টেকটিউনসের আরও একটি Brand New আয়োজন 'টেকটিউনস VIP'. দেশের আইটি ইন্ডাস্ট্রির রথি মহারথিরা সরাসরি টিউন করবে 'টেকটিউনস VIP' তে। এছাড়া 'টেকটিউনস VIP' নিয়ে সামনে আসছে আরও দারুন সব আয়োজন।
আজকে টেকটিউনস VIP তে টিউন করেছেন Bangladesh Association of Software & Information Services (BASIS) বেসিসের প্রেসিডেন্ট ও দেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ জব পোর্টাল ও Talent ডেটাবেস বিডিজবস http://www.bdjobs.com এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক (CEO) এ.কে.এম ফাহিম মাশরুর।
প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক (CEO) BDJobs Ltd.
প্রেসিডেন্ট Bangladesh Association of Software & Information Services (BASIS)
-
বাংলাদেশের ফ্রীলান্সার-দের জন্য সুসংবাদ ! দেশে দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে FREELANCER CONFERENCE। আগামী ৭ ডিসেম্বরবঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলন (ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২ ইভেন্টের অংশ হিসাবে)।
গত বছর ডিসেম্বরে অনুষ্ঠিত হয় প্রথম সম্মেলন। সেবার Odesk এর ভাইস প্রেসিডেন্ট ম্যাট কুপার এসেছিলেন ঢাকায়। বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টারে সেবার এক হাজারের বেশি ফ্রীলান্সার অংশগ্রহন করেছিল।
এবারও আসবে Odesk এর ভাইস প্রেসিডেন্ট ম্যাট কুপার (Matt Cooper) সেই সাথে আরও থাকবেন বিশ্বের অন্যতম বৃহৎ মার্কেটপ্লেস ফ্রিল্যান্স.কম freelance.com এর ভাইস প্রেসিডেন্ট ডেভিড হ্যারিসন (David Harrison), Elance (elance.com) এর ভাইস প্রেসিডেন্ট Kjetil J. Olsen, নাইটিনাইন ডিজাইনস 99designs.com এর COO (Chief Operating Officer) Jason sew Hoy. ওনারা সবাই নিজ নিজ Speech রাখবেন এই Freelancing Conference এ। তাই আপনার বুঝতেই পারছেন আগের বারের চেয়েও কত বৃহৎ পরিসরে আয়োজিত হচ্ছে এবার Freelancing Conference 2012 ।
BASIS এর আমন্ত্রনে বিশ্বের প্রথম সারির ৪ টি অনলাইন প্লাটফর্ম/সাইট -এর শীর্ষ কর্মকর্তারা ঢাকায় আসছে এই কনফারেন্স -এ অংশ নেবার জন্য ।
Freelance সম্মেলনে (৭ ডিসেম্বর) ৩টি পর্ব থাকছে। প্রথম পর্ব শুরু হবে সকাল ১০ টায় - এই পর্বে বক্তব্য দিবে odesk, freelancer, elance ও 99desings এর প্রতিনিধিরা I ২.৫ ঘন্টার এই পর্ব-এর মূল থিম -FREELANCING OUTSOURCING: FUTURE AHEAD। বক্তব্যের পরে হবে মুক্ত আলোচনা। এই পর্বটি সঞ্চালনে (মডারেট) থাকবে বেসিস এর সভাপতি ফাহিম মাশরুর।
দুপুরে (দুপুর ২ টায়) শুরু হবে " Know Your Marketplace" পর্ব I এই পর্বে ৩ টি (freelancer.com, elance.com এবং 99desings.com) তাদের অনলাইন প্লাটফর্ম সম্পর্কে পরিচিতি দেবে আলাদা আলাদা করে I এই পর্ব চলবে বিকেল ৫ টা পর্যন্ত।
শেষ পর্বটি শুরু হবে সন্ধা ৫.৩০ -এ। থিম - Freelancer to Entrepreneur। এতে বক্তব্য দিবে দেশের বেশ কজন সফল ফ্রীলান্সার যারা শুরু করেছিল ফ্রীলান্সার হিসাবে এবং এখন সফল ভাবে নিজেদের প্রতিষ্ঠান গড়ে তুলেছে এবং অনেক লোকের চাকরি দিয়েছে। এই পর্বটি সঞ্চালন করবে বেসিস -এর পরিচালক ও TechnoBD এর প্রধান ইমরুল কায়েস। এটি শেষ হবে সন্ধা ৭ টায়।
বাংলাদেশের ফ্রিল্যান্সারা মাতিয়েছে বিশ্ব। বিশ্বের ফ্রিল্যান্স মার্কেটপ্লেস গুলোতে তৈরি করেছে ভাল অবস্থান। দেশের ফ্রিল্যান্সাররা দেশের ফ্রিল্যান্সিংকে নিয়ে গিয়েছে অনেক দূর।
Freelancing Conference 2012 আয়োজনের Schedule ও আয়োজন সম্পর্কে আপনারা সকল তথ্য এখান থেকে http://www.digitalworld.org.bd/freelancer-conference/ জানতে পাবেন। ফ্রিল্যান্সার নিয়ে দেশের বৃহৎ এই আয়োজনে দেশের সকল নবীন, প্রবীণ, বর্তমান আর ভবিষ্যৎ সকল ফ্রিল্যান্সাররা আমন্ত্রিত।
Freelancing Conference 2012 সফল করার জন্য আপনাদের ফেসবুকে, টুইটার সহ অনন্য সকল কমিউনিটিতে এটি শেয়ার করুন।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
এ.কে.এম ফাহিম মাশরুর
President BASIS, Founder & CEO BDJobs Ltd.
Tweets by fahimmashroor
http://www.linkedin.com/in/fahimmashroor
আমি ফাহিম মাশরুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কোথায় অনুষ্ঠিত হবে ও কোথায় গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে? একটু বিস্তারিত বললে ভাল হয়। সাইটে পেলাম না। আর ফি কত দিতে হবে?
যেতে সরবোচ্চ চেস্টা করবো।
ধন্যবাদ।