হার্ডডিস্কের নির্দিস্ট অংশ ডিফ্র্যাগমেন্ট করুন অল্প সময়ে

Defraggler নামে একটি সফটওয়্যার আছে যেটি দিয়ে আপনি আপনার হার্ডডিস্ক বা পেনড্রাইভের নির্দিস্ট কোনো ফাইল বা ফোল্ডার ডিফ্র্যাগমেন্ট করতে পারবেন। এর জন্য পুরো ড্রাইভ ডিফ্র্যাগমেন্ট করতে হবে না। তাছাড়া Defraggler-এর সাহায্যে আপনার কোনো একটি ড্রাইভে কোন কোন ফাইল ফ্র্যাগমেন্টেড সেটারও একটা লিস্ট দেখতে পারেন। সেই লিস্ট থেকে চাইলে কোনো নির্দিস্ট ফোল্ডারের ফ্র্যাগমেন্টেড ফাইলগুলো সিলেক্ট করে সেগুলো শুধু ডিফ্র্যাগমেন্ট করতে পারেন। আপনি তাই কম সময়ে শুধুমাত্র দরকারী ফাইলগুলোকে ডিফ্র্যাগমেন্ট করে আপনার কাজ চালিয়ে যেতে পারেন।

Defraggler -এ একটি ব্যাকগ্রাউন্ড মোডও আছে। যাতে করে ডিফ্র্যাগমেন্ট করার সময়ও আপনি প্রয়োজনীয় কাজও করতে পারবেন।

(+) ভাল দিক:

  • নির্দিস্ট ফাইল বা ফোল্ডার দেখিয়ে দিয়ে ডিফ্র্যাগমেন্ট করা যায়
  • কোন কোন ফাইল ফ্র্যাগমেন্টেড অবস্থায় আছে তা দেখা যায়
  • ডিস্কের ছবিতে (ড্রাইভ ম্যাপে) ফ্র্যাগমেন্টেড ফাইলের অবস্থান দেখা যায়
  • খুব কম রিসোর্স খায়
  • ব্যবহার সহজ। এক্সপির ডিফ্র্যাগমেন্ট টুলটার মতই দেখতে
  • এই টুলেই স্ক্যানডিস্ক করা যায়
  • অটোমেটিক আপডেট হয়
  • নিরাপদ (পিসি ম্যাগাজিনে নাম উঠেছে)
  • সাইজ কম (৫৪০ কেবি মাত্র!)

(-) খারাপ দিক:

  • ড্রাইভ খুব বেশি ফ্র্যাগমেন্টেড হয়ে গেলে যদি পুরো ড্রাইভ ডিফ্র্যাগমেন্ট দেয়া হয় তখন বেশি সময় লাগে
  • নির্দিস্ট কোনো ফাইল বা ফোল্ডার ডিফ্র্যাগমেন্ট করলে শুধুমাত্র ঐ অংশটুকু ডিফ্র্যাগমেন্ট করা হয়, অথচ পুরো ড্রাইভটাই ডিফ্র্যাগমেন্টেড দেখায়। (আলাদা আলাদা করে সব ফ্র্যাগমেন্টেড ফাইল ডিফ্র্যাগমেন্টিং করলেও পুরো ড্রাইভ ডিফ্র্যাগমেন্ট দিলে বেশি সময় নেয়। অবশ্য এক্সপির টুলটাতেও এই সমস্যা আছে।)

একটা ডিফ্র্যাগমেন্টিং টুলে ম্যাক্সিমাম যা আশা করা যায় তার সবই আছে এই টুলে। আমি নিজেও এটা প্রায় একমাস ব্যবহার করছি। খুব পছন্দ হয়েছে আমার।

এজন্য এটাকে পাঁচ তারা দিলাম star_on.gif star_on.gif star_on.gif star_on.gif star_on.gif

