এ মাসের টেকটিউনস সংবাদঃ মার্চ-২০১০ আপডেটেড

গত ডিসেম্বর মাসের টেকটিউনস সংবাদের পর আপনাদের আরও একবার টেকটিউনস সংবাদে স্বাগত জানাচ্ছি আমি রনি পারভেজ।

প্রথমেই সংবাদ শিরোনাম-
►টেকটিউনসের ম্যানেজার প্যানেল এবং সাব-মডারেটর নির্বাচন
►নতুন সার্ভারে গতিময় টেকটিউনস
►নতুন টিউনারদের আগমনে টেকটিউনসের মুখরতা
►টিউনার শোয়েবের টিউন ঝড়

এবারে বিস্তারিতঃ
মার্চ মাসের শুরুটা হয়েছিল টিউনার জিতুর অনেক ওয়েব ডিজাইন শিখলাম, এবার Hosting এর পালা টিউনটি দিয়ে। পর্যায়ক্রমে এম ইয়াকুব, Simply-Coder, সোহেল, নাবিল.আমিন, সাব্বির, Ziaus Samad, স্পর্শক, টিউটো, রিয়া, আলমাস, রাজু, সজীব রহমান, আরিফ নিজামী, বাবর, kiron, টেকটক, Hasan Jubair (Al-fatah), দুঃসাহসী টিনটিন, balobashe, আরিফুজ্জামান চঞ্চল, আল-আমিন, হাসিব, সুখ, শিমুল, salayhin, ফাহিম রেজা বাঁধন, ফাহিম রেজা বাঁধন, mission, বৈধ মামুন, খালেদ, masud3g, জোবাইর, অদ্ভত, মেহেদী.কম.বিডি, সাম্য, Anwarul Islam, রনি পারভেজ, রনি সিদ্দিকী, পান্থ বিহোস, ইমতিয়াজ মাহমুদ সজিব, ফাহিম আহমেদ, জীবনতরী, কাওসার 007, মিশুক, সজীব রহমান, Khan Mohammad Alamin, ওমিপ, BlogBD, সাবটাইটেল মামুন, khaled_virus, শাকিল আরেফিন, ashim, রুপম, মাইক্রোকাতার, markbiplob, প্লেবয়, শুভ, শোয়েব, BURN~H, মোঃ জাকারিয়া চৌধুরী, আকাশছোঁয়া, রেজোয়ান, আদিল, mobileclinic, shaon121, শারিফুল ইসলাম, অনুপম শুভ, শাওন, morning_star, অন্যসময়, Abu, Emilton, লিয়ন, RASEL, shahid এবং আরও অনেকের টিউনগুলো সমৃদ্ধ করতে থাকে টেকটিউনসের আর্কাইভ। অসংখ্য নতুন টিউনারের আগমন মুখরিত করে তোলে টেকটিউনসের অঙ্গন।

গত ১২ই মার্চ অনুষ্ঠিত হয় টেকটিউনসের ম্যানেজার প্যানেল এবং সাব-মডারেটর নির্বাচন। উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে সাব-মডারেটর হিসেবে নির্বাচিত হন- হাসিব, মোহাম্মদ রকিবুল হায়দার, শিমুল এবং ফাহিম রেজা বাঁধন। এছাড়াও ম্যানেজার প্যানেলের সদস্য হিসেবে সাবটাইটেল মামুনকে Poll Manager সাম্যকে ইভেন্ট ম্যানেজার, রনি পারভেজকে টিউন রাউন্ড আপ ম্যানেজার এবং শাকিল আরেফিনকে Promotion Manager এর দায়িত্ব দেওয়া হয়। এই নির্বাচন, নির্বাচিত সদস্যদের তালিকা এবং নির্বাচন অনুষ্ঠানের ছবি নিয়ে টিউন করেছে যথাক্রমে হাসিব, সাম্য এবং শাকিল আরেফীন।

গত ১৪ তারিখে নতুন সার্ভারের বদৌলতে গতিময় হয়ে ওঠে টেকটিউনস। সেই সাথে প্রথম পাতা থেকে বেশ কিছু widget এর অপসারণ টেকটিউনসের হোমপেজকে করে তুলেছে আরও সাবলীল। এই গতিময়তা টিউনারদের করে তুলেছে টেকটিউনসমুখী।

