“THE BLACK-WEB” : মায়াজালে ঘেরা ইন্টারনেটের রহস্যময় অন্ধকার জগৎ

টিউন বিভাগ অল্টারিং
প্রকাশিত
জোসস করেছেন

বিশেষ নোট:এই টিউনে বিবৃত তথ্য ব্যবহার করে আপনি যদি কোন প্রকার ক্ষতির সম্মুখীন হন, তাহলে তার দায়ভার শুধুই আপনার। আমি নিজেকে একজন Techno-Libertarian মনে করি এবং মনে প্রাণে বিশ্বাস করি যে অনলাইনের প্রতিটি তথ্য জানার নিরুঙ্কুশ স্বাধীনতা প্রতিটি ইউজারের রয়েছে। তাই এই টিউন শেয়ার করছি। যেটা করবেন নিজ দায়িত্বে করবেন। আমি বা টেকটিউনস আপনার কোন প্রকার ক্ষতির জন্য দায়ী থাকব না।

হলিউডি ছবির ওই দৃশ্যের কথা মনে আছে যেখানে গডফাদার তার পোষা খুনীর সাথে কখনো মখোমুখি সাক্ষাত না করে এক অতি গোপন নেটওয়ার্কের মধ্য দিয়ে হুকুম দিয়ে যান, অথবা কি মনে পড়ে আঞ্জেলিনা জুলি অভিনীত ‘Hacker’ ছবিটির কথা যেখানে অপরাধীরা এক নাম না জানা নেটওয়ার্কের ভেতর নানা অপরাধ করত-যেখানে আইন শৃঙ্খলা বাহিনী নাক গলাতে পারত না?

আপাতদৃষ্টিতে রূপালী পর্দার এসব সাইফাই মুভিগুলোকে শুধুই কেচ্ছা মনে হলেও এইসব মুভির অজানা নেটওয়ার্কের মতই আমাদের অতিচেনা ইন্টারনেটের আছে এক অন্ধকারজগত.

তথ্যপ্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে প্রসার পেয়েছে ইন্টারনেট, আর তা আজ মহাসমুদ্রের ন্যায় বিশাল এক ক্ষেত্রে পরিণত হয়েছে। এর সাথে তাল মিলিয়ে সক্ষমতা বেড়েছে সার্চ ইঞ্জিনগুলোর। বিশেষ করে Google এর নাম বলতেই হবে, যা এখন বিশ্বব্যাপী অন্যতম এক বিশ্বস্ত ব্র্যান্ডে পরিণিত হয়েছে। একটি নেট সেশনের কথা কি আমরা চিন্তা করতে পারি গুগলকে ছাড়া? অসম্ভব!

কিন্তু এই Google এর সক্ষমতা কতটুকু?

জেনে অবাক হয়ে যাবেন যে আপনি যখন কোন বিষয়ে সার্চ দেন আর গুগল তার লক্ষ লক্ষ ফলাফল আপনার সামনে হাজির করে তা ইন্টারনেটে থাকা মোট তথ্যের মাত্র ১০ শতাংশ থেকে প্রাপ্ত! অর্থাৎ গুগল অনলাইনের মোট তথ্যের ৯০ শতাংশ জানে না! এলেমে থাকা মাত্র ১০ শতাংশের মধ্যেই সার্চ দিয়েই সে তার ফলাফলকে গ্রাহকের সামনে হাজির করে। বাকি ৯০ শতাংশ চিরকালই আপনার অজানা থেকে যাবে।

এক জরিপে জানা গেছে দৃশ্যমান ওয়েবে যে পরিমাণ ডেটা সংরক্ষিত আছে তার চেয়ে ৫০০ গুণ বেশী ডেটা সংরক্ষিত আছে অদৃশ্য ওয়েবে। প্রকৃতপক্ষে এই দৃশ্যমান নেট হল মহাসাগরে ভেসে থাকা এক খন্ড হিমবাহ আর ডীপ ওয়েব হল মহাসাগর খোদ নিজে!

এই অজানা ব্ল্যাক ওয়েবেই আমাদের আজকের আলোচনার বিষয়

ব্ল্যাক ওয়েবেকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, আর তা হলঃ

  • 1. The Deep Web
  • 2. The Dark Web

ডীপ ওয়েব হল ইন্টারনেটের ওই সমস্ত অংশ যেগুলো সার্চ ইঞ্জিন খুঁজে পায় না কিন্তু আপনি যদি এগুলোর ঠিকানা জানেন তাহলে আপনি এই অংশে যেতে পারবেন।

আর ডার্ক ওয়েব হল ইন্টারনেটের ওই অংশ যেখানে কনভেনশনাল উপায়ে আপনি ঢুকতে পারবেন না, প্রচলিত ব্রাউজারগুলো সেখানে প্রবেশ করতে পারে না। সেখানে প্রবেশ করতে গেলে আপনাকে বিশেষ সফটওয়্যার এর সহায়তা নিতে হবে।

ইন্টারনেটের এই অংশের উৎপত্তি কিভাবে হল? একদম সঠিক করে বলা অসম্ভব।

প্রকৃতপক্ষে আপনি বা আমি কেউই ইন্টারনেটে একা নই! আপনার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ডাউনলোড নজরে রাখছে আপনার ইন্টারনেট সার্ভিস প্রভাইডার। তাদের কাছে আপনার পুরো লগ থাকে আর যেকোন প্রয়োজনে তারা তা সরবরাহ করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। তার মানে হল আপনার চলাচলের কোন স্বাধীনতা নেই!

নানা সময়ে বিশ্ব ইন্টারনেটের নানা গ্রুপ এমন একটি ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করেছে যেখানে তারা খুব গোপনে তাদের কর্মকান্ড পরিচালনা করতে পারবে। সামরিকবাহিনী, বিপ্লবী, হ্যাকার, এমনকিই খোদ প্রশাসনই এমন এক ব্যবস্থা চেয়েছে যেখানে গোয়েন্দারা খুব গোপনে নিজেদের ভেতর তথ্য আদান প্রদান করতে পারবে অথবা চুরি যাওয়া তথ্য ফিরে পেতে দর কষাকষি করতে পারবেন অপরাধীদের সাথে। তাছাড়া বিশ্বের অনেকদেশ আছে যেখানকার অনলাইন সেন্সরশিপ খুবই কড়া, ফলাফলস্বরুপ ভিন্নমতালম্বিদের এমন এক ব্যবস্থার কথা চিন্তা করতে হয়েছে যেখানে সরকার তদারকি করতে পারবে না। আর এভাবেই উৎপত্তি হয়েছে এই অজানা অংশের। সাথে সাথে এটা প্রলুব্ধ করেছে ওই সমস্ত অপরাধীদের যারা ধরা পড়ে যাওয়ার ভয়ে মূল নেটে আলোচনা করতে সাহস পায় না।

এখন প্রশ্ন হল ডীপ ওয়েবে কেন সার্চ ইঞ্জিন সার্চ করতে পারে না?

এর কারণ হল সার্চ ইঞ্জিনগুলো তাদের সার্চ তদারকি করে এক ধরনের ভার্চুয়াল রোবট তথা Crawler দিয়ে। এই Crawler গুলো ওয়েবসাইটের HTML tag দেখে ওয়েবসাইটগুলোকে লিপিবদ্ধ করে। তাছাড়া কিছু কিছু সাইট থেকে সার্চ ইঞ্জিনে লিপিবদ্ধ হওয়ার জন্য রিকোয়েস্ট যায়। এখন যে সমস্ত সাইট এডমিন চান না যে তাদের সাইটটি সার্চ ইঞ্জিন খুঁজে না পাক, তারা Robot Exclusion Protocol ব্যবহার করেন যা Crawler গুলোকে সাইটগুলো খুঁজে পাওয়া বা লিপিবদ্ধ করা থেকে বিরত রাখে। কিছু সাইট আছে ডাইনামিক অর্থাৎ নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে এই ধরনের সাইটের অস্তিত্ব খুঁজে পাওয়া সম্ভব, আর Crawler এর পক্ষে এই সব করা সম্ভব হয় না। কিছু সাইট আছে যেগুলোতে অন্য সাইট থেকে লিংক নেই। এগুলো বিচ্ছিন্ন সাইট, এগুলোও সার্চে আসে না। তাছাড়া বলতে গেলে সার্চ ইঞ্জিন টেকনোলজি এখনো তার আঁতুড় ঘর ছাড়তে পারে নি। সার্চ ইঞ্জিনগুলো Text বাদে অন্য ফরম্যাটে থাকা(যেমন ফ্ল্যাশ ফরম্যাট) ওয়েবপ্যাজ খুঁজে পায় না!

