আমার পছন্দের কিছু চরম এবং অবশ্যই দরকারি অ্যান্ড্রয়েড Apps

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড
প্রকাশিত
জোসস করেছেন

এন্ড্রোয়েড সম্পর্কে বলার তেমন কিছু নেই কারন এখন সবাই এন্ড্রোয়েড এর ভক্ত হয়ে গেছে। অসাধারন একটি মোবাইল অপারেটিং সিস্টেম। "এন্ড্রোয়েড স্মার্ট ফোন হ্যান্ডস আপ"; কাজের কথায় আসি আমি মনে করি যে কোন অ্যাপস ব্যবহার করেন না তারা ভাব দেখানোর জন্য স্মার্টফোন না কিনে নকিয়া কিনেন।  😆

এবার আসুন আমার পছন্দের কিছু চরম এবং অবশ্যই দরকারি এন্ড্রোয়েড অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দেই। এগুলো ব্যবহার করলে আপনার স্মার্ট ফোনটি হয়ে উঠবে আরও বেশি স্মার্ট।  😀

Adaptxt Keyboard - Phone

Adaptxt Keyboard - Phone

নাম দেখেই বুঝতে পারছেন এটা একটা কী-বোর্ড অ্যাপস। বেশ অনেক গুলো কী-বোর্ড অ্যাপস ব্যবহার করেছি কিন্তু এটা মত সুবিধা কোনটাতে পাইনি। বেশ ইউজার ফ্রেন্ডলি কী-বোর্ড। এটার বিশেষত্ব হলঃ

Adaptxt Keyboard

  • আপনি আপনার মন মত কী-বোর্ড থিম বানাতে পারবেন বা কাস্টমাইজ করতে পারবেন। মানে আপনি আপনার ফোনের কালারের সাথে ম্যাচ করে কী-বোর্ড কালার ব্যবহার করতে পারবেন।
  • ৭৪ টা ল্যাঙ্গুয়েজ অ্যাড-ওনস আছে। মানে আপনি এই অ্যাড-ওনস গুলো ডাউনলোড করে ওই ভাষায় লিখতে পারবেন এতে বাংলিশ অ্যাড-ওনস আছে যাতে আপনাকে বাংলিশ লিখতে সাহায্য করবেন যেমন আপনি যদি কী-বোর্ড এ লিখতে চান Valobashi (ভালোবাসি) তবে valo লিখলেই আপনাকে সাজেশন দিবে valobashi.
  • ডিকশনারি তে আপনার নিজেস্ব শব্দ অ্যাড করতে পারবেন এতে পরবর্তীতে ওই শব্দ লিখতে গেলে আপনাকে সাজেশন দিবে।

এমন আরও অনেক সুবিধা আছে এই অ্যাপস টিতে। ব্যবহার করতে পারেন অনেক কাজে দিবে অ্যাপসটি।

Install Adaptxt Keyboard - Phone from Google Play

Advanced Mobile Care

Advanced Mobile Care

পিসির ক্ষেত্রে Utility Software গুলোর মধ্যে Advance System Care খুব পছন্দের এবং অনেক কার্যকরী সফটওয়্যার । ঠিক তেমনি এন্ড্রোয়েড ফোনের ক্ষেত্রেও Utility Apps এর মধ্যে খুব পছন্দের অ্যাপস Advanced Mobile Care. এই দুটি অ্যাপলিকেশনই iobit এর। তো যাই হোক যা যা আছে এই Advance System Care এঃ