গত ১৬ই মার্চে অভিষেকের পরপরই টেকটিউনসে টিউন ঝড় তোলেন টিউনার শোয়েব। গত তিনদিনে (১৬-১৯ মার্চ) তার টিউনের সংখ্যা ২০! আরও মানসম্পন্ন টিউন দ্বারা তিনি টেকটিউনসকে সমৃদ্ধ করে যাবেন এই আমাদের প্রত্যাশা।

এবারে বিজ্ঞাপণ বিরতি। বিরতির পরই থাকছে টপটিউনারদের খবর।

টেকটিউনস ভার্সন 2.0 - মেতে উঠুন প্রযুক্তির সুরে……

বিরতির পর আরও একবার টেকটিউনস সংবাদে স্বাগত জানাচ্ছি আমি রনি পারভেজ।

প্রথমেই দেখে নেওয়া যাক এই মাসে টপটিউনারদের চিত্রঃ

টিউনারমোট টিউনমার্চ মাসে টিউনসর্বশেষ টিউনমন্তব্য
হাসিব১৯৭১৩২২ মার্চ
দুঃসাহসী টিনটিন১৯২৯ এপ্রিল
ক্যাপ্টেন হ্যাডিক১৫৫৫ এপ্রিল, ২০১০এপ্রিলে ফিরে এসেছেন।
সাবটাইটেল মামুন১২২৯ এপ্রিল
আরিফ নিজামী১১৪১৬৭ এপ্রিল
শাকিল আরেফিন১০৭৯ এপ্রিল
রিয়া৮০৩ মার্চ
মিস্টার ফটোশপ৭৮৮ এপ্রিল
মাইক্রোহ্যাকার_আলমাস৭২ ২১৯ এপ্রিল
মেহেদী আকরাম৭০৮ এপ্রিল
মো আমিনুল ইসলাম সজীব৬৯১০ ফেব্রুয়ারিফিরে আসুন হে টিউনার!
মোহাম্মদ রকিবুল হায়দার৬৯
৫ এপ্রিলএপ্রিলে ফিরে এসেছেন।
মাইক্রোকাতার৬২১২১ এপ্রিল
ফাহিম রেজা বাঁধন৬১
১৯ মার্চ
# নাবিল.আমিন #৫৭২২৯ এপ্রিল
এম.এইচ.মিথুন৫৪
১৮ জুলাই, ২০০৯তিনি টিউমেন্ট করেছেন এই টিউনে। আশা করি সব সমস্যা কাটিয়ে তিনি শীঘ্রই আমাদের সাথে যোগ দেবেন।
রনি পারভেজ৫২৩ এপ্রিল
TareqMahbub৪৮৩০ ডিসেম্বর, ২০০৯ফিরে আসুন হে টিউনার!
rahat৪৮২৫ ডিসেম্বর, ২০০৯ফিরে আসুন হে টিউনার!
ফয়সল৪৭
২১ ডিসেম্বর, ২০০৯
ফিরে আসুন হে টিউনার!

টপ টিউনার ছক থেকে দেখা যায় টিউনার এম. এইচ. মিথুন প্রায় আটমাস থেকে অনুপস্থিত। তাঁর অনুপস্থিতির কারনসহ শীঘ্রই আমাদের সাথে যোগ দেবার প্রত্যাশা জানিয়ে টিউমেন্ট করেছেন এই টিউনে। গত কয়েক মাস অনুপস্থিত থাকার পর এ মাসে দেখা মিলেছে টিউনার ক্যাপ্টেন হ্যাডিক এবং মাইক্রোকাতারের। টেকটিউনসের পক্ষ থেকে আমি তার প্রত্যাবর্তনকে স্বাগত জানাচ্ছি- “শুভ প্রত্যাবর্তন ”। গতমাসে টিউনশূন্য থাকা মোহাম্মদ রকিবুল হায়দার এপ্রিলে আবার ফিরে এসেছেন নতুন টিউন নিয়ে। আমিনুল ইসলাম সজীব, rahat, ফয়সল, TareqMahbub মাসে কোন টিউন করেন নি। তারা দ্রুত টিউন করে টেকটিউনসকে এগিয়ে নিয়ে যাবেন অনেকদূর এই প্রত্যাশায় টেকটিউনস নিউজ আজকের মত এখানেই শেষ করছি আমি “রনি পারভেজ”। আমাদের পরবর্তী অডিও সংবাদ নিয়ে আসবেন আমাদের টিউনার মিশুক। সে পর্যন্ত টেকটিউনসের সাথেই থাকুন, মেতে উঠুন প্রযুক্তির সুরে……… ♪♫♪♫♪♫♪♫

সর্বশেষ আপডেটঃ
১০ এপ্রিল, ২০১০
বাংলাদেশ সময় রাত ১.২০

Level 0

আমি টেকটিউনস টিউন রাউন্ড-আপ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

haaaaaaa haaaaaa
very very nice news……….