এই ডীপ ওয়েবে থাকা তথ্যগুলো সারফেস ওয়েবের তথ্য থেকে মানে গুনে এগিয়ে। এগুলো খুবই সুসজ্জিত এবং প্রাসঙ্গিক। তাহলে বুঝুন সার্চ ইঞ্জিনগুলো কি করছে!

এবার আসি সবচেয়ে মজার অংশে তথা ডার্ক ওয়েবে.

আপনার প্রচলিত ওয়েব ব্রাউজার দিয়ে এই সমস্ত সাইটে ঢুকতে পারবেন না। এরা ইন্টারনেটের সমস্ত প্রথার বাইরে অবস্থান করে, গ্রাহ্য করে না কোন নিয়মকানুন। আর এদের ঠিকানাও থাকে এতটাই উদ্ভট (যেমন sdjsdhsjhsuyumnsdxkxcoioiydsu67686hsjdhjd.onion) যে সাধারণ মানুষের পক্ষে এগুলো মনে রাখা ভীষণ কঠিন। এই অংশটিই ইন্টারনেটের প্রকৃত অদৃশ্য অংশ। বিশেষ কিছু জ্ঞান(যেমন প্রোগ্রামিং, নেটওয়ার্কিং, প্রক্সি) না থাকলে আপনি এই নেটওর্য়াকে প্রবেশ করতে পারবেন না। এই অংশের আরেকটি বিশেষত্ব হল এরা ওর্য়াল্ড ওয়াইড ওয়েবের সাইটগুলোর মত টপ লেভেল ডোমেইন (যেমন.com) ব্যবহার না করে “Pseudo Top Level Domain” ব্যবহার করে যা কিনা মূল ওর্য়াল্ড ওয়াইড ওয়েবে না থেকে দ্বিতীয় আরেকটি নেটওর্য়াকের অধীনে থাকে। এ ধরনের ডোমেইনের ভেতর আছে Bitnet, Onion, Freenet প্রভৃতি।

এই দুনিয়াটি সবচেয়ে আলাদা! আপনই জীবনে যা কখনো কল্পনা করেন নি তাই পাবেন এখানে। হয়তো কখনো কল্পনা করেন নি যে সাইটে পাসওর্য়াড বাদে ঢুকা সম্ভব, দেখবেন তাই এখানে অহরহ হচ্ছে। এমন বিষয় পাবেন যা আপনার মাথাও গুলিয়ে দিতে পারে। উইকিলিকস ঘোষণা করেছে যে এ বছর তারা আরো নতুন ডেটা প্রকাশ করবে, কিন্তু আপনিই হয়তো বিস্ময়ভরে দেখতে পারবেন উইকিলিকস এর এই সমস্ত ডেটা এই ডার্ক ওয়েবে আছে বেশ কিছু বছর আগে থেকেই। যেকোন বইয়ের একদম লেটেস্ট এডিশন যা কিনা সারফেস ওয়েবে কপিরাইট ল’এর কারণে নেই তা দেখবেন এখানে দেদারসে আদান প্রদান হচ্ছে।

আরো আছে বিকৃতরুচির বিনোদোন! শিশু পর্ণোগ্রাফি থেকে শুরু করে নানা ধরনের Genital Mutilation এর ভিডিও যা কিনা সারফেস ওয়েবে নেই, তা এখানকার হট টপিকস।

এমন কিছু সাইট আছে যেখানে মার্জুয়ানা, হিরোইন থেকে শুরু করে সব ধরনের মাদক হোম ডেলিভারী দেয়া হয়। ডার্কনেটের মূল ব্যবহারকারী মূলত মাদকাসক্তরাই।

আবার কিছু সাইট আছে যেখানে কট্টরপন্থী গ্রুপগুলো শিক্ষা দিচ্ছে কিভাবে গোলা বারুদ বানাতে হয়, কিছু সাইটেতো রেডিমেড অস্ত্রই বিক্রি হয়। একে ৪৭ থেকে শুরু করে রকেট লাঞ্চার, মর্টারের মত অস্ত্রও কিনতে পাওয়া যায়।

আরব-বসন্তের সময় বিপ্লবকারীরা এই ডার্কওয়েবে যোগাযওগ করত। ডার্কওয়েবে নানা ধরনের মেইল সার্ভিস, চ্যাট সার্ভিস আছে যেখানে পরিচয় গোপন রেখে আপনি অনেক কিছুই করতে পারবেন।

বিস্ময় আরো আছে! বেশ কিছু দিন আগে আমি এমন এক আন্ডারগ্রাউন্ড সাইটে ঢুকি যেখানে টাকার বিনিমিয়ে কিলার ভাড়া পাওয়া যায়! কি ভয়ংকর, বিশ্বাস হচ্ছে না? আমারও তখন হয় নি। এমনই এক সাইটে ঢুকে দেখি কিলার তার নিজের সর্ম্পকে এভাবে বর্ণনা দিচ্ছেঃ

“ আমাকে তুমি স্ল্যাট নামে ডাকতে পার। আমি তোমার শত্রুকে প্রফেশনাল ওয়েতে শেষ করে দিতে পারব। আমি তার সাথে তোমার সমস্যা জানতে আগ্রহী নই। তুমি শুধু আমাকে টাকা দিবে আর আমি তাকে শেষ করে দিব। টার্গেটের বয়স কমপক্ষে ১৮ হতে হবে,
টার্গেট পুরুষ না মেয়ে তাতে আমার কিছু আসে যায় না
আমি গর্ভবতী মহিলাকে টার্গেট হিসেবে নেই না
আমি টার্গেটকে অত্যাচার করি না
টার্গেট যদি রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা আইন প্রয়োগকারী সংস্থার সদস্য হন তাহলে বাড়তি চার্জ লাগবে
আর বাড়তি চার্জের বিনিময়ে আমি পুরো ঘটনাকে আত্মহত্যা বা দুর্ঘটনার মত করে সাজাতে পারব
ডাউনপেমেন্টের চার সপ্তাহের মধ্যে কাজ হয়ে যাবে
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের টার্গেটের জন্য বাড়তি ৫০০০ ডলার ট্রাভেল চার্জ লাগবে
কাজ হয়ে গেল আমি তোমাকে টার্গেটের ছবি তুলে পাঠাব”

মোটকথা আপনি এমনই এক ব্ল্যাক ফরেস্টে প্রবেশ করবেন যেখানে আপনাকে প্রতিটি পদক্ষেপ ফেলার আগে দুবার ভেবে নিতে হবে। সারফেস ওয়েবে যেসব হ্যাকিং টেকনিক দেখতে পান তা হল এই ডার্ক ওয়েব থেকে লীক হওয়া ১% তথ্যের অংশ বিশেষ। এখানকার হ্যাকাররা খুবই ভয়ংকর এবং প্রোগামিং এ তাদের কোন জুড়ি নেই, সাবধান আপনার মেইলই হ্যাক হয়ে যেতে পারে। তাছাড়া সরকারের এজেন্টগুলোতো আছেই।

কিন্তু প্রশ্ন হল এই সব নেটওর্য়াক আইন প্রয়োগকারী সংস্থাগুলো নাকে ডকা দিয়ে কিভাবে কাজ চালিয়ে যাচ্ছে?

এটা বুঝতে হলে আমাদের এইরকম একটি নেটওর্য়াক নিয়ে একটু চিন্তা করতে হবে.

ডার্কওয়েবে ব্যবহৃত নেটওর্য়াকের মধ্যে সারফেস ওয়েবে বেশ জনপ্রিয় হয়ে পড়েছে এমন এক নেটওর্য়াক হল অনিয়ন নেটওর্য়াক। অনিয়নের Pseudo-top-level-domain হল.onion। আর এর সাইটগুলোর ঠিকানা ভূতুড়ে! মূলত মার্কিন নেভির জন্য তৈরী করা হলেও এই নেটওর্য়াক আজ বিশ্বব্যাপী ছদ্মবেশী নেট ব্যবহারকারীদের প্রথম পছন্দ। অনিয়নে আপনার ব্রাউজার দিয়ে ঢুকতে পারবেন না, এজন্য আপনাকে ডাউনলোড করতে হবে Tor ব্রাউজার।

টর আপনার পরিচয়কে লুকিয়ে ফেলবে আর এর ফলে কারো পক্ষে আপনার অবস্থান শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। আপনি যখন টর দিয়ে কোন সাইটে ঢুকতে যাবেন তখন টর আপনার এই রিকোয়েস্ট কঠিন এনক্রিপশনের মধ্য দিয়ে অনিয়ন প্রক্সিতে পাঠাবে। অনিয়ন প্রক্সিতে আপনার পাঠানো ডেটা আর ডেটা থাকে না, সেটা দুর্বোধ্য এক স্ক্রিপ্টে পরিণত হয়।

