ফটো ম্যানেজার 2008 – একটি অসাধারন ফটো ম্যানেজিং টুল

আপনার ফটো কালেকশানকে আরো সুন্দর এবং সহজভাবে ম্যানেজ করার জন্যে নতুন একটি ফ্রিওয়্যার হচ্ছে ফটো ম্যানেজার 200৮। এই টুলটির মাধ্যমে আপনি আপনার ডিজিটাল ফটোগুলোকে প্রিফিউ, অর্গানাইজ, এডিটিং এবং প্রিন্ট করতে পারবেন। এছাড়াও এই টুল আপনার কম্পিউটারের কোন ছবি খুঁজে বের করা এবং ডুপ্লিকেট ফাইল রিমুভ করার কাজ করে থাকে। এছাড়া এই টুলটির সাহাজ্যে আপনি আপনার ছবিগুলো তে কিওয়ার্ড, ক্যাপশন এবং রেটিং যুক্ত করতে পারবেন।

photomanager_pro_dbsearch_tags.jpg

এই টুলটি এবং উইন্ডোস এক্সপ্লোরার এর মধ্যে আপনি অনেক সাদৃশ্য খুঁজে পাবেন। টুলটির বাম পাশে আপনাকে আপনার কম্পিউটাররে হার্ড ড্রাইভ প্রদর্শন করবে। যখনি আপনি কোন নির্দিষ্ট ফোল্ডার সিলেক্ট করবেন সেই ফোল্ডারের ছবিগুলো সেন্টার প্যানেলে শো করবে। সেখান থেকে যে কোন একটি ছবিকে সিলেক্ট করা হলে তার একটি প্রিভিউ বাম দিকের নিচের কোনায় আপনি দেখতে পারবেন। আর এর ডানদিকের টাস্ক প্যানেলের মাধ্যমে আপনি চাইলে কোন ফটো এডিট এবং এর ফুল স্ক্রীন ভিউ স্লাইড শো আকারে দেখতে পারবেন।

photomanager.jpg

একটি ইমেজকে সিলেক্ট করে তার বেসিক কিছু এডিট করতে আপনাকে টপ প্যানেলের এডিট বাটন সিলেক্ট করতে হবে অথবা Images->Edit option বেছে নিতে হবে। এডিট উইন্ডো তে আপনি সতল বেসিক ফাংশান যেমন কালার, ব্রাইটনেস, নয়েজ রিডিউজ, স্মুথ এবং শার্পিং আপনি খুঁজে পাবেন।

photomanager_editor.jpg

আপনি চাইলে একটি এইচটিএমএল অ্যালবামও তৈরী করতে পারবেন। এই এইচটিএমএল অ্যালবাম বিভিন্ন থিম এবং অপশনের মাধ্যমে আপনি কাস্টমাইজ করতে পারবেন। যথাযথ ফরম্যাটিং এর পরে অ্যাপ্লিকেশান থেকেই প্রিন্ট থেকে একটি অপশন রয়েছে এই টুলটি তে। আর আপনি চাইলে ম্যানুয়্যালি আপনি একটি ফটো সাইজ সিলেক্ট করতে পারবেন।

এর আরো কয়েকটি ফিচার সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করলাম -

  • ব্রাউজ ফোল্ডার এবং ইমেজ প্রিভিউ।
  • কাস্টমাইজ ফরম্যাটে ইমেজ প্রিন্ট করা।
  • ইমেজ এডিটিং।
  • কিওয়ার্ড অ্যাসাইন, রেটিং এবং ক্যাপশান যুক্ত করা।
  • নেটওয়ার্ক ডিস্ক এবং নেটওয়ার্ক ড্রাইভে ইমেজ সার্চিং।
  • ডুপ্লিকেট ইমেজ সার্চিং
  • ফটো ম্যানেজিং
  • নির্বাচিত ফটোর ব্যাপারে ডিটেইল ইনফরমেশন দেখানো (EXIF প্রোপার্টি এবং ম্যানুফ্যাকচারের নোট সহ)
  • এই টুলটি তার RAW প্লাগইনের সাহায্যে RAW ফরম্যাটের ফটো ক্রিয়েট করতে পারে।
  • প্লাগইন সাপর্টিং।

ডাউনলোড ফটোম্যানেজার

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর তেব আরো িডেটইলস হেল ভাল হয়।
ধন্যবাদ

Level 0

Thanks Tintin Bhai for this excelent tune. I face problems for manage my image from long days. I didn’t know that there is software available for manage image. Thanks again.

Free Online Computer Training
Visite: http://lyndabd.blogspot.com

Level 0

ভাই সফটওয়্যারটি নির্বাচিত হয়েছে। তাই ভালো মনে করেই ডাউনলোড দিলাম।
কিন্তু Picasa কি এই ধরনের কাজের জন্য বেস্ট নয় কি?

দুঃসাহসী টিনটিন ভাই, ধন্যবাদ আপনাকে চমৎকার একটি সফ্ট এর সন্ধান দেওয়ার জন্য।