টিউন্টারভিউঃ শামীম আহসান, প্রতিষ্ঠাতা পরিচালক, এখনই ডট কম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বেসিস

টিউন্টারভিউ গেস্ট: শামীম আহসান, প্রতিষ্ঠাতা পরিচালক, এখনই ডট কম এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বেসিস
টিউন্টারভিউ হোস্ট: আরিফ নিজামী
সময়: ১৯ জুলাই, ২০১২ । বৃহস্পতিবার । দুপুর সাড়ে তিনটা ।
স্থান: এখনই ডট কম অফিস, গুলশান - ১ । ঢাকা ।
ব্যাপ্তি: প্রায় ৪৮ মিনিট ।

দেশে ডেইলি ডিল সবার মধ্যে জনপ্রিয় করার মাঝে যে সাইটটির অবদান কেউই অস্বীকার করতে পারবে না সেটি হলো এখনই ডট কম www.akhoni.com। অবশ্য আজকের টিউন্টারভিউ গেস্ট শামীম আহসান-এর পরিচিতি শুধু এখনই ডট কমের http://www.akhoni.com প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবেই নয়, তার বড় এক পরিচয় প্রযুক্তি সংগঠক হিসেবে । বেসিসের (BASIS) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনরত এই উদ্দ্যোক্তার কথা শুনব আজ ।

টেকটিউনস: প্রথমেই আপনার নিজের সম্পর্কে আমাদের পাঠকদের কিছু বলুন ।
শামীম আহসান: আমার স্কুল ছিল গভর্ণমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল এবং কলেজ ছিল নটরডেম । গ্র্যাজুয়েশন করি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ওকলোহোমা (University of Central Oklahoma) থেকে । আমার বাবা ব্যবসায়ী ছিলেন, এখন রিটায়ার্ড করেছেন । আমরা দুই ভাই এক বোন । আমার ভাইও ব্যবসা করছেন । আমার বোন CEMEX এর এশিয়ার ডিরেক্টর । আমার স্ত্রী সৈয়দা কামরুন আহমেদ, সাউথইষ্ট ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম পড়ান ।

আমি একজন উদ্দোক্তা । সেই সাথে বেসিসের বর্তমান কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছি । ২০০৮-০৯ সালে বেসিসের ভাইস প্রেসিডেন্ট ছিলাম । বর্তমানে এফবিসিসিআইয়ের ডিজিটাইজেশন কমিটির কো-চেয়ারম্যান । এছাড়া প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সেও আছি ।

টেকটিউনস: আপনার প্রযুক্তি উদ্দ্যোক্তা হবার গল্পটা শুনতে চাই ।
শামীম আহসান ১৯৯৭-৯৮ এর দিকে আমার বাবা আমাকে এনকারেজ করে যে দেশের গার্মেন্টস সেক্টরের মতো করে প্রযুক্তিখাতও ভবিষ্যতে এগিয়ে থাকবে । তারপর সিদ্ধান্ত নিলাম যে প্রযুক্তি উদ্দ্যোক্তা হবো এবং এই বিষয়ে আগে উন্নত বিশ্বের কোন দেশ থেকে উচ্চশিক্ষা নেবো ।

তখন আমি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ওকলোহোমা থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে গ্র্যাজুয়েশন করি । তারপর ওখানে AT&T এবং সুপ্রীম কোর্ট অফ সেন্ট্রাল ওকলোহোমা এর আইটি ডিপার্মেন্টে কাজ করি । সেসব কোম্পানি কিভাবে কাজ করে তার অভিজ্ঞতা অর্জন করি । কয়েকবছর পর দেশে চলে আসি ।

আমার প্রথম কোম্পানি ছিল ই-জেনারেশন eGeneration। তারপর বেন্চমার্ক ই-জেনারেশন Benchmark-eGeneration নামে কোম্পানি করেছি । এটা মূলত আউটসোর্সিং ও লোকাল কনটেন্ট নিয়ে কাজ করে ।

