সবাইকে স্বাগতম আমার নিয়মিত টিউনে। বর্তমান বিশ্বে পেশা হিসেবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের যেমন কদর, তাদের বেতন টাও ততটা সম্মানজনক। তাদেরকে সব কোম্পানি ভালো বেতন দিয়ে থাকে তা আমরা জানলেও কোথায় তাদেরকে সবচেয়ে বেশি বেতন দেয় তা আমাদের অনেকেই জানি না।
জব রিভিউ সাইট Glassdoor সমগ্র পৃথিবীর উঁচু স্থানে রয়েছে এমন ২৫ টি কোম্পানিকে তুলে এনেছে যারা তাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বেশি বেতন দিয়ে থাকে। যদি মনে করেন অ্যাপল, গুগল, ফেসবুক ই সবচেয়ে বেশি পে করে তাহলে আপনার ধারনা ভুল।
Walmart কোম্পানি তাদের ইঞ্জিনিয়ারদের ফেসবুক থেকে বেশি বেতনে রাখে। 🙂 তবে Juniper তাদের ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বেশি বেতন দিয়ে প্রথম স্থানটি অটুট রেখেছে।
তাহলে চলুন জেনে নিই সেই সব কোম্পানির ইঞ্জিনিয়ারদের গড় বেতনের নমুনা। নিচে কোম্পানি গুলোর বেতন রেট ডলারে ও বাংলাদেশী টাকায় অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের আজকের রেট অনুযায়ী প্রতি ডলারের বিপরীতে টাকার মূল্য ৭৮ টাকা হিসেবে উল্লেখ করা হয়েছে।
যে সব ইঞ্জিনিয়াররা সেখানে কাজ করেন তাদের মতে
কোম্পানির স্বপক্ষে মতামতঃ কাজ করার জন্য এখানে রয়েছে দারুন পরিবেশ, হেল্পফুল সব ক্লাইন্ট। এখানে কাজ করে তারা গর্ব বোধ করেন। কোম্পানির ম্যানেজমেন্ট ব্যাবস্থা কাজের উৎসাহকে বাড়িয়ে দেয়। ডেন্টাল, মেডিকেল সহ রয়েছে কিছু অতিরিক্ত সুবিধা যা সত্যিই প্রশংসনীয়। এখানকার সবাই খুব ফ্রেন্ডলি, হেল্পফুল এবং সুখী।
কোম্পানির বিপক্ষে মতামতঃ নাই। এটি কাজ করার জন্য আসলে দারুন একটা জায়গা। এখান থেকে আপনার ক্যারিয়ারকে বাড়াতে পারবেন। আপনি যখন ইচ্ছা আসতে পারেন আবার মন মত চলেও যেতে পারেন। আপনার কাজের পরিবেশ তৈরি করতে এখানে রয়েছে একাধিক জিমনেশিয়াম ও পুল।
@অফিসিয়াল সাইটঃ http://www.qualcomm.com/
যে সব ইঞ্জিনিয়াররা সেখানে কাজ করেন তাদের মতে
কোম্পানির স্বপক্ষে মতামতঃ খুব ভালো প্রযুক্তি, খুব স্পন্দনশীল সংস্কৃতি।
কোম্পানির বিপক্ষে মতামতঃ মোবাইল সফটওয়্যার দলের প্রক্রিয়ার অভাব।
@অফিসিয়াল সাইটঃ http://www.broadcom.com/
যে সব ইঞ্জিনিয়াররা সেখানে কাজ করেন তাদের মতে
কোম্পানির স্বপক্ষে মতামতঃ যে কোন সময় কাজ করার স্বাধীনতা, দারুন এরিয়া, সহকর্মীদের মধ্যে অটুট সম্পর্ক, শক্ত প্রোজেক্ট এবং বিনামূল্যে উন্নত খাবার।
কোম্পানির বিপক্ষে মতামতঃ পুরাতন প্রযুক্তি, কম ক্ষমতাসম্পূর্ণ প্রযুক্তি, আন্তঃ টিম উন্নয়নটা কঠিন ও সময়সাপেক্ষ।
@অফিসিয়াল সাইটঃ http://www.factset.com/
যে সব ইঞ্জিনিয়াররা সেখানে কাজ করেন তাদের মতে
কোম্পানির স্বপক্ষে মতামতঃ এখানকার গ্রুপ ব্যবস্থাপনা পদ্ধতি কর্মচারী এবং তাদের পেশাজীবনের অত্যন্ত সহায়ক। নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাবার অনেক সুযোগ আছে এখানে এবং আমি সবসময় অনুভব করি এই পথ আমাকে সব সময় সাহায্য করছে। আমার সহকর্মীরা অবিশ্বাস্যভাবে স্মার্ট এবং আমি দৈনন্দিন নতুন কিছু শিখতে পারছি। আজ আমাদের কোম্পানী লক্ষ্য সম্পর্কে শোনার করার পরে আমি আরও গর্বিত একটি উজ্জ্বল ভবিষ্যতের সঙ্গে একটি উদ্ভাবনী ব্যবসার একজন সফল কর্মী হিসেবে অংশ নিতে পেরে। এখানে আপনি ফ্রিতে ড্রিংকস ও হালকা স্নাকস উপভোগ করতে পারেন।
কোম্পানির বিপক্ষে মতামতঃ এখানে পরিবর্তনটা হয় একটু মন্থর গতিতে। তারপরও তারা এটাকে স্বাভাবিক ভাবেই দেখে।
@অফিসিয়াল সাইটঃ http://www.ericsson.com/
যে সব ইঞ্জিনিয়াররা সেখানে কাজ করেন তাদের মতে
কোম্পানির স্বপক্ষে মতামতঃ এখানে রয়েছে উপযুক্ত কাজের ভারসাম্যতা। এখানে সবাই বেশ খোলামেলা ও মুক্ত স্বভাবের এবং সবাই অনেক স্মার্ট ও অনেক রসিক মানুষ। রয়েছে ভালো সংস্কৃতি যা তাদের টিমের উপর নির্ভর করে। কাজ করার জন্য এখানে আছে ভালো পরিবেশ।
কোম্পানির বিপক্ষে মতামতঃ বেতনটা উপযুক্ত কিন্তু মাইক্রোসফট অথবা আমাজানের মত প্রতিযোগিতামুলক না। ক্যারিয়ার জীবনের অগ্রগতি কিছুটা কঠিন। টিমকে নিয়ে করা কাজ গুলো বেশ উপভোগ্য কিন্তু তাদেরকে অনেক বছর ধরে একই কাজ করে আসতে হয় যা মাঝে মাঝে বিরক্তির কারন হয়ে দাড়ায়।
@অফিসিয়াল সাইটঃ http://www.expedia.co.in/
যে সব ইঞ্জিনিয়াররা সেখানে কাজ করেন তাদের মতে
কোম্পানির স্বপক্ষে মতামতঃ দারুন সব সুবিধা পাবেন এখানে। এদের পণ্য গুলো উন্নতমানের ও লেটেস্ট সব প্রযুক্তি ব্যবহার।
কোম্পানির বিপক্ষে মতামতঃ ব্যক্তিগত বিকাশের জন্য খুব কম সুযোগ।
@অফিসিয়াল সাইটঃhttp://www.intuit.com/
যে সব ইঞ্জিনিয়াররা সেখানে কাজ করেন তাদের মতে
কোম্পানির স্বপক্ষে মতামতঃ নিজের কাজ গুলো সব সময় টাইম নিয়ে করা লাগে না আমার, কাজের পরিবেশ খুব নমনীয় ও শান্তিপ্রিয়। এটা আমার একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা। এটি আশাকরি।