এবার অনিয়ন প্রক্সি এই ডেটা নিয়ে মূল ইন্টারনেটমূখো হবে যেখানে স্বেচ্ছাশ্রম দেয়া সদস্যদের অনিয়ন রাঊটারগুলো অপেক্ষা করছে। অনিয়ন রাউটারে প্রবেশের আগে অনিয়ন নেটর্য়াকের প্রবেশপথে এই ডেটা আবার এনক্রিপশনের ভেতর দিয়ে যায়। নেটওর্য়াক থেকে বের হওয়ার সময় আরো একবার এনক্রিপশনের ভেতর দিয়ে যায়। পথিমধ্যে অনিয়নের বেশ কিছু রাউটারের ভেতর দিয়ে এনক্রিপশন হয় যেখানে এক এক রাউটারে এনক্রিপশন আউটপুট এক এক রকম এবং কোন রাউটারই জানে না যে ডেটা কোন রাউটার থেকে আসছে। সবশেষে ডেটা যখন প্রাপকের হাতে গিয়ে পৌছায় তা তখন ডিএনক্রিপশন প্রসেসের মাধ্যমে আদি অবস্থানে ফিরে আসে। এই রকম অনেকগুলো লেয়ার বা খোসা থাকার কারণেই এই নেটওর্য়াকের নাম অনিয়ন নেটওর্য়াক।

এখন এই ডেটা চালাচালির সময় কেউ যদি এই ডেটা চুরি করতে সক্ষমও হয় তার পক্ষে এটা বের করা সম্ভব হবে না যে এটার প্রেরক কে বা প্রাপকই বা কে! কেননা অনিয়ন রাউটারগুলো নিজেরাই এটা জানে না। তবে হ্যা, কেউ যদি দুই প্রান্তেই নজরদারী করতে পারে তাহলে সে বুঝতে পারবে Sender-Receiver এর লোকেশন কোথায়।

এই ধরনের দুর্বোধ্য সিস্টেমের কারণেই এই সমস্ত নেটওর্য়াক সব সময়ই আইন শৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। অনিয়ন নেটওর্য়াকে থাকা ব্ল্যাক মার্কেটগুলোর ভেতর সবচেয়ে জনপ্রিয় হল Silkroad, ফোর্বসের হিসেবে এখানে গত বছর ২২ মিলিয়ন ডলারের বেচা-কেনা হয়েছিল। আর এখানে প্রচলিত মুদ্রায় বেচাকেনা হয় না, বেচাকেনা হয় Bitcoin নামক একধরণের ভার্চুয়াল মুদ্রাতে। মাইক্রোসফট, অ্যাপেলের প্রোডাক্ট এখানে ৮০% পর্যন্ত ডিস্কাউন্টে পাওয়া যায়।

এতসব অনিয়মের ভেতরেও এই ধরনের ব্যবস্থাকে সমর্থন করি, কেন? একটি উন্মুক্ত প্লাটফোর্ম থাকা আসলেই প্রয়োজন। যে শিশু পর্ণোগ্রাফি তৈরি করে সে এই নেটওর্য়াক বন্ধ করলে আরেকভাবে তার কাজ করবে। আর তাছাড়া চিরকালই সাইবার সন্ত্রাসীরা আইনপ্রয়োগকারী সংস্থাগুলো থেকে একধাপ এগিয়ে থাকে। উদাহরণস্বরূপ বলতে পারি Internet Protocol ^ 6 বের হলেও সারফেস ওয়েবে এখনো পড়ে আছে সেই মান্ধতার আমলের Internet Protocol ^ 4 এ। অথচ আন্ডারগ্রাউন্ডের মোটামুটি সব সাইটই IP^6 ব্যবহার করছে।

যেহেতু ইন্টারনেটেরও মানুষের বাকি সব সৃষ্টির মত খারাপদিক আছে তাই এটার সাথেই মানিয়ে নিয়ে চলতে হবে। আর অবশ্যি বলব যে জীবনে একবার হলেও ডার্ক ওয়েবে ঘুরে আসুন, তা না হলে বরফখন্ডে আশ্রিত শীলের মত মহাসাগরের স্বাদ মিস করবেন।

তবে হ্যা, বেশী দূর যাবেন না। মনে রাখবনে, সরকারের অঢেল টাকা আছে, তাই তারা চাইলেই ডার্ক ওয়েবের মেধাবী হাজারো হ্যাকারকে ভাড়া করতে পারবে আপনারমত লোকদের ডার্ক ওয়েবে চোখে চোখে রাখতে।

কিছু টিপসঃ

  • #অবশ্যই ডার্ক ওয়েবে ঢোকার আগে জাভাস্ক্রিপ্ট, ফ্ল্যাশ, শকওয়েভ বন্ধ করে নিবেন। এগুলো আপনার Anonymity খুব সহজেই ভেস্তে দিতে পারে।
  • # পেইড প্রক্সি সার্ভিস ব্যবহার করুন। এগুলো মিলিটারি এজেন্সিগুলো ব্যবহার করে এবং এদের সার্ভিসও দারূণ।
  • # আপনার ডেস্টিনেশন Website যদি  কোনভাবে হ্যাক হয় তাহলে আপনার পরিচয় বেরিয়ে যাবার একটি সম্ভাবনা রয়েছে। কখনো ডার্ক ওয়েবে কোন কাজে আপনার আসল ডেটা ব্যবহার করবেন না।

মনে রাখবেন, সারফেস ওয়েবের মত ডার্ক ওয়েবেও আপনি একা নন, এখানেও দেয়ালের কান আছে.ডার্ক ওয়েবে আপনাকে স্বাগতম।

Level 0

আমি EK। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I work alone but I hate wearing a mask like Batman does!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারন টিউন। আচ্ছা ভাই, ডার্ক ওয়েবে ঢুকব কি করে? মানে বোঝাতে চাচ্ছি যে, আমি তো কোন ওয়েবসাইটের অ্যাড্রেসই জানিনা। গুগলে সার্চ করলেও তো ওইসব ওয়েবসাইটের কোন অ্যাড্রেস পাব না। তাহলে যাব কি করে ওখানে?

Level 0

বিরাট অজানা তথ্য পেলাম। ভাই, অনুরোধ করছি। যদি এখানে প্রকাশ করতে না চান, তাহেল গোপন কোন সহজ রাস্তা দেখান থেকে সামান্যটুকু জানতে পারব। :::ধন্যবাদ:::

Level 0

vai… 2/1 ta address dan…

Level 0

ভাই, অনুরোধ করছি। যদি এখানে প্রকাশ করতে না চান, তাহেল গোপন কোন সহজ রাস্তা দেখান থেকে সামান্যটুকু জানতে পারব।

আমার আর তর সইছে না , ডার্ক ওয়েব এ যামু =D হম ভাই চাইলে আপনি একটি গ্রুপ খুলতে পারেন । যেখানে আমরাও ডার্ক ওয়েব এর মত এটি সম্পর্কে জানতে পারি এবং আলোচনা করতে পারি । সবাই একমত হলে কমেন্ট এ জানান ।
https://www.facebook.com/arifhossainmunna01

চমৎকার টিউন, নির্বাচিত হউক

Level 0

অনেক…….. অনেক কিছুই জানতে পারলাম,ধন্যবাদ। কিন্তু কিছু সাইটের নাম হলে ভালো হত।

Level 0

It is one of the best tune in TT to me. Want more tunes about this topic.

Level 0

ভাই কি আর বলব।গত সাত বছরে ইন্টারনেট ব্যবহার করে যতটুকু না জানছি আপনার টিউনটি পড়ে পাঁচ মিনিটের মধ্যে তার চেয়েও বেশি জানছি।অনেক ধন্যবাদ।এই ব্যাপারে কি আরো লিখবেন ?

Level 0

সারবাস

Level 0

ভাই,এইখানে সৎ/অসৎ শব্দগুলি আপেক্ষিক।
আর টিউনের কি উদ্দেশ্য তা একমাত্র টিউনারই জানেন।তবে টিউনটি আমার কাছে ভালো লাগছে এটা স্বীকার করতে আমার আপত্তি নেই।আমার কাছে আমার চেয়ে কম জানে বা বুঝে এমন কারো সাথে আলাপ করতে মজা লাগেনা।যে আমার চেয়ে বেশী জ্ঞানী তাদের সাথে কথা বলে মজা পাই,তাই আপনাকে প্রশ্নটা করছিলাম কিন্তু আপনি তো মনে হয় বলবেন না।

মাত্র ৫ মিনিটে যা জানলাম তা গত পাঁচ বছরেও জানিনি। অসাধারণ!!! তবে ইমরান ভাইয়ের কথা ঠিক। এই জ্ঞান আমাদের জ্ঞানপাপী বানাতে পারে।

দুঃখিত ইমরান না ফারজান হবে……

Level 0

চরম টিউন মন্তব্য না করে থাকতে পারলাম না ।

awesomest tune ever……trillion thnx

EK vaia nejaow ekjon dark web er member. . sata ki ekbarow kaow valo moto khail krcen. . jodi khail na koren tahole valo moto ektu khail korun tahole nejarai peya jaben. . Tobe unar tune ek kothai owsome, joss, excellient, nice. . r kesu mone astece na tai etotuke bollam. .