যেভাবে ব্যবহার করবেন

  • কোনো নির্দিস্ট ফাইল ডিফ্র্যাগমেন্ট করতে: Defraggler চালু করে Action মেনু থেকে Defrag File ক্লিক করে ফাইল দেখিয়ে দিন।
  • কোনো নির্দিস্ট ফোল্ডার ডিফ্র্যাগমেন্ট করতে: Action মেনু থেকে Defrag Folder ক্লিক করে ফাইল দেখিয়ে দিন।
  • কোনো ড্রাইভে ফ্র্যাগমেন্টেড ফাইলগুলো দেখতে: ড্রাইভ লিস্ট থেকে ড্রাইভ সিলেক্ট করে Analyze ক্লিক করুন। Analyze করা শেষ হলে File List Tab -এ যান। (আপনি চাইলে এখান থেকে ফাইলের পাশে চেক দিয়ে Defrag Checked ক্লিক করে নির্দিস্ট ফাইল ডিফ্র্যাগমেন্ট করতে পারেন। আবার চাইলে লিস্টের একেবারে উপরে একটা চেক বক্সে চেক দিয়ে সব ফ্র্যাগমেন্টেড ফাইল ডিফ্র্যাগমেন্ট করতে পারেন।) (পুরো ড্রাইভ) ডিফ্র্যাগমেন্ট করার আগে স্ক্যানডিস্ক করে নেয়া ভাল
  • স্ক্যানডিস্ক করতে: Action মেনু থেকে Advanced-এ যান তারপর Check Drive for Errors ক্লিক করুন।
  • পুরো ড্রাইভ ডিফ্র্যাগমেন্ট করতে: ড্রাইভ লিস্ট থেকে ড্রাইভ সিলেক্ট করে Analyze ক্লিক করুন। যদি কোনো ফাইল ফ্র্যাগমেন্টেড হয়ে থাকে তাহলে Defrag ক্লিক করুন। (কোনো ফাইল ফ্র্যাগমেন্টেড না হলে ডিফ্র্যাগমেন্ট করার দরকার নেই।)

ডাউনলোড

http://www.defraggler.com থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। (সাইজ: ৫৪০ কেবি)

Level 0

আমি আদনান শামীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একরকমের অলরাউন্ডার। তবে সমস্যা হচ্ছে আমি master of none.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

উইন্ডোজের ডিফল্ট ডিফ্যাগের চেয়ে এটা অনেক অনেক ভাল। আমার খুবই ভাল লেগেছে। আর আপনাকে টেকটিউনসে স্বাগতম।

ডিফ্র্যাগ্লার তৈরি করেছে জনপ্রিয় সিক্লিনার এর নির্মাতারা। খুবই ভাল। আমার খুব প্রিয় দুটি ফ্রিওয়্যার। আপনাকে ধন্যবাদ সুন্দর এই রিভিউটির জন্য।

আমি গত দুই মাস ধরে ডিফ্র্যাগ্লার ব্যবহার করছি। দারুন পারফরমেন্স। গ্রেট টিউন!

আদনান ভাই আপনাকে টেকটিউনসে স্বাগতম। দারুন! একটা রিভিউ।

হার্ডডিক্স ডিফ্র্যাগ করে কী খুব একটা লাভ হয়? মানে পারফরমেন্স কী খুব বেশি পরিবর্তন?

@ প্রযুক্তিবিদ, মেহেদী হাসান, শফিউল, অর্পণ

টেকটিউনসে আমার প্রথম লেখায় কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমি সাধারণত খুব কম লিখি। এটা আমার দোষ নয়, আমি লেখাপড়া ও নোট লেখা নিয়ে ব্যস্ত থাকি। সেজন্য খুব একটা লিখতে পারি না। তবে ভবিষ্যতে যখন লিখব তখন আপনাদেরকে আবার পাঠক হিসেবে পাবো বলে আশা রাখি।

ধন্যবাদ।

@ মিশেল

আমিও আগে আপনার মত মনে করতাম। বিশেষ করে 98 ছেড়ে যখন xp ব্যবহার শুরু করলাম। এক্সপিতে ফ্র্যাগমেন্ট কম হয় এটা ঠিক, এজন্য কম্পিউটারের গতি কমলেও বোঝা যায় না। কিন্তু ডিফ্র্যাগমেন্ট না করলে ধীরে ধীরে হার্ডডিস্কে ব্যাড সেক্টর পড়তে থাকে যা আপনার হার্ডডিস্ককে অকেজো করে দিতে পারে। অবশ্য NTFS সিস্টেমের হার্ডডিস্ক ফ্র্যাগমেন্টেড হয় না কাজেই তা ডিফ্র্যাগমেন্ট করার প্রয়োজন নেই। কিন্তু FAT32 বা পুরোনো পদ্ধতির হার্ডডিস্কে নিয়মিত ডিফ্র্যাগমেন্টিং করা উচিৎ।

তাই কম্পিউটারের গতিকে স্বাভাবিক রাখার জন্য ও হার্ডডিস্কের মেয়াদ দীর্ঘ করার জন্য মাসে অন্তত একবার ডিফ্র্যাগমেন্টিং করুন।

ধন্যবাদ।

Ata korle ki hoi?amake plz bolun?