Advanced Mobile Care

  • সিস্টেম টিউনআপঃ যা আপনার মোবাইলের সিস্টেমকে টিউন করার কাজে ব্যবহার হবে।
  • গেম স্পীডারঃ মোবাইলে গেম গুলো বেশ স্মুথ ভাবে খেলতে পারবেন।
  • ব্যাটারি সেভারঃ ব্যাটারি ভাল ভাবে অপ্টিমাইজ করার জন্য বেশ অনেক সেটিংস আছে।
  • অ্যাপস ম্যানেজারঃ এর মাধ্যমে অ্যাপস মুভ করা, আনইন্সটল করা, অ্যাপস ম্যানেজ করা ইত্যাদি করা যায়।
  • টাস্ক কিলারঃ অটো বা মেনুয়াল ভাবে টাস্ক কিল করার সুবিধা আছে।
  • ব্যাকআপঃ মোবাইলের ফোন নাম্বার, কল হিস্টোরি ইত্যাদি ক্লাউডে ব্যাকআপ রাখার সুবিধা আছে।
  • প্রাইভেসি লকারঃ মোবাইলের প্রাইভেট ছবি, ভিডিও বা যে কোন ফাইল পাসওয়ার্ড দিয়ে লক করার সুবিধা আছে এতে।

কাজে লাগার মত বেশ অনেক সুবিধা আছে এতে। এটা ব্যবহার করে যে এক ঢিলে অনেক পাখি মারা যাবে তাতে কোন সন্দেহ নেই।  😎

Install Advanced Mobile Care from Google Play

APP Lock

APP Lock

নামেই বুঝতে পারছেন কাজ কি। অ্যাপস লক করা এর কাজ। ও ভুল বললাম এমন কি আছে লক করা যায় না এটা দিয়ে। নতুন ভার্শনে প্রায় সব কিছুই লক করা যায় এটা দিয়ে। আপনি যদি আপনার মোবাইলে প্রাইভেসি রাখতে চান তবে আপনার জন্য বেষ্ট অ্যাপস এটি। আসুন দেখে নেই কি কি পাবেন এতেঃ

APP Lock

  • প্যাটার্ন অথবা নাম্বার দুটা দিয়েই আপনি লক করতে পারবেন।
  • যে কোন ধরনের অ্যাপস ওপেন করা থেকে বিরত রাখবে।
  • ইনকামিং কলও লক করা যাবে। মানে আপনার আপনি ছাড়া আপনার ইনকামিং কল অন্য কেউ রিসিভ করতে পারবে না।
  • উইজেট এর মাধ্যমে দ্রুত লক বা আনলক করার সুবিধা পাবেন।

Install APP Lock from Google Play

Call Blocker

Call Blocker

হাঁ কল ব্লক করা। স্মার্ট ফোন ব্যবহার করে যদি মোবাইলে অপারেটর দের কল ব্লক করার জন্য টাকা দেন এর চেয়ে লজ্জার মনে হয় না আর কিছু আছে। তবে এটা শুধু কল ব্লকার না এতে আরও অনেক সুবিধা পাবেন আপনি। এটা আপনার প্রাইভেসিও রক্ষা করবে। এই অ্যাপসটি যা যা সুবিধা দিবেঃ

Call Blocker

  • যে কোন সময় যে কোন নাম্বার ব্লক করতে পারবেন এতে ওই নাম্বার থেকে আপনাকে ফোন করতে পার না। কিন্তু আপনি দেখতে পারবেন কখন কতবার আপনাকে ফোন করেছে।
  • ব্লক করা নাম্বারে অটো ম্যাসেজ পাঠানোর সুবিধা পাবেন এতে।
  • ফোন নাম্বার ব্যাকআপ রাখার সুবিধা পাবেন এতে এবং সেগুলো একাধিক প্লাটফরম এ ব্যবহার করতে পারবেন যেমনঃ সিম্বিয়ান মোবাইল, এন্ড্রোয়েড মোবাইল, ব্ল্যাকবেরি মোবাইল ইত্যাদি।
  • প্রাইভেট ফোন নাম্বার, প্রাইভেট ম্যাসেজ এবং কল লগ আলাদা প্রাইভেট স্পেসে রাখতে পারবেন। যা সাধারনত ফোন বুক বা ম্যাসেজ বক্স এ মানুষ খুঁজে পাবে না।