Ami shadharono to techtune theke upokar nei kintu comment kori na …….
aj ar am thakte paerlam na ………. comment na na tunmment kortei holo
oshadharoner moddhe oshadharon…………….excellent……oshadharonotter vashaa prokash korar moto ar amar kache vasha nai………………
tunner ke ami onorudh korbo tini jeno amader batle den ki kore ei jogote paa rakhte pari……..am really interested on this universe…….

মহাবিশ্ব সম্পর্কিত বইগুলো পড়লে অসীমের সঙ্গে আমাদের ক্ষুদ্রতা তুলনা করে যে রকম অনুভূতি হয়, আপনার টিউনটি পড়ে নিজের জ্ঞান সম্পর্কে সে রকম অনুভূতে হচ্ছে।

Level 0

vai tor browser download link ta den..
dhonnobad

    Level New

    @atik_raz: hahahah . je tor er download link ber korte parena.
    tar ki oi programmer jogote probes sufol boye anbe?

দারুন টিউন

Level 0

দারুন

ভাইরে , পইড়া দারুন মজা পাইলাম । ঢুকার আগ্রহ আছে …

এই তিন টি টিপস এর সমাধান কি দেয়া যায় ? আমি খুব কম জানা পাবলিক ।।

১। অবশ্যই ডার্ক ওয়েবে ঢোকার আগে জাভাস্ক্রিপ্ট, ফ্ল্যাশ, শকওয়েভ বন্ধ করে নিবেন। এগুলো আপনার Anonymity খুব সহজেই ভেস্তে দিতে পারে।
ঃঃঃ জাভাস্ক্রিপ্ট, ফ্ল্যাশ, শকওয়েভ বন্ধ করে কি করে ?
২। পেইড প্রক্সি সার্ভিস ব্যবহার করুন। এগুলো মিলিটারি এজেন্সিগুলো ব্যবহার করে এবং এদের সার্ভিসও দারূণ।
ঃঃ কিছু ভাল পেইড প্রক্সি র নাম দিন
৩। আপনার ডেস্টিনেশন Website যদি কোনভাবে হ্যাক হয় তাহলে আপনার পরিচয় বেরিয়ে যাবার একটি সম্ভাবনা রয়েছে। কখনো ডার্ক ওয়েবে কোন কাজে আপনার আসল ডেটা ব্যবহার করবেন না।
আমি কি The Dark Web থেকে প্রিমিউম ডিজিটাল ফাইল ডাউনলোড করতে পারব ?

Level 0

ভাই অসাধারন।

Level 0

টিউন নিয়ে যত প্রশংসা তা সবাই করে শেষ।আমি আর কি বলবো?ধন্নবাদ,কুয়া থেকে সমুদ্রে পাঠানোর জন্য।

কয়েকটি সাইটের লিঙ্ক শেয়ার করলে ভাল হত । এই ধরনের টিউন এর পর কমেন্ট করার ভাষা আমার জানা নাই।

Level 0

আপনাদের সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে পোস্টটি পড়েছেন। আসলে খুব গভীরে যাওয়ার ইচ্ছা আমার ছিল না, টার্গেট ছিল আওয়াজ দেওয়া…কেননা এমন অনেক বিষয়ই আছে যা অনেকের জানা ছিল না…

আমি সাধারণত সামুতে লিখতাম, টেকটিউন্সে এটা আমার প্রথম পোস্ট, যদি সাথে থাকেন তাহলে সফর লম্বা হতে পারে…

ডার্ক ওয়েবে সর্ম্পকে একটি শেষ কথা বলব, ঠিক যেমন হ্যাকাররা নিজ উদ্ভাবিত কৌশল কারো সাথে শেয়ার করতে চায় না, তেমনি আপনি বা আমি কেউই খুব কষ্ট করে পাওয়া জিনিস শেয়ার করব না-এটাই রীতি। যেটা করতে হবে সেটা আপনাদের নিজেদেরকেই করতে হবে, আমিতো শুধু দরজা দেখিয়ে দিলাম-খুব সংবেদনশীল কিছু শেয়ার আমি নিজেও করব না, কেননা আমি বিশ্বাস করি ঠিক Fight Club এর মত Black-web এরও একটা নিয়ম আছে আর তা হল>>>>>>>>>

“The first rule of Dark Web is: you do not talk about Dark web. and The final rule of Dark Web is: you DO NOT talk about Dark web!!!”

সবাই ভাল থাকবেন…

    Level 0

    @EK: ব্র্যাড পিটের ডায়লগ মারলেন গুরু 😛

    @EK: bro !
    ami aponar post ta pore darun vokto hoye gesi………plz aponi ki somewherein e aponar lekha gular link ta den to plz……….
    aponar shathe juga jug korar to kuno maddom rakhlen na plz juga jug korar poth kore din…………..I swear i will not expose ur privacy……….my mail: [email protected]
    my fb link :www.facebook.com/rizwanbinsulaiman

    ভাই দয়া করে আপনার সাথে যোগাযোগ কিভাবে করবো সেটা বাতলে দেন।
    আমি বুঝি যে আপনি অনেক পরিশ্রম করে জ্ঞান অর্জন করেছেন।
    ভাইয়া ্‌, শুধু মাত্র এখানে কমেন্ট করার জন্য আইডি খুললাম।
    সামু তে খুজে পাইলাম না।
    [email protected]
    আশা করি আমার সাথে যোগাযোগ করে হতাশ হবেন না।
    আগাম ধন্যবাদ

    ভাই সেই রকম লাগতাছে………………………..

ভাই পোস্টা অনেক ভালো লাগলো…

@EK
যদি সাথে থাকেন তাহলে সফর লম্বা হতে পারে

সাথেই থাকতে চাই , পথ দেখান, http://facebook.com/n.zigzag

@EK
ধন্যবাদ অনেক পরিশ্রমের পর dark ওয়েব এর নতুন জগতে প্রবেশের আলো দেখতে পাচ্ছি।
পথ দেখানোর জন্য ধন্যবাদ

ভাই এই টিউন টি নির্বাচিত হোক অনেক অজানা তথ্য জানলাম । আপনাকে অনেক ধন্যবাদ ।

এই প্রথম কোন টিউন সোজা প্রিয়তে ,আর নির্বাচিত টিউনের জন্য ভোট। আর কিছু বলব না শুধু কমেন্ট করার জন্য লগিন করলাম

Level 0

মা|থা পুরাই আওলা হয়ে গেলো…………….প্রিয়তে নিলাম………………

Level 0

“নো কমেন্ট”

Rules এর কথা মেনে বললাম, আর কোন তথ্য লাগবেনা “Tuner EK” দরজা যখন দেখতে পেয়েছি তখন দরজা দিয়ে ভিতরে তো নিজের পরিশ্রমেই ঢুকবো। তবে দরজা দেখিয়ে দিয়েই সবচেয়ে বড় উপকার করেছেন। এটার জন্যই আপনি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পাবার দাবিদার।
অশেষ ধন্যবাদ। আমার এই পর্যন্ত দেখা সকল Blog এর সকল Post এর মধ্যে সেরা Post এর জন্য।
আর অবশ্যই প্রিয় এবং মনোনীত Tune.

Level 0

Superb Dark টিউন ।

অসাধারণ ।

Level 0

খুব ভাল লাগলো। নিউজএখনই ডট কম এর পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ।

its a nice post .thank you for this post.

Level 0

JOTTTTTTTTTTTTTTILLLLLLLLLL aj life e 1st kicu unknown web site e duklam Dark web site gula Amazon er mto Rohossomoi… THANKS trillion ber. AJ amn kicu janlam ja onekei age janto na\

Level 0

“নো কমেন্ট”

EK @ THIS IS THE BEST TUNE FOR TECHTUNES

This is the best ever ever ever…………….Just ……….ki bolbo bujhina…….mone hoche pagol hoye jacchi

Level 0

অসাধারন।
“নো কমেন্ট”
টিউন টি নির্বাচিত হোক।
অনেক অজানা তথ্য জানলাম ।

Level 0

পোস্টটি অন্যান্য ব্লগে কপি পেস্ট করে ছেড়ে দিচ্ছে…কি করতে পারি কেউ কি জানাবেন???

    Level 0

    @EK: Post ta dlt kora daya ucit. . Asob jinis share na korai valo. . Sobar sob kicu jante hoyna. Post dlt kora din.