দূর্দান্ত খবর। ধন্যবাদ টেকটিউনস।

রনি ভাই ফাঁটাইয়া দিছেন ।

সংবাদের চেয়ে বিজ্ঞাপন বিরতিইতো ভালা।

আমার নাম লিষ্টে দেখে অবাক ইচ্ছি।

ভাই মনটা বেশ খারাপ। দয়া করে পড়ুন https://www.techtunes.io/help-ask/tune-id/21213/

গ্রেট জব, রাউন্ড আপ ম্যানেজার… 🙂

দারুন নিউজ,।।।।।।।।।।
খুবই অবাক হলাম, টেকটিউনের সংবাদে আমি! এটাই হইতো চেয়েছিলাম মনে মনে।

    গুড। চালিয়ে যাও ভাইয়া। তবে টিউনগুলোর মানের প্রতি খেয়াল রেখো। ভবিষ্যতে তুমি অনেক ভাল করবা বলে মনে হচ্ছে। অনেক অনেক শুভ কামনা রইলো। প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে থেকে?

    আজ জীব বিজ্ঞান ব্যবহারিক দিয়ে আসলাম

    কেমন হলো?

    ব্যবহারিক পরীক্ষা আবার কেমন হবে, ভাইভা ফাটাফাটি আর রিটেন ফটোকপি।

জটিল!!! চিয়ার আপ রনি…

রনি ভাই ভালো খবর দিলেন।

@ Rony……. Barir bahire theke comment korlam tai banglai likhte na parar karone khoma chassi. Karon ati bangla blog. 🙁
Vai dhukkher kotha ki koi bolo……. ami 18 tarik TUNE https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/20930/ korlam othacho amar nam list a nai……. ata amar proti Obocharrrrrrrrrrrrrrrrrr 🙂 🙂

Oi mia News to valoi paro dekhi……
Channel a News presenter er Audition deo na keno 🙂

    লিস্টে নাম আনতে হইলে রনিরে ঘুষ দিতে হবে। আর শেষের প্রশ্নের উত্তর রনি আগেও দিছে সেটা হল ওরে ডাকে না তাই।

    কে বললো তোমার নাম লিস্টে নাই? আছে তো। সবার নাম দিয়েছি আমি। একটু খুজে দেখ ভাইয়া, পাওয়া যাবে।

    আপাতত সেদিকে আগ্রহ নাই। পড়াশোনা শেষ করি আগে তারপর ওসব ভাবা যাবে 🙂

    শাকিল আরেফিন ভাই…. আপনি কি ভুইলা গেছেন…. “ঘুষ দেয়া আর নেয়া দন্ডনীয় অপরাধ”। বুচছি এই বার আপনাকে ঈদের জন্য রেডি করার ব্যবস্থা করতে হবে। : )

    হা হা হা 🙂

    রনির ঘুষ খাইবার পার্মিশন আছে মডু কতৃক 😛 😛 😛

    আর শাওন তোর মুখে এই ঐ কথা আরেকবার শুনলে দেখিস তোর খবরই আছে, বুইঝা শুইনা চলিস কিন্তু। আমার প্রোফাইলের পিক দেখছিস? 😛 😛

    🙂 🙂 🙂

টপ টিউনারদের প্রায় অর্ধেকই টিউন লেখা থেকে বিরতি নিয়েছেন বা ছেড়ে দিয়েছেন।

ক্যাপ্টেন হ্যাডিক ভাই ১৫৪ টি টিউন করার পর এমন কি হলো, যা তিনি আর টিউন করছেন না ? ১৫৪টি কষ্টের টিউন করার পর আচমকা কোন বাস্তবতার তিনি বিরতি নিলেন?