Install Call Blocker from Google Play

Elixir 2

Elixir 2

এটি মূলত একটি সিস্টেম ইনফরমেশন অ্যাপলিকেশন। যত ধরনের ইনফরমেশন জানতে চান সব কিছু জানতে পারবেন আপনি এর মাধ্যমে। খুব কাজের অ্যাপস এন্ড্রোয়েড ডেভলপার দের জন্য + সাধারন ইউজারদের জন্য। এক সাথে অনেক কিছু পাবেন এতে। তো দেখে নেই কি কি থাকছে এই অ্যাপস এঃ

Elixir 2

  • হার্ডওয়্যার ইনফরমেশনঃ আপনার ফোনের হার্ডওয়্যার সংক্রান্ত যত ইনফরমেশন আছে সব বিস্তারিত জানতে পারবেন। যেমনঃ ইন্টারনাল/ এক্সটারনাল মেমরি, ব্যাটারি, ডিসপ্লে, ক্যামেরা, সিপিইউ ইত্যাদি।
  • সফটওয়্যার ইনফরমেশনঃ ফোনের সফটওয়্যার সংক্রান্ত ইনফরমেশন পাবেন এতে। যেমনঃ অপেরেটিং সিস্টেম সেটিংস, কনফিগারেশন, ফিচারস ইত্যাদি।
  • ফোনের সেটিংস পরিবর্তন করতে পারবেন। যেই অপশন ডিফল্ট ভাবে থাকে না এমন সেটিংস।
  • অ্যাপস ইনফরমেশন, মুভ করা, লোকেশন দেখা, ক্যাশ মুছা, ব্যাচ মুড এনেবল বা ডিজেবল করা ইত্যাদি।
  • অনেক গুলো ইউজেট পাবেন বিভিন্ন কাজের সুবিধার জন্য।

Install Elixir 2 from Google Play

Prey Anti-Theft

Prey Anti-Theft

খুবই কাজের একটি অ্যাপস এটি। উপরে ছবিতে তাদের স্লোগান দেখেলেই কিছুটা বুঝা যায় কাজ কি। "THEY CAN RUN BUT THEY CAN'T HIDE." মানে বুঝিয়েছে চোর দৌড়াতে পারবে কিন্তু তারা লুকিয়ে থাকতে পারবে না। 😆 এই অ্যাপস টা মূলত আপনার ফোন হারিয়ে গেলে বা চুরি হলে কাজে লাগবে। যেকোনো সিম ফোনে ব্যবহার করুন না কেন টা আপনি জানতে পারবেন। যদি জিপিএস থাকে তবে ফোনের লোকেশনও দেখতে পারবেন। এটা যে কোন কম্পিউটার বা ল্যাপটপ এর মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। এই অ্যাপস এর ফিচারসমূহঃ

Prey Anti-Theft

  • ফোন চুরি হয়ে গেলে আপনি ফোন দূর থেকেই লক করে দিতে পারবেন।
  • আপস আনইন্সটল প্রোটেক্ট করতে পারবেন মানে আপনার অনুমতি ছাড়া কেউ কোন অ্যাপস আনইন্সটল করতে পারবে না।
  • ফোন হারিয়ে গেলে ফোনের লোকেশন দেখতে পারবেন।
  • ফোনে অ্যালার্ম সাউন্ড দিতে পারবেন ল্যাপটপ বা কম্পিউটার থেকেই।
  • চোর সিম পরিবর্তন করুন সমস্যা নেই আপনি চোরকে ম্যাসেজ দিয়ে কিছু বলতে পারবেন।

এক কথায় অসাধারন এবং খুবই কাজের একটি অ্যাপস। ব্যবহার না করলে ফোন হারিয়ে গেলে এক সময় আফসোস করতে হবে।

Install Prey Anti-Theft from Google Play

Link2SD

Link2SD

মারাত্মক কাজের অ্যাপস এটি। রুট ইউজাররা বিশাল সুবিধা পাবে এর মাধ্যমে।  অনেকেরই ফোন মেমরি খুব কম থাকে। ৪০০/৫০০ এমবি। কিন্তু কিছু কিছু অ্যাপস আছে যা ফোনের ইন্টারনাল মেমরিতেই রাখতে হয় নাহলে কাজ করেনা। বা ডিফল্ট অ্যাপস গুলোও ফোন মেমরিতে থাকে। কাজে না লাগলেও ফোন মেমরি দখল করে বসে থাকে। এই সমস্যা সমাধান পেতে যারা চান তাদের জন্য খুবই দরকারি অ্যাপস এটি।

Link2SD

এই অ্যাপসটি মূলত আপনার SD মেমরি কার্ডের সাথে আপনার ফোনের ইন্টারনাল মেমরির লিঙ্ক তৈরি করে। এতে SD কার্ডের একটি অংশকে ফোন মেমরির মত করে ব্যবহার করা যায়। এটা একটিভ করার পর আপনার ইন্টারনাল মেমোরির অদরকারি অ্যাপস গুলো বা সকল অ্যাপস গুলো SD কার্ডের লিঙ্ক করা অংশে রাখতে পারবেন।

এটা ব্যবহার করার জন্য অনেক ঝামেলা করতে হয়। ফোন রুট করতে হয় তারপর SD কার্ডকে পার্টিশন সফটওয়্যার দিয়ে একটি পার্টিশন করতে হয়। এরপর সেই পার্টিশন অংশকে অ্যাপস এর মাধ্যমে কনফিগার করতে হয়। শুধু মাত্র এই অ্যাপসটি কনফিগারেশন ও ব্যবহার নিয়ে বিস্তারিত একটি পোস্ট লিখব খুব শিগ্রই।

Install Link2SD from Google Play

আজ এ পর্যন্তই... খুব শীঘ্রই আরও নতুন নতুন ও কার্যকরী অ্যাপস নিয়ে পোস্ট করব। অ্যাপস গুলো ভাল লাগলে অন্যের সাথে শেয়ার করতে ভুলবেন না।

টিউনটি সর্বপ্রথম মৌমাছি ব্লগে প্রকাশিত - মৌমাছি

Level New

আমি হোসেন রাহাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 210 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তিকে ভালোবাসি আর মানুষকে সাহায্য করতে পছন্দ করি তাই Blogging এর মাধ্যমে নিজের মনের ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করছি। আমাকে আরও জানতে Visit করুন -হোসেন রাহাত


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

apnar posta valo legese. ami notun android tab user. agulo amar kaje lagbe. asha kori android apps nie maje maje post diben. ami ki apnar facebook-a friend request patathe pari?? dhonnobad apnake.

সবগুলু নামাব। অনেক ধন্যবাদ। আশা করছি রুট নিয়ে তারাতারি পোস্ট দিবেন

Very nice. Link2sd nea tune ta ektu quick korben vai.

ধইন্না+++

Level 0

bro android root & link2sd niye ektu taratari post den, nahole to android set use kore ar moja pailam na …

tune ta sundor hoise…:-D

সুন্দর টিউন… কামে লাগবো। 🙂

Level 3

vai apnake onek dhonnobad….apps gulu share korar jonno….and sobcheye valo laglo
apni bistarito likhesen….

jOss hoise…waiting 4 ur next tune(Link2SD).

দারুন ………………।

Level 0

সবই আছে তবে রুট করতে ভয় পাই বল লিংক টু sd ব্যবহার করতে পারিনা। আশা করি নেক্সট পোস্টটি ইজি হবে……..

Level 0

Vi Post er Jonno Donnobad , But Mediafile Ba Onno Kono Link Dile Aro Valo Hoto . Playstor Biroktikor ………Thnx

পুরাই পাঙ্খা টিউন 😛

Onak onak dnnobad.

Level 0

joss akta tune…. already 2ta apps agei use kortesi. bakigula dl dilam.

