অনেকদিন আগে উইন্ডোজ ভিসতার কয়েকটি থিম আপনাদের কাছে তুলে ধরেছিলাম যা আপনাদের অনেকেরই ভালো লেগেছে। এবার আরো চমৎকার সাততটি ডার্ক থিম আপনাদের কাছে তুলে ধরব। তবে আগের মত এবারও ইন্সটল করার আগে থিম ক্রিয়েটরের নির্দেশনা, কম্পাটিবিলিটি এবং অন্নান্য প্রাসঙ্গিক জিনিস দেথে নিতে ভূলবেন না।
আসুন তাহলে এবার থিমগুলো এক নজরে দেখে নেয়া যাক -
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
প্রযুক্তির এ যুগে মানুষের কমেছে আবেগ,কিন্তু বহু গুন বৃদ্ধি পেয়েছে বেগ । প্রযুক্তির এ যুগে প্রযুক্তিকে ও আপন করে পাওয়া যায তা এ ওয়েবসাইটে না আসলে বোঝাই যায না। আমি এ প্রথম এ ওয়েবসাইটে লিখছি এবং নিজেকে এ পরিবারের একজন মনে হচ্ছে।আসল কথায় আসি-ভিসতা থিম গুলো আসেলই নান্দনিক সহজ বাংলায় জোস কিন্তু এ থিম গুলো ব্যবহারে বিল্টিন গ্রাফিক্সের কনো সমস্যা হয় কি ?
৭ নং থিমটিতে বেশ গণ্ডোগোল মনে হচ্ছে। ব্যপারটি এরকম যে, এখানে থিমটি নেই; আছে শুধুমাত্র থিমের লে-আউট ইমেজ, এখন কী করা যায়?
বাকি থিমগুলোর জন্য টিনটিন ভাইকে ধন্যবাদ। আশাকরি ভবিষতে এরকম টিউন আরও পাবো, কী বলেন?