কোম্পানির বিপক্ষে মতামতঃ বর্তমান মার্কেটের তুননায় বেতন কম। বাজার অনেক বেশি প্রতিযোগিতামূলক তাই মই বেয়ে উঠাটা বেশ কঠিন।
@অফিসিয়াল সাইটঃ http://www.intel.com/
যে সব ইঞ্জিনিয়াররা সেখানে কাজ করেন তাদের মতে
কোম্পানির স্বপক্ষে মতামতঃ "সামগ্রিকভাবে মাইক্রোসফটের অংশ হতে পেরে আমি খুশি। তাদের ভাল বেতন, ভাল বেনিফিট, এছাড়াও বোনাস এবং স্টক অপশন ও ভাল। "
কোম্পানির বিপক্ষে মতামতঃ কোম্পানি তাদের কাছে অনেক বেশি দায়িত্ব প্রত্যাশা করে থাকে। সম্প্রতি তারা তাদের কর্মচারীদেরকে বিনামূল্যে ওষুধ দেয়ার সার্ভিসটি বন্ধ করে দিয়েছে। এখানে কাজের ভারসাম্য রক্ষা করা সব সময়ের জন্য কঠিন।
@অফিসিয়াল সাইটঃ http://www.microsoft.com
যে সব ইঞ্জিনিয়াররা সেখানে কাজ করেন তাদের মতে
কোম্পানির স্বপক্ষে মতামতঃ "এখানে আপনি কিছু ব্রিলিয়ান্ট মানুষের দেখা পাবেন। মাঝে মাঝে আপনি নিজেই কোম্পানির জন্য ভালো কিছু প্রোজেক্ট নিয়ে আসতে পারেন। কাজের ভারসাম্য বজায় রাখতে আপনাকে দেয়া হবে দারুন ফ্লেক্সিবিলিটি। "
কোম্পানির বিপক্ষে মতামতঃ গরম বাতাসের আধিক্য থাকায় কোন কিছু সম্পূর্ণ করতে অনেক বেশি সময় নেয়। কিছু কিছু এলাকায় প্রকৃতি চমত্কার আমলাতান্ত্রিক হয় যা আপনার আগ্রহের জলাভূমিকে দমিয়ে দিতে পারে।
@অফিসিয়াল সাইটঃ http://www.cisco.com/
যে সব ইঞ্জিনিয়াররা সেখানে কাজ করেন তাদের মতে
কোম্পানির স্বপক্ষে মতামতঃ বিভিন্ন কর্মক্ষেত্রে তাদের সম্ভাব্য কাজগুলো করার জন্য রয়েছে কোম্পানির অত্যন্ত সক্রিয় সব কর্মী। টপ পারফর্মাররা তাদের কাজের জন্য কোম্পানির দ্বারা পুরস্কৃত হয়ে থাকে। সর্বোপরি কাজের পরিবেশ প্রশংসা করার মত।
কোম্পানির বিপক্ষে মতামতঃ নিজের যোগ্যতা অনুযায়ী কাজের পরিবেশ তৈরির জন্য এখানকার উন্নয়ন পরিবেশ বজায় থাকাটা জরুরি। সবাই এখানে ম্যানেজারের পথ দখল করতে চায়। অথচ অনেকেরই একজন যোগ্য ম্যানেজার হয়ার সামান্যটুকু যোগ্যতাও রাখে না।
@অফিসিয়াল সাইটঃ http://www.brocade.com/index.page
যে সব ইঞ্জিনিয়াররা সেখানে কাজ করেন তাদের মতে
কোম্পানির স্বপক্ষে মতামতঃ "১৫ বছর ধরে এই কোম্পানিতে কাজ করে যাচ্ছি। এক কথাই দারুন এই কোম্পানির সাথে থাকতে পেরে আমি আসলে গর্বিত। "
কোম্পানির বিপক্ষে মতামতঃ যেমন কোম্পানি তেমন তার বেতন। যদিও প্রাথমিক বেতন চাহিদার তুননায় কম।