Level 0

blog a kharap loker ovab nai. .

আপনার সাথে কখনো দেখা হলে, আপনার মাথায় একটা চুমো খাবো।

Level 0

টিউন টি ডিলিট করে দেওয়া উচিৎ।

    Level 0

    @Tj2:

    “আলো বলে অন্ধকার তুই বড় কালো, অন্ধকার বলে ভাই তাই তুমি আলো””। একথা কি সর্বজনীন সত্য নয়?”

    অমঙ্গলকে না চিনলে আপনি মঙ্গলের সাক্ষাত পেয়েও তাকে হারাবেন, আর কিছু কি বলার প্রয়োজন আছে?

Level 0

আমার পেজটি লে আউট কোন এক অ্যাডমিন করে দিয়েছেন, তা না হলে দেখতে পানসে লাগত।

আপনাকে ধন্যবাদ জানাতে ভুলে গিয়েছিলাম!!!! অসংখ্য ধন্যবাদ!!!!

Level 0

https://www.facebook.com/emon.khan.520
Please No Request, Only Subscription

Level 0

আমার তো শুনেই গা ছম ছম করতাছে। টিউনকরার জন্য ধন্যবাদ।

Level 0

সত্যিই আমরা কুয়ার ব্যাঙ….thanx a lot bro……the best tune ever……….

Level 0

dhukbo ki kore seta to bolen, tor to ache, but ki kore dhukbo dark web e??

thankzxxxxxxx

Level 0

অসাধারন টিউন।

Android phone theke browse korar jonno ki upay neo @El?

Thank You Very Much Bro….

অসাধারন টিউন, ধন্যবাদ আপনাকে।

@m.farjan:কি বলব? বলার মত কিছু পাচ্ছি না। আমি অনেকদিন থেকে বিভিন্ন ব্লগে অনেক টিউন পড়েছি, কিন্তু এই প্রথম আমি একটা টিউন পূর্ণ মনোযোগের সাথে পড়ে শেষ করলাম। সত্যিই, অনেক ভালো লেগেছে টিউনটা। আর প্রথম টিউন হিসেবে তো, আমি বলব, আপনি খুবই ভালো একটা বিষয় নির্বাচন করেছেন।
আপনার টিউনের পক্ষে-বিপক্ষে অনেক কথা উঠেছে, আরো উঠবে। কিন্তু আপনি দয়া করে টিউন করা বন্ধ করবেন না। আপনার সাথে আমি একমত, সকলেরই অধিকার আছে এই বিষয়গুলো জানার। আমি আপনার কাছে এই অন্ধকার ও অজানা দিকগুলো সম্পর্কে আরো অনেক টিউন আশা করব। ধন্যবাদ আপনাকে।

আপনার লেখা দেখে তো মনে হলোনা আপনি নতুন টিউনার।

এক কথায় অসাধারন
অনেক কিছু নতুন ভাবে জানতে পারলাম
ধন্যবাদ আপনাকে

দুর্দান্ত! মাত্র পড়ে শেষ করলাম। মনে হচ্ছে এক মুহুর্তেই পার হয়েছে সময়টা। আমি আমার প্রশ্নের উত্তর মনে পেয়ে গিয়েছি। আছি ভাই আপনার সাথে। আমাদের এই টেকি পৃথিবীতে আপনাকে সাদর সম্ভাষণ!!! ধন্যবাদ দিয়ে খাটো করতে চাই না।

Level 0

অসাধারন টিউন

কি আর বলবো, অসাধারন।

একজন বড় মানুষের উক্তি quote করলাম :
“এই পৃথিবীটা একটা ফুটন্ত তেল ভরা কড়াই এর মত । এক একটা প্রাণ এখানে এসে পড়ে । খেয়াল রাখতে হয় যাতে বেশি ভাজা না হয়ে যায় বা বেশি কাঁচা ও না থেকে যায় । ”

খারাপ ভালো সবটাই জানতে হবে । কোথায় থামতে হবে সেটুকু অনুভব করতে পারাটা মানুষ হওয়ার অন্যতম শিক্ষা । নিজেকে বাচানোর জন্য ও বিপদ সম্পর্কে জানতেই হয় ।

আপনার টিউনটি টেকটিউনস এর জন্ম থেকে এই পর্যন্ত টিউনের লিস্ট এর প্রথম ৩ এ থাকতে পারে ।
আর আপনার লেখা পড়ে feel করা যায় আপনি এই সমন্ধে ভালই জানেন । তবেই লেখা এরকম ঝরঝরে আর মুখোমুখি কথা বলার মত সাবলীল ।

আপনার উন্নতি হোক ।

Level 0

ভাই যে জিনিস দেখাইলেন , মাথা ঘুইরা গেসে । just asome .

Level 0

অসাধারণ ।কিন্তু আমার কম্পিউটার নেই ।এই পোস্ট টাকে সংরক্ষন করে লাখলাম যেদিন পিসি কিনব সেদিন চেষ্টা করে দেখব 😀

দারুন…………জানার কোন শেষ নাই, প্রমান করলেন ভাই। ধন্যবাদ আপনাকে 😀

Level 2

Really awesome tune. 🙂

Level New

“কত অজানারে জানাইলে তুমি , কতজনে দিলে ঠাই
দূরকে করিলে নিকট বন্ধু ,পরকে করিলে ভাই”
অনেক ধন্যবাদ অজানাকে জানানোর জন্য।

    Level 0

    @JOYANTA: কমেন্ট ভাল লাগল!!!!

সবাইকে হালকা ধারনা দেয়া ভাল। কিন্তু পুরপুরি উম্মচন করা ঠিক না। এখানে অনেক এই টিউনেই এই জগতের দরজা দেয়া আছে। এখন যে যে ঢুকতে পারেন। আর এখনো যারা ঢুকতে পারেন না, তাদের আর ঢুকার প্রয়োজন নেই।

I think The Best post i have ever read.
Thakns for share….

****************************************************************************

NA JANALEI BHALO KORTEN, BANGALI KAMER CHE AKAM KORE BESHI….

1. PLEASE E NIE AR KEU KONO ROKOM PROCHARONAY JABEN NA….

2. PLEASE KEU KONO ROKOM LINK SHARE KORBEN NA. JAR BESHI SHOKH, SHE NIJE KHUJE NIBE….. PLEASE LINK SHARE KOIREN NA, AR PAP KAMAYEN NA….. BISHESH KORE BAJE BA KHOTIKOR KONO LINK SHARE DIEN NA….

****************************************************************************

    @নামনাই: AR PLEASE POST TA NIRBACHITO THEKE SHORAN BHAI… PLEASE…

      Level 0

      @নামনাই: কেন? আপনি তো ভ্যাম্পিয়ার না, তাহলে আলো বা অন্ধকারে কি আসে যায়???

সেইরাম পরিষ্কার।। ধন্যবাদ ।

Level 0

ভাই এক কথায় অসাধরন পোস্ট খুব ভাল লাগল অনেক কিছু জানতে পারলাম।

Level 0

jeeo guru..

Level 0

ব্লাক ওয়েব এ কী কোনো সার্চ ইঞ্জিন আছে

টিউন ভাল হয়েছে। সমস্যা অন্যখানে। এরই মধ্যে জীবনে টেকনোলজি নিয়া মাথা ঘামায় নাই এমন পাব্লিকরা “খুবই আগ্রহী” কমেন্ট শুরু করে দিছে। বাংগালী কিছু না বুঝেই যেই পরিমান লাফালাফি করে এর মধ্যে কি টিউনের মর্ম কি যে বুঝবে তাই দেখার বিষয়।

    @দিহান: হুম।সবাই ফাও লাফাচ্ছে সেখানে ঢুকার জন্য অথচ কিছুই জানেনা এবং বুঝেনা।এগুলো সেখাতে হয়না।নিজে নিজে শিখতে হয়।উনি পথ দেখিয়েছেন,এখন কেউ যদি শিখতে চায় তবে সেটা তার নিজ দ্বায়িত্বে শিখতে হবে।

Level 0

sob nije khuje nin.. kauke request korben na…

Level 0

@Ek apner fb link broken dekhey ki kora jae???? r thanks osadharon tune korechen , thnaks

Bro Awesome Tune…Thanx A lot..

Amar kisu r Dorkar Nai Sudhu Medical Documentary,Videos, New Edition Books Download Kora Zay Seta sudu janar dorkar..plz…

wow osadharon 🙂 dark weba jaite mon chay bt ami to kisui pari na java.or hacking 🙁

অসাধারণ … অসাধারণ …আমার পুরোপুরি অজানা ছিল।।।।অনেক ধন্যবাদ ……

Level 0

hawx 2 er crack keo dite parben?

