ফটো নিয়ে ফান ফটোফানিয়াতে!

এরই মাঝে অনেকেই অনেক রকম ফান করে ফেলেছেন ফটোফানিয়াতে। খুবই সহজে বিভিন্ন ইফেক্ট দেয়ার মত খুবই চমৎকার একটি প্ল্যাটফর্ম। ইদানিং ফটো নিয়ে ফান করার মত জায়গা এই একটা ই আছে। খুব সহজে এই ফটোফানিয়া নিয়ে বলতে গেলে এই টুকু ই বলা যায় যে, একটি ফটো ইফেক্ট সিলেক্ট এবং তারপর আপনার একটি পছন্দের একটি ছবি ব্রাউজ করে এন্টার করুন। দুই সেকেন্ড অপেক্ষা করুন। ব্যাস, কেল্লাফতে!

পুরা যাদু! কি ভাবে যে কি ঘটল, বুঝতেই পারলাম না। পুরো ব্যাপারটা ব্যাকগ্রাউন্ডে ঘটলেও আমরা কিছুই টের পেলাম না। অথচ কত জোসস্ একটা আউটপুট পাওয়া গেল। তাই না?

কিন্তু প্রশ্ন কিন্তু একটা রয়েই গেল ..... আসলে কি ঘটছে অন্তরালে?

যারা এই বিষয়টি নিয়ে উৎসুক তাদের জন্যেই টিউনটা করা আমার। না হয় খুব সিম্পলি এই জিনিসটা কে উপস্থাপন করেই টিউনের সমাপ্তি টানা যেত।

আসুন তাহলে এবার থলের বেড়ালটা কে বের করা যাক। ফটোফানিয়াতে ব্যবহার করা হয়েছে ফেস ডিটেকশান টেকনলজি!

কি এই ফেস ডিটেকশান টেকনোলজি ?

ফেস ডিটেকশান টেকনলজিকে প্রথমে ইন্ট্রোডিউস করানো হয় ডিজিটাল ক্যামেরায়। ইদানিংকার ক্যমেরাগুলোতে এই টোকনোলজি ব্যবহার করা হয়ে থাকে। সেই ব্যাপারে না হয় না ই বা গেলাম। ফটোফানিয়াতে যে ফেসডিটেকশান টেকনোলজি করা হয়েছে, সহজে বলতে গেলে এই টেকনোলজি এমন একটি স্পেশাল এ্যালগোরিদম ব্যবহার করে যার সাহায্যে একটি ফটোতে টিপিক্যাল ফেস প্যাটার্ন অটো ডিটেক্ট করতে পারে।

adorama-face-detection.jpg

এইক্ষেত্রে শুধুমাত্র ডিটেকটিং ব্যাপারটা কে ই ব্যবহার করা হয়েছে। যার সাহায্যে আপনার সিলেক্ট করা ছবিটি থেকে আপনার ফেস টি কে আলাদা করে নিয়ে যে যায়গায় বসানো দরকার ঠিক সে জায়গাটি তে বসিয়ে দেয়।

ঠিক যেন এক জায়গার নির্দিষ্ট জায়গার মাটি কেটে আরেকটি গর্তে নিয়ে ফেলা।

কয়েকটি ইফেক্ট নিয়ে আমিও ফান করেছি। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি

note.jpg

signboard.jpg

album.jpg

snpa.jpg

এই রকম আরো অনেক ইফেক্ট পাবেন আপনি ফটোফানিয়া তে! কিছু কুল তো আবার কিছু হট!

নো চিন্তা, ডু ফুর্তি।

কিছু মনে হয় বাদ রয়ে গেল তাই না? ফেস ডিটেকশান টেকনলজি ... হুম এই টপিকে একটি ডিটেইল টিউন অতি সত্বর লিখব ইনশাল্লাহ।

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

জটিল টিউন !

শুধু টিনটিনকে নিয়েই ফান করলেন? আর কাউকে পেলেন না?

নিজেরটা ও আছে …… আপনারটা ও আছে …….. পার্সোনালি দেখাইতে হবে আপনাকে।

ভাইরে ভাই কি জিনিস দেখাইলেন । আমিও কয়েকটা করলাম । ছেলে মোনালিসা হা হা হা

Level 0

vai faisal vai monay hoy tune ta kor c lo

Level 0

এটা ২০০৮ সালের টিউন । ফয়সাল ভাই তখন টেকটিউনসে ছিল না … । টিনটিন ভাই গ্রেইট

Level 0

মজা পেয়েছি!

Level 0

সফটঅয়্যার টা ডাউনলোড করা যায় না????????????????? েগেল এেড্রস িক????????

@shahel …………….. i think you’ve got your answer!!

Level 0

ai tunta ta to faisal vai akber koresilo.ami dekesilam .

Level 0

দারুন একটি সাইট ।

জোস জোস একটা টিউন।আমিও অনেক গুলো ছবি তৈরি করলাম বসে বসে।তবে টিউনটির ভাল লাগার আরেকটি কারণ হচ্ছে এর অভ্যন্তরীণ ব্যাপারটি সম্পর্কে টিনটিন ভাই বলেছেন।

Ore Vai FAISAL vai o korchilo eta to ar keu na kortese na..FAISAL vai photo funia charao aro onek address disilo jeta dia erokom moja kora jay..Jai hok TINTIN vai etar Bistarito bolsen..E r jonno Dhonnobad…..

Level 0

Mojar Tune. Kaje lagbe.

How to set internet connections in Ubuntu 9.04?
Procedures written in “Help” not of work.
If any one know about it plz help me.
I m planning to move to Linux.
my Email id: [email protected]

আমি বুঝতে পারিনা ১৪ নভেম্বর, ২০০৮ তারিখে করা একটি পুরোনো টিউন কিভাবে নির্বাচিত টিউন হয়। আচ্ছা কেউকি আমাকে বলবেন এই সাইটে কোন টিউন নির্বাচিত হওয়ার মাপকাঠি কি? প্লিজ আমাকে একটু বুঝিয়ে বলুন।

Level 0

কামরুল ইসলাম রুবেল বলেছেন:
আমি বুঝতে পারিনা ১৪ নভেম্বর, ২০০৮ তারিখে করা একটি পুরোনো টিউন কিভাবে নির্বাচিত টিউন হয়। আচ্ছা কেউকি আমাকে বলবেন এই সাইটে কোন টিউন নির্বাচিত হওয়ার মাপকাঠি কি? প্লিজ আমাকে একটু বুঝিয়ে বলুন।

সহমত~~~~

tHANKS sUCH bEAUTIFUL tUNE

Level 0

টিনটিন ভাই,ফান করেছেন তাই।আরো করুন চায়,দুবাই থেকে ধন্যবাদ জানায়।

ধন্যবাদ আপনাকে এই টিউনটির জ়ন্য