভাল মতই শেষ করার পরে একটামাত্র ইমেইল আসে >> Get Your Tutorials, Videos, and eBooks from Tuts+!
বাকি আর কোন ইমেইল পাইনাই!!! তাই আবার অন্য আরেকটা ইমেইল দিয়ে আরেকবার প্রথম থেকে চেষ্টা করেও সেম ইমেইল পাইলাম…. রনিভাই সাহায্য চাই 🙁 একটা আইড়ি অবশ্যই লাগবে আমার 🙁

    @Crazy Toufiq: ইমেইল এর ভিতর ইন্সট্রাকশন অনুযায়ী কাজ করেন। হয়ে যাবে।

Level 0

ভাই –choose country— ত বাংলাদেশ ত নাই। কি দিবো ।

Level 0

Vai ami T-Shart account ta complete korte paninai

kon country dibo bostecena. Baki sob successfilly complete.

    @point: অভিনন্দন। বাংলাদেশ থেকে কোন টিশার্টের রিকুয়েস্ট তারা আর নিচ্ছে না।

Which software did you use to record the video? I really liked the screen recorder software and appreciate your effort a lot.It is sad that they have stopped sending t-shirts to Bangladesh but what i got from tut plus premium account is enough to leave t-shirts like that. Thanks again. Waiting for your answer.

    @sajjad_anik: Techsmith Camatasia Studio v 8.0.4 build 1060
    সফটওয়্যারটির সাইজ প্রায় 243এমবি। আমার দেখা মতে সেরা। ধন্যবাদ আপনাকে।

আচ্ছা আমি যখন Register করেছিলাম তখন লিস্টে বাংলাদেশ ছিল। তাহলে কি শার্ট পাওয়া যাবে? 🙁

Level 0

রেজিষ্ট্রেশন করলাম এবং সব মেইলও আসছে। প্রিমিয়াম অ্যাকাউন্ট তৈরি, কিন্তু T-Shirt অর্ডার পেজের শিপিং ইনফোতে Country এর তালিকায় বাংলাদেশের নামই নাই। তো অর্ডার কেমনে করবো? But Premium Account পেয়ে খুবই খুশি। Thanks সাটিয়ার।

ধন্যবাদ রনি ভাইয়া। আমি ফ্রি প্রিমিয়াম একাউন্ট পেয়েছি, এখন শুধু টি-শার্টের জন্য অপেক্ষা। আজ শুধুমাত্র আপনাকে ধন্যবাদ জানানোর জন্য টেকটিউনস্ এ সাইন আপ করলাম।
আবারও ধন্যবাদ!

newrelic_agent3.2.1.zip এটা তো ডাউনলোড হয়না কি করবো????

    @এনামুল খান: ভালো মত ট্রাই করুন। না হলে অন্য ব্রাউজার দিয়ে ট্রাই করুন।

Level 0

Got IT !! THANKS A LOT BROTHER !!!

Level 0

একটা একাউন্ট কয়জন ব্যবহার করা সম্ভব?

    @sharif_srs: আপনার টুট+ অ্যাকাউন্ট টি আপনি চাইলে যে কাউকে দিয়ে এক্সেস করাতে পারেন।

বার বার চেষ্টর পর পারলাম অবশেষে করতে। কিন্তু টি-শার্টটা পাবনা আর মনেহয় 😀 কারন সেখানে সবদেশের নাম আছে কিন্তু বাংলাদেশ নাই! ধন্যবাদ ভাই রনি…. 🙂

ভাই নিউরেলিক জাবা এজেন্ট ডাউনলোড করতে পারছি না ,,,, ফাইল সাইজ unknown দেখায় কি করব প্লিজ জানান !

    @ওবায়েদ উর রহমান অবি: হয়ে যাবার কথা। আমিও এই রকম পেয়েছি। আপনার হয়নি?

আজ বুধ বার সকাল ১০.৩৪মিনিট আমার প্রশ্নের উত্তর দেবার জন্য মনে হয় কেউ নাই তাই না?

