এন্ড্রোয়েড সম্পর্কে বলার তেমন কিছু নেই কারন এখন সবাই এন্ড্রোয়েড এর ভক্ত হয়ে গেছে। অসাধারন একটি মোবাইল অপারেটিং সিস্টেম। "এন্ড্রোয়েড স্মার্ট ফোন হ্যান্ডস আপ"; কাজের কথায় আসি আমি মনে করি যে কোন অ্যাপস ব্যবহার করেন না তারা ভাব দেখানোর জন্য স্মার্টফোন না কিনে নকিয়া কিনেন। 😆
এবার আসুন আমার পছন্দের কিছু চরম এবং অবশ্যই দরকারি এন্ড্রোয়েড অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দেই। এগুলো ব্যবহার করলে আপনার স্মার্ট ফোনটি হয়ে উঠবে আরও বেশি স্মার্ট। 😀
নাম দেখেই বুঝতে পারছেন এটা একটা কী-বোর্ড অ্যাপস। বেশ অনেক গুলো কী-বোর্ড অ্যাপস ব্যবহার করেছি কিন্তু এটা মত সুবিধা কোনটাতে পাইনি। বেশ ইউজার ফ্রেন্ডলি কী-বোর্ড। এটার বিশেষত্ব হলঃ
এমন আরও অনেক সুবিধা আছে এই অ্যাপস টিতে। ব্যবহার করতে পারেন অনেক কাজে দিবে অ্যাপসটি।
পিসির ক্ষেত্রে Utility Software গুলোর মধ্যে Advance System Care খুব পছন্দের এবং অনেক কার্যকরী সফটওয়্যার । ঠিক তেমনি এন্ড্রোয়েড ফোনের ক্ষেত্রেও Utility Apps এর মধ্যে খুব পছন্দের অ্যাপস Advanced Mobile Care. এই দুটি অ্যাপলিকেশনই iobit এর। তো যাই হোক যা যা আছে এই Advance System Care এঃ
কাজে লাগার মত বেশ অনেক সুবিধা আছে এতে। এটা ব্যবহার করে যে এক ঢিলে অনেক পাখি মারা যাবে তাতে কোন সন্দেহ নেই। 😎
নামেই বুঝতে পারছেন কাজ কি। অ্যাপস লক করা এর কাজ। ও ভুল বললাম এমন কি আছে লক করা যায় না এটা দিয়ে। নতুন ভার্শনে প্রায় সব কিছুই লক করা যায় এটা দিয়ে। আপনি যদি আপনার মোবাইলে প্রাইভেসি রাখতে চান তবে আপনার জন্য বেষ্ট অ্যাপস এটি। আসুন দেখে নেই কি কি পাবেন এতেঃ
হাঁ কল ব্লক করা। স্মার্ট ফোন ব্যবহার করে যদি মোবাইলে অপারেটর দের কল ব্লক করার জন্য টাকা দেন এর চেয়ে লজ্জার মনে হয় না আর কিছু আছে। তবে এটা শুধু কল ব্লকার না এতে আরও অনেক সুবিধা পাবেন আপনি। এটা আপনার প্রাইভেসিও রক্ষা করবে। এই অ্যাপসটি যা যা সুবিধা দিবেঃ
এটি মূলত একটি সিস্টেম ইনফরমেশন অ্যাপলিকেশন। যত ধরনের ইনফরমেশন জানতে চান সব কিছু জানতে পারবেন আপনি এর মাধ্যমে। খুব কাজের অ্যাপস এন্ড্রোয়েড ডেভলপার দের জন্য + সাধারন ইউজারদের জন্য। এক সাথে অনেক কিছু পাবেন এতে। তো দেখে নেই কি কি থাকছে এই অ্যাপস এঃ
খুবই কাজের একটি অ্যাপস এটি। উপরে ছবিতে তাদের স্লোগান দেখেলেই কিছুটা বুঝা যায় কাজ কি। "THEY CAN RUN BUT THEY CAN'T HIDE." মানে বুঝিয়েছে চোর দৌড়াতে পারবে কিন্তু তারা লুকিয়ে থাকতে পারবে না। 😆 এই অ্যাপস টা মূলত আপনার ফোন হারিয়ে গেলে বা চুরি হলে কাজে লাগবে। যেকোনো সিম ফোনে ব্যবহার করুন না কেন টা আপনি জানতে পারবেন। যদি জিপিএস থাকে তবে ফোনের লোকেশনও দেখতে পারবেন। এটা যে কোন কম্পিউটার বা ল্যাপটপ এর মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। এই অ্যাপস এর ফিচারসমূহঃ
এক কথায় অসাধারন এবং খুবই কাজের একটি অ্যাপস। ব্যবহার না করলে ফোন হারিয়ে গেলে এক সময় আফসোস করতে হবে।
মারাত্মক কাজের অ্যাপস এটি। রুট ইউজাররা বিশাল সুবিধা পাবে এর মাধ্যমে। অনেকেরই ফোন মেমরি খুব কম থাকে। ৪০০/৫০০ এমবি। কিন্তু কিছু কিছু অ্যাপস আছে যা ফোনের ইন্টারনাল মেমরিতেই রাখতে হয় নাহলে কাজ করেনা। বা ডিফল্ট অ্যাপস গুলোও ফোন মেমরিতে থাকে। কাজে না লাগলেও ফোন মেমরি দখল করে বসে থাকে। এই সমস্যা সমাধান পেতে যারা চান তাদের জন্য খুবই দরকারি অ্যাপস এটি।
এই অ্যাপসটি মূলত আপনার SD মেমরি কার্ডের সাথে আপনার ফোনের ইন্টারনাল মেমরির লিঙ্ক তৈরি করে। এতে SD কার্ডের একটি অংশকে ফোন মেমরির মত করে ব্যবহার করা যায়। এটা একটিভ করার পর আপনার ইন্টারনাল মেমোরির অদরকারি অ্যাপস গুলো বা সকল অ্যাপস গুলো SD কার্ডের লিঙ্ক করা অংশে রাখতে পারবেন।
এটা ব্যবহার করার জন্য অনেক ঝামেলা করতে হয়। ফোন রুট করতে হয় তারপর SD কার্ডকে পার্টিশন সফটওয়্যার দিয়ে একটি পার্টিশন করতে হয়। এরপর সেই পার্টিশন অংশকে অ্যাপস এর মাধ্যমে কনফিগার করতে হয়। শুধু মাত্র এই অ্যাপসটি কনফিগারেশন ও ব্যবহার নিয়ে বিস্তারিত একটি পোস্ট লিখব খুব শিগ্রই।
আজ এ পর্যন্তই... খুব শীঘ্রই আরও নতুন নতুন ও কার্যকরী অ্যাপস নিয়ে পোস্ট করব। অ্যাপস গুলো ভাল লাগলে অন্যের সাথে শেয়ার করতে ভুলবেন না।
আমি হোসেন রাহাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 210 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তিকে ভালোবাসি আর মানুষকে সাহায্য করতে পছন্দ করি তাই Blogging এর মাধ্যমে নিজের মনের ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করছি। আমাকে আরও জানতে Visit করুন -হোসেন রাহাত
apnar posta valo legese. ami notun android tab user. agulo amar kaje lagbe. asha kori android apps nie maje maje post diben. ami ki apnar facebook-a friend request patathe pari?? dhonnobad apnake.