স্মার্ট শাটডাউন – একটি চমৎকার শাটডাউন ইউটিলিটি

টিউন বিভাগ ডাউনলোড
প্রকাশিত
জোসস করেছেন

আমরা অনেকেই হয়ত মনে করছি যে শাটডাউন ইউটিলিটির কি দরকার যোখানে আমরা এমনিতে ই শাট ডাউন দিতে পারি? হ্যাঁ, বলা যেতে পারে। তবে আমাদের কাজগুলোকে আরো গুছিয়ে আনার জন্যে এবং একই ইউটিলিটর সাহায্যে কয়েকটি কাজ করতে চাইলে, আমি আপনাদের এই টুলটি ব্যবহার করে দেখতে বলব।

স্মার্ট শাট্ডাউনের (Smart Shutdown) মাধ্যমে আপনি আপনার পিসি তে শাট্ডাউন, রিবুট, লক, টার্নঅফ, হাইবারনেট, ইন্টার নেট থেকে ডিসকানেকশান, স্ট্যান্ডবাই, আপনার নেটওয়ার্কে শাটডাউন এবং রিবুটিং করতে পারবেন (ম্যানুয়ালি অথবা অটোমেটিক্যালি)। এটি একটি শক্তিশালি এবং একই সাথে স্মার্ট একটি ইউটিলিটি যার শাট্ডাউনের জন্যে অনেকগুলো অপশন রয়েছে। সাধারণ শাট্ডাউন ইউটিলিটি সমূহের ফিচার চাড়াও এর আছে আরো কয়েকটি অতিরিক্ত ফিচার। যেমন - রিসাইকেলবিন খালি করা, ইনজেক্টিং রিমুভেবল মিডিয়া, ওয়ার্নিং ম্যাসেজ ডিসপ্লে করা।

screenshot.png

শাট্ডাউন/ রি স্টার্ট অপশন ছাড়া আরো আছে একটি রিমাইন্ডার অপশন। আপনি চাইলে এই টুলটিকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখতে পারেন যাতে করে যেন আপনার সেট আপ করা অপশন সমূহ কনো ভাবে চেজ্ঞ হবার সম্ভাবনা না থাকে। কিছু কিছু ক্ষেত্রে এর স্মার্ট শাট্ডাউন টেকনলজি আপনার কম্পিউটারকে অটোমেটিক্যালি শাট্ডাউন করতে পারে। আবার এর ইজি শাট্ডাউন টেকনোলজির মাধ্যমে আপনি চাইলে এক ক্লিকেও আপনার পিসি শাটডাউন করে দিতে পারেন। এর আরো একটি ভালো দিক হচ্ছে কমান্ড লাইন সাপর্টিং।

এর কয়েকটি ফিচার এক নজরে  -

  • Turn off, log off, reboot, lock, power off, hibernate, ইন্টারনেট/নেটওয়ার্ক থেকে ডিসকানেক্ট  এবং  স্ট্যান্ডবাই মোড।
  • নেটওয়ার্ক কম্পিউটারে শাট্ডাউন এবং রিবুটিং
  • রিমাইন্ডার ম্যাসেজ সেট  করা
  • অ্যাকশান সমূহের ম্যানুয়্যাল/অটো কন্ট্রোলিং
  • কাউন্টডাউন স্টপ এবং আবার থেকে স্টার্ট করানো
  • ওয়ান ক্লিক শাট্ডাউন এবং রিস্টার্ট
  • প্রতিদিনের শাটডাউন শিডিউলিং করা
  • শাট্ডাউন/রিবুটিং এর আগে ওয়ার্নিং ম্যাসেজ দেখানো।
  • শাট্ডাউনের আগে আপনার পছন্দের সাইন্ড ফাইল প্লে করা।
  • দ্রুত শাট্ডাউন প্রসেস ক্যান্সেলিং করা
  • রিসাইকেলবিন খালি করা
  • শুধু মাত্র সিস্টেম ট্রে থেকে সকল কিছু সম্পাটিত হওয়া
  • প্রত্যেক শাট্ডাউনে আপনার রিমুভেবল ড্রাউভকে অটো ইজেক্ট করে দেয়া।
  • পাসওয়ার্ড প্রটেক্টেট
  • সাইলেন্ট মোডে রান করানো
  • ইউন্ডোজ স্টার্ট মেনু তে শাট্ডাউন কে ডিজ্যাবল/এনাবল করা
  • কোন ইউজারে লগইন না করে ও এই প্রোগ্রামের ফিচারে কাজ করা

ডাউনলোড স্মার্টশাট্ডাউন

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস