কাজটা আইনত অবৈধ, তারপরও লিখলাম, তাদের জন্য যারা একটা কম্পিউটার ক্রয় করতে গিয়ে হিমসিম খায়, তারা হয়তো বৈধভাবে ওএস কিনে ব্যবহার করতে পারে না।
( মিডিয়া ফাইয়ারের লিংক। অনেকই নাকি মেগাশেয়ার হতে ডাউনলোড করতে পারছে না এই কারনে!)
এখন আপনার এক্স পি অরজিনাল হয়ে গেল, এবার আপনি আপটেড এবং সেই সাথে মাইক্রোসফট এর সাইট হতে এক্সপি এর জন্য সফটওয়্যারও ডাউনলোড করেত পারবেন।
মাইক্রোসফট এর সাইট হতে ডাউনলোড করার সময় ভ্যালিডেশন চেক করতে চাইলে , ভ্যালিডেশন করে নিন। কোন সমস্যা হবে না।
ভিস্তা সেটআপ করার পর তিন দিনের মধ্যে তার জন্য অনলাইনে একটিভেশন করে নিতে হয় তা হলে একমাসের মধ্যে তার কার্যকারীতা শেষ হয়ে যায়, তারমানে আপনি একমাস পর আর তা ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে আবার ভিস্তা নতুন করে সেটাআপ করতে হবে। বিশেষ একটা কমান্ড আছে তা দিয়ে হয়তো টেনেটুনে ৪ মাস পর্যন্ত চলবে। তাহলে স্থায়ী সমাধান কি?
*** আপনি যদি সিরিয়াল কী ছাড়া ভিস্তা সেটআপ করে থাকেন, তাহলে একটিভেটার এর সিরিয়াল কী টেক্স বক্স খালি রাখুন।
*** এটা শুধু মাত্র x86 ভার্সণ কাজ করে।
আমি মাইক্রোকাতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু...
vista like need password . what is the password / or atached vista reg. file with my mail plsssssssssssssssssssssssss.
I live in qatar, Im new computer user, I read the “Techtunes” , from this site i got many profit, kindly would you inform me how i can remove “genuine” from my start bar ???
SYED JAFAR ULLAH
QATAR,DOHA.
আমি একটা লেপটপ ক্রয় করেছিলাম । আজ থেকে ৮ মাস আগে রিয়াদের জেরির বুক ষ্টোর থেকে। তোশিবা স্যাটারলাইট মডেল এম-২০৫। তখন ছিল ভিস্তা আমি দেশে যাব দেশে গেলে নেট ব্যাবহার করব। আমি দেশে আমার বন্ধুকে বলেছি সে বলল যে ভিস্তা দিয়া নেট চালাতে পারবে না। আমি বললাম কেন সে বলল যে ভিস্তা সাপোট করে না। তাই আমি এখান থেকে xp করে নিলাম। দেশে যাইয়া ভালভাবে ব্যাবহার করলাম। ২ মাস পর চলে আসলাম এখানে আমি আল জাোয়াল সিম দিয়া নেট ব্যাবহার করতাম। হঠাত আমার উন্ডোজ নষ্ট হয়ে গেল ফরমেট করলাম ভিস্তা । কিন্ত আমার অনেক সমস্যা দেখা দিয়াছে। লেপটপে সাউন্ড হয় যখন হেডফোন লাগাই তখন সাউন্ড হেডফোনে আসে না। আমি ইয়াহুতে কাহারো সাথে কথা বলতে পারি না। তোশিবা কোম্পানীর োয়েব সাইডে খোজ করেছি এখনো এই মডেলের কোন ড্রাইবার পাই নাই এখন আমি কি করব। এই ভাবে বসে থাকব। আগে রিয়েল টেক সাউন্ড কাড ছিল কিন্ত এখন ভিস্তা সেটা ো নেয় না। এমন কেউ কি আছেন আমাকেসাহায্য করবেন । আমি কি ভাবে এর সমাধান করব। আমার ঠিকানা হলো
এম জসিম
মোবাইল নাম্বার ০৫৬৭২৩১৭০৪
রিয়াদ ,কে .এস,এ
Thanks my dear brother ,
I live in muaither,job in behzad pharmacy (postis very small ) I don’t know good english ,
I haven’t bangla key bord & i don’t know how to bangla write, Thanks for information .
syed jafar ullah
Behzad Pharmacy
Post Box No_24
p:4580861/5693403
Qatar.
