বর্তমানে ওয়েব ডিজাইনে সবচেয়ে পরিচিত ও সবচেয়ে জনপ্রিয় কাজ হচ্ছে পিএসডি টু এইচটিএমএল (PSD2HTML) কনভার্শন। মোটামোটি এইচটিএমএল (HTML) সিএসএস (CSS) শেখার পরেই মানুষ পিএসডি টু এইচটিএমএল (PSD2HTML) কনভার্শন শিখে। মার্কেটপ্লেস গুলোতেও পিএসডি টু এইচটিএমএল (PSD2HTML) কনভার্শন এর অনেক কাজ। আর এটি বেশ গুরুত্বপূর্ণ একটি কাজ। একটি ওয়েবসাইট এর পিএসডি মোকআপ টেমপ্লেট থেকে পরিপুর্ণ ওয়েবসাইট তৈরি করা গুরুত্বপূর্ণ এবং আবশ্যিক একটি কাজ।
টেকটিউনস এ বা অন্য ব্লগ গুলোতে পিএসডি টু এইচটিএমএল এর উপর বাংলা ভাষায় মান সম্মত পরিপূর্ণ কোন লিখা আমার চোখে পরেনি। আমি জানি বেশ কিছু আছে কিন্তু সেগুলো বিছিন্ন ও পরিপূর্ণ নয়। তাই পিএসডি টু এইচটিএমএল এর উপর একটি পূর্ণাঙ্গ চেইন কোর্স - "হাতে ধরে PSD2HTML পূর্ণাঙ্গ চেইন কোর্স" করবো বলে সিদ্ধান্ত নিলাম। পূর্নাঙ্গ এই চেইন টিউনটি খুব সহজ সুন্দর এবং যথেষ্ট উন্নত মানের করার চেষ্টা করবো। আপনাদের দোয়া ও সহযোগিতা সাথে থাকলে সফল ভাবে পারবো ইনশাল্লাহ।
টেকটিউনস এ বেশির ভাগ চেইন টিউনার এর টিউন গুলো দেখা যায় পরিপূর্ণ ও পূর্নাঙ্গ হয় না। টিউনারের ব্যস্ততা বা পূর্ব পরিকল্পনা মোতাবেক টিউন প্রকাশ না করার কারণে একটি পূর্ণাঙ্গ কোর্স চেইন টিউনের মাধ্যমে করা হয়ে ওঠে না। তবে আশার কথা হচ্ছে আমার এই PSD2HTML এর চেইনটি একটি পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ কোর্স হবে ইনশাল্লাহ। PSD2HTML পূর্ণাঙ্গ এই চেইন কোর্স মাধ্যমে আপনি পিএসডি টু এইচটিএমএল (PSD2HTML) এর সবকিছু শিখে ফেলবেন তা নয় কিন্তু আমি চেষ্টা করবো PSD2HTML বেসিক থেকে ইন্টারমিডিয়েট এবং প্রয়োজনে বেশ কিছু এডভান্স বিষয় তুলে ধরতে। যাতে আপনি পিএসডি টু এইচটিএমএল (PSD2HTML) এর সম্বন্ধে একটি পরিপূর্ণ ধারণা পেতে পারেন, নিজের বেসিক তৈরি করতে পারেন, নিজে থেকে চেস্টা করে শিখতে পারেন ও পরবর্তিতে আরও এডভান্স লেভেলের কাজ করতে পারেন।
তাই সম্পূর্ণটাই নির্ভর করবে আপনার শেখার স্পিহা, মনোযোগ, অধ্যাবসায় আর পরিশ্রমের উপর। আপনি যদি আপনার এ সকল গুণ গুলো প্রয়োগ করেন এবং এই চেইন কোর্স নিয়মিত ফলো করেন তবে আপনিই হতে পারেন একজন সফল পিএসডি টু এইচটিএমএল (PSD2HTML) ডেভলোপার!