@অফিসিয়াল সাইটঃ http://www.hp.com/
যে সব ইঞ্জিনিয়াররা সেখানে কাজ করেন তাদের মতে
কোম্পানির স্বপক্ষে মতামতঃ "ভালো ভালো সব সুযোগ-সুবিধা, হাই স্যালারি, কাজ করার জন্য সুন্দর পরিবেশ, নতুন কিছু শেখার সুযোগ, সব সময় সাপোর্ট দেয়ার জন্য সিনিয়র স্টাফ, সুন্দর স্থান, আশ্চর্যজনক অভিজ্ঞতা, আশ্চর্যজনক ক্যাম্পাস। "
কোম্পানির বিপক্ষে মতামতঃ কোনো চিন্তা করার অবকাশ নেই, কাজ সময়সূচী একটু অস্থির।
@অফিসিয়াল সাইটঃ http://www.amazon.com/
যে সব ইঞ্জিনিয়াররা সেখানে কাজ করেন তাদের মতে
কোম্পানির স্বপক্ষে মতামতঃ কাজের পরিবেশ অনেক সুন্দর, বৃদ্ধির জন্য গ্রেট সুযোগ এবং মহান ব্যক্তিদের সঙ্গে কাজ যায় যারা খুব বন্ধুত্বপূর্ণ এবং সাহায্য করতে ইচ্ছুক। আমি নিজে কাজ করার সময় নতুন অনেক কিছু জানতে ও শিখতে পারি। এটা আমার জন্য একটি ভাল লার্নিং অভিজ্ঞতা।
কোম্পানির বিপক্ষে মতামতঃ ক্যাফেটেরিয়া ছাড়া কোম্পানির বিপক্ষে আমার কোন মতামত নেই। আমার নিজের খাবার নিজেই নিয়ে আনতে হয়।
@অফিসিয়াল সাইটঃ http://www.ebay.com/
যে সব ইঞ্জিনিয়াররা সেখানে কাজ করেন তাদের মতে
কোম্পানির স্বপক্ষে মতামতঃ কোম্পানির ম্যানেজমেন্ট সিস্টেম কাজের মধ্যে উত্তেজনা তৈরি করার ক্ষমতা রাখে। নিম্ন স্তরের ব্যবস্থাপনায় খুব বেশি রাজনীতি নেই।
কোম্পানির বিপক্ষে মতামতঃ খুব আক্রমনাত্মক সময়সূচী বের করে রাজনীতির প্রচার করে। কাজের ভারসাম্যটা খারাপ। খুব ভালো সুফল আশা করে না কেউ।
@অফিসিয়াল সাইটঃ http://www.nvidia.com/content/global/global.php
যে সব ইঞ্জিনিয়াররা সেখানে কাজ করেন তাদের মতে
কোম্পানির স্বপক্ষে মতামতঃ একটি দ্রুত গতি পরিবেশে কাজ জানার সুযোগ। এখানে আপনার যে কোন বক্তব্য ও আইডিয়া কে সব সময় স্বাগত জানায় এবং তা অতি গুরুত্তের সাথে বিবেচনা করা।
কোম্পানির বিপক্ষে মতামতঃ সমস্ত ক্রমবর্ধমান কোম্পানি ক্রমবর্ধমান যন্ত্রনা ভোগ করতে হয়। Arista এর ব্যতিক্রম নয়। কাজের ধারাকে বাঁচিয়ে রাখতে কোম্পানির এটি একটি চলমান সংগ্রাম।
@অফিসিয়াল সাইটঃ http://www.aristanetworks.com/
যে সব ইঞ্জিনিয়াররা সেখানে কাজ করেন তাদের মতে
কোম্পানির স্বপক্ষে মতামতঃ ভালো ক্ষতিপূরণের আশ্বাস, শালীন সুবিধা, নমনীয় সময়সূচী, মহৎ সব কর্মচারী।
