গেমিং ইন্ডাস্ট্রিতে RPG কোন নতুন সংযোজন নয়। সেই ১৯৯৯ সালেই গেমিং ইন্ডাস্ট্রি জায়ান্ট “Hasbro” প্রায় ৩২৫ মিলিয়ন মার্কিন ডলারে “Wizards of the Coast” গেমটা কিনে নিয়েছিল। কিন্তু স্মার্টফোনের কল্যাণে আজ বিপ্লব ঘটেছে অনলাইনের শুধু টেক্সট ভিত্তিক RPG ইন্ডাস্ট্রিতে।
RPG মানে রোল প্লেয়িং গেম। এ ধরনের গেমে একটা কাল্পনিক জগত থাকে যেখানে আপনাকে একটি নির্দিষ্ট চরিত্রের ভূমিকা পালন করতে হয়। এখন এধরনের গেম যদি ইন্টারনেট দিয়ে খেলা হয় তবে তা অনলাইন RPG। গেমের জগত হতে পারে ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন, স্ট্র্যাটেজি বা অ্যাকশন ঘরানার। আবার কিছু কিছু গেম আছে যাদের কোন Visual Interface নাই। লিখে লিখে আর নির্দিষ্ট হাইপারলিংকে ক্লিক করে করে পুরো গেমটা খেলতে হয়। এদেরকেই আমরা বলি টেক্সট ভিত্তিক RPG।
আমরা যারা ফেসবুকে একটু বেশী ঘোরাঘুরি করি তারা অনেকেই “Mob Wars” নামটার সাথে পরিচিত। এটি একটি সুপরিচিত টেক্সট বেইজড অনলাইন RPG। এরকম আরো আছে Torn City, Hobo Wars, Ninja RPG ইত্যাদি। ১৯৮০ সাল থেকেই জাপান তাদের ঐতিহ্যবাহী সামুরাইদের চরিত্রভিত্তিক RPG তৈরি করে আসছে। আর প্রতিদিনই নতুন নতুন গেমস অনলাইনে ছাড়া হচ্ছে।
প্রতিটা বড় ইন্ডাস্ট্রিকে ঘিরে অনেক ছোট ছোট শিল্প গড়ে ওঠে। যেমন RPG ভিত্তিক প্রায় একই প্রকারের গেমগুলোর মধ্যে র্যাংকিং করার জন্য Top RPG, Apex Web Gaming টাইপের অনেক ওয়েবসাইট গড়ে উঠেছে। কিছু কিছু ওয়েবসাইট আছে যারা RPG সম্পর্কিত আইডিয়া সংরক্ষণ, প্রকাশ ও বিক্রয় করে থাকে। এছাড়াও প্রতিটি গেমের টিউটোরিয়াল ভিত্তিক প্রচুর ওয়েবসাইট প্রতিনিয়ত ডেভেলপ করা হচ্ছে।
ভিডিও গেম খেলতে পিসিতে ভাল Graphics Card বা প্রসেসিং পাওয়ার থাকতে হয়। নেটওয়ার্ক গেমিং এর মজা পেতে লাগে মোটামুটি হাই স্পিড আনলিমিটেড নেট কানেকশন। যা এখনো সাধারনের জন্য বিলাসিতা বৈকি। অবশ্য বর্তমান প্রজন্মের সেলফোনের কল্যাণে ইন্টারনেট পৌঁছে গেছে পকেটে পকেটে। আর এখানেই টেক্সট ভিত্তিক RPG-র জয়জয়কার। কারণ এতে আলাদা কোন কিছু ইন্সটলেশন করতে হয়না, শুধু ব্রাউজারই যথেষ্ট। এমনভাবে ওয়েবপেজ তৈরি করা হয় যেন খুব কম খরচে ব্রাউজ করা যায়। এ কারনে সার্ভারের উপর চাপ অনেকটাই কমে আসে। এরকম একটা গেমে প্রতিদিন প্রায় ৪০ থেকে ৬০ হাজার মানুষ খেলে।
এসব গেমস অনেকটা Social Community(ভাল প্রতিশব্দ খুঁজে পাচ্ছিনা) এবং বন্ধুত্বের মিলনক্ষেত্র হিসেবে কাজ করে। খেলতে খেলতেই একদিন আপনার প্রাণের বন্ধু হয়ে উঠবে হয়তো মালয়েশিয়ার “মায়া ফাজুরা” অথবা ল্যাটিন আমেরিকার “মারিয়া পেরেজ” কিংবা রাশিয়ার “তাতিয়ানা ফেদেরভ”। সুতরাং খেলতে থাকুন RPG, ভরতে থাকুন মেসেঞ্জারের কন্টাক্টলিস্ট। এই টিউন ভাল লাগলে দ্বিতীয় খন্ডে কোন একটা গেম রিভিউ দেবার ইচ্ছে রইল।
আমি জীয়নতরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এপার ভেঙ্গে ওপার গড়ে জীবন নদীর বাঁকে, জীয়ন তরী বাইছি শুধু ভাঙ্গা গড়ার ফাঁকে।
আরপিজি গেম গুলো আসলে অনলাইন জুয়া। আমরা অবশ্য এখনও এর ধরা ছোয়ায় নাই.. তবে কে জানে.. কবে আমাদেরও পেয়ে বসে.. তবে নাইস টিউন।