টেকটিউনসের এই "PSD2HTML পূর্ণাঙ্গ চেইন কোর্স" হবে হাতে ধরে। এর মানে পুরো চেইন কোর্সটি কোন অনুবাদ নয় বরং একজন ডেভলোপার হিসেবে আমি আপনাদের ডেভলোপমেন্ট ধাপ গুলো ধীরে ধীরে বিশদ ভাবে বর্ণনা করে একজন লাইভ প্রশিক্ষকের মত করে শিখাবো। তবে আগেই বলেছি - Practice Makes Perfect, যেটা আপনার নিজের করা লাগবে।
পিএসডি টু এইচটিএমএল (PSD2HTML) এর পুরো কোর্সটিকে আমি বেশ সুসজ্জিত করে সাজানোর চেষ্টা করেছি। নিচে আপনি পুরো কোর্সটির একটি আউট লাইন পেয়ে যাবেন। যেখানে কোন পর্বে কী শেখানো হবে তা দেখানো হয়েছে। তবে এটি একটি প্রারম্ভিক কোর্স আউট লাইন। পরিপূর্ণ কোর্স পরিচালনার প্রয়োজনে যে কোন নতুন পর্ব যোগ, বিয়োজন, পরিমার্জন করা হতে পারে এবং আপনি তা কোর্স চলাকালীণ সময়ই জানতে পারবেন।
কোর্স টি সম্পন্ন করল আপনি পিএসডি ফাইল কে এইচটিএমএল - সিএসএস এ রুপান্তর করা শিখতে পারবেন। একটি পিএসডি ফাইল থেকে প্রয়োজনীয় আইকন, লোগো, ভেক্টর ইমেজ ইত্যাদি ক্রপ করা শিখবেন। একটি ওয়েবসাইট এর লেয়াউট তৈরি করা শিখবেন। স্লাইডার, লাইটবক্স সহ বিভিন্ন প্লাগিন ওয়েবপেজ এ যোগ করা শিখবেন।
এই কোর্স করলে আপনি পিএসডি টু এইচটিএমএল করার বেসিক ধারনা পাবেন, করার জন্য প্রয়োজনীয় স্কিল সম্পর্কে জানবেন, এছাড়া বিভিন্ন এক্সক্লুসিভ টিপস ও ট্রিক্স পাবেন। যেগুলো কাজে লাগিয়ে আপনি পরবর্তিতে পিএসডি টু এইচটিএমএল করতে পারবেন। তবে এর সাথে আপনার আরো মেধা ও শ্রম যোগ করলে আপনি যেকোনো পিএসডি টু এইচটিএমএল ই করতে পারবেন। এর জন্য আপনার অনেক প্র্যাকটিস ও পরিশ্রম করতে হবে।
PSD2HTML এর পূর্ণাঙ্গ কোর্স পরিপূর্ণ করার জন্য প্রয়োজন আপনাদের পরিপূর্ণ সাপোর্ট। নিচের মাত্র তিনটি ধাপ অনুসরন করুন আর PSD2HTML এর পূর্ণাঙ্গ কোর্সে Admission নিন!
PSD2HTML এর পূর্ণাঙ্গ কোর্স সফল করার জন্য প্রয়োজন আপনাদের ব্যাপক সাপোর্ট আর সক্রিয়তা। আর এই সাপোর্ট আর সক্রিয়তা এনে দিতে একটি শেয়ার ডোনেট করুন।
➡ শেয়ার ডোনেট করার জন্য ক্লিক করুন
PSD2HTML এর পূর্ণাঙ্গ কোর্সে ভর্তি হতে নিচের লিংকে ক্লিক করে আপনার ইমেইল ঠিকানাটি দিন। আপনার মেইলে কনফারমেশনের জন্য একটি মেইল চলে যাবে। তা কনফার্ম করুন।
আপনি নির্দ্বিধায় আপনার ইমেইল এড্রেস দিয়ে সাবস্ক্রাই করুন। আপনার ইমেইল এড্রেস ১০০% সুরক্ষিত থাকবে। যে কোন ধরনের স্প্যাম থেকে ১০০% সুরক্ষিত থাকবে কারণ এই সাবক্রিপশন সার্ভিসটি (FeedPress) সম্পূর্ণ টেকটিউনসের নিয়ন্ত্রনাধীন অর্থাৎ নিচের সাবস্ক্রিপশন লিংকটি টেকটিউনস স্পেশালি টেকটিউনসের এই চেইন কোর্সের জন্য তৈরি করে দিয়েছে। তাই আপনার ইমেইল এড্রেস দিয়ে ভর্তি হোন নিদ্বিধায়!
