মহাকাশের ক্ষুদে তারকাদের আবার একটু স্বরণ করে নিই

নেইল আর্মস্ট্রং আর ইউরি গ্যাগারিনের কথা আমরা সবাই জানি এবং সারা বিশ্ব খুবই শ্রদ্ধার সাথেই স্বরণ করে থাকে দুজনকে। তবে তাদের মিশন মুন সফল হবার আগে যার অবদান সবচেয়ে বেশি তার কথা আমরা বেমালুম ভূলেই যাই। হ্যাঁ, আমি সেই ছোট্ট কুকর লাইকার কথা বলছি। সোভিয়েতের হয়ে সেই প্রথম পৃথিবীর ক্ষপথে চক্কর মেরেছিল এবং সেই প্রাণীজগতের প্রথম প্রানী যে মহাকাশে গিয়েছিল। এরকম আরো অনেক প্রানীই যুগে যুগে মহাকাশে গিয়েছে। আজ সেই সমস্ত ক্ষুদে তারকাদের কথাই আরেকবার স্বরন করব –

লাইকা

animals_space_01

১৯৫৭ সালে লাইকাই প্রথম প্রানী যগতের হয়ে মহাকাশ ঘুরে আসে। আমরা শুধু এইটুকুই জানি। তাকে দিয়ে করানো হয়েছিল মূলত একটি বিশাল ঝুকিপূর্ণ এক্সপেরিমেন্ট। লাইকার এক্সপেরিমেন্ট সফলও হয়ছিল। তবে আমরা অনেকেই যা জানিনা তা হল, ল্যান্ডিং এর কয়েক ঘন্টা পরেই লাইকার মৃত্যু ঘটেছিল। তবে সে প্রমান করেছিল যে মহাকাশে ওজনহীনতায় প্রানী বেঁচে থাকতে পারে।

সোভিয়েত ডগ স্কোয়াড

animals_space_02

১৯৫০ এবং ১৯৬০ সালের মহাকাশ অভিজানে সোভিয়েত যেন মরিয়া হয়ে উঠে। একের পর এক এক্সপেরিমেন্ট। একের পর এক প্রান। এই সময়ে তারা একসাথে ৫৭টি কুকুর স্পেসে পাঠিয়েছিল। এদের অনেকে আবার লাইকার চাইতে বয়সে ছোট এবং অনেকে পরবর্তীতে একাধীকবার মহাকাশ ভ্রমনের সূযোগ পায়।

Little Guy

animals_space_03

 

এই দৃশ্যটা দেখে আমার অনেক মায়া লেগেছে। এটি একটি স্কুইরেল মানকি। তাকে স্পেস ট্রেইনিং এ সিলিকন রাবার এর প্যাডিং করে তাকে ক্যাপসুলেট করা হয়েছিল। উদ্দেশ্য একটাই, এক্সপেরিমেন্ট। ১৯৫৮ সালে ১৫ মিনিটের একটি স্পেস ফ্লাইটে ৩১০ মাইল ভ্রমন করে সে। তবে ল্যান্ডিং এর পর সে এবং তার ক্যাপস্যুল কোনটাকেই আর খুজে পাওয়া যায় নাই। তবে ক্যাপসুলের এক্সপেরিমেন্টে এটাই ছিল প্রথম মাইল ফলক। ধরে নেয়া হয় সে সমস্ত যাত্রা পথে জীবিত ছিল। মারা গিয়েছিল ল্যান্ডিং এর পরে।

এ্যাবেল এবং বেকার

animals_space_04

এরাই প্রথম প্রানীযুগল যারা মহাকাশের সমস্ত যাত্রা পথ এবং ল্যান্ডিং এর পরেও সুস্থভাবে জীবন যাপন করেছিল। ছবিটি ১৯৫৯ সালের। এরকম সফল মিশনের পরে নাসার কর্মকর্তারা তাদের নিয়ে আনন্দেই মেতে উঠে। এ্যাবেল ছিল ৭ পাউন্ডের রেসাস মানকি এবং বেকার ছিল ১১ পাউন্ডের স্কুইরেল মানকি এবং দুজনেরই মাতৃভূমি ছিল পেরু। এ্যাবেল ল্যান্ডিং এর চারদিন পরে একটি মাইনর সার্জারি করতে গিয়ে মারা যায় তবে বেকার বেঁচে ছিল ১৯৮৪ সাল পর্যন্ত!!

শিম্পাজ্ঞি

animals_space_05

১৯৬১ সালে, সোভিয়েতের হয়ে ইউরি গ্যাগারিন পৃথিবীর কক্ষপথে ঘুরে আসার আগেই নাসা তাদের মার্কারী প্রোগ্রামের জন্যে একটি শিম্পকে ট্রইন করছিল। হলোমন এয়ার বেসে এরকমই প্রায় বিশটি শিম্পটি দিয়ে চালানো হয়ছিল এক্সপেরিমেন্ট।

টাইম টাস্ক

animals_space_06

হলোমন এয়ার বেসের সেই শিম্পদের ট্রেইনিং এর একটি অংশ ছিল টাইম টাস্ক। এটা ছিল একটা সিম্পল টাস্ক। বিভিন্ন ইলেক্ট্রিক্যাল লাইট এবং সাউন্ডে কিভাবে রেসপন্স করতে হবে তারই একটি ট্রেইনিং। এই ছবিটি নেয় হয়েছে যখন একটি শিম্প একটি মিসটেক করেছিল এবং মহাকাশে বড় সমস্যার মুখোমুখি হতে হয়েছিল নাসা কে!