Level 0

Awesome tune!!!onek kisu jante parlam.thanks bro.aro tune chai apner.

Level 0

ঘুরে আসলাম……… আমার পুরোপুরি অজানা ছিল।অনেক ধন্যবাদ।

আগে থেকেই জানা আছে। তবে এতোটা জানতাম না।
আর হ্যাঁ, টর ব্রাউজার ছাড়াও কিন্তু সাইটগুলো ভিজিট করা যায়

    Level 0

    @জিএমশুভ: এবং সেটা খুবই নিরাপদ তাই তো?!

      @EK: No one saying so!

        Level 0

        @জিএমশুভ: কিছু মনে করে থাকলে দুঃখিত। আসলে সবার আচরণ দেখে আমি বিমর্ষ। আমি তো হুইসেল ব্লোয়ারের দায়িত্ব পালন করছি না, জানানো উচিত তাই জানিয়েছি। ধন্যবাদ

টিউন পরার সময় মনে হচ্ছিল যেন হরর বই পড়ছিলাম।

tor2web ব্যবহার না করে kproxy ব্যবহার করলে কি সমস্যা হবে?

একি পড়লাম!!! পুরা মাথাটাই নষ্ট হয়ে গেলো…. এখনো কিছুই জানা হলো না…. ওয়েব নামক মহাজগতের….

নিজেকে আন্ডা বাচ্ছা… আন্ডা বাচ্ছা… মনে হচ্ছে…

হুম…… ধন্যবাদ টিউনের জন্য (y)

ওয়াও… আবার ধন্যবাদ দিতে হইল। কিচ্ছু করার নাই। ঘাটাঘাটি করে মাথা নষ্ট…
একটা বেপার যদি কইতেন!!! সার্ফিং এর সময় সিকিউরিটির জন্য ফ্রী ভিপিএন কি নিরাপদ?

Level 0

Khub Shundor Tune . Thanks Share korar Jonno …

বহুদিন পর টেকটিউন্সে একটা মনের মতো টিউন পেলাম।

আরো নতুন কিছুর অপেক্ষায় থাকলাম।

সুন্দর টিউন…………।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

very nice tune … !!! Thanks for your sharing

জানার আগ্রহ যেমনি সবারই আছে তেমনিভাবে জানার অধিকারও আছে…….তবে বাঙালি অতিশয় উৎসাহী……..সঙ্গে সঙ্গে পরিশ্রমের পক্ষপাতী নয়…….যার কারণে সহজলভ্য জিনিস নিয়ে অপরাধে জড়িয়ে পড়ে……… নয়তো অনেক আগেই এ সম্পর্কে জানতে পারতো……. টিউনারকে ধন্যবাদ।

Thanks a lot.
I’m waiting for your next tune.

অনেক কিছু জানতে পারলাম।ধন্যবাদ আপনাকে।

ইন্টারনেট এ এত কিছু সম্ভব তা আমি আজ প্রথম জানলাম আপনাকে ধন্যবাদ এস সুন্দর একটা লেখা উপহার দেয়ার জন্য আশা করি ভবিষ্যতে আরো ভাল কিছু পাবো।

Level 0

As I said earlier, no request please, only subscription since it’s not easy to add friend outside my circle. Sorry for the inconvenience.

https://www.facebook.com/MAHFUZHASANEMAN

Level 0

যে একখান tune লিখছেন ভাই…এক্কিবারে ফাটাই দিছেন…

Level 0

জালাময়ি টিউন ।

জিবনে কল্পনাও করিনি যে, এমন কিছু আছে। EK ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Level 0

ও রে বাবা ! কি দেখালেন ভাই। এ বছরের সেরা টিউন। ধন্যবাদ এর ভাষা নেই। আপনি না জানালে এ ব্যাপারে কোন দিন জানতেই পারতাম না। সাইট গুলোতে ঢুকতে ভয় হয়।

Level 0

ও রে বাবা ! 😮
সেরা টিউন !

ভাবসিলাম আর কিছু লেখা থাকবে, শেষ হয়ে গেল !

ভাই ঘুইরা আসতে চাই dark web থেইকা……

মনে হয় না কোনোদিন টেকটিউনসে কোনো টিউনে কোনো দিন কোনো কমেন্ট করছি ।
পাসোয়ার্ড ই ভুলে গেছিলাম । ইমেল থেকে রিকোভার করছি শুধুমাত্র একটা কমেন্ট করার জন্য ।

জীবনে এত ভাল টিউন পড়ি নাই ।যা জানাইসো ভাই কি আর কমু !
এখন বোধয় ইন্টারনেটে ঢুকার আগে ইমন খান নাম টা একবারের জন্য হলেও নিমু ।

টেকটিউনসে এটাই আমার ফাস্ট কমেন্ট ।

মনে হয় না কোনোদিন টেকটিউনসে কোনো টিউনে কোনো দিন কোনো কমেন্ট করছি ।
পাসোয়ার্ড ই ভুলে গেছিলাম । ইমেল থেকে রিকোভার করছি শুধুমাত্র একটা কমেন্ট করার জন্য ।

জীবনে এত ভাল টিউন পড়ি নাই ।যা জানাইসো ভাই কি আর কমু ! জীবনের সবচেয়ে ভয়ংকর একটা হরর গল্প পরলাম ।
এখন বোধয় ইন্টারনেটে ঢুকার আগে ইমন খান নাম টা একবারের জন্য হলেও নিমু ।

টেকটিউনসে এটাই আমার ফাস্ট কমেন্ট ।

vai dekha aslam bt tor sarao jaoa jay!!!

direct jaoar jonno 3 word extra type kora lage. Bt safety nai…

Level 0

মনে হয় ভুল করে সমুদ্রতে পরে গেলাম | EK ভাই এ কি দেখছি !!!!!!!!!!

EK ভাই । ইন্টারনেট জগত আসলেই রহস্যময় । এই রহস্যময় জহত সর্মপকে ধরনা পেলাম আপনার পোষ্ট থেকে । আনেক ধন্যবাদ আপনার এমন একটা মূল্যবান পোষ্ট এর জন্য ।

দারুন ভাইয়া..। নতুন এক জগত সম্পর্কে জানলাম। টিউনটা গতকাল রাতেই পড়েছিলাম। অর্ধেক রাত্র ডার্ক এবং ডীপ ওয়েব নিয়ে ঘাটাঘাটি করলাম। অবাক অবাক এবং আমি অবাক…। একটা অনিয়ন বুকসাইটে আছি এখন। এতো এতো বই…কিনতে গেলে ..:( দেখছি আর অবাক হচ্ছি। পৃথিবীর কতটুকুইবা জানি আমরা..। ভাইয়া, শুধু আপনাকে কমেন্ট করবো বলেই লগিন করলাম। অনেক বড়োসড়ো একটা থ্যাংকস আপনার প্রাপ্য ছিলো। রেখে যাচ্ছি। আর, একটাই আবেদন। গতানুগতিক টিউনের চাইতে এই ধরণের এক্কেবারে আলাদা এবং সুন্দর টিউন চাই। নিয়মিত..:) অনেক শুভ কামনা রইলো। ভালো থাকুন খুব।

প্রিয় EK ভাই, সম্প্রতি Dark Web বিষয়ক একটি পোস্ট দেখলাম । আমি Dark Web এর একটি বিষয় সম্পর্কে জানতে চাই যে,
Vpn যেমন Spotflux , Hotspot Shield ইত্যাদি দ্বারা Dark Web তথা Deep Dark Web এ প্রবেশ করা Tor Browser এর মত নিরাপদ কিনা ।

ঘুরে আসলাম ডার্ক ওয়েব থেকে ।কিন্তু অনেক কিছুই এখনও ঘোলাটে । tor bundle ইউজ করছি। ip hide হয়। শুধু ip hide করলেয় কি হবে? ভাল কোন সার্চ ইঞ্জিন পাচ্ছি না। অনেক ধন্যবাদ আপনাকে।

প্রিয় EK ভাই, সম্প্রতি আমি Dark Web বিষয়ক আপনার পোস্টটি দেখলাম । এরকম একটি পোস্ট আমাদের উপহার দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
আমি Dark Web এর একটি বিষয় সম্পর্কে জানতে চাই যে, Vpn যেমন Spotflux , Hotspot Shield ইত্যাদি দ্বারা Dark Web তথা Deep Dark Web এ প্রবেশ করা Tor Browser এর মত নিরাপদ কিনা ।