➡ PSD2HTML এর পূর্ণাঙ্গ কোর্সে ভর্তি হতে ক্লিক করুন
আপনার ইমেইল এড্রেস দিয়ে ভর্তি হবার পর নিচে টিউমেন্ট (টেকটিউনস কমেন্ট) করুন "হাতে ধরে PSD2HTML পূর্ণাঙ্গ চেইন কোর্স - এ আমি ভর্তি হলাম" লেখাটি কপি করে পেস্ট করে টিউমেন্ট করুন।
আপনি যদি PSD2HTML কোর্সটি সম্পূর্ণ, ভালোভাবে শিখতে চান তবে অব্শ্যই উপরের সবকটি ধাপ সম্পন্ন করে "হাতে ধরে PSD2HTML পূর্ণাঙ্গ চেইন কোর্স" এ সাবস্ক্রাইব করুন। কারণ "হাতে ধরে PSD2HTML পূর্ণাঙ্গ চেইন কোর্স" -এ যারা ভর্তি হবেন শুধু তারাই নতুন পর্ব প্রকাশে আপনার মেইল বক্সে নোটিফিকেশন পাবেন। এতে নতুন পর্ব মিস হবার সম্ভবনা থাকবে না এবং আপনি পরিপূর্ণ ভাবে কোর্স কমপ্লিট করতে পারবেন।
যত বেশি জন ভর্তি হবেন আমার টিউন করার মান, ধারা ও পরিকল্পনা করার তত বেশি অনুপ্রেরণা পাব আমি। আর তাই ফ্রি ভর্তি হোন এই তিনটি কাজ অনুসরণ করে।
কোর্সটি সম্পন্ন হবার পর যারা সম্পূর্ণ কোর্স টি কমপ্লিট করবে তাদের টেকটিউনস এর পক্ষ থেকে একটি পিএসডি টু এইচটিএমএল সার্টিফিকেট দেয়া হবে। এ জন্য কোর্স সম্পন্ন হবার পর, কোর্স মেম্বারদের একটি করে ভিন্ন ভিন্ন পিএসডি ফাইল দেয়া হবে। তারা সেটি একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এইচটিএমএল এ কনভার্ট করে জমে দিবে। যারা সুন্দর এবং ভাল করে পরিপুর্ণ পিএসডি টু এইচটিএমএল করে জমা দিতে পারবে তাদেরকেই টেকটিউনস এর পক্ষ থেকে সার্টিফিকেট দেয়া হবে। পিএসডি টু এইচটিএমএল এর কাজটি ওয়েব ফর্ম এর মাধ্যমে জমা নেয়া হবে। উক্ত সার্টিফিকেট এ ট্রেইনার (মানে আমি নিজে 🙂 ) ও টেকটিউনস কর্তৃপক্ষের সাক্ষর থাকবে।
প্রশ্ন না করলে কখনোই শেখা যায় না। প্রাসঙ্গিক ও গঠনমূলক প্রশ্ন করুন। আমি সবার প্রশ্নের উত্তর দিবো ইনশাল্লাহ। যেকোনো বিষয়ে সামান্য খটকা লাগলে বা সমস্যা মনে হলে প্রশ্ন করুন। মনে করবেন না যে আপনার প্রশ্ন পড়ে অন্যরা হাসবে, বরংচ আপনার প্রশ্ন থেকে আপনার মত নতুন আরো দশ জন বিষয়টি শিখতে পারবে এবং বিষয়টি সম্পর্কে জানতে পারবে। খুটে খুটে সমস্যা বের করুন, প্রশ্ন করুন। যে যত বেশি প্রশ্ন করবে সে তত বেশি শিখতে পারবে এবং সফল হতে পারবে। তাই টিউমেন্ট করে প্রাসঙ্গিক প্রশ্ন করুন।
আমি কম্পিউটার লাভার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 101 টি টিউন ও 1258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Also known as "Raiku Saiko". React.js & Javascript Developer. Former Wordpress Developer, Front-end Designer. Technology Addicted.