টেকটিউনস: এখনি ডট কমের http://www.akhoni.com শুরু হয় কিভাবে ?
শামীম আহসান: অক্টোবার ২০১০ থেকে আমরা এখনি ডট কমের http://www.akhoni.com প্রাথমিক কাজ শুরু করি । এখনি ডট কমে http://www.akhoni.com আমার আরেকজন পার্টনার আছে । উনি ইমরান খান । উনি বিশ্ববিখ্যাত ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কোম্পানি জে.পি মরগানের সবচেয়ে কম বয়সী ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছিলেন । তিনি কোম্পানির হেড অফ ইন্টারনেট ইনভেস্টমেন্ট-ও ছিলেন। সে হিসেবে তিনি গুগলকে স্টক মার্কেটে নিয়ে এসেছিল । এরপর তিনি ক্রেডিট সুইস ব্যাংকে যোগ দেন এবং সম্প্রতি গ্রুপঅনের http://www.groupon.com/ আইপিও ছাড়ার বিষয়ে কাজ করেছেন।

অক্টোবার ২০১০-তে আমার সাথে উনার দেখা হয় । উনিও দেশের জন্য কিছু করতে চাচ্ছিলেন । আমিও দেশের বেশ কিছুবছর ধরে আইটিখাতের সাথে জড়িত ছিলাম । তখন আমরা সিদ্বান্ত নিলাম যে একসাথে কিছু একটা করব । যেহেতু দেশের মানুষের বিনোদনের সুবিধা কম এবং ট্রাফিক এই দেশে বড় একটা সমস্যা তাই আমরা এমন এটা পোর্টাল বানাব যেখানে মানুষ শপিং করতে পারবে, ডিসকাউন্টে ভিন্ন রেস্টুরেন্টের সুবিধা পাবে ইত্যাদি । আমরা দুই ঘন্টার একটা ডিনারে গেলাম । এই স্বীদ্বান্তগুলো তখনই নিলাম । তারপর আমি দেশে চলে আসলাম । তিনমাসের রিসার্চ করলাম, বিজনেস প্লান তৈরী করলাম । আমাদের পরিকল্পনা ছিল যে দুইবছরও যদি রেভিনিউ না আসে তাহলেও যাতে কোম্পানি টিকে থাকে থাকে এমন একটা বিজনেস প্ল্যান করলাম । কিন্তু সৌভাগ্যবশত যেদিন আমরা সাইট লঞ্চ করি সেদিন থেকেই গ্রাহক আমাদের প্রোডাক্ট কেনা শুরু করে এবং রেভিনিউ আসতে থাকে ।

২০১১ সালের জানুয়ারী ১ তারিখে আমরা কোম্পানির কার্যক্রম শুরু করলাম । মে ১৯ তারিখে আমরা আমাদের ব্র্যান্ডটা এবং ওয়েবসাইটটা চালু করলাম । জুনের ১ তারিখে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিয়ার রহমান রূপসী বাংলা হোটেলে আমাদের ওয়েবসাইটটা অফিসিয়ালী লঞ্চ করলেন ।

টেকটিউনস: এখনি ডট কমের http://www.akhoni.com নামকরণের কারণ কি ছিল ?
শামীম আহসান: এখনি ডট কমের http://www.akhoni.com নামকরণর পিছনে দুটি কারণ ছিল । এক. যার যখন যে সার্ভিস দরকার তা তারা এখনই পেতে পারে । কোন অপেক্ষা করতে হবে না । যার যখন ইচ্ছা সে তখনই কোন সেবা বা পণ্য কিনতে পারে । দুই. দেশের মানুষ ডিজিটাল বাংলাদেশ চায় কিন্তু তার জন্য ২০২১ পর্যন্ত অপেক্ষা করতে চায় না । সেই সেবাগুলো তারা এখনই পেতে চায় । আমাদেরও লক্ষ্য তাদের সেবাগুলো প্রদান করা।

