নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সকল টিউনারকে। টেকটিউনস দীর্ঘজীবি হোক, সমস্ত টিউনার এবং তাদের পরিবার ও আত্মীয়/বন্ধু সকলের জীবন ভরে উঠুক অনেক হাসি আর আনন্দে। বর্ণময় আরেকটি নবাগত বছরে এই শুভেচ্ছাবার্তার মধ্যে দিয়ে আপনাদের জন্য আমার নববর্ষের উপহার. ইন্টারনেট রেডিও সম্বন্ধে অনেক শুনেছেন, নিজের একটা রেডিও চ্যানেল হলে কেমন হয়? আজকে আলোচনা করবো কিভাবে নিজের কমপিউটার থেকেই রেডিও চ্যানেল খুলে ফেলতে পারবেন এবং সবাইকে শোনাতে পারবেন। প্রথমেই আপনার প্রয়োজন পড়বে WinAmp media player (ডাউনলোড লিঙ্ক), SHOUTcast Radio DSP plug-in for Winamp (ডাউনলোড লিঙ্ক), এবং, SHOUTcast DNAS application for Windows (ডাউনলোড লিঙ্ক)। এবারে এইগুলি একে একে ইনস্টল করে নিন। এবারে সামান্য configuration ঝামেলা সেরে ফেলা দরকার।
আমরা এডিট করবো sc_serv.ini ফাইল। এখানেই থাকবে আমাদের রেডিও চ্যানেলের সমস্ত জরুরী সেটিংস। সবকিছু বদলানোর প্রয়োজন পড়বেনা, বিশাল ফাইল, সবটা পড়লে মাথা খারাপ হতে পারে, আমি শুধুই প্রয়োজনীয় সেটিংস জানাচ্ছি এখানে। প্রথমেই আমরা সেট করে দেবো সর্বোচ্চ কয়জন শ্রোতা শুনতে পারবেন আমাদের রেডিও, ডিফল্ট সেটিং আছে MaxUser=32, এটাকে আপাতত এই রাখুন, পরে অভ্যস্ত হয়ে গেলে এটাকে বাড়িয়ে দেবেন। দ্রষ্টব্য:- ইউজার বেশি করে দিলে খেয়াল রাখবেন আপনার আপলোড স্পিড কতোখানি, এই স্পিড কম হলে শ্রোতারা থেমে থেমে গান শুনতে পাবেন। আচ্ছা, শুধু গান নয়, মাইক্রোফোন থাকলে রেডিও জকি হয়ে গিয়ে কথাও চালাতে পারবেন গানের মাঝে।
এর পরেই একটি পাসওয়ার্ড সেট করে দিতে হবে। এই পাসওয়ার্ড শ্রোতাদের জন্য নয়, এটি আপনার নিজস্ব ব্রডকাস্টিং পাসওয়ার্ড। Password=changeme এখানে আপনার কাঙ্খিত পাসওয়ার্ড বসিয়ে দেবেন। এর পরে আসছে আপনার কমপিউটারের কোন পোর্ট দিয়ে রেডিও শোনাবেন, PortBase=8000, আমার মতে এটিকে বদলে দেওয়াই ভালো। খেয়াল রাখবেন - Port 21 (FTP), 22 (SSH), 25 (SMTP), 110 (POP3), 80 (HTTP), 443 (HTTPS) এইসব পোর্ট ব্যবহার করবেন না। এমন কোনো পোর্ট ব্যবহার করবেন না যেগুলি আপনার কমপিউটার নিজেই ব্যবহার করছে। এছাড়া 1 থেকে 65535 যেকোনো পোর্ট ব্যবহার করতে পারেন। আপাতত শুরুর জন্য Port 8000 থাক। পরে অভিজ্ঞতা অনুযায়ী এটাকে বদলে নেবেন।
এর পরেই আছে SrcIP=ANY, এইটা হচ্ছে কোন কোন IP Address আপনার রেডিওতে ব্রডকাস্ট করতে অনুমতি পাচ্ছে। এটাকে 127.0.0.1 করে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি ছাড়া অন্য কেউ অপারেট করতে পারবেনা। DestIP=ANY, এটা হচ্ছে কারা কারা শুনতে পারবে আপনার রেডিও। এটা ANY থাক। যদি প্রাইভেট রেডিও চালান, তাহলে শ্রোতাদের IP Address এইখানে বসাতে হবে। Yport=80, এটা যেমন আছে তাই থাকবে। NameLookups=0, এটার মূল কাজ হল শ্রোতাদের reverse DNS ম্যাপিং করা। এটা 0 অর্থাৎ OFF থাক। এর পরেই RelayPort and RelayServer দুটি অপশান পাবেন, এই দুটি আমাদের প্রয়োজন পড়বেনা, তবে বলে দিচ্ছি এইগুলি কিসের কাজে লাগতে পারে। যদি অন্য কোনো রেডিও সোর্স নিয়ে আপনি চালাতে চান, তাহলে সেই সার্ভারের আইপি এবং পোর্ট বসাতে হবে।