@Syed Sayeedur Rahman: সিএসএস কিছুটা জানতে হবে। একদমই না জানলে সমস্যা। আর প্রোগ্রামিং লেঙ্গুয়েজ আর ওয়েব লেঙ্গুয়েজ এর মধ্যে পার্থক্য আছে। এইচটিএমএল, সিএসএস, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট এগুলো ওয়েব লেঙ্গুয়েজ। এগুলোর সাহায্যে ওয়েবসাইট তৈরি করা হয়। আর প্রোগ্রামিং হচ্ছে C, C#, C++, Java ইত্যাদি। এগুলোর সাহায্যে বিভিন্ন সফটওয়্যার, গেম, এন্ড্রয়েড অ্যাপ, মোবাইল অ্যাপ ইত্যাদি তৈরি করা হয়।
আপনি চাইলে এই কোর্স এ ভর্তি হতে পারেন। তবে বলে নিচ্ছি এটি একটি ওয়েব ডিজাইন কোর্স, অর্থাৎ যারা ওয়েব ডিজাইনার হতে চায় বা ওয়েব ডিজাইন শিখতে চায় তারা এই কোর্স এ ভর্তি হবে। আপনার শেখার ইচ্ছা থাকলে ভর্তি হতে পারেন।
আপনি সিএসএস না বুঝলে w3schools.com থেকে সিএসএস টা শিখে নিন, এর পর এই কোর্স এ ভর্তি হন। এতে করে আপনার আর সমস্যা হবে না। এছাড়া আর কোন সমস্যা হলে আমাকে যেকোনো সময় যত ইচ্ছে প্রশ্ন করতে পারেন। আমি সমাধান দেয়ার চেষ্টা করবো।
শুভ কামনা রইলো।
আপনি যদি PSD2HTML কোর্সটি সম্পূর্ণ, ভালোভাবে শিখতে চান তবে অব্শ্যই উপরের সবকটি ধাপ সম্পন্ন করে “হাতে ধরে PSD2HTML পূর্ণাঙ্গ চেইন কোর্স” এ সাবস্ক্রাইব করুন। কারণ “হাতে ধরে PSD2HTML পূর্ণাঙ্গ চেইন কোর্স” -এ যারা ভর্তি হবেন শুধু তারাই নতুন পর্ব প্রকাশে আপনার মেইল বক্সে নোটিফিকেশন পাবেন। এতে নতুন পর্ব মিস হবার সম্ভবনা থাকবে না এবং আপনি পরিপূর্ণ ভাবে কোর্স কমপ্লিট করতে পারবেন।
“হাতে ধরে PSD2HTML পূর্ণাঙ্গ চেইন কোর্স – এ আমি ভর্তি হলাম”
এত মুল্যবান একটা কোর্স আমার প্রিয় টেকটিউনস উপহার দিচ্ছে আর আমরা কি চুপ করে বসে থাকতে পারি! আমি স্বজ্ঞানে, সুস্থ চিন্তায়, সুস্থ মস্তিষ্কে, অন্যের বিনা প্ররোরচনায় এই কোর্সে ভর্তি হলাম! হা! হা! হা! ধন্যবাদ ……………. অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল।
“হাতে ধরে PSD2HTML পূর্ণাঙ্গ চেইন কোর্স – এ আমি ভর্তি হলাম”
কোশ্চেনঃ
১। কি কি সফটওয়ার লাগবে।
২। শেখার জন্য আগে থেকে কোনো কিছু সম্পর্কে জ্ঞান থাকা লাগবে কি না? কি কি সম্পর্ক? কতটুকু?
৩। আমি যদি ওয়েব ডেভোলপার হতে চাই তাহলে এটা আমাকে কি সাহায্য করবে? কতটুকু? কীভাবে?