টেকটিউনস: এখনি ডট কমের http://www.akhoni.com বর্তমান পরিস্থিতি কেমন ?
শামীম আহসান: আমাদের কোম্পানির মোটামুটি এক বছর হলো । এর মধ্যেই আমাদের ফেসবুক ফ্যান পেজে ১ লাখ ১০ হাজারের উপর ফ্যান আছে । এছাড়াও আমাদের ওয়েবসাইটে রেজিস্টার্ড ইউজারর সংখ্যাও বেশ বড় । এলেক্সা র‌্যাংকিয়ে আমরা দেশের ডিল সাইটগুলোর মাঝে এক নম্বরে আছি । আমাদের এখানে ইলেকট্রনিকস প্রোডাক্ট আছে, ফ্যাশন রিলেটেড প্রডাক্ট আছে । এছাড়া বিভিন্ন হোটেলের বেস্ট ডিসকাউন্টগুলো এখনিতে http://www.akhoni.com পাওয়া যায় ।

প্রতিদিন অসংখ্য গ্রাহকরা আমাদের ওয়েবসাইটে আসছে, কেনাকাটা করছে । ক্রেডিট দিয়ে পারচেজ হচ্ছে, বিকাশের মাধ্যমে হচ্ছে । সারা বাংলাদেশে ৬৪ জেলায় আমাদের ডেলিভারি সিস্টেম আছে । বিদেশ থেকেও গ্রাহকরা পণ্য কিনে তাদের পরিচিত উপহার দিচ্ছে । সামনেই আমরা ত্রিশটা দেশে পণ্য ডেলিভারী শুরু করব । এছাড়া ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন চলছে এবং বইও পাওয়া যাচ্ছে । সামনে আরো বেশী সংখ্যক বই পাওয়া যাবে ।

http://akhoni.com/dhaka/humayun-ahmed-books-402

টেকটিউনস: এখনি ডট কমে http://www.akhoni.com প্রোডাক্টগুলোর মান কিভাবে নিয়ন্ত্রণ করা হয় ?
শামীম আহসান: আমরা নিজেরা কোন পণ্য উৎপাদন করি না । কোন না কোন মার্চেন্টের পণ্য বা সেবা গ্রাহকদের কাছে পৌছে দেই । আমাদের একটা কোয়ালিটি এশিউরেনস টিম আছে । যারা প্রোডাক্টের মান নিয়ে কাজ করে । আমরা খুব সর্তকভাবে মার্চেন্ট বাছাই করি তারপরও যদি কেউ পণ্য নিয়ে অসন্তুষ্ট থাকে তাহলে মূল্য ফেরতের সুযোগ আছে । কাস্টমারকে খুশি করার জন্য আমরা সবসময় সচেষ্ট থাকি।

টেকটিউনস: যারা উদ্দোক্তা হতে চান তাদের জন্য আপনি কি কি পরামর্শ দিবেন ?
শামীম আহসান: আমি বলব যে কোন বিষয়ে ব্যবসা শুরু করতে চাইলে তাকে সেই বিষয়ে অনেক জ্ঞান অর্জন করা উচিত । সে বিষয়ে যারা ব্যবসায় সেরা অবস্থানে আছে তাদের সাথে আলাপ আলোচনা করা উচিত । যারা কোন ক্ষেত্রে সফল থাকে তারা কিন্তু অন্যদের সাহায্য করতে দ্বিধা করে না । নিজ ক্ষেত্রের এমন মানুষগুলোকে খুজে বের করে তাদের সাথে নিজ উদ্দ্যোগে যোগাযোগ করতে হবে, সাহায্য চাইতে হবে । তাছাড়া নিজ ইউনিভার্সিটির শিক্ষকদের নিজ কোম্পানির উপদেষ্টা করা যেতে পারে । ইউনিভার্সিটির শিক্ষকরা কিন্তু টাকা বা অন্য কিছুর লোভে কাজ করবেন না । তারা আসবেন আপনাকেই সাহায্য করতে । যেমন আমার শিক্ষক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের ডিন প্রফেসর সোহোটরা আমার কোম্পানিগুলোর ব্যাপারে আমাকে বিভিন্ন সময় পরামর্শ দেন । সেইসাথে বেসিসের প্রাক্তন প্রেসিডেন্টরা বা আইটিাতর উদ্দোক্তরা তারও কিন্তু অনেক সাহায্য করে ।