ক্যাপস্যুল পজিশনিং

animals_space_07

এই ছবিটিও হলোমন এয়ার বেস থেকে নেয়া। এক্সপেরিমেন্ট চলছিল মঙ্গল অভিজানের ক্যাপস্যুলেটিং সিস্টেমটি নিয়ে। রকেট লন্চ হবার কিছুক্ষন আগে তোলা হয় এই ছবিটি।

Mission Accomplished

animals_space_08a

অবশেষে হলোমন এয়ার বেস সফলভাবে দুটি শিম্পকে মহাকাশে পাঠাতে সক্ষম হয়। ১৯৬১ সালে হ্যাম নামের একটি শিম্পকে প্রায় ১৪ মিনিটের জন্যে স্পেসে পাঠানো হয়। এবং সে পৃথিবীর কক্ষপথে দুইবার চক্কর মেরে আসে।

নিরাপদ পর্ত্যাবর্তন

animals_space_09

এখানে হ্যামের হাসিমুখ দেখে বোঝা যাচ্ছে পৃথিবীর কক্ষপথে চক্কর মেরে সে কি মজাটাই না পেয়েছিল সেদিন। আটলান্টিকে তার ক্যাপস্যুলটি নিক্ষিপ্ত করা হয় এবং সেখান থেকেই একজন ক্রু তার ক্যাপসুলটি নিরাপদে নিয়ে আসে।

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিনটিন ভাই আমারে পাঠানোর ব্যবস্থা করা যায় না ?

ভিন্ন রকমের টিউন। তবে মান সেই “টিনটিনওই” আসে।

টিনটিন তোমার কি মনে আছে একবার তুমি আর আমি মহাকাশে গিয়েছিলাম ……. 😛

    Billions Of Blue Blistering Bernicles ….. How can I forget that one? …… আই আই ক্যাপ্টেন!!

    Level 0

    কুট্টুসও তো সাথে ছিল। কিন্তু এই টিউনে কুট্টুসের নাম নাই কেন?

অনেক কিছু জানতে পারলাম।

টিনটিন ভাই আবারো ডিফারেন্ট পোষ্ট আবারো নতুন কিছু জানা।ভাই লিখে জান আপনার লিখা গুলো পরে অনেক কিছু জানা জায়

Level 0

টিনটিন ভাই onek onek eid er suvessa.
Lisen Radio login http://bdradio24.com

চমৎকার!!!

Thank you very much for the Nice Tune.

টিনটিন ভাই আমার একাউন্টে লেখার অপশন আছে বাট পাবলিশ করার কোন অপশন পাচ্চি না।শুধু আপডেট অপশন টা আছে।তাই আপনি একটু দেখে দেন কি হয়েছে।কয়েকটা টিউন লিখে প্রকাশের অপেক্ষায় আছেএএএএএএএএএএএএএএএএএ

অসাধারণ…………… Simply………. অসাধারণ।

সত্যি বলছি, অসাধারণ লেগেছে সোহান ভাই… :mrgreen:

মচৎকার

Level 0

TT r hoilo ki? 2009 r tune nirbachito tune?

আমার খুব শখ মহাকাশে যাবার । মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখায় এটা আমার খুব দেখতে ইচ্ছা করে । যাই হোক নাইস টিউন ।

আসসালামুআলাইকুম। অনেক মজার ব্যাপার। ধন্যবাদ।

Simply best.. 😀

যাদের মহাকাশ যাবার ইচ্ছা তারা রাতে ঘুমাবার আগে একটু মাহাকাশ সম্পর্কে ভেবে ঘুমাবেন। দেখবেন আপনি রাতে মহাকাশ চলে গেছেন। Dont mind.

***** দিতেই হবে | সত্যিই আপনি স্বরূপে অবতীর্ণ হলেন |

আপনাদের আরেকটু বেশি লিখতে হবে ভাই | কারণ আজকাল যেসব টিউন দেখতে পাচ্ছি, সেগুলোর টাইটেল দেখে মনে হচ্ছে ট্রেন বা বাস এ হকারদের আবেদন !!

“ভাই এটা দেখুন, না হলে মিস করবেন”
“ভাই ওটা করুন , না হলে পস্তাইবেন”
“ভাই এখানে ক্লিক করুন, তাহলে সাত রাজার ধন মানিক পাবেন”

এসব দেখে দেখে আর ভালো লাগেনা | প্লিজ, টিনটিন ভাই, আপনারা আরেকটু বেশি লিখে এইসব উপদ্রবের হাত থেকে রক্ষা করুন | আর আপনারা মডারেটরদের বলুন ঐসব পোস্ট কম করতে | আপনাদের মতো হেভিওয়েইট ব্লগারদের কথার দাম দেবে ওরা |

জটিল হয়েছে। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

ভাইজান আমিও যাবো মহা আকাশে …………… 😛

অসাধারন পড়ে খুবেই ভাল লাগল ধন্যবাদ টিন টিন ভাই

Level 0

Excellent। ফাটা ফাটি

Suparv!!!

মনে করেছিলাম টিনটিন ভাইকে আবারো দেখা যাবে টিটি তে কিন্তু এখনো দেখি তার ঘুম ভাঙ্গে নাই ……………………

আহারে ক্যাপসুলেট মানকি টা!!!!

Level 0

খুব চমৎকার পোস্ট। বানানটি হবে স্মরণ ।
ভুল বানানটি দয়া করে ভুল করবেন না। (শুরুতে ২য় লাইনে আছে)

আমি দুঃখিত বানান ভুল ধরার জন্য।

টিনটিন ভাই এর শেষ পোষ্ট মার্চ মাসে, তার আগেরটা গত নভেম্বর এ ………. 🙁

অসাধারণ!

Level 0

চমৎকার হয়েছে । পড়তে পড়তে আর ছবি দেখতে দেখতে কেমন জানি অন্যরকম একটা মোহতে হারিয়ে গেলাম । অসাধারণ ।

Level 0

খুব ভাল লাগল!!