গত ডিসেম্বর মাসের টেকটিউনস সংবাদের পর আপনাদের আরও একবার টেকটিউনস সংবাদে স্বাগত জানাচ্ছি আমি রনি পারভেজ।
প্রথমেই সংবাদ শিরোনাম-
►টেকটিউনসের ম্যানেজার প্যানেল এবং সাব-মডারেটর নির্বাচন
►নতুন সার্ভারে গতিময় টেকটিউনস
►নতুন টিউনারদের আগমনে টেকটিউনসের মুখরতা
►টিউনার শোয়েবের টিউন ঝড়
এবারে বিস্তারিতঃ
মার্চ মাসের শুরুটা হয়েছিল টিউনার জিতুর অনেক ওয়েব ডিজাইন শিখলাম, এবার Hosting এর পালা টিউনটি দিয়ে। পর্যায়ক্রমে এম ইয়াকুব, Simply-Coder, সোহেল, নাবিল.আমিন, সাব্বির, Ziaus Samad, স্পর্শক, টিউটো, রিয়া, আলমাস, রাজু, সজীব রহমান, আরিফ নিজামী, বাবর, kiron, টেকটক, Hasan Jubair (Al-fatah), দুঃসাহসী টিনটিন, balobashe, আরিফুজ্জামান চঞ্চল, আল-আমিন, হাসিব, সুখ, শিমুল, salayhin, ফাহিম রেজা বাঁধন, ফাহিম রেজা বাঁধন, mission, বৈধ মামুন, খালেদ, masud3g, জোবাইর, অদ্ভত, মেহেদী.কম.বিডি, সাম্য, Anwarul Islam, রনি পারভেজ, রনি সিদ্দিকী, পান্থ বিহোস, ইমতিয়াজ মাহমুদ সজিব, ফাহিম আহমেদ, জীবনতরী, কাওসার 007, মিশুক, সজীব রহমান, Khan Mohammad Alamin, ওমিপ, BlogBD, সাবটাইটেল মামুন, khaled_virus, শাকিল আরেফিন, ashim, রুপম, মাইক্রোকাতার, markbiplob, প্লেবয়, শুভ, শোয়েব, BURN~H, মোঃ জাকারিয়া চৌধুরী, আকাশছোঁয়া, রেজোয়ান, আদিল, mobileclinic, shaon121, শারিফুল ইসলাম, অনুপম শুভ, শাওন, morning_star, অন্যসময়, Abu, Emilton, লিয়ন, RASEL, shahid এবং আরও অনেকের টিউনগুলো সমৃদ্ধ করতে থাকে টেকটিউনসের আর্কাইভ। অসংখ্য নতুন টিউনারের আগমন মুখরিত করে তোলে টেকটিউনসের অঙ্গন।
গত ১২ই মার্চ অনুষ্ঠিত হয় টেকটিউনসের ম্যানেজার প্যানেল এবং সাব-মডারেটর নির্বাচন। উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে সাব-মডারেটর হিসেবে নির্বাচিত হন- হাসিব, মোহাম্মদ রকিবুল হায়দার, শিমুল এবং ফাহিম রেজা বাঁধন। এছাড়াও ম্যানেজার প্যানেলের সদস্য হিসেবে সাবটাইটেল মামুনকে Poll Manager সাম্যকে ইভেন্ট ম্যানেজার, রনি পারভেজকে টিউন রাউন্ড আপ ম্যানেজার এবং শাকিল আরেফিনকে Promotion Manager এর দায়িত্ব দেওয়া হয়। এই নির্বাচন, নির্বাচিত সদস্যদের তালিকা এবং নির্বাচন অনুষ্ঠানের ছবি নিয়ে টিউন করেছে যথাক্রমে হাসিব, সাম্য এবং শাকিল আরেফীন।
গত ১৪ তারিখে নতুন সার্ভারের বদৌলতে গতিময় হয়ে ওঠে টেকটিউনস। সেই সাথে প্রথম পাতা থেকে বেশ কিছু widget এর অপসারণ টেকটিউনসের হোমপেজকে করে তুলেছে আরও সাবলীল। এই গতিময়তা টিউনারদের করে তুলেছে টেকটিউনসমুখী।
গত ১৬ই মার্চে অভিষেকের পরপরই টেকটিউনসে টিউন ঝড় তোলেন টিউনার শোয়েব। গত তিনদিনে (১৬-১৯ মার্চ) তার টিউনের সংখ্যা ২০! আরও মানসম্পন্ন টিউন দ্বারা তিনি টেকটিউনসকে সমৃদ্ধ করে যাবেন এই আমাদের প্রত্যাশা।