ভাই নিউরেলিক জাবা এজেন্ট টা কত এমবি ছিল @ রনি সাটিয়ার

roni vai ete ki pc slow howar somvabona ache?

Level 2

রনি ভাই , আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একাউন্টা ঠিকভাবে করতে পেরেছি। কিন্তু আমার একটা প্রশ্ন আপনার কাছে। আমি টিশার্ট
এর শিপিং এড্রেস দিতে গিয়ে বাংলাদেশ এর নাম পাই নি। এখন কান্ট্রি এর ক্ষেত্রে কি সিলেক্ট করব একটু বলবেন প্লিজ। এই প্রশ্নটা প্রথমদিকে একভাই করেছিলেন পাওনি হয়তো খেয়াল করেননি। তাই প্লিজ একটা উত্তর দিন।

    @fayjur: অভিনন্দন। বাংলাদেশ থেকে কোন টিশার্টের রিকুয়েস্ট তারা আর নিচ্ছে না।

Level 0

এত পরিশ্রম করে সুন্দর একটা টিউটোরিয়ালের জন্য মন থেকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি…..বহুদিন পর টেকটিউনসে শুধু আপনার জন্যই কমেন্ট করলাম। আমার এক চান্সেই সবকিছু ঠিকঠাকভাবে হয়ে গেছে।

এমন অস্থির একটা মেম্বারশীপ আমার দারুন কাজে আসবে…..ধন্যবাদ এবং কৃতজ্ঞতা 🙂

Level 0

I have done it successfully!
কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেও T-Shirt মেইল পেলাম না। T-Shirt না পাই , মেইল পেলেও ভাল লাগত 🙂
যাই হোক , একটা প্রশ্ন :
Can I remove Java and Tom cat now? Is there any use of these?

Level 0

Thank you..
আচ্ছা ভাইয়া, TUT+ থেকে ভিডিও download করার জন্য সহজ কোন উপায় আছে? আমি IDM দিয়ে চেষ্টা করলাম, কিন্তু একসাথে একটার বেশি পারলাম না….

    @mr4miss: আমি খুঁজে পাই নি। সব লিঙ্ক Queue তে নিয়ে এক সাথে ডাউনলোড করতে পারবেন। রিজিউম সাপোর্ট নেয় তাই সমস্যা হবার কথা না।

Level 0

Tut+ এর প্রিমিয়াম একাউন্ট পেয়েছি! ধন্যবাদ। টি-শার্টের কুপনসহ এখনো মেইল আসেনি।

Level 0

@ রনি ভাই। আমি newrelic file টা open command window তে ওপেন করতে পারছি না, command Prompt ওপেন করে newrelic file টি ড্রাগ করে > দিলাম। কিন্তু কাজ হচ্ছে না।আমি windows xp service pack 3 use করি। Please help me

    @amin7: ভাই বলতে পারলাম না। ভালো হয় যদি আপনার বন্ধুর পিসিতে ট্রাই করেন। 🙁

ভাই ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না… আমার বড় ভাই জনাব তানভীর রশিদ ভাই এর সাহায্যে আমিও সফল ভাবে কাজটি করতে পেরেছি।

Level 0

ভাই আমি আজ করলাম ।আল্লাহর রহমতে করতে পেরেছি আমার কোনো সমসা হয়নি তবে ভাই shirt টা এখনো করিনি আমি কারন আমি ক্লান্ত হয়ে গেছি সময় পেলে করব ইনশাআল্লাহ।
এত পরিশ্রম করে সুন্দর একটা টিউটোরিয়ালের জন্য মন থেকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি।

Level 0

Thanks…….. got it

ভাই উপকার যখন করেছেন ই, আমায় একটা উপকার করেন। আপনার দেয়া উপরের তিনটা ভিডিও টিউটোরিয়াল এর Youtube লিঙ্ক দেন।

    @হিমালয়: লিঙ্ক ???

