এবার প্রফেশনালদের মত ডায়াগ্রাম করুন অনলাইনে

টিউন বিভাগ ওয়েবওয়্যার
প্রকাশিত
জোসস করেছেন

সেই সময়টা এখন আর বেশি দূরে নয় যখন ওয়েবওয়্যার গুলোই আমাদের প্রধান হাতিয়ার হয়ে উঠবে। টেকটিউন্সে আজ পর্যন্ত কমবেশি বহু ওয়েবওয়্যার নিয়ে টিউন হয়েছে। আজ আবারও এসেছি আরেকটি ওয়েবওয়্যার নিয়ে। যা দিয়ে আপনি অনলাইনে বসেই প্রফেশনালদের মত ডায়াগ্রাম তৈরী করতে পারবেন।

হ্যাঁ, ক্রিয়েটলি হচ্ছে এমনি একটি অনলাইন ডায়াগ্রামিং এবং ডিজাইনিং টুল যাতে খেলার ছলে আপনি আপনার কাজে দিতে পারবেন প্রফেশনাল টাচ। এর সুন্দর ইন্টারফেস এবং ইজি কলাবরেশান সিস্টেম এই টুলটি কে করে তুলেছে আরো শক্তিশালী। এর “intelligently adapting”  সিস্টেম আপনার যে কোন রকম ডায়াগ্রাম আকাকে আরো সহজ করে তুলবে।

Creately

খুবই ইন্টারএ্যাকটিভ যা সরাসরি আপনার ব্রাউজারেই চলবে। সেখানে বসেই কাজ সেরে নিতে পারবেন। ডাউনলেড এবং ইন্সটলেশানের বাড়তি কোন ঝামেলা ছাড়াই।

Creately-diagram

আশা করি টিউনারদের কাজে লাগবে।

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অবশ্যই কাজে লাগবে.. অনেক ধন্যবাদ টিনটিন ভাই……………

হুম

Level 0

অনেকদিন পর Techtunes এ ঢুকলাম… nice article bro. Tintin… এটাতো দেখি Visio এর মতই!!! জোস… হেব্বি জোস… 🙂 চালিয়ে যান…

আছি আছি আছি, টিনটিন বস চালাইয়া যান পিছেই আছি এবং পিছেই থাকব। অনেক ধন্যবাদ……………..

সামাজিকতার খাতিরে আমার প্রায়ই অসত্যকে মেনে নেই।

আর আমাদের এ সামাজিকতার মানসিকতার কারনেই আমাদের দেশে এখন অন্যায়ও গায়ে সয়া হয়ে গেছে।

আমি খুব ভয়ে আছি, কয়কদিন পর হয়ত অসত্য এবং অন্যায়ই হয়ে যাবে নিয়ম।

মামুন ভাই সুন্দর এবং শিক্ষনীয় মন্তব্যের জন্যে ধন্যবাদ।

হুম, ভুলের পুনরাবিত্তি আপনার কাছে আশা করি না তারেক ভাই, ভালো থাকবেন।

মামুন ভাইয়ের এই কমেন্টটা তো আগেই করা ছিল তাই এটা নিয়ে বিদ্রুপ মনোভাব নিয়ে কমেন্ট করার কি আছে? নিজে ভাল হলেই তো হয় অন্যের জন্য চিন্তা করে লাভ কি? নিজে ভাল হোন দেশ এমনিতেই এগিয়ে যাবে। আর একজন ভাল থাকলে বাকিরা যদি খারাপও থাকে তাহলে তাদের দলে থাকাটার বেটার মনে করি কেননা একা মরার চেয়ে সবাই একসাথে মরা ভাল।

হাসিব ভাই দুঃখিত আপনি আমার কথা বুঝতে পারেননি।

ভাই তোমাদের আর কিছু বলব না তোমরা সবাই ম্যাচিউরড তোমরা সবাই টেকটিউনের সম্পদ তোমরা যদি কাদা ছোড়াছুড়ি কর তাহলে কিভাবে হবে? নতুনরা কি শিখবে?

ফুয়াদের একটা গান আছে না খুব তুমি জিতছো এলা ক্ষ্যান্ত দাও এটা তোমাদের ডেডিকেট করলাম।

শাকিল ভাই ঠিক বলেছেন আমরা নতুন আমরা আপনাদের কাছ থেকে শিখব…

    Level 2

    Same to You………………………..

শাকিল ভাই ঠিক বলেছেন আমরা নতুন আমরা আপনাদের কাছ থেকে শিখব…

ধন্যবাদ ভাইয়া,কাজে লাগবে!

বস যেই টিউনেই ঝামেলা বেজেছিল সেই টিউনটি নির্বাচিত হতে দেখে সত্যিই খুব ভাল লাগছে। ধন্যবাদ বস

Level 0

সুন্দর টিউন। ভাল লাগলো।