তারপর, খুব ভালো একটা টিম গঠন করতে হবে । পৃথিবীর বড় বড় সফল যত কোম্পানি বলেন গুগল, ফেসবুক বা মাইক্রোসফট ওগুলো কিন্তু কেউ একা তৈরী নাই । সবগুলোর পিছনেই কমপক্ষে দুজন বা তারও বেশীজনের টিম ছিল । আমার বন্ধু যাদের সথে আমার কাজ করতে সুবিধা হয় এমন টিমমেট থেকে যারা বিভিন্নক্ষেত্রে ভালো তাদের নিয়ে কাজ করতে হবে ।

তারপর অনেক রিসার্চ করতে হবে এবং খুব ভালো একটা বিজনেস প্ল্যান তৈরী করতে হবে । বিজনেস প্ল্যান তৈরীতেই ৫-৬ মাস সময় দিলে কিন্তু বাকি কাজ অনেক সহজ হয়ে যায় । সেই সাথে ফাইনেন্সিয়াল প্ল্যান করা দরকার । আমরা অনেক সময় ফাইনেন্সিয়াল প্ল্যানই তৈরী করি না বা করলেও লাভকে অনেক বেশী আর খরচকে অনেক কম ধরি । এই জায়গাগুলোয় অনেক কাজ করতে হবে ।

টেকটিউনস: আপনি একজন উদ্দ্যোক্তা, আপনার মতে দেশের সরকার কতটুকু প্রযুক্তি বা ব্যবসাবান্ধব ?
শামীম আহসান: সরকারের টপলেভেলের ইচ্ছা আছে। আমাদের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর তারা কিন্তু আইটি নিয়ে ভাবেন । আমাদের সমস্যা হচ্ছে উপরের লেভেলে অনেক সময়ই অনেক ভালো কিছু পরিকল্পনা থাকে কিন্তু তা পরে নিচের দিকে এসে আমলাতান্ত্রিক জটিলতায় আটকে যায় । আমাদেরও শুধু সরকারের উপর নির্ভরশীল হওয়া উচিত না । সরকারের অনেক সীমাবদ্ধতা থাকে। বেসিসের মতো সংগঠন বা অভিজ্ঞ ব্যক্তিদের এগিয়ে আসা উচিত।

টেকটিউনস: এখনি ডট কমের http://www.akhoni.com এই পর্যন্ত চলার পথে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন বা হচ্ছেন ?
শামীম আহসান: আমরা যেহেতু দেশের প্রথম ডিল সাইট তাই আমরা অনেক সমস্যার মুখোমুখি হয়েছি । আমাদের পরে যারা আসছে বা আসবে তাদের কিন্তু সরকম অনেক সমস্যারই আর মুখোমুখি হতে হবে না । আমাদের বড় সমস্যা ছিল ক্রেডিটকার্ডে লেনদেন । আমরা দেশে প্রথম "পেমেন্ট অন ডেলিভারি" চালু করি । এখনও ক্রেডিটকার্ডের ট্রান্সজেকশন ফি অনেক উচ্চ । তারপর প্রথমদিকে ভ্যাট অনেক বেশী ছিল । আমরা সরকারের সাথে আলোচনার মাধ্যমে তা কমিয়ে আনি । কিন্তু ই-কর্মাসের প্রসারের স্বার্থে এটা শূন্য শতাংশ করে দেয়া উচিত । আমাদের ক্রেডিট কার্ডগুলোয় ইন্টারনেট ব্যাংকিং ডিফল্টভাবে বন্ধ থাকে সেটা আবার ফোন করে অন করতে হয় । এটা একটা সমস্যা । গ্রাহক মনে করে এটা বুঝি সাইটের সমস্যা । অনেকেরই আবার বিশ্বাসযোগ্য নিয়ে কনফিউশনে ভোগে । আমরা কিন্তু ক্রেডিট কার্ডের কোন ডেটা স্টোর রাখি না । ট্রানজেকশন হয় সব ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে । ইন্টারনেট একটা বড় বাধা । এখনো ইন্টারনেট অনেক কম মানুষ ব্যবহার করে । ইন্টারনেটের মূল্য কমানো উচিত ।

