৬টি ওয়েব বেসড্ ইমেজ এডিটর – আপনি হয়ত জানেনও না

আমার মনে হয় সেই দিন আর বেশি দুরে না যখন বেশিরভাগ মানুষই ওয়েব বেসড্ অ্যাপ্লিকেশনের (Web Based Application) ফ্যান হয়ে পরবে। ওয়েব বেসড্ অ্যাপ্লিকেশনের সবচেয়ে বড় সুবিধা হল আপনি যে কোন পিসি থেকে রান করতে পারবেন (সাধারনত ব্রাউজারে)। আর বেশিরভাগ ক্ষেত্রে আপনি আপনার কাজ অনলাইনেও সেভ করতে পারবেন। এড়াতে পারবেন ডেস্কটপ বেসড্ অ্যাপ্লিকেশানের ইন্সটল করার মত ঝামেলাকে এড়াতে পারবেন এবং আবার ওয়েব সার্ভিসের সাথেও ইন্টারকানেক্টেড থাকতে পারবেন। নিচে আপনাদের কাছে কয়েকটি জনপ্রিয় ইমেজ এডিটর কে তুলে ধরালাম -

পিক্সএলআর

06-01_pixlr.jpg

এটি খুবই জনপ্রিয় ফ্ল্যাশবেসড্ ইমেজ এডিটর যার জিআইইউ অনেকটা অ্যাডোবির ফটোশপের মতই। Pixlr API যার ডেভেলপিং এখনও চলছে, এর মাধ্যমে আপনার ব্লগের, ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশানের সাথে পিক্সএলআরের এর একটি ইন্টারকানেকশান তৈরী করতে পারবেন। এর স্মার্ট ওয়্যান্ড টুলের সাহায্যে আপনি সহজেই সদৃশ্যমান এবং বৈশাদৃশ্যমান পিক্সেলকে অটোম্যাটিকালি সিলেক্ট করতে পারবেন (ঠিক ফটোশপের ম্যাজিক ওয়্যান্ড টুলের মত)।

স্প্ল্যাশআপ

splashu.png

এটি একটি ফচার প্যাকড্ অনলাইন ইমেজ এডিটর যা পপুলার ফটো শেয়ারিং সার্ভিস ফ্লিকার, পিকাসা এবং ফেসবুকের সাথে ইন্টিগ্রেটেড। এবং আপনি চাইলে রিমোটলি আপনার ফটোগুলোতে অ্যাক্সেস করতে পারবেন। স্প্ল্যাশআপের কয়েকটি কুল ফিচার হল এর ব্লেন্ডিং মোডের লেয়ার, আপনার ওয়েব ক্যাম থেকে ইমেজ ক্যাপচার করা এবং বিভিন্ন ভ্যারাইটির ফিল্টার এবং লেয়ার ইফেক্ট।

ফোনিক্স

06-03_pheonix.png

অ্যাভিয়ারির ফোনিক্স একটি শক্তিশালী ওয়েব বেসড্ ইমেজ এডিটর যা আসলেই চ্যালেজ্ঞ করতে পারে আপনার ডেস্কটপ বেসড্ ইমেজ এডিটরগুলোকে। ফোনিক্সে অ্যাক্সেস পেতে হলে আপনাকে প্রথমেই সাইনআপ করতে হবে। একবার সাইনআপ হয়ে গেলে আপনি অ্যাভিয়ারির অন্নান্য টুল যেমন - peacock (ভিজুয়্যাল ল্যাবরেটরি) toucan (কালার এবং সোয়াচিং টুল)। আপনি চাইলে এক নজরে এর কিছু টিউটোরিয়ালও দেখতে পারেন।

pixer.us

06-04_pixelus.png

আপনি যদি সিম্পল কোন ওয়েব বেসড্ ইমেজ এডটিং টুলের সন্ধানে থেকে থাকেন তাহলে এই টুলটি আপনার জন্যে সুইটেবল হতে পারে। এর ইন্টারফসটি খুবই সিম্পল এবং এতে আছে ইউজফুল ফটো এডিটিং ফিচার যেমন - ক্রপিং, রিসাইজিং এবং রোটেটিং। এর আরো আছে কালার অ্যাডজাস্টমেন্ট অপশন  - স্যাচিউরেশন, ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট অ্যাডজাষ্টমেন্ট। আপনি চাইলে আপনার কাজ PNG, JPG, GIF, অথবা BMP ফরম্যাটে সেভ করতে পারবেন।

ফটোফ্লেক্সার

06-05_fotoflexer.png

ফটোফ্লেক্সার এর ফিচারের ছড়াছড়ি থাকলেও এটা ব্যবহার করা কিন্তু খুবই সিম্পল। আপনি চাইলে ফটোফ্লেক্সার এর ডেমো পজেটি দেখতে পারেন। এতে আপনি ইন্সট্যান্টলি কিছুটা হলেও এই টুলের ব্যাপারে অনেকটা আইডিয়া পাবেন। এতেও আপনি পাচ্ছেন সকল কমন ফটো এডিটিং ফিচার। এটিও ফ্লিকার, পিকাসা, ফটোবাকেট, ফেসবুক, মাইস্পেস এর সাথেও ইন্টিগ্রটেড।

স্যুমো পেইন্ট

06-06_sumopaint.jpg

এটি আপনাকে ইমেজ ক্রিয়েট এবং এডিটিং এর এনভাইরোমেন্ট করে দিয়েছে। ইউনিক শেপ ড্র করার জন্যে আছে এর শেপ ড্রয়িং টুল। হাই কোয়ালিটির ব্রাশের সেট, স্কেল সেট করার জন্যে ট্রান্সফর্ম টুল এবং আরো কয়েকটি ফিচার।
আশা করি আপনাদের ভালো লাগবে।

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

হুম ,এই রকম অনলাইনে সব পাওয়া গেলে তো আরতো পয়সা দিয়ে কোন সফট কিনতে হবে না।

Pixlr টা দারুন। পুরো ফটোশপ ক্লোন। আর পুরোটাই জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। লোডিং টাইম ও বেশ কম।

সব কিছুই ঠিক আছে কিন্তু আসল জিনিস ঠিক নাই সেটা হল ইন্টারনেট স্পীড।ইন্টারনেট স্পীড টা বেশি হলে সত্যিই মানুষ(Web Based Application)
এর ফ্যান হয়ে যাবে।ধন্যবাদ সবাইকে।

ফটোফ্লেক্সের টা ভালো লাগল

Pixlr টা দারুন। অনেক দিন ধরে ব্যবহার করছি।নেট স্পীড কম হলে সমস্যা দেখা দেয়।

Level 0

ভাল লিখেছেন।

sumopaint কিভাবে ব্যবহার করবো জানালে খুশি হতাম

ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে। ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd
.
এপটি ডাউনলোড করে দয়াকরে একটি হলেও এড পোস্ট করুন। অনেক খুশি হব। আগাম ধন্যবাদ…