এবারে গুরুত্বপূর্ণ একটি অপশান, দেখবে এইরকম আছে ; AdminPassword=adminpass এই লাইনের সেমি কোলোন মুছে দিয়ে adminpass নিজের কিছু বসিয়ে দিন। এটা সার্ভার ব্রডকাস্ট পাসওয়ার্ড, এবং একই সাথে এটা HTTP ইন্টারফেস এক্সেস পাসওয়ার্ড। এর পরে একটি অপশান আছে ; ContentDir=./content - আপনি যদি ব্রডকাস্ট থামিয়ে দেন, তাহলে এই ডিরেক্টরী থেকে গান চলতে থাকবে। এইটা চাইলে enable করে দিন সেমি কোলোন মুছে দিয়ে। সেক্ষেত্রে "Content" নামের ডিরেক্টরীর ভিতরে কিছু গান লোড করে রাখবেন। এবারে আসছি, ; IntroFile=c:\intro%d.mp3, এইটা কি জানেন? আপনার রেডিওতে ওয়েলকাম মেসেজ এটা। নিজের মতো কিছু রেকর্ড করে রাখতে পারেন! শ্রোতারা এসে আগে এইটা শুনতে পাবেন।
আপনার রেডিওর কোনো নাম হতে হবে তো? এই অপশানে সেট করুন ; TitleFormat=Justin Radio: %s - ধরুন আমি করে দিলাম TitleFormat=Techtunes Radio Channel: %s
; BanFile=sc_serv.ban - এই সেটিং হচ্ছে যদি কাউকে ব্যান করতে চান, তাই আইপি বসিয়ে দেবেন এই নামের ফাইল বানিয়ে তার মধ্যে লিখে দেবেন। আবশ্যিক সেটিংস শেষ, বাকিগুলো নিজের পছন্দমতো সেট করলেও করতে পারেন, না করলেও অসুবিধা হবেনা। যেমন লগ ফাইল রাখতে চান কিনা, রিয়েলটাইম আপডেট চান কিনা। এই ফাইল সেভ করে দিন।
এবারে Start > Programs > SHOUTcast DNAS > SHOUTcast DNAS (GUI) প্রোগ্রাম চালিয়ে দিন। এবারে আমরা WinAmp প্লেয়ারে যাই। অপশান মেনু'তে প্রেফারেন্স দেখুন, সেখানে বাঁদিকের মেনু'তে DSP/Effect, এবারে ডানদিকে সিলেক্ট করে নিন Nullsoft SHOUTcast Source DSP, এইটাকে সিলেক্ট করে নিন। ছবি নিচে -
একটি নতুন ডায়লগ বক্স খুলে যাবে, সেটিকে বন্ধ করবেন না। প্লেয়ারে গান চালিয়ে দিন কয়েকটা। এবারে অন্য ডায়লগ বক্সে কিছু সেটিংস প্রয়োজন। প্রথমেই Encoder ট্যাবে যান, সেখানে Encoder type: MP3 Encoder সিলেক্ট করুন। তার নিচেই আছে Encoder settings, তালিকা থেকে সিলেক্ট করে নিন কতো বিটরেটে ব্রডকাস্ট করতে চান। আপনার স্পিড বুঝে মনো/স্টিরিও নেবেন। এবারে আসুন Output ট্যাবে। এখানে Output Configuration দেখুন, Address localhost, Port 8000, পাসওয়ার্ড দেবেন আপনার আগের ফাইলে যেটা লিখেছিলেন। এক্ষুনি কানেক্ট করবেন না। এর উপরেই দেখুন Yellowpages বোতাম আছে, সেখানে আপনার চ্যানেল নাম, URL এইসব লিখে দেবেন। Genre অংশ ফাঁকা রাখলে চলবেনা, কিছু লিখে দেবেন, ব্যাস, আপনার রেডিও তৈরী, এবারে CONNECT 🙂 ছবি নিচে দেখে নিন -
আপনার রেডিও শোনার লিঙ্ক হবে এইরকম:- http://আপনার.আইপি.এড্রেস:8000/listen.pls যেমন ধরুন http://74.220.215.58:8000/listen, pls
নিজের নিজের আইপি এড্রেস জেনে নিতে পারবেন যেকোনো একটি লিঙ্ক থেকে - ip2location.com, formyip.com, cmyip.com, whatismyip.com
যাদের আইপি এড্রেস বদলায় না, তারা সহজেই নিজের ওয়েব এড্রেস বানিয়ে নিতে পারেন রেডিওর জন্য। ডমেইন কন্ট্রোল প্যানেলে গিয়ে নতুন একটি A record তৈরী করে নেবেন, যেমন A value: radio, IP Address: আপনার.আইপি.এড্রেস তাহলেই radio.yourdomain.com জাতীয় একটি ওয়েব ঠিকানা পেয়ে যাবেন। সেক্ষেত্রে শ্রোতাদের ঠিকানা দেবেন এইভাবে http://radio.yourdomain.com:8000/listen.pls
ইন্টারনেট থেকে আপনার রেডিওর ওয়েবসাইট ঠিকানা - http://আপনার.আইপি.এড্রেস:8000 (এখানে 8000 হচ্ছে ডিফল্ট পোর্ট, যারা অন্য পোর্ট ব্যবহার করবেন তারা সেই পোর্ট নম্বর বসিয়ে নেবেন)
আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...
চরম একটা টিউন উপহার দিলেন রিয়াপু ……. তবে আমার যে ভয়েস, শ্রোতা সবাই পালাবে ……. তবে আমার মাথায় টেকটিউনস রেডিও নামে একটি প্ল্যাটফর্ম করার আশা জাগ্রত হয়েছে ………… কেউ আছে কি আমার সাথে কাজ করার মত?