স্পাইওয়্যার হল এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম, যা আপনার কম্পিউটারে প্রবেশ করে আপনাকে বিভিন্ন রকম বিজ্ঞাপন দিয়ে প্রলুব্ধ করে, আপনার কম্পিউটারের তথ্য পাচার করে এবং সর্বপরি অপারেটিং সিসটেম এর কনফিগারেশনও পরিবর্তন করে ফেলে।
এ হতে পরিত্রান পাওয়ার জন্য আপনি এন্ট্রি-স্পাইওয়্যার ব্যবহার করতে পারেন। আর এর জন্য কার্যকর এবং ফ্রী সমাধান হতে পারে
এটি স্পাইওয়্যার ছাড়াও পেইজ হ্যাইজাকার, এডওয়্যার, ম্যালওয়্যার, ওয়ার্ম, কর্মাশিয়াল কী লগারসহ বেশ কিছুর এন্ট্রি হিসাবে কাজ করে।
রয়েছে প্রতিদিন আপটেড এর ব্যবস্থা।
ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন।
আমি মাইক্রোকাতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু...
avg+anti spyware একসাথে ব্যবহার করলে কোন সমস্যা হবে না । তবে spyware tarminator খুব একটা স্পাইওয়ার ধরতে পারে না…
ভাল.. কিন্তু ভাই পিসিটা মনে হয় স্লো করে দিবে… আপনি নিজে ব্যবহার করে কেমন ফল পান.. জানাবেন..