অনেক সুন্দর আর তথ্যবহুল একটি টিউন । তবে নেট- এ যে সকল তথ্যের access এর অধিকার দেয়া নেই ( যেমন বই , lynda.com এর টিউটরিয়াল) সেগুলোহ্যাক করে use করা আমার কাছে নৈতিকতার দৃষ্টিতে মোটেও ঠিক মনে হয় না । যারা চুরি করা জিনিস ব্যবহার পছন্দ করেন না তাদের উচিৎ এই ধরনের কাজ থেকে যথা সম্ভব দূরে থাকা ।ঙ্কারণ যারা তাদের information, বই বা Tutorial টাকা দিয়ে বিক্রি করে অর্থ উপার্জন করেন এর মাধ্যমে তাদের সাথে প্রতারণা করা হয় ।অবশ্য জুলিয়ান আয়াসাঞ্জের মত যারা তথ্য চুরি করেন সমাজের উপর মহলের ভন্ডামির ভন্ডামির মুখোশ খুলে দেয়ার জন্য তাদের কথা আলাদা ।

পুনশ্চঃ
”মনে প্রাণে বিশ্বাস করি যে অনলাইনের প্রতিটি তথ্য জানার নিরুঙ্কুশ স্বাধীনতা প্রতিটি ইউজারের রয়েছে। ” লেখকের এই কথাটি তাই নৈতিকতার দৃষ্টিতে সব ক্ষেত্রে ঠিক না বলে আমি মনে করি ।

ভাই আপনার টিউনটি অসাধারন, বিশেষ করে গুছিয়ে লিখার বিষয়টি। যা লিখেছেন তাতেই সবার প্রায় মাথা খারাপ। তবে এ বিষয়টি নিয়ে আর না এগুনোই ভাল নয় কি?? ডিপ ওয়েব নিয়ে লিখুন তবে প্লিজ, ডার্ক ওয়েব নিয়ে নয়। আপনি যদি ডার্ক ওয়েবে যাতায়াত করে থাকেন নিশ্চই আপনি বুঝতে পেরেছেন। আপনাকে ধন্যবাদ।

Level 0

খু্ব ভাল লাগলো কিন্তু অনেক বিষয় এখানে উয্য আছে। সেই তথ্য গুলো পেলে ভাল হত।

Level 0

chorom buddy!!!!\

রোমাঞ্চকর………

Level 0

ভাই টরের সাইট কিভাবে বানায় কোন কোড ব্যাবহার করে? ডোমেইন হোস্টিং কোথা থেকে কেনা হয়।
নতুন জিনিস জেনে ভাল লাগল। ধন্যবাদ।

Level 0

শুধু মাত্র কমেন্ট করার জন্য log in করলাম …

Level 0

ভাই আর একটা হেল্প দরকার সেটা হল আমি যদি কোন সার্চ ইন্জিনই ব্যবহার করতে না পারি তবে টর সাইট গুলো খুজে পাব কোথায়?

Level 0

ভাই অনেক সুন্দর টিউন। যা আগে দেখি নাই। তবে আমার মনে গবেষনা শুরো করে দিয়েছি এটাকে ব্যাবহার করার জন্য। আসা করি আরও এরকম লিখবেন। আপনার ফেইসবুকে ফ্রেনড রিকোয়েসট পাঠিয়েছি। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ।

vai bolte lojja lagche atodin obohela korei tune ti pora hoynai r jokhn porlam nak diya kan diya dhua bair hoitace.oshongkho dhonnobad ato boro bishoy jananor jnno
upore kichu techi vai der comment porlam ar tader k uddesso kore ek vai apnake bolchi “PACHE LOKE KICHU BOLE”r tai ek vai chaliye jan amra apnar nxt tune er opekkhay roilam

Level 0

এইটা কি আপনি সামুতেও পোস্ট করেছিলেন ?

    Level 0

    @druvanil: জ্বি ভাই, বিমূড়( ই ম ন) এর ব্যানারে। কেন?

অসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসাধারন ভাই

++++++++++++++

ভাই দারুন

Level 0

সবার দৃষ্টি আকর্ষণ করছি

আমি কখনোই বুঝতে পারি নি যে আমার এই টিউনটি নির্বাচিততে জায়গা করে নিবে। বুঝতে পারলে অনেক কিছুই বাদ দিতাম আবার অনেক কিছুই হয়ত যোগ করতাম। এখন কথা হল এই টিউনটি নিয়ে সারাক্ষণ বসে থাকা আমার পক্ষে আসলেই অসম্ভব। তাই সিদ্ধান্ত নিয়েছি বার বার নিষেধ করা সত্ত্বেও যারা টিউনে লিংক পেস্ট করছেন তাদের কমেন্ট স্প্যামে দিব এবং সেই ইউজারের বিরুদ্ধে মডারেটরের কাছে রিপোর্ট করব। যেহেতু এটা ওয়েলকাম পেজেই আছে সেহেতু অনেক আনাড়ি গ্রাহকও পোস্টটাতে ঢুকবেন আর হয়ত কোন লিংকে গিয়ে ক্ষতির সম্মুখীন হবেন। তাই বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থের এই জলাঞ্জলিকে সবাই ভাল দৃষ্টিতে দেখবেন বলেই আশা করছি। ইতোমধ্যে কিছু কিছু ইউজারের কমেন্ট মোডারেট করেছি, সেটা লক্ষ্য করলে বুঝতে পারবেন। সবাইকে আবারো ধন্যবাদ

Level 0

সঠিক সিধান্ত।

Level 0

শুধু মাত্র কমেন্ট করার জন্য log in করলাম awesomistik bro …

আপনি আমাদের ইন্টারনেট সম্পর্কে বিশাল ধারনা দিলেন ভাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Level 0

আমার দেখা বেষ্ট টিউন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যাই আমিও ওই কালো জগত থেকে ঘুরে আছি।

আপনাকে ধন্যবাদ। পরবর্তী পোস্ট না দিলে আপনার বিরুদ্ধে মামল করা হবে। একই বিসয়ে আরো পোস্ট আশা করি।

Level 0

অসাধারন। এ সবটাই আমার অজানা ছিল। তবে বর্তমান আমি ডিপ ওয়েব নিয়ে্ই বেশি ব্যস্ত হয়ে পরেছি।

Level 0

thanx for the post……

waitting for nxt post……

Vai amar upore link dekeh amio disilam, Uporer comment gula pori nai, Sorry.

দেখিতে গিয়াছি পর্বতমালা
দেখিতে গিয়াছি সিন্ধু
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দু’পা ফেলিয়া
একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। !!!!!!!!!

ধন্যবাদ।

খুব কমই আমি কম্মেন্ট করে থাকি,অসাধারণ টিউন,ধন্যবাদ ভাই জানানোর জন্য।

Level 0

কিন্তু ভাই… আমার এইখানে নেট এতো স্লো যে টোর ব্রাউজার দিয়ে কোন সাইট ভাল ভাবে ওপেন করা যায় না। এই ব্যাপারে আপানর সাহায্যের আশা করছি।

আমার আর তর সইছে না , ডার্ক ওয়েব এ যামু =D হম ভাই চাইলে আপনি একটি গ্রুপ খুলতে পারেন । যেখানে আমরাও ডার্ক ওয়েব এর মত এটি সম্পর্কে জানতে পারি এবং আলোচনা করতে পারি । সবাই একমত হলে কমেন্ট এ জানান ।

Level 0

আই ক্ষেত্রে আপনাকে গুরু মানলাম।আমাকে শিস্য বানান যায় কি?

Level 0

SO SO THANXXXXXXXXXXXXXXXXXXXX TECHTUNES…SORRY

Level 0

মনে হয় এই পোস্টে এটাই হবে আমার শেষ কমেন্ট, তাই সবাই একটু খেয়াল করে শুনুন!
ইনশাল্লাহ আমি পরবর্তি পোস্ট দিব ওয়েবে আমাদের সিকিউরিটি, প্রাইভেসির উপর। তাই সেই অবধি যারা নিজেদের অদক্ষ মনে করেন(!), তারা Anonymous networks গুলোতে নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে যাতায়ত বন্ধ করবেন। পরবর্তি পোস্টে ওয়েব নিরাপত্তা নিয়ে আলোচনার সময় এসব বিষয়ে কথা বলব। সবাই ভাল থাকবেন!
P.S. যারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন তাদেরকে বলছি, আসলে পরিচিতদের বাইরে রিকয়েস্ট এক্সেপ্ট করা হয়ে ওঠে না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিষয়টি দেখবেন বলে আশা করি-তবে চাইলেই আমাকে Follow করতে পারেন-facebook.com/MAHFUZHASANEMAN সবাইকে আবারো অনেক অনেক ধন্যবাদ।

কি শুনাইলেন (কিবরিয়া) ভাই, কল্পনাতেও এই কথা মাথায় আসেনি কোনদিন। মাথায় আপনি আরেকটা পোক ডুকিয়ে দিলেন, এখন এর একটাই সমাধান এর আগা-গোরা বের করা! ধন্যবাদ আপনার এই আধ্যত্মিক টিউনের জন্য!