৪। কোনো ফেইসবুক গ্রুপ আছে? থাকলে লিঙ্ক দিন।
N,B প্লিজ উত্তরগুলো সংক্ষেপে হলেও এখানে দিয়েন। “আগামি পোস্টে উত্তর পাবেন” বলে অপেক্ষায় রাইখেন না।
আপনার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। ভাল লাগে মানুষ যখন নি:স্বার্থভাবে কোন কিছুর করতে চেষ্টা করে। এগিয়ে যান, সাথেই আছি। ভাল মানুষদের সাথে থাকতে ভাল লাগে।
তবে ভাই,
PSD to html করতে হলে তো html/css জানতে হবে। ভাল হবে html5/css3 নিয়ে আগে একটা বেসিক টিউটোরিয়াল তৈরি করলে। আরো ভাল হবে, যদি আপনি html4 এবং html5 এর মধ্যে ব্যবহারে পার্থক্য নিয়ে একটি টিউটোরিয়াল তৈরি করেন।
আর টেউটোরিয়াল গুলি ভিডিও আকারে প্রকাশ করলে অনেক ভাল হত।
আশা রাখি, এই বিষয়টিতে একটু নজর দিবেন।
[email protected]
হাতে ধরে PSD2HTML পূর্ণাঙ্গ চেইন কোর্স – এ আমি ভর্তি হলাম”
আপনি যদি PSD2HTML কোর্সটি সম্পূর্ণ, ভালোভাবে শিখতে চান তবে অব্শ্যই উপরের সবকটি ধাপ সম্পন্ন করে “হাতে ধরে PSD2HTML পূর্ণাঙ্গ চেইন কোর্স” এ সাবস্ক্রাইব করুন। কারণ “হাতে ধরে PSD2HTML পূর্ণাঙ্গ চেইন কোর্স” -এ যারা ভর্তি হবেন শুধু তারাই নতুন পর্ব প্রকাশে আপনার মেইল বক্সে নোটিফিকেশন পাবেন। এতে নতুন পর্ব মিস হবার সম্ভবনা থাকবে না এবং আপনি পরিপূর্ণ ভাবে কোর্স কমপ্লিট করতে পারবেন।
“হাতে ধরে PSD2HTML পূর্ণাঙ্গ চেইন কোর্স – এ আমি ভর্তি হলাম”
আশা করি আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো।
ছোট একটা প্রশ্ন করছি। আমি উবুন্টু ব্যবহার করি। আশা করি বুঝতেই পারছেন আমি মুক্ত প্রযুক্তি ব্যবহার করতে পছন্দ করি। আমি অনেকদিন ধরেই গিম্পে এই কাজ করার চেষ্টা করছি কিন্তু এখনো সফল হতে পারিনি। আপনারা কি গিম্প দিয়ে কিভাবে করা যায় তা দেখাবেন?
Hatay dhore PSD2HTML purnango course e vorti holam. Mail me [email protected]
হাতে ধরে PSD2HTML পূর্ণাঙ্গ চেইন কোর্স – এ আমি ভর্তি হলাম। আমার ইমেইলঃ [email protected]
হাতে ধরে PSD2HTML পূর্ণাঙ্গ চেইন কোর্স – এ আমি ভর্তি হলাম
I am very much interest to learn the PST to HTML course.
[email protected]
1. Share donate Done
2. Email Confirmation done ( [email protected])
3. হাতে ধরে PSD2HTML পূর্ণাঙ্গ চেইন কোর্স – এ আমি ভর্তি হলাম
আশা করি কোর্সটি পুর্নাঙ্গভাবে শিখতে পারব। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টেকটিউনস কে !!
Dear কম্পিউটার লাভার, আমি কয়েকদিন PSD2HTML প্র্যাক্টিস করেছিলাম। পদ্ধতিটা আমার জন্য অনেক জটিল মনে হইছে। তাই PSD2HTML আয়ত্ত করতে পারিনাই। আমার মনে হইছে একটা পার্ট ক্রপ করে HTML করার পরে আরেকটা পার্ট ক্রপ করে HTML এভাবে হেডার থেকে ফুটার পর্যন্ত যদি শিখানো হয় আমার বুঝতে ইজি হয়। একবারে PSD ফাইল ক্রপ করে সব ডিভ আর ক্লাশ একবারে লিখে পরে HTML আর CSS কোড লিখলে আমার কাছে হিজিবিজি লাগে তাই শিখতে পারিনাই। প্লিজ যদি সম্ভব হয় আমার জন্য ইজি টিউটোরিয়াল করবেন।
সবাই তো শুধু ভর্তি হলাম মার্কা কমেন্ট করছে। অর্থাৎ যেন সবাই সবকিছু বুঝে ফেলেছে।
আমিও হাতে ধরে PSD2HTML পূর্ণাঙ্গ চেইন কোর্সে ভর্তি হতে চাই – কিন্তু এ সম্পর্কে আমার মনে কিছু প্রশ্ন জাগছে। সেগুলি হলঃ
১। ডোনেট কিভাবে করতে হবে?
২। এই টিউটোরিয়াল কি শুধু টিউনের মাধ্যমে শেখানো হবে? নাকি ভিডিও সহ থাকবে?
“PSD2HTML এর পূর্ণাঙ্গ কোর্সে আমি ভর্তি হলাম” উদ্যগটা অনেক ভালো লাগছে। 🙂