      @রনি সাটিয়ার: ai tune er 3 ta video ache na upore post
      e? ogular youtube link lagbe. amar tt te
      video cole na or dload o korte pari na.
      Al Shahriat Karim
      রনি সাটিয়ার
      ohomgroup
      Asaduzzaman Sohel
      hadictg
      শুভ্র
      রনি সাটিয়ার
      spaceled
      Al Shahriat Karim
      রনি সাটিয়ার
      voyager
      রনি সাটিয়ার
      gr33ndaybd
      শৌভিক
      তালুকদার
      রনি সাটিয়ার
      ব্লগার শেখ
      জহিরুল ইসলাম
      রনি সাটিয়ার
      তামিম
      রনি সাটিয়ার
      Mashpy Says
      রনি সাটিয়ার
      তৌফিক
      রনি সাটিয়ার
      তৌফিক

      @রনি সাটিয়ার: tune er 3 ta video ache upore post
      e? ogular youtube link lagbe. amar tt te
      video cole na or dload o korte pari na.

ai tune er 3 ta video ache na upore post e? ogular youtube link lagbe. amar tt te video cole na or dload o korte pari na.

নারে ভাই, গেঞ্জি আর পাইলাম না… :'( এতোদিন অপেক্ষা করলাম, কোনো মেইল আসলোনা :'(

    @আসিফ রেজা: আমি তো মেইল পাইলাম অ্যাকাউন্ট খোলার ৮-১০ দিন পরই।

Level 0

আহ tut+. কত খোঁজাখুঁজি করে টরেন্ট দিয়ে ডাউনলোড করতাম। আজ তা হাতের মুঠোয়। রনি ভাইকে অনেক ধন্যবাদ।
আর টি-শার্ট-এর জন্য সাইন-আপ করতে গেলে সেখানে select a country তে Bangladesh নেই !
আপনারা কিভাবে পেয়েছেন ?

    @aramis: অভিনন্দন আপনাকে। আর টিশার্ট দিচ্ছে না নিউরেলিক।

amr kase just t-shirt er mail ta asse but tut+ er mail ta ashe nai …ki problem ?

@রনি সাটিয়ার
First of all a lot of thanks to you. You did a great job for all of us. I’m very very happy. Don’t mind, as at this time I have no Bengali writing Soft. wish you have a better future.

ভাই কাজ হইসে।১ বছরের প্রিমিয়াম অ্যাকাউন্ট পাইসি। ধন্যবাদ। খুব উপকারে আসবে।

আমি সফল হয়েছি। এখন যে গুলো ইন্সটল করেছি ওইগুলো কি রাখতে হবে না ডিলিট করে দিলেও চলবে।

Level New

Yes! Rony da I’v got both of offer. Thank you dada.

আমিও আজ করলাম।ধন্যবাদ রনি ভাই ও রাজিবুল হাসান ভাই কে। রাজিব ভাইয়ের ভিডিও টিউটোরিয়াল দেখে কোন কষ্ট ছাড়াই সহজে করে ফেলেছি।

কেউ কি টি-শার্ট পায়ছেন?

    @এনামুল খান: আমি এখনো পাই নাই। কিন্তু সিপমেন্ট মেইল কনফার্ম করছে।

Level 0

Many Many thanks for this useful tune…It actually works.
And I need that account badly…because I am an engineering student… 😀

Loading configure file “C:\apache-tomcat-7.0.47\newrelic\.\newrelic.yml” tomkcat e eitar por load hocche na :'( localhost:8080 run hocche bt second time jeta asar kotha asche na 🙁

জীবনে বিলাই দেইখ্খা এত খুশি হই নাই। ২ দিন ধরে প্রায় ১০ ঘন্টা বিলাইরে localhost:8080 বলে ডাকলে বিলাই আসে না। আজ বিলাই ও দেখছি, কাম ও সারছি।

Level 2

রনি ভাই, আমার C ড্রাইভে Newrelic ফোল্ডারে রাইট ক্লিক করলে Open command window here লেখাটি আসে না। তাহলে এটা Command Prompt এ open করব কিভাবে? আমি Newrelic ফোল্ডারটি ড্রাগ করে command prompt window তে ছেড়ে দিয়েছিলাম এবং শেষে ”>” চিহ্ন দিয়ে Enter চেপে দেখেছি। তখন command prompt এ “The syntax of the command is incorrect” লেখা আসে। এখন কি করে Newrelic Install করব? উল্লেখ্য, আমি Window XP, Service Pack 3 ব্যবহার করি। তাহলে আমি কি Tuts+ এর প্রিমিয়াম একাউন্ট পাব না? আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।