Level 0

লেখাটির সামুতে লিংক http://www.somewhereinblog.net/blog/emon_khan/29760984 প্রথমে সামুতেই পোস্ট করেছি যদিও খুব বেশী আগে পিছে না

Level 0

কিছু ভাই একটি প্রশ্ন করেছেন পোস্টের এক অংশ সর্ম্পকে-আর সেটি হল খুনির দেয়া বর্ণনাটি।
বিষয়টি সবাইকে পরিস্কার করা দরকার। এই একই বর্ণনা যদি অন্য কোন পোস্টে থেকে থাকে তাহলে ব্যপারটি কি দাঁড়ায়?
এর সমাধান হল, যে খুনির বর্ণনাটি দিয়েছি সেটি অনিয়নে এ ধরণের সাইটের ভেতর সবচেয়ে জনপ্রিয়। অন্য সবাই কিছু রেফারেন্স দেয়ার সময় এই সাইটটিকেই বেছে নেয়। এখন প্রশ্ন হল এই সাইটের বর্ণনা অন্য ব্লগ করে থাকলেও আমার কি করতে কোন বাধা আছে??? যেহেতু লেখায় আমি কোন লিংক দেই নি সেহেতু সাইটটির লিংকও দিতে পারছি না। তবে এতটুকু বলব আপনারাই পেয়ে যাবেন। আর ডার্ক ওয়েব সর্ম্পকিত পোস্টগুলোতে কিছু সাধারণ মিল থাকবেই যেমন ধরুণ সবাই সিল্ক রোডের প্রসঙ্গ টেনে আনবে, অনিয়ন রাউটারের কথাও টেনে আনবে, নিরাপত্তার স্বার্থে জাভাসহ আরো অন্যান্য বিষয়ে কথা বলবে-তার মানে এই নয় যে একজন আরেকজনের টা কপি করছে!!!!
পৃথিবীর গরু বিষয়ক রচনাগুলোতে কিছু সাধারণ মিল থাকবেই, আর একদম আলাদা কিছু লিখতে গেলে সেটা হবে ছাগল নিয়ে রচনা। তাই Plagiarism এর অভিযোগ আনার আগে চিন্তা করে দেখবেন কি বলছেন আর কেন বলছেন। ধন্যবাদ।

ভাই আমার আল্প কিছু বাবহারের অভিজ্ঞতা আছে কিন্তু আমার কাছে এত বিশার মনে হই নাই। কিছু বিক্রিত মনের, খুনি, স্মাগ্লার দের জায়গা। ভালো কিছু এখানে নেই বললেই চলে। খারাপ লোকের জায়গা এত বড় হতে পারে না। হইয়ত আমার এই বিষয়ে জ্ঞান অনেক কম ।

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র,
নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র…

দন্যবাদ ,EK ভাই নতুন রাস্তা দেখানোর জন্য

Level 0

Many thanks. Nice & so helpful tips for me.
May Allah help you Din & Dunia

Khub Valo Laglo jeno. Thanks

janar odhikar sobar ace, eta manusher upor nirvor kore tara kon kaje babohar korbe. thanks for sharing

প্রিয় টেকটিউনস,
আমি জানিনা কোন প্রকার অবহিতকরন ছাড়াই কেন আমার কমেন্ট টা মুছে দেয়া হল, যদি এটাতে টেকটিউন্স শর্ত বহির্ভূত কোন লেখা থাকতো তাহলে সেটা ইউজার/টিউনার হিসাবে জানার অধিকার তো আমার আছে, নাকি নাই? আমি আশা করি টেকটিউন্স কমেন্টস মুছে দেওয়ার কারণটি আমাকে জানাবে। ধন্যবাদ সকল টেকটিউন্স মোডারেটরকে ।

    Level 0

    sorry.

Level 0

thanks

অদ্ভুত, অসাধারণ টিউন। এই রকম আরো টিউন চাই। ভালো থাকবেন। ধন্যবাদ।

    Level 0

    ওপারের লোকের কমেন্ট দেখে ভাল লাগল!!!

ভাই আপনার কাছে কোন কিছু বলবনা, শুধু বলব এই বিষয় নিয়ে আমাদের আরও কিছু জানাবেন………………
অপেক্ষায় থাকলাম ।

আজকে মানি হয় এই মহাসাগরের .০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০১% এর ধারনা পেলাম ।

এইমহাজগতে শিখার শেষ নেই প্রতিদিন নতুন করে দেখছি ……………

অনেক ধন্যবাদ ………আপনার পরের টিউনের অপেক্ষায় থাকলাম।

অনেক ধন্যবাদ দিলেও কম হবে , তবে গুণতে পারবেন না এত গুলো ধন্যবাদ শুভেচ্ছা ভালবাসা দিলাম আপনাকে , যাক একটা বুদ্ধি দিন না মানে পরামর্শ চাইলাম , আচ্ছা আমি টর বা অন্যকোন মাধ্যম এর সাহায্য ছাড়া ডার্ক ওয়েব এ যেতে পারি ? নিরাপত্তা বিষয় এ জানতে চাইনা , উত্তর দেবার জন্য আপনাকে বিশেষ অনুরোধ করছি ।

অবশেষে ব্ল্যাক ওয়েবে প্রবেশ করতে পেরেছি!! কিছুটা হলেও আপাত-অদৃশ্য তথ্যের স্বাদ পেয়েছি! অনেকগুলো ডট অনিয়ন/ব্ল্যাক সাইটের অ্যাড্রেস পেয়েছি কিন্তু বেশিরভাগই ইন্যাক্টিভ!!!! 🙁 :p

Level 0

আপনি শেষে যে টিপস গুলো দিয়েছেন সেগুল নিয়ে একটু বিস্তারিত জানালে ভালো হতো।

Level 0

কি করতাম????

…..Bangla Islamic website …
LIVE MECCA

ভাই অসাধারণ পোস্ট। নতুন অনেক কিছু জানতে পারলাম। আশা করি এইরকম টিউন চালিয়ে যাবেন…:)

লেখক, অসংখ্য ধন্যবাদ আপনাকে, এমন সুন্দর একটি টিউন উপহার দেয়ার। আপনি এত সুন্দর ভাবে টিউনটি লিখেছেন – যতক্ষণ ধরে টিউন টা পড়ছিলাম ততক্ষন মনে হয়েছিল “আমি ডার্কওয়েব এ অবস্থান করছি”। সত্যি অনেক নাজানা বিষয় জানতে পারলাম আজ ঃ)

Level 0

ধন্যবাদ নতুন এক জগতের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য ।

অসাধারন টিউন । ধন্যবাদ আপনাকে নতুন এক জগতের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য । এই মাত্র আমি ডার্কওয়েব প্রবেশ করেছিলাম ভাই আমার মাথা নষ্ট ,কিন্তু বেশী সময় ছিলাম না ভয় পাইছি , আসলেই ভাই আমার মনে হয়েছিল আমি আন্ডার ওয়ার্ল্ড দাউদ খান এর সাথে আছি !!!!!!!

Level 0

Osam hoise boss onek kisu janlam……thanks….

Level 0

অসাধারন । টিউন । নতুন এক জগতের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য ধন্যবাদ ।

সেইরকম একটা পোস্ট হইসে …… 😀 … . .

সেইরকম একটা পোস্ট হইসে http://delightanimation.com/

Level 0

বেস্ট পোস্ট ইন মাই লাইফ।

Level 2

অসাধারন টিউন। আচ্ছা ভাই, ডার্ক ওয়েবে ঢুকব কি করে? মানে বোঝাতে চাচ্ছি যে, আমি তো কোন ওয়েবসাইটের অ্যাড্রেসই জানিনা। গুগলে সার্চ করলেও তো ওইসব ওয়েবসাইটের কোন অ্যাড্রেস পাব না। তাহলে যাব কি করে ওখানে?

ভাইয়া, ডার্ক ওয়েব এর কোন search engine আছে???

অসাধারন টিউন।

অনেক জানার কিছু ও শেখার মত কিছু ছিল পোষ্টির মধ্য। ধন্যবাদ আপনাকে ।

এ সম্পর্কে আগে থেকেই ধারণা আছে। তবে তা এই রুপে প্রকাশ করার জন্য ধন্যবাদ

অনেক সুন্দর টিউন & EK ভাই আপনি অনুমোদন দিলে আমি কিছু Dark Web ling Share করতে চাই

অনুমতি দিলে আমি কিছু সাইট লিংক দিবো!

khub valo tune

ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে। ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd
.
এপটি ডাউনলোড করে দয়াকরে একটি হলেও এড পোস্ট করুন। অনেক খুশি হব। আগাম ধন্যবাদ…

শুরুতে যে হলিউড মুভির বর্ননা দিয়েছেন সেটার নাম কি????