অনেকদিন ধরেই দেখছিলাম bengalinewspapers.co.cc ডোমেইনে একটি ওয়ার্ডপ্রেস ব্লগ বানিয়ে একজন অসাধু ব্লগার বিভিন্ন উৎস থেকে অন্যান্য ব্লগারদের লেখা হুবুহু কপি করে ফেলছিলেন। আমরা প্রতিনিয়ত অনেক কষ্ট করে অনেক সময় ব্যয় করে কন্টেন্ট তৈরী করছি বাংলায়, অথচ কিছু অসাধু ব্যক্তির আচরণে আমাদের শ্রম নির্দ্বিধায় নিজেদের ব্লগে নিয়ে নিচ্ছিলেন অসাধু ব্লগাররা। এই bengalinewspapers.co.cc ব্লগ হোস্ট করেছে webhostingctg.com নামের ওয়েব হোস্টিং রিসেলার সংস্থা। এই সংস্থা কার তা আমি জানিনা, আপনারা কেউ কেউ হয়তো বা তাকে চিনতেও পারেন। WebhostingCTG.com আর bengalinewspapers.co.cc দুইটি ওয়েবসাইটের আইপি এড্রেস এক, 173.192.1.106 এবং এটা SoftLayer Technologies Inc. সংস্থার আইপি রেঞ্জের মধ্যে পড়ে।
গতকাল রাতে আমি সিদ্ধান্ত নিলাম যে এর প্রতিবাদের প্রয়োজন। আমি এর আগেও টেকটিউনসে এই সাইটের ব্যাপারে উল্লেখ করেছিলাম। কিন্তু নিজেদের মধ্যে আলোচনা ও সমালোচনার ঝড় তুললেই সমাধান হয়ে যায়না। অন্যায়টা দিনের পর দিন চলতেই থাকে। তাই, আর অপেক্ষা না করে আমি SoftLayer Technologies Inc. সংস্থার abuse এবং ipadmin বিভাগে নালিশ জানাই।
ফলাফল স্বরূপ আজকে দেখা যাচ্ছে bengalinewspapers.co.cc ব্লগ ACCOUNT SUSPENDED; এতোদিন কেউ প্রতিবাদ না করার ফলে এই ডোমেইন এলেক্সা'তে ১,৩০,৬২৯ র্যাঙ্ক পেয়েছে! বাংলাদেশ র্যাঙ্ক ৫৮৬! ভাবতেও কি পারেন ব্যাপারটা? আমি নিজে এতোদিন ব্লগিং করেও এই র্যাঙ্ক পাইনি। অথচ অসাধু ব্লগার এই র্যাঙ্ক পেয়েছেন আমাদেরই লেখা নিয়ে নিয়ে। কার না রাগ হয় বলুন? আমার একার লেখা তিনি নেননি, নিয়েছেন আরো অন্য অনেকের লেখাই। দিনেদুপুরে ডাকাতি করে বড়লোক হওয়ার মতো পরিস্থিতি, এটা দেখে আমি আর স্থির থাকতে পারিনি।
সব দেখেও যদি শুধু মুখেই প্রতিবাদ জানাই, কর্মে যদি তার প্রতিফলন না ঘটে তবে দিক্কার আমাকেই! ধিক্কার সেই অসাধু ব্যক্তিকে নয়। অন্যায় যে সহে সেও সমান অপরাধী, তাই আমি নালিশ জানিয়েছি অবশেষে। আজকে আমি .co.cc ডোমেইন কর্তৃপক্ষকেও নালিশ জানালাম। দেখি তারা কি করেন। ডোমেইন কর্তৃপক্ষকে নালিশ জানানোর কারন একটাই, এই ডোমেইন নাম বাতিল না করলে এই অসাধু ব্লগার আবারও এই একই ডোমেইন অন্য হোস্টিং একাউন্ট দিয়ে চালাবে, ভুলে গেলে চলবেনা যে তার কাছে ওয়ার্ডপ্রেস ডেটাবেস ফাইলটি আছে যা দিয়ে সে আবার নতুন করে ব্লগ বানিয়ে নিতে পারবে, সব লেখাগুলিও থাকবে। এই অসাধু ব্লগার যেন এই ডোমেইন ব্যবহার করতে না পারেন, এই ডোমেইন এলেক্সায় বেশ ভালো র্যাঙ্ক করে ফেলেছে আমার আপনার কষ্টের লেখাগুলি নিয়ে। তাই আমি ডোমেইন কর্তৃপক্ষের কাছেও আজকে নালিশ জানালাম।