টেকটিউনস: আপনি সদ্য বেসিস (BASIS) নিবার্চনে জোষ্ঠ্য সহ-সভাপতি নিবার্চিত হয়েছেন, সে জন্য অসংখ্য শুভেচ্ছা । বেসিসের মাধ্যমে আপনাদের কি কি করার পরিকল্পনা আছে ?
শামীম আহসান: ধন্যবাদ । আপনারা জানেন পেপাল নিয়ে বেসিস কাজ করছে । ইতিমধ্যে বেসিসের বর্তমান প্রেসিডেন্ট ফাহিম মাশরুর যুক্তরাষ্ট্রে পেপাল অফিসে গিয়ে আলোচনা করেছেন । পেপালের কমর্কতারাও বাংলাদেশ সফর করে গেছেন । পলিসি গত সব সমস্যা সমাধান করা হয়েছে ।

আমরা চাই আমাদের ফ্রিল্যান্সাররা এই সুবিধাটা পাক । তারা আরো ভালোভাবে আরো সুযোগ সুবিধা নিয়ে ফ্রিল্যান্সিং করুক । যারা আইটি উদ্দোক্তা আছেন তাদের জন্য আমরা যাতে ইনকিউবেটর তৈরী করতে পারি, সাপোর্ট হাব করতে পারি, যে কোনভাবে পরামর্শ দিয়ে সাহায্য করতে পারি সেই পরিকল্পনা আছে । বেসিস (BASIS) ইনস্টিটিউটকে অনেক দূর নিয়ে যাবার ইচ্ছে আছে । যাতে আমরা "ইন্ডাস্ট্রি রেডি" জনশক্তি তৈরী করতে পারি । তাছাড়া আইটি উদ্দোক্তাদের ফাইনেন্সিংয়ে সাহায্য করতে চাই । এছাড়া সরকারকে বিভিন্ন পলিসি তৈরীতে সহযোগিতাও করতে চাই ।

টেকটিউনস: আপনি অনেক সংগঠনের সাথে জড়িত, দুটি কোম্পানি চালাচ্ছেন । এত কিছু কিভাবে ম্যানেজ করেন ? নতুনদের কি পরামর্শ দিবেন ?
শামীম আহসান: এই যেমন মাহাথির মোহাম্মাদ, নেলসন মেন্ডেলা, বারাক ওবামা বা পৃথিবীতে যারাই অনেক সফল হয়েছেন সবারই কিন্তু দিনে ২৪ ঘন্টা, সপ্তাহে ৭দিনই । তাহলে তারা কিভাবে এত সফল ? কারণ তারা প্রাইওরিটি জানে, তাদের নির্দিষ্ট বিষয়ে ফোকাস ছিল । আমাদেরও বিভিন্ন বিষয় থেকে একটা প্রাইওরিটি বিষয়ে ফোকাস করতে হবে । একটা বিষয়কে ফোকাস করে পরিকল্পনা করতে হবে এবং সেই অনুযায়ী এগিয়ে যেতে হবে ।