তাদের সমস্যা গুলোতে অবশ্যই কান দিতে হবে……

    আসলে টেকটিউনস এ কারো মোটামুটি একটা সুনাম হলেই সব ফুট হইয়া যায়। সবারই প্রথমে একটা ঘোর থাকে পরে তা কেটে যায় । তবে আমরা কিছু মানুষ এখনও আছি টেকটিউনস এর সাথে ।ইনশাল্লাহ থাকবো ।

    সেটা আমারও অজানা ভাইয়া। 🙁

    @আলমাস, আমরা কারন টি জানি। এখানে টেকটিউনের করার কিছুই ছিলো না।

    মইন ভাইয়ের কারো সাথে কোন সমস্যা নাই তবে সে ব্যাস্ত থাকায় এবং পিসিতে একটু সমস্যা হওয়াতে টিউন করছেন না। তবে তিনি জানিয়েছেন খুব শীঘ্রই আবার ফিরে আসবেন আমাদের মাঝে।

    এপ্রিলে উনার টিউন পাওয়া গেছে।

রনি ভাই মাস শেষের আগেই নিউজ নিয়া আসলেন ঘটনা কি দায়িত্ব পেয়ে কি আর সহ্য হলো না 🙂
ভালো ভালো চালিয়ে যাও হে যুবক 🙂

    সামনে পরীক্ষা আছে একগাদা। কিছুদিন নেটে থাকবো না। তাই আগেই দিয়ে দিলাম। মাসশেষে নিউজ আপডেট করে দেব। তাছাড়া মিশুকের অডিও সংবাদ তো থাকছেই।

রনি ভাই খুব সিম্পল বিষয় রে অনেক আকর্ষনিয় করে ফেলতে পারেন।
আমি খুব কম ব্লগার এর মাঝে এই গুন টি দেখেছি। নাফিস ইফতেখার, টিনটিন আর রনি পারভেজ আমার দেখা এই কাটাগরির ব্লগার।
স্যালুট আপনারে।

    ওপস!!!! পাম্পটা একটু বেশি হয়ে গেল না!!! 😉
    তবে নাপিচকে (না.ই.) আমিও গুরু মানি। হি ইজ জিনিয়াস। উনার কাছ থেকে অনেক কিছুই শিখেছি। টিনটিন ভাইও অনেক উঁচু মানের টিউনার।

    আপনি একটা জিনিস, রনি ভাই।

    No Oiling Plz…. 😉

    সাম্য ভাইয়ের সাথে আমি একদম একমত ।

    রে ভাইসব, রনিরে এত তের মাখাইয়েন না………. তাহলে রনিও পিছলায় যাইবার পারে…. কি কও রনি…….. তের কি বেশী মাখায়তেছে নাকি…… বোতল পাঠামু নাকি বল…… 🙂

    khek…. khek………….

ধন্যবাদ সুন্দর একটি তথ্যবহুল সংবাদের জন্য।

Level 0

আমার মনে হয় TOP TUNER লিস্টটা আরো বাড়ানো উচিত

    টপ টিউনার লিস্ট ২০ জনের। আরও বড় করলে তো বিশাল হয়ে যাবে।
    তার পরিবর্তে মাসিক টপ টিউনার লিস্ট করা গেলে বেশি ভাল হবে সম্ভবত।

ভবিষ্যতে ভালো নিউজ রিপোর্টর হওয়ার উজ্জল সম্ভাবনা আছে……..

জীবনটা বড়ই কঠিন রে ভাই ! জীবন সংগ্রামের চরম বাস্তবতার সহিত আষ্টে পিষ্টে জড়াইয়া পড়িয়াছি, তাই আর আগের মত সময় হইয়া উঠে না। এখনও লিখিবার মঞ্চায়, কিন্তু……..:P 😛 😛
তবে মাঝে মাঝে টেকটিউনসে আসি। আশা করি খুব শীঘ্রই টেকটিউনসে নিয়মিত হব।

Thanks Khub valo tunes hoise..

Level 0

WOW !!!!

@@ মার্চতো পার হইয়া গেল। এই নোটিশ বোর্ড আর কয়দিন ঝুলাইবেন?
@@ প্রতি মাসেই কি এমন সংবাদ দিবেন নাকি?

    কতদিন ঝুলবে সেটা মডারেটররাই ভাল বলতে পারবেন। 🙂
    আকস্মিক কোন সমস্যায় না পড়লে প্রতি মাসেই সংবাদ দেবার চেষ্টা করা হবে।

what’s up?kihoilo bojlam na!

হা হা হা । দারুন।

আবার যদি নিয়মিত হত ! 🙁