আপনাদের কাছেও আমার সবিশেষ অনুরোধ, অন্যায় দেখে চুপ করে থাকবেন না। তাতে অন্যায় যিনি করছেন তার কোনো ক্ষতিই হয়না। এইসব অসাধু ব্যক্তিরা আমার আপনার মাঝেই মুখোশের আড়ালে নিজেদেরকে লুকিয়ে রেখেছে। উপরে বলা ওয়েবসাইটে যোগাযোগের পাতাটিও নেই। কোনোভাবেই এই ব্লগারকে যোগাযোগ করার উপায় ছিলোনা। আমি তার ব্লগে টিউমেন্টের আকারে জানিয়েছি, ফল হয়নি। তাই অবশেষে তিক্ত মনে নালিশের পথেই যেতে হয়েছে। আপনারাও এমন দেখলে চুপ করে না থেকে নালিশ জানান। আমাদের প্রিয় বাংলা ব্লগ জগতে যারা ক্ষতির কাজ করে চলেছে সারাক্ষণ, তাদেরকে চিহ্নিত করে তাদের ওয়েবসাইট বন্ধ করাতে হবে।
আমি অনেকদিন অনেকবার এই টেকটিউনসেও সরব হয়েছি। আপনারাও পিছিয়ে থাকবেন না। বিনা অনুমতিতে কেউ লেখা নিলেই প্রতিবাদ করুন। তবে, বুঝেশুনেই নালিশ জানাবেন, আগে নিশ্চিত হয়ে নেবেন যে হুবুহু কপি কিনা, নাকি আংশিক কপি - আংশিক কপি হলেও আপনার ব্লগের রেফারেন্স দেওয়া হয়েছে কিনা ইত্যাদি আগে দেখে নেবেন। তাড়াহুড়ো করে কারো নামে নালিশ জানিয়ে দেওয়াও কিন্তু সঠিক কাজ হবেনা। সঠিক এবং যুক্তিগ্রাহ্য নালিশ হলে অবশ্যই তা জানাবেন কর্তৃপক্ষকে। যা করবেন তা দায়িত্ব নিয়ে করবেন।
আপডেট:- ডোমেইন কর্তৃপক্ষের কাছে নালিশ জানানোর পরে এখন মেসেজ আসছে "This domain is under examination at the moment. It will be finished within 24 hours!"
টিউন সম্পাদনা করে আমি কিছু কথা যুক্ত করতে চাইছি এখানে। আমি বলতে চাই যে সবাই কিন্তু মন্দ নয়। অসাধুর পাশাপাশি অনেক ভালো মানসিকতার ব্লগাররাও আছেন যাদের কথা এখানে না বললে তাদের প্রতি অন্যায় করা হবে। আমার কাছে অনুমতি চেয়ে অনেক ইমেইল আসে। কেউ কেউ অনুমতি পরে নেন। আগেই হোক বা পরেই হোক, অনুমতি নেওয়ার প্রচুর নিদর্শন আছে আমার কাছে। শুধুমাত্র অল্প কিছু হাতে গোনা অসাধু ব্যক্তির কারনে কলুষিত হচ্ছে আমাদের ব্লগ জগত। কিন্তু আমি ধন্যবাদ জানাবো সেইসব সভ্য ভদ্র সুস্থ মানসিকতার সকল ব্লগারকে যাদের অক্লান্ত প্রচেষ্টায় বাংলা ব্লগিং এগিয়ে চলেছে উজ্জ্বল ভবিষ্যতের দিকে।
[মূল লেখা]
আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...
halara padani deta hoba amr website ar content o copy kora Hlar web site to dahi band