মাসের শুরুতে “উইন্ডোজের মালিকের নাম পরিবর্তন করে ইনিংস শুরু করেন Md Rakibul Hassan। মাস জুড়ে আলোচনার শীর্ষে ছিলো হাসিবের ফ্রি এস.এম.এস পাঠানো। গুগল ওয়েভ ইনভাইটেশান দিতে এবং নিতে চেয়েও টিউন হয়েছে বেশ কয়েকটি। এ মাসের ৪ তারিখে টেকটিউনস লোডে অনেক সময় লাগে এরকম বিষয় নিয়ে টিউন করেন Abdullah Sayed। ৫ তারিখে চলুন উবুন্তুপুরে যাই (Setup Ubuntu in Virtual Box) টিউনের মাধ্যমে টেকটিউনসে আগমন ঘটে টিউনার ত্রিভুজের। প্রথম আলোর আইটি সাংবাদিককে নিয়ে একটি টিউন করেন টিউনার SID। পিচ্চি একটা আপডেটঃ টেকটিউসের হোম পেইজ এখন অটো রিফ্রেসিং ঘোষনা দেওয়া হয় অটো-রিফ্রেশিং টেকটিউনসের।
৮ ডিসেম্বর টেকটিউনসের অফিসিয়াল ঠিকানা ও এই সপ্তাহেই টিউনার বৈঠক ও কর্মশালা টিউনের মধ্যমে টেকটিউনস মশায় ঘোষনা দেন টিউনার বৈঠকের। ১ম টিউনার বৈঠক ২০০৯ (গুগল ম্যাপ আপডেট) এই শিরোনামে টেকটিউনসীয় একটি টিউন করেন টিউনার টেকটিউনস। যারা এই টিউনার মিট-আপে যেতে পারেননি তাদের জন্য টিউনারদের ৭ টি খুবই সাধারন ভুল – ১ম টিউনার মিটআপ থেকে ফিরে এবং আমরা টেকটিউনস অফিসে কি কি করলাম দেখেন – দেইখা দুধের স্বাদ ঘোলে মেটান (LAST UDATED ১৪ই ডিসেম্বর) টিউন দুটি করেন যথাক্রমে হাসিব এবং শাকিল আরেফিন। টেকটিউনসকে বিদায় জানিয়ে একটি অভিমানী টিউন এসেছে techtunes থেকে biday biday biday tintin vai।
বাংলা ব্লগ দিবস ও কমিউনিটি ব্লগগুলো শিরোনামে ব্লগ দিবস বিষয়ক প্রত্যাশা তুলে ধরেছেন টিউনার রনি পারভেজ। (কতবার পঠিত হয়েছে সেটা কিন্তু খেয়াল কৈরা )। টেকটিউনসের কাছে খোলা চিঠি : আমার কিছু প্রস্তাবনাএর মাধ্যমে আরিফ নিজামী কয়েকটি প্রস্তাব বিবেচনা করার জন্য অনুরোধ করেন টেকটিউনসকে। যেরকম টেকটিউনস চাই – একটি প্রত্যাশামূলক টিউন এবং কর্তৃপক্ষের কাছে কিছু অভিযোগ এই টিউনের মাধ্যমে কিছু প্রত্যাশা তুলে ধরা হয় কর্তৃপক্ষের কাছে।
এখন বিজ্ঞাপণ বিরতি। বিরতির পর থাকছে টপ-টিউনারদের খবর। সে পর্যন্ত ভাল থাকুন আমাদের সাথেই থাকুন।
————————বিজ্ঞাপণ বিরতি——————————–
-চাচা, ও চাচা এবারে কিন্তু আমারে প্রেম করাইয়্যা দিতেই হইবো।
-প্রেম করতে চাও? টেকটিউনসে যাও…………
-টেকটিউনস! টেকটিউনস কেন?
-প্রেম করতে (মেয়ে পটাতে) চাই প্রযুক্তি, আর প্রযুক্তি সম্পর্কে জানতে হলে চাই টেকটিউনস।
-চাচা তোমার এত বুদ্ধি! আমি এক্ষুনি টেকটিউনসে যাইতেসি ;P
——————————————————–
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি টেকটিউনস সংবাদে। টেকটিউনস টপ টিউনার লিস্টি নিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। দ্রুততার সাথে টিউন করে টপটিউনার লিস্টে স্থান করে নিয়েছেন রিয়া, ফাহিম রেজা, আরিফ নিজামী এবং রনি পারভেজ। এই মাসের সর্বোচ্চ টিউন (৩৮ টি) টিউনার রিয়ার (২৪ ডিসেম্বর দুপুর ১২ টা পর্যন্ত)। দ্রুততার সাথে এগিয়ে চলেছেন আরিফ নিজামী (২১ টি) এবং ফাহিম রেজাও (১৫ টি)। সে তুলনায় রনি পারভেজ কিছুটা শ্লথ ()।
টিউনার হাবিবুর ফিরোজ এই মাসে টিউনারদের হুমকি দেওয়া নিয়েই বেশি ব্যস্ত ছিলেন (আমার সাথে কেউ লাগলে তার কম্পিউটার আমি ভেঙ্গে চুরমার করে দিব এবং সাবধান! আপনার কম্পিউটারের অ্যাডাল্ট কনটেন্ট আমি বের করে ফেলবো!) টিউনার TareqMahbub ২৩ ডিসেম্বর ৩ টি টিউন করে টপটিউনার লিস্টে তার অবস্থান শক্ত করেন। টিউনার রাসেল আহমেদ পুরো মাস ব্যস্ত ছিলেন ফটোশপ নিয়ে (১৭ টি টিউনের ১৪ টিই ফটোশপ নিয়ে)।
মেহেদী আকরাম এ মাসে টিউন করেছেন ২ টি, এবং shohel islam ১০ টি এবং নভেম্বরে পোস্টশূন্য থাকা মো. আমিনুল ইসলাম সজীব ৩ টি। ফয়সল, মোহাম্মদ রকিবুল হায়দার ১ টি করে টিউন করে আবার ঘুম দিয়েছেন। টেকটিউনসের মৃতপ্রায় টিউনার মাইক্রোকাতার (সর্বশেষ টিউন ১০ জানুয়ারি, ২০০৯) এম.এইচ.মিথুনকে ((সর্বশেষ টিউন ১৮ জুলাই, ২০০৯) খুঁজে পাওয়া যায়নি এ মাসেও।
শাকিল আরেফিন টিউন করেছেন ১ টি, SID (সাবটাইটেল মামুন) ১০ টি, ক্যাপ্টেন হ্যাডিক ৩ টি, হাসিব ২১ টি, টিনটিন ৭ টি।
আপাতত এই ছিল আমাদের সর্বশেষ টেকটিউনস সংবাদ। পরবর্তী সংবাদ পাওয়া মাত্রই আমরা আপনাদের সামনে হাজির হব।
অফটপিক দৃষ্টি আকর্ষনঃ আরেকটা জিনিস মাথায় ঢুকছে না কোনমতেই। ইয়াসিন আরাফাত টিউন সংখ্যা 122 টিউন হওয়া সত্বেও টপ-টিউনার লিস্টে নাই। ঘটনা কি? বাগ না অন্য কোন ঝামেলা?
আমি রনি পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 1013 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নামঃ রনি পারভেজ ই-মেইলঃ ronyiuteeeএটyahoo.com ফেইসবুকঃ http://facebook.com/ronyiut ফেইসবুক পেজঃ http://facebook.com/ronyblog ব্লগঃ http://ronyiut.wordpress.com/
ভালো লাগল!!