কোম্পানির বিপক্ষে মতামতঃ উচ্চ পরিচালনায় অনেক বেশি নেতৃত্ব জাহির করে। প্রাচীন সংস্কৃতি ও পরিচয় চলে গেছে। বিচ্ছিন্ন সব বিভাগ। এখন কর্তা ও কর্মীদের মধ্যে সামান্য মিথস্ক্রিয়া সৃষ্টি হয়। ঊর্ধ্বাভিমুখী বৃদ্ধি সীমিত।
@অফিসিয়াল সাইটঃ http://www.integ.com/
যে সব ইঞ্জিনিয়াররা সেখানে কাজ করেন তাদের মতে
কোম্পানির স্বপক্ষে মতামতঃ এটি সান ফ্রান্সিসকো বে এলাকার বুদ্ধিমান মানুষের সাথে কাজ করতে ভাল একটি কোম্পানি। Facebook সবসময় দ্রুত পরিবর্তনশীল একটি কোম্পানি।
কোম্পানির বিপক্ষে মতামতঃ কখনও কখনও এটি খুব দ্রুত পরিবর্তনশীল। তাদের ক্যাফেতে খাবারও ভালো।
@অফিসিয়াল সাইটঃ https://www.facebook.com/
যে সব ইঞ্জিনিয়াররা সেখানে কাজ করেন তাদের মতে
কোম্পানির স্বপক্ষে মতামতঃ এটি স্থায়ী এবং কাজ শিখা ও কাজ করার জন্য রয়েছে একাধিক এরিয়া।
কোম্পানির বিপক্ষে মতামতঃ তাদের প্রধান কার্যালয় দিন দিন ক্রমবর্ধমান হচ্ছে। তারপরও বড় শহর গুলোতে তাদের জায়গার অভাব রয়েছে।
@অফিসিয়াল সাইটঃ http://www.walmart.com/
যে সব ইঞ্জিনিয়াররা সেখানে কাজ করেন তাদের মতে
কোম্পানির স্বপক্ষে মতামতঃ আপনাকে এখানে যদি ভালো কোন প্রকল্পের কাজে লাগিয়ে দেয়া হয় তাহলে এটা ভাল লার্নিং অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, ভালো সুযোগ সুবিধাও গ্রহন করতে পারবেন।
কোম্পানির বিপক্ষে মতামতঃ আমার মতে বিশ্বের শ্রেষ্ঠ কর্মক্ষেত্রে এটি।
@অফিসিয়াল সাইটঃ http://www.oracle.com/index.html
যে সব ইঞ্জিনিয়াররা সেখানে কাজ করেন তাদের মতে
কোম্পানির স্বপক্ষে মতামতঃ এখানে কাজের চাপ তুলনামূলক কম, বাড়ির সাথেই অফিস, বেতনও ভালো। সবার মুখে "ওয়াও " শুনতে বেশ ভালো লাগে যখন আমি নিজেকে অ্যাপলের একজন সহকর্মী হিসেবে পরিচয় দিই।
কোম্পানির বিপক্ষে মতামতঃ এখানে কাজ করে আজ পর্যন্ত কোম্পানির কোন অসুবিধায় পরতে হয় নি। কাজ করার জন্য এটা দারুন একটা জায়গা।
@অফিসিয়াল সাইটঃ http://www.apple.com/
যে সব ইঞ্জিনিয়াররা সেখানে কাজ করেন তাদের মতে
কোম্পানির স্বপক্ষে মতামতঃ কাজ করলে আপনি এখানে পাবেন অতিরিক্ত সুবিধা, ভালো বেতন। এখানকার সহকর্মীরা অনেক বেশি স্মার্ট অনেক বেশি ট্যালেন্টেড। অনেক মজাদার কাজ আপনি এখানে থেকে করতে পারেন।
কোম্পানির বিপক্ষে মতামতঃ আশ্চর্যজনক ভাবে কোম্পানির সাইজের তুলনায় এখানে আছে অনেক বেশি "ইঞ্জিনিয়ারিং ম্যানেজার", সিনিয়র ম্যানেজার ও ডিরেক্টর এবং VPs। কাজের গতি মন্থর।