    @Md. Jashim: এটা ট্রাই করে দেখেন। এই জামানায় এক্সপি ব্যবহারকারীর সংখ্যা তো চোখেই পরে না। 🙂 http://support.microsoft.com/kb/320148

      Level 2

      @রনি সাটিয়ার: ভাই রনি, আপনাকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, অনেক কষ্টের পর অবশেষে আমি সফল হয়েছি বলে মনে হচ্ছে। আপনার দেয়া microsoft এর লিঙ্ক থেকে আমি একটি সফলতার পাশাপাশি অত্যন্ত দামী একটি জিনিস শিখেছি। এ মুহুর্তে আমার মনে হচ্ছে, কি দিয়ে আপনার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি। আপনাকে যদি একবার বুকে জড়িতে ধরতে পারতাম।

      আমি Newrelic থেকে ৩টি e-mail পেয়েছি। সেগুলো হল:

      Thanks for Deploying New Relic!
      Here are four easy ways to optimize your app:

      Stay Alert(ed)
      The Apdex T value defines the response time in seconds where users of the site will be satisfied. New Relic lets you conveniently customize your Apdex score and threshold settings. If these are set to high you may never be alerted, whereas, if they are set to low you may be alerted too often.
      ————————–
      Here is your code to get your shirt!
      Hey Jashim,

      I promised you an email and here it is. To get your shirt please visit: http://get.printfection.com/•••••••••/••••••••••••/••••••••••

      Your redemption code is: ••••••••••••••••••••

      Don’t forget to share a picture of you wearing your new shirt on Facebook or Twitter. You might even get an awesome surprise from us in return.
      Please let me know if you have any questions, I am happy to help you out.

      Sincerely,
      The New Relic Team
      ———————————
      Here’s your code for your free year!
      Hey Jashim,

      I promised you free Tuts+ Premium and here it is.

      To get your free access all you need to do:
      কিন্তু এখনও See data in 5 minutes এর ৫ মিনিটের Waiting পর্যায়টা শেষ হয়নি।
      এখন আপনার কাছে আমার অনুরোধ, আমি Tuts+ এর Premium একাউন্ট পেয়েছি কিনা?
      যারা Newrelic application install দেওয়ার জন্য java -jar newrelic.jar install লেখাটি Command prompt এ লিখতে গিয়ে এরর মেসেজ পেয়েছেন তারা প্রথম অক্ষরটি বড় হাতের গিয়ে করবেন। কারণ আমার এরকম হয়েছিল।

        @Md. Jashim: আপনাকে অভিনন্দন। এত পরিশ্রম করে শেষ পর্যন্ত কাজ টি করতে পেরেছেন সেই জন্য আপনাকে বাহবা দিতে হয়। আর মেইল এ যেভাবে বলা আছে সেভাবে কাজ করেন। পেয়ে যাবেন। আর পেলে এখানে জানাতে ভুলবেন না।

Level 0

পেরেছি । আপনাকে অনেক অনেক ধন্যবাদ

Level 0

রনি ভাই,
অসাধারণ একটি টিউটরিয়ালের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি টিউট প্লাসের প্রিমিয়াম মেম্বারশিপ ১ বছরের জন্য করতে পেরেছি।
আবারও আপনাকে অনেক ধন্যবাদ।

Amar win32bit.JDK kemne install korbo?

    @Syber Fighter: আপনার ভার্সন অনুযায়ী JDk নামিয়ে নেন। আর স্বাভাবিক সফটওয়্যার এর মতই ইন্সটল করুন। টিউনে দেয়া ভিডিও গুলো দেখুন প্রয়জনে।

Bro pailam promo code. kintu Tshirt anbo kivabe?