অনেক ধন্যবাদ ভাই।

অনেক ধন্যবাদ

Level 0

good one 🙂

বিশাল হইছে বস।

thanks……….

এক্সপেরিয়া পি’র দাম ২৩০০০-২৪০০০টাকা
আর এর প্রসেসর জাস্ট ১গিগাহার্টজ না, ডুয়াল কোর ১ গিগাহার্টজ

সরি। কই কমেন্ট করতে গিয়া কই করলাম। ধুর 🙂

তবে আপনার টিউনটা চরম একটা টিউন হইছে 🙂

Level 0

চমৎকার টিউন।।।বাজেট 6500/= কোনো এন্ডএইড সেট পাওয়া যাবে??? ৩/৪টা মডেলের নাম এবং দাম বললেই খুশি হবো।।।তবে RAM-512 এর বেশি হলে ভাল হয় ।।। আশা করি কেউ হয়তো সাহায্য করবেন।।। ধন্যবাদ।।।

    @Shetu: ভাই এই বাজেটের মধ্যে এন্ড্রোয়েড বেশি একটা ভাল পাওয়া যায় না… আছে তবে খুবই কম। symphony বা Walton এর মধ্যে দেখতে পারেন। আপনি নিচের ওই লিঙ্কে দেখেন বেশ কিছুর প্রাইজ এবং বিস্তারিত দেওয়া আছে। http://symphony-mobile.com/index.php?route=product/category&path=63

Level 2

গত ৩/৪ মাস যাবৎ চেষ্টা করতেছি একটা ৩জি এন্ড্রোয়েড ট্যাব কেনার কিন্তু প্রত্যেক মাসে কোন না কোন একটা অজুহাতে জমানো টাকা খরচ হয়ে যাচ্ছে। কবে যে আল্লাহ সুযোগ দেবে……..

অনেক সুন্দর হয়েছে

অসাধারণ!
কিছুদিনের মধ্যেই এন্ড্রয়েড সেট নিতেছি। তখন কাজে লাগবে। 🙂

ধন্যবাদ। সুন্দর করে গুছিয়ে লেখার জন্য। 🙂
আমার এন্ড্রয়েড ফোনের জন্য এখানের বেশ কয়েকটি ভালো কাজে আসবে। 😀

Walton Promo X1 নিচ্ছি… সব এ্যাপগুলো ব্যবহার করবো ইনশাল্লাহ্….ধন্যবাদ!

কিছু দরকারি paid applications & Launcher চাচ্ছি…আপ্নার পোস্ট এর জন্য ধন্যবাদ।

Level New

দয়া করে যদি বলতেন পিসি থেকে প্লে স্টোর এর অ্যাপ গুলো কিভাবে নামাবো তাহলে ভালো হত। আপনার পোস্টটি সুন্দর হয়েছে। ধন্যবাদ

চমৎকার টিউন…………

ডুয়াল সিম ফোনের কল ব্লক অ্যাপ দিতে পারবেন কেউ? এ পর্যন্ত যা পাইছি সব এক সিমে কাজ করে আরেক সিমে করেনা।

    @জাবের হোসেন: Advanced Mobile Care এর মাধ্যমেও কল ব্লক করা যায় এটা ট্রাই করে দেখেন… আমার ডুয়াল সিম ফোন নাই থাকলে সমাধান দেবার চেষ্টা করতাম… 😀

roni shundor hoise tomr tune ta..asha kori aro onk ei rokom shundor shundor tunes diba amader 🙂

Level 2

Purai Osthir tune. 🙂 🙂 🙂

Link to SD নিেয় খুব তাড়াতাড়ি tune টি করেন।খুব দরকার।

Link to SD নিেয় খুব তাড়াতাড়ি tune টি করেন।খুব দরকার। tune টি খুব ভাল হয়েেস।

Level 0

এক কথায় জটিল……………।খুব ভালো লাগল

Sony Ericson Xperia Mini
http://www.sonymobile.com/gb/products/phones/xperia-mini

Sony Xperia Tipo
http://www.sonymobile.com/gb/products/phones/xperia-tipo

Konta valo…?
Please keu suggest kore. Ami confused…!!!