@অফিসিয়াল সাইটঃ https://twitter.com/
যে সব ইঞ্জিনিয়াররা সেখানে কাজ করেন তাদের মতে
কোম্পানির স্বপক্ষে মতামতঃ একদম পারফেক্ট ও বিশাল কোম্পানি, সাথে আছে মহান ইতিহাস যা আপনাকে তাদের কোম্পানিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে বেশ সহায়ক। এখানে কাজের পরিবেশ পুরাই অসাম। এখানে থেকে বিনামূল্যে ভোজনটাও করতে পারেব আপনি।
কোম্পানির বিপক্ষে মতামতঃ আমি এখানে কাজ করতে ভালবাসি এবং আমরা বিশ্বাস করি এই কোম্পানি ও সমাজের প্রতি আমাদের অনেক বড় অবদান আছে। আমাদের কাজে কারো কোন ক্ষতি হয় না। দুর্ভাগ্যবশত আমি সম্প্রতি বর্তমান নেতৃত্ব দলের সাথে কাজ করে প্রচুর আস্থা হারিয়েছি।
@অফিসিয়াল সাইটঃ http://www.google.com
যে সব ইঞ্জিনিয়াররা সেখানে কাজ করেন তাদের মতে
কোম্পানির স্বপক্ষে মতামতঃ কাজের উন্নত পরিবেশ, দারুন বুদ্ধিমান সব সহকর্মী ও এখানকার কালচার থেকে শিক্ষা নিয়ে অন্য কোম্পানিরাও তাদের কাজের ধারাবাহিকতা বজায় করে চলেছে।
কোম্পানির বিপক্ষে মতামতঃ আমি এখানে সত্যিই কিছু বলতে চাই না।
@অফিসিয়াল সাইটঃ http://www.yahoo.com/
যে সব ইঞ্জিনিয়াররা সেখানে কাজ করেন তাদের মতে
কোম্পানির স্বপক্ষে মতামতঃ
কোম্পানির বিপক্ষে মতামতঃ এখানে ফ্রিতে সকালের নাস্তা ও রাতের খাবার গ্রহন করার কোন সুযোগ নাই। আপনি শুধু দুপুরের খাবার ফ্রিতে পেতে পারেন।
@অফিসিয়াল সাইটঃ http://www.linkedin.com/
Glassdoor এর হিসাব অনুযায়ী এটিই তার কর্মচারীদেরকে সবচেয়ে বেশি পে করে থাকে। যে সব ইঞ্জিনিয়াররা সেখানে কাজ করেন তাদের মতে
কোম্পানির স্বপক্ষে মতামতঃ অসম্ভব রকমের প্রতিভা। বর্তমানের প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য রয়েছে দারুন সব কৌশল।
কোম্পানির বিপক্ষে মতামতঃ ব্যবস্থাপনাগত স্তরে খুব বেশী আমলাতন্ত্র বিরাজ করে।
@অফিসিয়াল সাইটঃ http://www.juniper.net/us/en/
টিউনটি পড়ে আপনি উপকৃত হলে আমার পরিশ্রম সার্থক। কেমন লাগলো আমাকে জানান টিউমেন্ট এর মাধ্যমে। সবাই ভালো থাকবেন।
ফেসবুকে
আমি রনি সাটিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 573 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Juniper থিকা চাকরীর নিমন্ত্রণ আসছিলো… ভাইবা দেখলাম এতো টাকা বাংলাদেশে রাখার জায়গা নাই, তাই না কইরা দিছি 😎 😛
ধন্যবাদ রনিদা চমৎকার তথ্যবহুল এই টিউনের জন্য 🙂