এবারে বিজ্ঞাপণ বিরতি। বিরতির পরই থাকছে টপটিউনারদের খবর।
টেকটিউনস ভার্সন 2.0 - মেতে উঠুন প্রযুক্তির সুরে……
বিরতির পর আরও একবার টেকটিউনস সংবাদে স্বাগত জানাচ্ছি আমি রনি পারভেজ।
প্রথমেই দেখে নেওয়া যাক এই মাসে টপটিউনারদের চিত্রঃ
টিউনার | মোট টিউন | মার্চ মাসে টিউন | সর্বশেষ টিউন | মন্তব্য | |
হাসিব | ১৯৭ | ১৩ | ২২ মার্চ | ||
দুঃসাহসী টিনটিন | ১৯২ | ৭ | ৯ এপ্রিল | ||
ক্যাপ্টেন হ্যাডিক | ১৫৫ | ৫ এপ্রিল, ২০১০ | এপ্রিলে ফিরে এসেছেন। | ||
সাবটাইটেল মামুন | ১২২ | ৭ | ৯ এপ্রিল | ||
আরিফ নিজামী | ১১৪ | ১৬ | ৭ এপ্রিল | ||
শাকিল আরেফিন | ১০৭ | ১ | ৯ এপ্রিল | ||
রিয়া | ৮০ | ৩ | ৩ মার্চ | ||
মিস্টার ফটোশপ | ৭৮ | ৮ | ৮ এপ্রিল | ||
মাইক্রোহ্যাকার_আলমাস | ৭২ | ২১ | ৯ এপ্রিল | ||
মেহেদী আকরাম | ৭০ | ১ | ৮ এপ্রিল | ||
মো আমিনুল ইসলাম সজীব | ৬৯ | ১০ ফেব্রুয়ারি | ফিরে আসুন হে টিউনার! | ||
মোহাম্মদ রকিবুল হায়দার | ৬৯ | ৫ এপ্রিল | এপ্রিলে ফিরে এসেছেন। | ||
মাইক্রোকাতার | ৬২ | ১২ | ১ এপ্রিল | ||
ফাহিম রেজা বাঁধন | ৬১ | ৬ | ১৯ মার্চ | ||
# নাবিল.আমিন # | ৫৭ | ২২ | ৯ এপ্রিল | ||
এম.এইচ.মিথুন | ৫৪ | ১৮ জুলাই, ২০০৯ | তিনি টিউমেন্ট করেছেন এই টিউনে। আশা করি সব সমস্যা কাটিয়ে তিনি শীঘ্রই আমাদের সাথে যোগ দেবেন। | ||
রনি পারভেজ | ৫২ | ৬ | ৩ এপ্রিল | ||
TareqMahbub | ৪৮ | ৩০ ডিসেম্বর, ২০০৯ | ফিরে আসুন হে টিউনার! | ||
rahat | ৪৮ | ২৫ ডিসেম্বর, ২০০৯ | ফিরে আসুন হে টিউনার! | ||
ফয়সল | ৪৭ | ২১ ডিসেম্বর, ২০০৯ |
|
টপ টিউনার ছক থেকে দেখা যায় টিউনার এম. এইচ. মিথুন প্রায় আটমাস থেকে অনুপস্থিত। তাঁর অনুপস্থিতির কারনসহ শীঘ্রই আমাদের সাথে যোগ দেবার প্রত্যাশা জানিয়ে টিউমেন্ট করেছেন এই টিউনে। গত কয়েক মাস অনুপস্থিত থাকার পর এ মাসে দেখা মিলেছে টিউনার ক্যাপ্টেন হ্যাডিক এবং মাইক্রোকাতারের। টেকটিউনসের পক্ষ থেকে আমি তার প্রত্যাবর্তনকে স্বাগত জানাচ্ছি- “শুভ প্রত্যাবর্তন ”। গতমাসে টিউনশূন্য থাকা মোহাম্মদ রকিবুল হায়দার এপ্রিলে আবার ফিরে এসেছেন নতুন টিউন নিয়ে। আমিনুল ইসলাম সজীব, rahat, ফয়সল, TareqMahbub মাসে কোন টিউন করেন নি। তারা দ্রুত টিউন করে টেকটিউনসকে এগিয়ে নিয়ে যাবেন অনেকদূর এই প্রত্যাশায় টেকটিউনস নিউজ আজকের মত এখানেই শেষ করছি আমি “রনি পারভেজ”। আমাদের পরবর্তী অডিও সংবাদ নিয়ে আসবেন আমাদের টিউনার মিশুক। সে পর্যন্ত টেকটিউনসের সাথেই থাকুন, মেতে উঠুন প্রযুক্তির সুরে……… ♪♫♪♫♪♫♪♫
সর্বশেষ আপডেটঃ
১০ এপ্রিল, ২০১০
বাংলাদেশ সময় রাত ১.২০
আমি টেকটিউনস টিউন রাউন্ড-আপ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
haaaaaaa haaaaaa
very very nice news……….