সেই সময়টা এখন আর বেশি দূরে নয় যখন ওয়েবওয়্যার গুলোই আমাদের প্রধান হাতিয়ার হয়ে উঠবে। টেকটিউন্সে আজ পর্যন্ত কমবেশি বহু ওয়েবওয়্যার নিয়ে টিউন হয়েছে। আজ আবারও এসেছি আরেকটি ওয়েবওয়্যার নিয়ে। যা দিয়ে আপনি অনলাইনে বসেই প্রফেশনালদের মত ডায়াগ্রাম তৈরী করতে পারবেন।
হ্যাঁ, ক্রিয়েটলি হচ্ছে এমনি একটি অনলাইন ডায়াগ্রামিং এবং ডিজাইনিং টুল যাতে খেলার ছলে আপনি আপনার কাজে দিতে পারবেন প্রফেশনাল টাচ। এর সুন্দর ইন্টারফেস এবং ইজি কলাবরেশান সিস্টেম এই টুলটি কে করে তুলেছে আরো শক্তিশালী। এর “intelligently adapting” সিস্টেম আপনার যে কোন রকম ডায়াগ্রাম আকাকে আরো সহজ করে তুলবে।
খুবই ইন্টারএ্যাকটিভ যা সরাসরি আপনার ব্রাউজারেই চলবে। সেখানে বসেই কাজ সেরে নিতে পারবেন। ডাউনলেড এবং ইন্সটলেশানের বাড়তি কোন ঝামেলা ছাড়াই।
আশা করি টিউনারদের কাজে লাগবে।
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
অবশ্যই কাজে লাগবে.. অনেক ধন্যবাদ টিনটিন ভাই……………