How long does it take in general for the completion of the download? My laptop has already been warned with their warning logo, will it work too?
Quatar bhai take my salam, I was trying to write in bangla but the post is not being accepted, so now trying in english. I used to use Dell Vostro 1000 laptop with original XP in it. Looking at your tune I was attracted to Vista and installes but the crack didn’t work at all. It shocked me a lot. I tried with google and found Vista Loader v3.0.0.1 a very useful one. Just install the vista then run this vista loader, it will show logos of different note books, chose as per your need and run and just a restart. Thanks everyone.
http://rapidshare.com/files/192249902/V.LDR_techfreaks.in_Fido9Dido.rar
Vista Loader v3.0.0.1 খুবই কাজের জিনিস। Vista সেট আপ এর পর ফাইলটা রান করাতে হবে। প্রত্যেকটা notebook-এর লোগো আছে।লোগোতে একটা ক্লিক এবং একটা রির্ষ্টাট ব্যস কেল্লা ফতে।
ঠিকানা : http://rapidshare.com/files/192249902/V.LDR_techfreaks.in_Fido9Dido.rar
সবাইকে ধন্যবাদ।
ধন্যবাদ microqatar ভাই, অনেকের কাজে লেগেছে বলে ভাল লাগল। কিন্তু আমার ত হচ্ছে না। আমার ভ্যালিডেশন পেজ এ গেলে এরর দেখায় এবং বলে এই কী টা আমার রিজিয়নের জন্য নয়। আমার অবস্থান বাংলাদেশ। কী করব বলুন?
via amar age hoyesilo kintu akon r hoyna ami setup deoar por dekhici amon ki koekbar dekheci notun kore arekta din please.
ধন্যবাদ microqatar ভাই এমন একটা টিউনের জন্য প্রথমে আমার কম্পিউটারে কাজ হয়ে ছিল কিন্তু নতুন করে XP সেটাপ দেওয়ার পর ভ্যালিডেশন পেজ এ গেলে এরর দেখায় This copy of Windows did not pass genuine validation এবং বলে এই কী টা আমার রিজিয়নের জন্য নয়। আমি বাংলাদেশে বাস করি
হঠাৎ একদিন টেক – এ ঢুকে যাই আমার অজান্তে কিন্তু এখন আমি এখন থেকে যা শিখছি তা আমি টেক কে ধন্যবাদ দেওয়ার ভাষা পাইনা। নতুন ইউজার হিসাবে আমি অনেক কিছু এখানে পেয়েছি।
আপনােক অেনক ধন্যবাদ, িকন্তু…..This copy of Windows did not pass genuine validation.
The product key found on this computer is not valid for use in your region. এখন িক korbo bolben ……………………?
আমার হয়না। এখন কি করবো
This copy of Windows did not pass genuine validation.
The product key found on this computer is not valid for use in your region. আমাকে ও এটা বলে
ভাই, আপনার লিংক-এ ক্লিক করলাম। যা পেলাম তা মেগাশেয়ার.কম এর মেম্বারশীপ পেজ। তাতে কোন কাঙ্খিত লিংক খুঁজে পেলাম না। তাহলে আর কোন উপায় আছে? জানালে উপকৃত হবো।
Ami khub khusi apnader prblem abong solution dekhe. Somossa hole Janabo.
Thanks it really works perfect 🙂
Regards,
Admin
http://www.cyberx.info
—————
Cheap Webhosting Company of Bangladesh
ওয়াও অরজিনালের স্বাদ নিয়ে দেখি কেমন লাগে।