Defraggler নামে একটি সফটওয়্যার আছে যেটি দিয়ে আপনি আপনার হার্ডডিস্ক বা পেনড্রাইভের নির্দিস্ট কোনো ফাইল বা ফোল্ডার ডিফ্র্যাগমেন্ট করতে পারবেন। এর জন্য পুরো ড্রাইভ ডিফ্র্যাগমেন্ট করতে হবে না। তাছাড়া Defraggler-এর সাহায্যে আপনার কোনো একটি ড্রাইভে কোন কোন ফাইল ফ্র্যাগমেন্টেড সেটারও একটা লিস্ট দেখতে পারেন। সেই লিস্ট থেকে চাইলে কোনো নির্দিস্ট ফোল্ডারের ফ্র্যাগমেন্টেড ফাইলগুলো সিলেক্ট করে সেগুলো শুধু ডিফ্র্যাগমেন্ট করতে পারেন। আপনি তাই কম সময়ে শুধুমাত্র দরকারী ফাইলগুলোকে ডিফ্র্যাগমেন্ট করে আপনার কাজ চালিয়ে যেতে পারেন।
Defraggler -এ একটি ব্যাকগ্রাউন্ড মোডও আছে। যাতে করে ডিফ্র্যাগমেন্ট করার সময়ও আপনি প্রয়োজনীয় কাজও করতে পারবেন।
একটা ডিফ্র্যাগমেন্টিং টুলে ম্যাক্সিমাম যা আশা করা যায় তার সবই আছে এই টুলে। আমি নিজেও এটা প্রায় একমাস ব্যবহার করছি। খুব পছন্দ হয়েছে আমার।
এজন্য এটাকে পাঁচ তারা দিলাম
http://www.defraggler.com থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। (সাইজ: ৫৪০ কেবি)
আমি আদনান শামীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একরকমের অলরাউন্ডার। তবে সমস্যা হচ্ছে আমি master of none.
ডিফ্র্যাগ্লার তৈরি করেছে জনপ্রিয় সিক্লিনার এর নির্মাতারা। খুবই ভাল। আমার খুব প্রিয় দুটি ফ্রিওয়্যার। আপনাকে ধন্যবাদ সুন্দর এই রিভিউটির জন্য।
উইন্ডোজের ডিফল্ট ডিফ্যাগের চেয়ে এটা অনেক অনেক ভাল। আমার খুবই ভাল লেগেছে। আর আপনাকে টেকটিউনসে স্বাগতম।