আমার মনে হয় আমরা সবাই জানি কি লগার কি তাই আর কষ্ট করে লিখলাম না।
তারপরও যদি কেহ না জানা থাকেন তাহলে ডার্কলর্ড ভাইয়ের এই টিউনটা পড়ে নিন।
আমার জানা মতে আপনি বিনা টাকায় কি লগার কোথাও পাবেন না। সার্চ দিলে হয়তো বা ট্রাইলটা পেতে পারেন। যা হোক আপনি যদি আপনার ঘরে পিসিতে কি লগার সব সময় ব্যবহার করতে চান তবে আপনি একটু কষ্ট করে তা বানিয়ে নিতে পারেন। বেসিক কি লগার তৈরি করতে আমরা সবচে সহজ প্রোগ্রামিং ল্যাংগুয়েজ পাইথন ব্যবহার করবো।
১ * প্রথমে এখানে ক্লিক করে পাইথন-২.৬.৪ এমএসআই টি ডাউনলোড করে ইনষ্টল করে নিন।
২ * এবার এখানে ক্লিক করে পাইহুক ডাউনলোড করে ইনষ্টল করে নিন।
৩ * তারপর pywin32 ডাউনলোড করে ইনষ্টল করে নিন।
৪ * এবার start > All programs >python 2.6 >idle (python gui) তে ক্লিক করুন।
৫ * এবার python shell থেকে file > new window তে ক্লিক করুন।
৬* নিচের মত লিখুন -
৭* এবার file > save গিয়ে logger.py লিখে সি ড্রাইভে সেভ করুন।
৮ * সি ড্রাইভে গিয়ে logger.py তে ডাবল ক্লিক করুন।
এবার কোন ওয়েব সাইটে গিয়ে লগইন করুন বা আপনার যা ইচ্ছা তাই টাইপ করুন।
৯ * এখন আবার সি ড্রাইভে গিয়ে output.txt ওপেন করুন এবং দেখুন!
বিঃদ্রঃ- একটা কথা মনে রাখবেন এটা কিন্তু বেসিক কি লগার মাত্র।
আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........
মইন ভাই , একটা Remote Key logger কি পাওয়া যাবে?