যারা ওয়েব ডিজাইনিং ও ডেভেলপিং করেন তারা jQuery এর সাথে পরিচিত। jQuery আমাদের বর্তমান সময়ের একটা প্রয়োজনীয় জাভা স্ক্রীপ্ট লাইব্রেরী। আসুন আজ আমরা jQuery ব্যবহার করে যেকোন লিখার পেছনের ব্যাকগ্রাউন্ডকে চলমান করবো।
এই কাজের জন্য আমাদের যা যা করতে হবে, তা হলো
প্রথমে Photoshop রান করে নিউ একটা ইমেজ নেন।
এরপর বামের প্যানেল থেকে একটা চারকোনা কালো Shape নেন। এরপর আপনি যে লিখা বানাতে চান সেটা বামের প্যানেল থেকে Text নিয়ে লিখুন।
এবার বামের প্যানেল থেকে Layer এ গিয়ে আপনার লিখার Layer এ CTRL + ক্লিক করে সিলেক্ট করুন।
এবার Select মেনু থেকে Inverse এ ক্লিক করুন।
ক্লিক করলে নিচের মত দেখতে পাবেন
এবার Layer থেকে Shape Layer কে সিলেক্ট করে Mask এ ক্লিক করুন
এবার Background ও লিখার Layer গুলোকে Hide করে দিন (Layer এ যে চোখের মত ছোট ছবি আছে সেখানে ক্লিক করুন)। এবার নিচের মত দেখতে পাবেন
এবার File Menu থেকে Save As দিয়ে ছবিটাকে PNG ফরমাটে সেভ করুন।
আমাদের বানানো লিখার নিচে একটা চলমান ছবি ব্যবহার করবো।
এবার নিচের HTML কোড কপি করে একটা TEXT ফাইলে সেভ করুন index.html নামে।
<!DOCTYPE html PUBLIC "-//W3C//DTD XHTML 1.0 Transitional//EN"
"http://www.w3.org/TR/xhtml1/DTD/xhtml1-transitional.dtd">
<html xmlns="http://www.w3.org/1999/xhtml">
<head>
<meta http-equiv="Content-Type" content="text/html; charset=utf-8" />
<title>jQuery দিয়ে লিখার পেছনে চলমান ছবি : MEHEDI.COM.BD</title>
<link rel="stylesheet" type="text/css" href="style.css">
<script type="text/javascript" src="jquery.js"></script>
<script type="text/javascript" src="sm-move-bg.js"></script>
<script type="text/javascript">
$(document).ready(function() {
moveBgAround();
});
function moveBgAround() {
var x = Math.floor(Math.random()*600);
var y = Math.floor(Math.random()*400);
var time = Math.floor(Math.random()*1001) + 2000;
$('.scrollBg').animate({
backgroundPosition: '(' + (x * -1) + 'px ' + (y * -1) + 'px)'
}, time, "swing", function() {
moveBgAround();
});
}
</script>
</head>
<body>
<div class='content'>
<h1 align="center">jQuery দিয়ে লিখার পেছনে চলমান ছবি</h1>
<div class='scrollBg' style='background-image: url(pattern.jpg)'>
<a href="http://www.mehedi.com.bd"><img src='mehedi.png' alt='' border="0" /></a> </div>
</div>
</body>
</html>
এবার নিচের কোডগুলো কপি করে একটা Text ফাইলে সেভ করুন style.css নামে এবং index.html ফাইলের পাশে রাখুন।
body {
background-color: #000000;
color: #cdcdcd;
font-size:16px;
font-family: SolaimanLipi, Arial,Verdana,Tahoma;
}
a {
color: #ff7e00;
text-decoration:none;
}
a:hover {
color: #ffb400;
}
.content {
width: 600px;
margin: 0px auto;
}
.scrollBg {
background-image: url(pattern.jpg);
background-color: #000000;
width: 600px;
height: 300px;
}
.scrollBg img {
display: block;
}
এবার নিচের ফাইল ডাউনলোড করে আনজিপ করে সব ফাইল index.html ফাইলের পাশে রাখুন।
এবার index.html ফাইলটটা রান করুন এবং উপভোগ করুন jQuery এর মজা।
আসলে এই টিউটোরিয়াল টা অনেক বড় হবে তাই আমি HTML এর ধাপগুলো সংক্ষেপে দিয়েছি। আপনাদের সুবিধার জন্য সম্পূর্ণ প্রোজেক্টের ডাউনলোড লিংক দেয়া হলো। আপনারা ডাউনলোড করে উপভোগ করতে পারেন।
অজানা ইনফরমেশনসম্প্রতিকালের অজানা ইনফরমেশন… |
আমি মেহেদী.কম.বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মেহেদী ভাই আপনার ফটোশপের গাইড লাইন ঠিক বুঝা গেল না। সুতরাং অনেক ভালো কিছুর মজা নিতে পারলাম না।
একটা কথা না বলে পারছি না- ইংরেজীতে ফটোশপের যে টিউটরিয়ালগুলো দেখি সেখানে এতো সুন্দর করে বলা থাকে যে নতুনরাও সহজে বুঝে নেয় কিন্তু বাংলায় যারা টিউটরিয়াল করেন তাদের কাছ থেকে সেভাবে ডিটেইলস পাই না।
এটা আমার ব্যক্তিগত অভিমত। কেউ কিছু মনে করবেন না প্লীজ।
ফটোশপ নিয়ে অনেক ট্রাই করলাম আপনার মত হল না, নিজের উপরি রাগ লাগছে আপনার কথা কেন বুঝতেছি না।এত সংখেপিত কথা না বুঝারই কথা, নতুন তো…
Joss …. Effect …