টেকটিউনস: আজ থেকে ১০ বছর পর আপনি নিজের ক্যারিয়ার ও দেশের আইটিখাতকে কোথায় দেখতে চান ?
শামীম আহসান: ১০ বছর পর আমি বাংলাদেশকে বিশ্বের সেরা দশটি আইটিসমৃদ্ধ দেশের মাঝে দেখতে চাই। যাতে বাংলাদেশ একটি আইটি সুপার পাওয়ার হয় । দেশে সব সেবা যাতে প্রযুক্তির মাধ্যমে পাওয়া যায় । আর নিজে যেমন এই প্রযুক্তি বিপ্লবে একজন আইটি কর্মী হিসেবে কাজ করে যেতে পারি। যেন দেশের উন্নয়নে অবদান রাখতে পারি।

টেকটিউনস: টেকটিউনস সম্পর্কে আপনার মূল্যায়ন কি ?
শামীম আহসান: আমি মনে করি টেকটিউনস http://www.techtunes.io একটা অসাধারণ ও ইন্টারেসটিং সোসিয়াল প্লাটফরম । টেকটিউনস যেভাবে সবার কাছে পৌছে গিয়েছে তা চমৎকার । টেকটিউনসের যারা পাঠক তাদের আমি রেসপেক্ট করি কারণ তারা আইটিকে ভালোবাসে, এইখাতে অবদান রাখতে চায় । যারা টেকটিউনসে নিয়মিত পড়ছে লিখছে তারাই কিন্তু আমাদের ভবিষ্যত । তাদের সাথে আমরা একসাথে কাজ করতে চাই যাতে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি । টেকটিউনসের সাথে যারা জড়িত আছেন সবাইকে শুভেচ্ছা ।

টেকটিউনস: আমাদের সময় দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।
শামীম আহসান: টেকটিউনসকেও ধন্যবাদ।

-


-

আপনি আর কাকে চান টেকটিউনস টিউন্টারভিউ গেস্ট হিসেবে?

আপনি আর কাকে চান টেকটিউনস টিউন্টারভিউ গেস্ট হিসেবে? আমাদের জানান আপনার ইচ্ছার কথা। অথবা আপনি যদি মনে করে আপনার আশে পাশেই আছে সে ব্যক্তিত্ব আমাদের জানান টিউমেন্ট করে। টেকটিউনস টিউন্টারভিউ হোস্ট আপনার পছন্দের টিউন্টারভিউ গেস্টেকে তুলে ধরবে তাঁদের সাফল্যের কথা আর তাঁদের প্রণোদিত জীবনের কথা।

মেতে থাকুন দেশের #১ নম্বর সোসিয়াল নেটওয়ার্ক - টেকটিউনসের সাথে

জানুন টেকটিউনসকে

যুক্ত হোন টেকটিউনসের সোসিয়াল অলিগলিতে। সাপোর্ট করুন আর প্রমোট করুন টেকটিউনসকে।

টেকটিউনসের সাথে আরও নিবিড় ভাবে যুক্ত হতে এবং রিয়েলটাইম আপডেট পেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা টেকটিউনসের সোসিয়াল অলিগলিতে যুক্ত হোন এখনই।

শুধু নিজে নয় আপনার বন্ধু-বান্ধব, পরিজন আর সবাইকে নিয়ে আসুন এই প্রযুক্তি বলয়ে।

নিয়মিত অংশগ্রহণ নিন টেকটিউনসের রিয়েল কমিউনিটিতে

টেকটিউনস দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় প্রযুক্তির সোসিয়াল মিডিয়া হলেও এটি শুধু মাত্র ভার্চুয়াল জগতেই সীমাবদ্ধ নয় দেশের বিভিন্ন জেলায় নিয়মিত ভাবে টেকটিউনসের বিভিন্ন মিটআপ আর টেকটিউনসের টপটিউনারদের নিয়ে জাঁকজমক ভাবে কনক্লেভ অনুষ্ঠিত হয়।  যেখানে টেকটিউনস কমিউনিটি একে অন্যর সাথে সরাসরি মত এ কুশল বিনিময় করতে পারে।

