ক্যাপচার ফক্স – ফায়ারফক্স দিয়েই স্ক্রীন কাস্টিং

এর আগে বহু বার অ্যাডঅন নিয়ে লিখেছি। আমার টিউনার পেজ এ গেলে সবগুলো পাবেন। মাঝেখানে কিছুদিন অ্যাডঅন নিয়ে লেখা বন্ধ রেখেছিলাম। কিন্তু আবার এমন জোসস্ একটা অ্যাডঅনের সন্ধান পাওয়া গেল, যা না লেখলেই নয়।ক্যাপচার ফক্স এমনই একটি জটিল অ্যাডঅন যার সাহায্যে আপনি ফায়ারফক্সের উইন্ডোর মাঝে স্ক্রীন কাষ্টিং করতে পারবেন। এটি দুই ভাবে কাজ করতে পারে -

  • ফায়ারফক্স উইন্ডোর মধ্যে ভিডিও রেকর্ডিং করা এবং
  • সমগ্র স্ক্রীনে ঘটা কাজের ভিডিও করা

যদিও এখনও কাষ্টম সাইজ উইন্ডোতে রেকর্ডিং অপশন সংযুক্ত করা হয়নি তারপরেও মজার বিষয় হল এর সাহায্যে আপনি চাইলে অডিও এ রেকর্ড করতে পারবেন। বর্তমানে শুধুমাত্র Windows XP/Vista/Server 2008 এ এই অ্যাডঅনটি সাপর্ট করবে। এর সাহায্যে রেকর্ড করা ভিডিওর আউটপুট হবে AVI

tools-capture-fox.png

আর দশটা ফায়ারফক্স অ্যাডঅনের মতই ইন্সটল করার পর রিস্টার্ট দেয়া হলে আপনি আপনার ফায়ারফক্সের টুলস মেনুতে এই ক্যাপচার ফক্স অপশনটি পেয়ে যাবেন।

এবার রেকর্ডিং শুরু করার জন্যে আপনাকে ক্যাপচারফক্সের সেটিংসে কিছু কাজ করতে হবে। এছাড়াও আপনি চাইলে ব্রাউজারের নিচের ডানদিকের কোনা হতে ক্যামেরার ছবিতে ক্লিক করে রেকর্ডিং শুরু করে দিতে পারবেন।

capture-fox-button.png

সেটিংস মেনু থেকে আপনার পছন্দসউ অপশনগুলোকে বেছে নিয়ে স্টার্ট ক্যাপচারিং বাটনে হিট করুন। এই সময় থেকে ব্যাকগ্রাউন্ডে ভিডিও রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। এবং ততক্ষন পর্যন্ত রেকর্ডিং চলবে যতক্ষন না আপনি কী বোর্ড থেকে (Ctrl+Shift+U) কমান্ড দিবেন অথবা ক্যামেরা আইকনে ক্লিক করবেন।

capture-fox-settings.png

তাছাড়া ভিডিও লেন্থ কতটুকু হচ্ছে সে ব্যাপারে ইনফরমেশান কিন্তু আপনি ওই ক্যামেরা আইকনের পাশেই দেখতে পারবেন। রেকর্ডিং সম্পূর্ন হয়ে গেলে আপনি তা হার্ডড্রাইভে সেভ করতে পারবেন।

capture-fox-button-21.png

ওয়াও!! স্ক্রীন কাষ্টিং এর জন্যে এর চেয়ে সহজ কোন পন্থা আগে আমি কখনও পাই নাই। আপনি পেয়েছেন কি?

capture-fox-successful.png

ইনজয় ক্যাপচারফক্স

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফায়ারফক্সের এইরকম দারুন এক্সটেনশন গুলোর খোজ কোথাথেকে পান আপনে??

ঘুরতে ঘুরতে চোখে পরে যায় ,……. এই আর কি!

ঘুরতে ঘুরতে তো আরও কত কিছুই আপনার চোখে পড়ে যায়.. সেগুলো নিয়ে তো লেখেন না..

মেহেদী ……. আপনি দেখি ঘুরতে ঘুরতে আরেকদিকে চলে গেলেন ……… ২৭ এ নাকি?

Level 0

আমি আজকে প্রথম এই সাইটে signin করলাম।
আমার প্রশ্ন হল ——আমি যে বাংলা software (ফোনেটিক) দিয়ে লিখছি সেটির কোন সফটওয়্যার আছে কিনা। যদি থাকে তাহলে আমাকে link পাঠাবেন।

Level 0

ফায়ারফক্সের আর কত এড অন্স আসবে? অবস্থাটা এমন আর কয়েকদিন পর বাসে উঠলেও হকার এসে বলবে ~`এই যে আপনাদের জন্য নিয়ে আসলাম ফায়ারফক্সের কয়েকটি এডঅন্স”

আপনাকে অসংখ্য ধন্যবাদ

Level 0

Firefox এর বৈশিস্ট্য ই তো এই এডঅন গুলো।
এটা দিয়ে কি ভাই ওয়েবপেজ ও ক্যাপচার করা যায়?

Level 0

ভাই খুব সুন্দর। আপনার লেখা গুলো । ভাই আপনার কাছে আমার একটা জিনিস জানার ছিল যদি দয়া করে উত্তর দিতেন তাহলে অনেক উপকৃত হতাম। আমার আপনার কাছে জানার ছিল এই যে আমরা যেসকল সফটওয়ার দিয়ে বাংলায় লিখে মন্তব্য করতাছি এই সকল অপশন গুলোর কি সফটওয়ার আকারে পাওয়া যাবে তাহলে আমাকে তার সন্ধান দিয়ে উপকৃত করবেন আপনার উত্তরের আশায় রইলাম .প্লিজ ভাই

tushar.zia ও imranjsr ভাই আপনাদের জন্য লিংক দিলাম এখান থেকে avro download করে ইন্সটল করুন এবং কীবোর্ড লে-আউট দিন ফোনেটিক, বাস্ হয়ে গেল। আপনি এখন বাংলা লিখতে পারবেন। http://www.omicronlab.com/

Level 0

জটিল লাগল।

আমার কাছে ফায়ারফক্স এর এই এক্সটেনশন টা একেবারেই ফালতু মনে হয়েছে, কোন কাজেরই না বলা চলে, এতে পজ করার কোন অপশন নেই, আপনাকে ঢালাও ভাবে রেকর্ড করতে হবে। তারপর, লো কোয়ালিটি সিলেক্ট করার পরেও ভিডিওর সাইজ অনেক বিশাল হয় এবং সেই অনুযায়ী কোয়ালিটি ভালো হয় না। অথচ ঠিক একই কাজ আপনি করতে পারবেন ক্যাম স্টুডিও নামের একটি ফ্রি সফটওয়্যার দিয়ে যেটার ২’৫ বেটা এডিশন টা তে আপনি ইচ্ছা মত ফ্লাশ বা এভি আই ফাইল তৈরী করতে পারবেন আবার রেকর্ড করতে করতে পজ করেও রাখতে পারবেন (অনেক সময় কোন একটা প্রসেস কম্‌প্লিট্‌ করতে সময় লাগলে পজ করে রাখার দরকার হতে পারে)। বিস্তারিত দেখতে এখানে ভিজিট করতে পারেনঃ http://alaminsumon.blogspot.com/2009/07/how-to-capture-screen-cast-in-easiest.html

জটিলললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললল

vai ami Add-ons gula amer pc te save kore rakhte chai………jate Windows setup er pore aber install korte pari…….
but ki kore save korbo?
plzzzzz aktu bolben??????????????/