Level 2

কিন্তু রনি ভাই, See data in 5 minutes এর ৫মিনিট তো শেষই হচ্ছে না। কি হবে? অবশ্য এর আগেই মেইলগুলি চলে এসেছে। তাড়াতাড়ি সমাধান দিন। ধন্যবাদ আপনাকে।

Level 0

Thanks. A+ tune.

Level 2

অশেষ ধনব্যবাদ রনি ভাইকে, আপনার সহযোগিতায় অবশেষে হয়ে গেলাম Tuts+ Premium Account এর ১ বছরের মালিক। ইতোমধ্যে আমি ই-মেইলের Verification Link এ ক্লিক করে একাউন্টে লগইন করেছি। যদিও See data in 5 minutes এর ৫মিনিট আমাকে এখনও Waiting for data অবস্থায় রেখে দিয়েছে।

    @Md. Jashim: শেষ পর্যন্ত হয়েছে জেনে ভালো লাগলো। আসলে সব প্রসেস ঠিক আছে। সবাই যদি একটু কেয়ারফুলি করে তাহলেই হয়ে যায়। যাই হোক আপনাকে অভিনন্দন। 🙂

I have done it within first time by reading your tutorial…………many many thanks.

টিশার্টেতো Bangladesh অপশন নেই!! এখন কি করা যায়????

    @ফয়সাল শাহী: টিশার্ট আর দিচ্ছে না। আপাতত প্রিমিয়াম অ্যাকাউন্ট নিয়ে খুশি থাকেন।

@রনি ভাই, শুধু আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্যই লগ ইন করা।

Level 0

Thanks vai amaro kaj hoise 😀

অবশেষে আমিও সফলভাবে করতে পারলাম। T-Shirt এর আশা আমি করছি না। রনি ভাই আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। তবে একটা স্যালুট দিতে চাই।

Level 2

Thanks Bro You are Awesome…..:D

windows 8 a java softwere ta support kortasy na.

হুমমম আমিও পাইছি প্রিমিয়াম একাউন্ট। 🙂 🙂 🙂 এক চেষ্টাতেই হয়ে গেছে।
টিশার্টটা পছন্দ হইছিল কিন্তু পাইলাম না 🙁 😛
রনি সাটিয়ার ভাইকে অজস্র ধন্যবাদ এমন একটা টিউন করার জন্যে।
আপনাদের জন্যেই টিটিতে আসা হয়। আশা করি ভবিষ্যতেও এরকম টিউন চালিয়ে যাবেন

    @টেকপোকা: ধন্যবাদ ভাই। সাথে থাকবেন। ভালো কিছু দেয়ার চেষ্টা করবো। 🙂

osonkho dhonnobad ,only apnake dhonnobad deyar jonno log in korlam :p

Keuki BD te Tshirt ta peyeche?

    @হিমালয়: না মনে হয়।

      @রনি সাটিয়ার: ভাই আমি আমার বাংলাদেশ এর ঠিকানায় একটা T-shirt Order করলাম। দেখি পাই কিনা। আপনি পেয়েছেন ওঁটা?

Thank u Rony vai. successfully got the premium membership. i hope to make proper use of it now.

অনেক চেষ্টার পরে একেবারে শেষদিনে সফল হলাম

এক চেষ্টাতেই হয়ে গেছে। রনি সাটিয়ার ভাইকে অজস্র ধন্যবাদ এমন একটা টিউন করার জন্যে……………:)

আমি টি-শার্ট পাইছি 😀 😀 😀

ভাইয়া যদিও অবাক হউয়ার কথা কিন্তু সত্যি আশলে আমি অনেক গুলা প্রেসেস পার করেছি কিন্তু জাভা এজেন্ট ডাউনলোড হচ্ছেনা দয়া করে কেউ আমাকে এজেন্ট টা আমার ইমেইল এ অথবা দ্রপবক্স ইত্যাদি তে আপলোড করে আমাকে ডাউনলোড লিংক তা দিন প্লিস।

আমার ইমেইল [email protected]

খুব ভাল , ,,

ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে। ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd
.
এপটি ডাউনলোড করে দয়াকরে একটি হলেও এড পোস্ট করুন। অনেক খুশি হব। আগাম ধন্যবাদ…