Level 0

আমি টিউন্টারভিউ হোস্ট : আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারন!!! সুনাম না করে পারছি না। আমাদের জাতি কে সামনের দিকে এগিয়ে নিতে এমন মানুষের প্রত্যাশা করি সবসময়।।
টিউন টি খুব ই ভাল লাগলো।। টেকটিউনস কে শুভেচ্ছা জানাই আর আশা করি ভবিষ্যতে এমন আরও মেধাবী মনিষীর সন্ধান দিবে আমাদের কাছে।। আমরা টেকটিউনস এর সাথে আছি সবসময়।।

কষ্ট করে সুন্দর ইন্টারভিউটি নেয়ার জন্য এবং শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Level 0

চমৎকার। পরবর্তী টিউন্টারভিউতে মেহেদী ভাইকে দেখতে চাই। 😐

Level 0

অসাধারন ইন্টারভিউটি। শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এমনই একজন উদ্দ্যোক্তা হয়ে http://www.aponpost.com কে সামনে এগিয়ে নিতে চাই। দোয়া করবেন।

অসাধারণ হয়েছে এবং akhoni .com এর উদ্যোক্তা কে ধন্যবাদ এত বড় deal site তৈরিই জন্য

ইন্টারভিউটি পড়ে অনেক ভাল লাগল। কষ্ট করে তা নেয়ার জন্য টিটি কে অনেক ধন্যবাদ।

Level 0

Donnobad,
bhai, Amar Email Subscription Request stop korte chai kivabe korbo ? Please

I LOVE YOU TECHTUNES!!

চমৎকার ইন্টারভিউ। পড়ে অনেক ভাল লাগলো। 🙂

Level 0

great man …great thinking…
great adoption… Nice interview…like very much…

দারুন!দারুন হয়েছে!! অনেক ধন্যবাদ।

Level 0

it will be very helpful for us.

Level 0

টি টি কে জানাই সালাম। এমন মানুষ এই আমদের দরকার ।

nice tune

শামীম আহসান ভাইয়ের জন্য akhoni এ সম্পর্কে জানতে পারলাম ।
খুবই ভালো লাগল ইন্টারভিউটি ।

ধন্যবাদ অনেক ভালো লাগলো 🙂

বাংলাদেশের অাইটি সেক্টরের পথপ্রদর্শক মোস্তফা জব্বারের টিউন্টারভিউ চাই।

খুবই চমৎকার সক্ষাতকার। এইরকম উদ্যোক্তারা আমাদের অনুপ্রানিত করে ভীষনভাবে।

ওনার তো দেখি পুরা ব্যবসায়ী পরিবার। উৎসাহ আর পরামর্শ দেয়ার অনেকেই ছিল…

Level 0

জাফর ইকবাল সারের টিউন্টারভিউ কই? গত ডিসেম্বর মাসে যে হওয়ার কথা ছিল?

টেকটিউনসের কাছে আমার প্রশ্ন ভোটের মাধ্যমে জাফর ইকবাল সহ বহুল পরিচিত যাদের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল সেটার কি হল? হঠাৎ করে নতুন একটা কোম্পানির টিউন্টারভিউ নেওয়ার অর্থ কি? দরকার হলে টিউন্টারভিউ বন্ধ থাক, প্রহসনের দরকার নেই।

অসাধারন লাগলো !

Level 0

Excellent interview . Thanks for creating the opportunity to learn a lot of priceless tips from Shamim bhai . 🙂

Level New

awesome sir. we are proud for you.

Level 2

Ex BASIS President Neamul Karim should be guest for tunterview

অসাধারণ++

একটা অসাধারণ টিউন। মানুষের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখা যায়।

ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে। ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd
.
এপটি ডাউনলোড করে দয়াকরে একটি হলেও এড পোস্ট করুন। অনেক খুশি হব। আগাম ধন্যবাদ…