Level 0

I can not install any Apps to my Symphony W60 from Google.play. What to do plz advice. Thanks

@হোসেন রাহাত ভাই, আমার এন্ড্রয়েড ট্যাবে Advanced Mobile Care Install করার পর সুন্দর কাজ করছিল কিন্তু আমি যেইনা Battery Saver চালু করেছি সাথে সাথেই ডিসপ্লে ব্লাঙ্ক হয়ে গেছে। রিস্টার্ট দিলাম চালু হয়ে লগ ইন হওয়ার মূহুর্তই ডিসপ্লে ব্লাঙ্ক হয়ে যাচ্ছে। কোন মতেই চালু করতে পারছিনা। হার্ড রিসেট দিতে চাইলাম পারলামনা। এন্ড্রয়েডটা পেটের উপর লাল ! চিহ্ন নিয়ে শুয়ে থাকে, আর সামনে যায়না। পাওয়ার + ভলিউম আপ চেপে রাখলাম, কাজ হলো না। পাওয়ার + ভলিউম ডাউন চেপে রাখলাম, কাজ হলো না। কি করব কিছুই বুঝতে পারছিনা। আমার ট্যাব চায়না ব্র্যান্ড T730 । অনলাইনে তেমন একটা সাপোর্ট নাই। কি করব পরামর্শ দিলে উপকৃত হতাম।

রাহাত ভাই অনেক সুন্দর লিখেছেন Advance System Care এপ্স টা এদের সব গুলোর মধ্যে সেরা (আমার মনে হয়) । আমি ওইটা অনেক দিন থেকে ব্যাবহার করি । Advance System Care ব্যাবহার করলে কল ব্লক, কন্টাক্ট ব্যাকআপ ইত্যাদি সুবিধা পাওয়া যায় ।

Level 0

sei rokom post …. lot of thanks..

Level New

hmm sob gulai ami primo g2 te use korsi very nice, apnar post ta khub valo hoise…tc

বাংলা লিংক দামে দিলেন নাকি……?

Bangla Islamic SITE
LIVE MECCA

Level 0

thanks…

Level 0

আজকে সিম্ফনি w70 নিলাম। এখান থেকে কয়েকটি এপস নিলাম। ধন্যবাদ ভাইয়া।

হোসেন রাহাত ভাই আমি একটা মোবাইল কিনতে চাই। অবশ্যই সেটা Android er latest version হতে হবে।Camera 8 মেগা. Front camera,ram-1gb, prossesor 1 গিগাহার্টস. আমার বাজেট-20000-22000.

Level New

ভাই আমি প্রোগ্রামার না যদি প্রোগ্রামার হতাম তাহলে আপ্নাদের উপকারে অবশ্যই আসতাম। যাই হোক বাকি কথায় আসি। আমার মনে হয় অপেরা মিনিকে যদি মডিফাই করে ইন্টারনেট ইউজ করা যায় তাহলে অবশ্যই পিডি প্রক্সি বা সি প্রক্সি মডিফাই করে ইউজ করা যাবে। কিন্তু আমি পারতাছিনা তবে টি টি তে অনেক প্রোগ্রামার ভাই আছেন, তেনাদেরকে অনুরোধ করবো- প্লীজ একটু হেল্প করেন। একটা সফটওয়ার মডিফাই করে আমাদেরকে ইন্টারনেট চালাতে সাহায্য করুন।ধন্যবাদ।

Level 0

কম খারাফ না …

_____________________________
সময় পেলে ঘুরে আসবেন …………।।
http://blog.somoy24.com/

খুব ভাল , ,,

ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে। ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd
.
এপটি ডাউনলোড করে দয়াকরে একটি হলেও এড পোস্ট করুন। অনেক খুশি হব। আগাম ধন্যবাদ…