কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আমার পরীক্ষা থাকায় এত দিন টিউন করতে পারি নাই। এখন থেকে ইনশাআল্লাহ আবার নিয়মিত টিউন করবো।
আজকে আমি আপনাদের একটা প্লাগইনের কথা জানাবো। যা সত্যি জটিল একটা জিনিষ। এই প্লাগ-ইন দিয়ে গান শুনে বা ছবির শব্দ শুনে এক কথায় ফিদা হয়ে যাবেন। আপনি যদি একবার এই প্লাগ-ইন দিয়ে গান শুনেন তারপর আর এই প্লাগ-ইন ছাড়া গান শুনে মজা পাবেন না।
এই প্লাগ-ইন আপনার সাউন্ডে কিছু ইফেক্ট দিবে যা সত্যি চমৎকার। শুধু ইফেক্টই না আপনার সাউন্ড কোয়ালিটি বাড়ানোর সাথে সাথে সাউন্ডের ভলিউমও বাড়াবে। আপনি এটি স্পিকার ছাড়াও হেডফোনেও ব্যবহার করতে পারবেন।
এখানে সব বলা আছে তারপরও বলছি এই প্লাগ-ইন দিয়ে 3D Sound ইফেক্ট দিতে পারবেন। হেডফোন দিয়ে গান শুনে মজা এবং আরাম দুইটাই পাবেন। বিভিন্ন কালারের স্কিন পাবেন।
প্রত্যেক প্লেয়ারের জন্য আলাদা আলাদাভাবে প্লাগ-ইন দেয়া আছে। আপনার যেটা দরকার সেটা ইন্সটল করে নিবেন। আমি Windows Media Player & Winamp এ ব্যবহার করে দেখেছি। আর বাকি গুলার কথা বলতে পারছি না।
আরো বিস্তারিত জানুন এখানে।
Windows NT/2000/XP/Vista/ Win7 (32/64-bit) and Windows 8
এটির কার্যকারিতা বুঝতে চাইলে একবার এই প্লাগ-ইন দিয়ে গান শুনে দেখুন আর আরেকবার প্লাগ-ইনটি off করে শুনে দেখুন। তাহলেই পার্থক্য বুঝতে পারবেন। 😛
তাহলে আর দেরি কেন? এখনই মজা লুটুন 😉 আশা করি সবার কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।
বাংলা ভিডিও টিউটোরিয়াল দেখতে ভিজিট করুন প্রযুক্তিটিম ওয়েবসাইট।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
জটিল জিনিস, থ্যান্ক ইউর সাথে ধন্যবাদ দিলাম।